জেনারেল রাইটিং|| জীবনের প্রাপ্তির শেষ কোথায় !!!!

in আমার বাংলা ব্লগlast year

আজ - ২২শে, বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

bird-1045954_1280.jpg
ছবি এখানে থেকে নেওয়া হয়েছে!

সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমরা আজকের ব্লগ

সুপ্রিয়,, আমার বাংলা ব্লগবাসি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন । প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম নতুন ইউনিক ব্লগ নিয়ে । আর প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্নধর্মী কিছু উপস্থাপন করার। আর সেই জায়গা থেকে আজকে আমি আপনাদের মাঝে একে জেনারেল রাইটিং পোস্ট উপস্থাপন করতে চলেছি। আশা করছি সবারই অনেক ভালো লাগবে এমনটাই প্রত্যাশা করি ।


আশা ইচ্ছা-আকাঙ্ক্ষা এসব কি ঘিরে মানুষ মূলত প্রতিনিয়তই নিজেকে নিয়ে বয়ে যায় অনেকটা নদীর মতো। মনুষ্য জীবনে আশা ইচ্ছা আকাঙ্ক্ষা এসবের কোন শেষ নেই। তাইতো প্রতিনিয়তই মানুষ এসব চাওয়া পাওয়া গুলোকে পূর্ণটা করতেই অনেক কিছুই করছে। কিন্তু শেষমেষ কি সেই আশা ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণতা পায় সে প্রশ্নটুকু থেকেই যায়??

তবে কেউ কেউ হয়তো সেই আশা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশা গুলো পূর্ণতা করতে পারে ।তবুও কি প্রাপ্তির শেষ আছে। ছোট্ট এ জীবন অথচ এ জীবনে কি ঘিয়ে রেখেছে চারদিক থেকে এক মায়ার বন্ধনে ।যেখান থেকে বেরিয়ে আসা বা পালিয়ে বড়ই দুষ্কর৷

প্রথমত আমার ব্যক্তিগত মতামত ব্যক্তি জীবনে প্রাপ্তির কোন শেষ নেই । একের পর এক চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশা প্রতিনিয়তই একটি মানুষকে ছোটাছুটি করায় ।

beach-394503_1280.jpg
ছবি

বিবাহিত জীবন??

জীবনের একমাত্র অতিবাহিত করার আশ্রয়স্থল হ্যালো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ।সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়া তবে একটু সবাই ভাবুন তো এই বৈবাহিক জীবনটাও কি সুখের হয় ।সংসার অশান্তি ঝামেলা কত কিছু।আর তখন হয়তো ইচ্ছে করে সবকিছু উপেক্ষা করে একা বাঁচতে।
আর যখন অবিবাহিত একটা বয়সে এসে সারাক্ষণ বিয়ের জন্য দিন কাটে। জীবনসঙ্গীকে কাছে পাওয়ার প্রবল আকুলতা।

ধনী
অর্থ সম্পদ টাকা সব রয়েছে পরিবার রয়েছে। অথচ একটু শান্তির জন্য প্রতিনিয়ত ছোটাছুটি করে কোথায় গেলে এক টুকরো শান্তি পাবে ।আর সারাক্ষণ যেন বিষন্নতায় ভুগে।

গরীব
প্রতিনিয়ত ছুটছে অর্থের খোঁজে অর্থবিহীন গরিবের জীবন মূল্যহীন। তাই অর্থ উপার্জনের জন্য প্রতিনিয়তই ছুটে চলা।

একটা শিশু মনে মনে প্রতিনিয়ত ভাবে কবে বড় হবে ।আর একটা সময় সেই প্রাপ্ত ব্যক্তি মানুষ বলে কেন এ জীবনে এলাম। যদি আবার সেই শৈশব জীবনটা ফিরে পেতাম।
একজন চাকরিজীবী দিনভর কাজ করছে তার চিন্তা কবে একটু প্রশান্তির অবসরপ্রাপ্ত ।আরেকজন বেকার যুবক প্রতিনিয়তই ছুটছে চাকরির জন্য ।কারণ তার পরিবার তার জীবন জীবিকা প্রীতি ছোট্ট একটি চাকরি খুবই প্রয়োজন।

আর এই যে একেকজনের মনের প্রাপ্তি আসা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশা গুলো এগুলোই হয়তো জীবন।

তবে তবে প্রাপ্তিটা ঠিক কোথায় । এটা সত্য যে জীবনের চাওয়া পাওয়া ইচ্ছা কোন শেষ নেই। তাই যার যতটুকু আছে ততটুকু নিয়েই জীবনটাকে উপভোগ করাই শ্রেয়। কারণ এই জীবনের ঠুনকো জীবনে কখন জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছাবে তা কেউ বলতে পারে না।

দিনশেষে একমাত্র মৃত্যুই সব প্রাপ্তি আশা প্রত্যাশা ইচ্ছা সংখ্যা নির্মূল করতে পারে নচেৎ নয়।
তাই যে যে স্থানে আছি ঠিক সেই স্থান হতেই প্রশান্তির জীবনটাকে উপভোগ করার চেষ্টা করি।


শুভেচ্ছান্তে : @gopiray


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

Sort:  
 last year 

আসলে জীবনের প্রাপ্তির শেষ কোথায় কেউ নির্দিষ্ট ভাবে বলতে পারেন না। আসলে মানুষের চাহিদার কোন শেষ নেই। হয়তোবা কিছু লোক তাদের চাহিদা পূরণ করতে পারে। তবে বড় লোক গুলো সব সময় খোঁজে কোথায় গেলে সুখ পাবে। আর গরিবেরা খোঁজে কিভাবে তারা দিনের খাবার খেয়ে দিন যাপন করতে পারবে। আর বিবাহিত জীবনের অশান্তির কারণে অনেকেই তাই একা থাকতে চাই। সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

এটা ঠিক বলেছেন জীবনের প্রাপ্তির শেষ তা কেউ জানি না ৷ প্রাপ্তি হবে সেদিন যেদিন এই পৃথিবীর বুক চিরে চিরবিদায় নিবো ৷

 last year (edited)

আসলেই ঠিকই বলেছেন আপনি মানুষের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা কোন কিছুই শেষ হয় না কখনো। বিবাহিত জীবন, ধনী, গরিব এই তিনটি বিষয় নিয়ে আপনি খুবই সুন্দরভাবে আজকের এই কথাগুলো বুঝিয়ে বলেছেন। আসলে আপনার প্রত্যেকটা কথা একেবারেই সত্যি এবং বাস্তবিক। আপনার সবগুলো কথার সাথে আমি পুরোপুরি ভাবে একমত। আসলে মানুষ বিবাহিত জীবনেও অনেক অশান্তির মধ্যে থাকে। তারা তখন একা থাকতে চায় একা সময় কাটাতে চায়। ভালোই ছিল আপনার লেখার টপিক।

 last year 

জি ভাই বিবাহিত জীবন, ধনী, গরিব এই তিনটি বিষয়ে প্রতিনিয়ত বিদ্যমান ৷ যা প্রতিনিয়ত সমাজে দেখছি ৷ অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

 last year 

ভাই আমরা মানুষেরা ভীষণ অবাক করা জাতি। আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। একটার পর একটা চলছেই। এটাই বাস্তবতা। যার যত আছে সে তত চায়। প্রাপ্তির যেন শেষ নেই। আর এই জন্যই বোধ হয় আমরা কেউ সুখী নই।

 last year 

দাদা একদম সত্য আর যথার্থ বলেছেন আসলে আমরা কেউ সুখী নই ৷ আসলে প্রাপ্তির যেন শেষ নেই ৷

 last year 

মানুষ এমন মানুষের চাহিদা সব সময় থাকে। কিছু মানুষের চাহিদা পূরণ হয় আবার কিছু মানুষের চাহিদা পূরণ হয় না। ধনীরা একটু সুখের জন্য এদিক ওদিক ছুটতে থাকে। আর গরিব তাদের নিত্যদিনের চাহিদা পূরণ করার জন্য চোটে। অনেক সময় বিবাহিত জীবনে অশান্তি হলে মানুষ একাকীত্ব থাকতে পছন্দ করে। তবে আজকে আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলে বাস্তবিক জীবন সেই সাথে আশে পাশে এসব ঘটনা চোখে পড়ে প্রতিনিয়ত ৷ আর এই অনুভব মাথায় রেখে লেখার চেষ্টা ৷ অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61766.31
ETH 2428.16
USDT 1.00
SBD 2.64