এলোমেলো ফটোগ্রাফি ৷ ৷
আজ- ২৯শে, কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
সুপ্রিয়, আমার বাংলা ব্লগবাসি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন ৷ আমিও আপনাদের দোয়া আশীর্বাদ এবং ঈশ্বরের কৃপায় ভালো আছি সুস্থ আছি এবং এভাবেই যেন প্রতিনিয়তই ভালো সুস্থ থেকেই নিজের সৃজনশীলতা ক্রিটিভিটি সেই সাথে মনের অনুভূতিগুলো আপনাদের মাধ্যমে ব্লগের মাধ্যমে প্রকাশ করতে পারছি ৷ এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে ৷
যা হোক আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ইউনিক ব্লগ নিয়ে হাজির হয়েছি ৷ মূলত আজকের ব্লগে থাকছে ফটোগ্রাফি আসলে ফটোগ্রাফি মানেই একটি আর্ট বলা যায় ৷ কারণ এক একটি ফটো গ্রাফি অনেক কিছু সৌন্দর্য বহন করে সেই সাথে কিছু ভালোলাগা অনুভূতি সবকিছু মিলেই ফটোগ্রাফিকে একটি আর্ট বলেই আমি মনে করি৷
যা হোক আবার বাংলা ব্লগে প্রায় প্রতিটি সদস্যই বেশ সুন্দর আর মনোমুগ্ধকর ফটোগ্রাফি শেয়ার করে ৷ তা প্রতিনিয়ত আমি দেখছি আর তারে প্রেক্ষিতে আমিও চেষ্টা করি নিজের ভালো লাগার কিছু ফটোগ্রাফি তুলে আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে ৷
আর তাইতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার এলোমেলো কিছু ফটোগ্রাফি যেগুলো মাঝেমধ্যেই হঠাৎ চোখের দেখায় ভালো লাগার কাজ করে ৷ আর সে থেকেই ফোন দিয়ে এই সৌন্দর্যময় দৃশ্যগুলোকে ফটোগ্রাফি করেছি ৷ আর সেগুলি আপনাদের মাঝে প্রতিদিন ফটোগ্রাফি সেই সাথে বিবরণ সহ উপস্থাপন করছি৷
আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এমনটাই আশা প্রত্যাশা ব্যক্ত রাখি ৷ তো চলুন এবার দেখি আসা যাক ফটোগ্রাফি গুলোর সৌন্দর্যতা ৷
ফটোগ্রাফি-০১
কে কি কোন সৌন্দর্যতা কে পছন্দ করে তা জানি না৷ তবে আমার কাছে প্রকৃতির প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দর আর ভালো লাগে ৷ ঠিক তেমনি এই প্রতিচ্ছবিটি আমার বাড়ির পাশেই ছোট্ট একটি ব্রিজ সেই সাথে ইতিমধ্যেই রাস্তার পাকাও হয়েছে ৷ বিকেল বেলা যাওয়ার মুহূর্তেই বিকেলের সৌন্দর্যটা বেশ ভালই লেগেছিল ৷ আর তাইতো এই সৌন্দর্য তাকে মুঠোফোনে বন্দি করে রাখার জন্যই ছবি তোলা ৷
ফটোগ্রাফি-০২
প্রিয় বন্ধুরা সবাই দেখুন তো এই মাছ টা চিনতে পারেন কি নি ৷ এই মাছটির নাম হলো টেংনা মাছ ৷ আর এই মাছের দুটি কাটা রয়েছে এই কাঁটা যদি মানব শরীরে আঘাত করে ৷ তাহলে অনেকটা বিষ অনুভূতি হয়। গ্রামে নদী-নালায় খাল বিলে প্রায় এসব মাছ ধরতে গিয়ে হাতে কাটা দেয় ৷ যাহোক কিছুদিন আগে নদী হতে মাছটি ধরেছিলাম ৷
ফটোগ্রাফি-০৩
ছবিটি কিছুদিন আগের তোলা সাদা মেঘের ভেলা আর নীল আকাশ সাথে ইয়া বড় একটা পুকুর ৷ আসলে প্রকৃতির সৌন্দর্য দেখলেই মনে এক অন্য রকম অনুভূতি জাগ্রত হয়৷ আর এটাই তার বাস্তবিক উদাহরণ বলা যায় ৷
ফটোগ্রাফি-০৪
এই ছবিটি আজকের তোলা ফটোগ্রাফি ৷ যদিও ফুলের নাম জানি না ৷ তবে আমার কাছে দেখতে অসাধারণ মূলত দুপুর বেলার রুদ্র প্রখর এমন মুহূর্তে এ ফুলের ছবিটি ফটোগ্রাফি করেছি ৷ যদি কোন বন্ধু এই ফুলের নাম জানেন ৷ তাহলে অবশ্যই কমেন্ট করি জানাবেন ৷
ফটোগ্রাফি-০৫
গ্রাম বাংলার এক অসাধারণ ফটোগ্রাফি তা বলতেই হয় ৷ যদিও শহরের মানুষ এই ছবি দেখে কিছু বুঝতে পারবে কিনা তা আমার জানা নেই ৷ তবে যারা গ্রামে বসবাসরত তারা অবশ্যই এই ছবিটি দেখে বুঝতে পেরেছে আসলে কিসের ছবি৷
মূলত কিছুদিন আগের অর্থাৎ বর্ষার শেষ মুহূর্তে নদী কিংবা ছোট্ট নালার মধ্যে বাঁশবেদ দিয়ে মাছ ধরার ফাঁদ তৈরি করা হয় ৷ গ্রামীণ ভাষায় বার বলা হয় ৷ আর এ বাঁশ দিয়েই মাছ ধরার কৌশল টা বেশ সুন্দর৷ ছবিটি দেখতে পাচ্ছেন যে একজন মানুষ সেখান থেকে মাছ তুলতেছে৷
ফটোগ্রাফি-০৬
এই ছবিটিও গ্রাম বাংলার এক অনন্য সৌন্দর্যতম ৷ এই ছবিটি ও তুলেছিলাম কিছুদিন আগে ৷ন অর্থাৎ বর্ষার সিজনে ঠিক সেই মুহূর্তে ছোট্ট জল দিয়ে নদীর সেখানে নেই মাছ ধরা যেতো৷ আর ঠিক সেই মূহুর্তে তোলা ফটোগ্রাফি ৷
ফটোগ্রাফি-০৭
আমি প্রথমেই বলেছিলাম যে আমি প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য গুলোকে অনেক ভালোবাসি৷ এবং কি সেই সৌন্দর্যগুলোকে মনেপ্রাণে ধারণ করি৷ ঠিক তেমনি আরেকটি প্রকৃতি সান্নিধ্য জায়গা এটি ৷ আমাদের এলাকারই এক ছোট্ট মেঠো পথ আর সেই মেঠো পথের দুই পাশে লাগানো প্রচুর গাছ আর পাশে নদী সব মিলে জায়গাটি এক মনমুগ্ধকর পরিবেশের অন্তর্গত৷
ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকের বেশ কিছু নিত্য নতুন ইউনিক কিছু এলোমেলো ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ।
এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷
বিষয় : | ফটোগ্রাফি |
---|---|
ছবিঃ | @gopiray |
ক্যামেরাঃ | realme C12 |
লোকেশন: | বাংলাদেশ 🇧🇩 |
খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।
প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে যেন তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। আর সবগুলো ফটোগ্রাফি যখন একসাথে এখানে দেখতে পেলাম তখন খুবই ভালো লাগলো। আর আপনার ফটোগ্রাফির দক্ষতা অনেক ভালো।
আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন করেছেন।প্রকৃতির প্রাকৃতিক দৃশ্য আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনার সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। টেংনা মাছের ফটোগ্রাফি টাও সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
জি ভাই প্রাকৃতিক দৃশ্য চোখে পড়লে মন ভরে যায় ৷ টেংনা মাছ টা সত্যি দারুন ছিল আমার কাছেও ৷ অসংখ্য ধন্যবাদ ভাই ৷
দারুন ফটোগ্রাফি করেছেন মাছ ধরার ফটোগ্রাফি গুলো বেশ আকর্ষণীয় ছিল ।তাছাড়া প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য
খুব সুন্দর সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে আজ উপস্থাপন করেছেন আমার কাছে খুবই ভাল লেগেছে গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা করি ৷
ছবি গুলো আসলেই অসম্ভব সুন্দর , মুগ্ধ করে দিয়েছে আমায় প্রত্যেকটা ছবির ভিন্ন ভিন্ন সৌন্দর্যতা ৷ প্রকৃতিকে ভালোবাসলে প্রত্যেকটা ছবি মাঝেই সবাই প্রকৃতির সৌন্দর্যতা খুজে পাবে ৷ দারুণ ফটোগ্রাফি করেছিস ৷ ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷
অনেক অনেক ধন্যবাদ বন্ধু সুন্দর মতামতের জন্য ৷ সেই সাথে তোমার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে ৷
ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।ছবি গুলো বেশ সুন্দর হয়েছে। টেংরা মাছের ছবিটা দারুণ হয়েছে। ৫ ও ৬ নম্বর ছবি মাছে ভাতে বাঙালীর কথা মনে করিয়ে দিচ্ছে। ছবি গুলোতে গ্রাম বাংলার চিরায়ত রুপ ফুটে উঠেছে। শুভ কামনা আপনার জন্য।
জানি না ফটোগ্রাফি করতে পারি কি না ৷ তবে মাজে মধ্যে ভালো দৃশ্য চোখে পড়লে ফটোগ্রাফি করার চেষ্টা করি৷ অসংখ্য ধন্যবাদ আপু ৷
অসম্ভব রকম সুন্দর কিছু ফটো দেখলাম আপনার ছবির মধ্যে বিশেষ করে প্রথম দুটো ছবি তো আমার কাছে দুর্দান্ত লেগেছে, এছাড়াও শেষের দিকের ছবিগুলো একটা গ্রামীণ পরিবেশ সৃষ্টি করেছেন।
আসলে ভাই আমি গ্রামে বাস করি ৷ যার জন্য গ্রামের দৃশ্য গুলো ফটোগ্রাফি করতে ভালোই লাগে ৷ ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য ৷
বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আজকের ফটোগ্রাফে পোস্টটি সাজিয়ে তুলেছেন ভাইয়া।শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে আকাশের ফটোগ্রাফিতে অনেক বেশি ভালো লেগেছে।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য।
ভাই আপনাকে ও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে উৎসাহ দেবার জন্য ৷ আসলেই আকাশের ফটোগ্রাফি টা আমার কাছেও ভালো লেগেছে ৷
আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার কাছে ১ নাম্বার ফটো, ৫ নাম্বার আর ৭ নাম্বার ফটো সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবগুলো ফটোই সুন্দর, তবে এই তিনটা বেশি সুন্দর। প্রকৃতির এমন সুন্দর দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
যা হোক শুনে দারুন ভালো লাগছে যে কয়েকটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে ৷ অনেক ধন্যবাদ আপু ৷ এভাবেই পাশে থাকবেন ৷
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও বর্ণানা শেয়ার করার জন্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাই আমার করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম ৷