বিশ্বকর্মা পুজোর কাটানো দিনটি || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20220917140900.jpg



নমস্কার বন্ধুরা,

ভাদ্র শেষে আশ্বিন মাস মনে মনে সবার আনন্দ উল্লাসে মেতে ওঠা৷শরতের আবহে ধীরে ধীরে পূজার সময় ঘনিয়ে আসছে৷ চারদিকে পুজোর আমেজ যেন ছড়িয়ে পড়ছে ৷আর মাত্র কয়েক দিনের অপেক্ষা হিন্দু সনাতন ধর্মালম্বীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা৷ আর এ দুর্গাপুজোর আগে বাবা বিশ্বকর্মা দেবতার পূজা৷ আসলে বাবা বিশ্বকর্মা দেব তা হল যন্ত্রপাতির ইঞ্জিনিয়ার৷যেসব মানুষ জীবিকার তাকিদে যারা যন্ত্রপাতির সাথে জড়িত বিশেষ করে তারাই এই এই বিশ্বকর্মা দেবের পূজা করে থাকেন ৷ যেমনটা বলতে গেলে মোটরসাইকেল মেকানিক কিংবা স্বর্ণকার বা বিভিন্ন কলকারখানা এসব পূজা বেশ ধুমধাম করে এই বাবা বিশ্বকর্মা দেবের পূজা করে৷ তবে এখন বলতে গেলে কম বেশি সকল হিন্দুধর্মী মানুষজন এই বা পূজা করে থাকেন কারন আমরা সবাই কম বেশি প্রাকৃতিক জীবনে নানা কিছু যন্ত্রপাতি ব্যবহার করে থাকি ৷ আর এইসব জিনিস ব্যবহারের জন্য কোন কোন দুর্ঘটনা ঘটে সে জন্য এখন সনাতন ধর্মীয় সকল মানুষজন পুজো করে ৷

আজকে আমি আমার গ্রামের মন্দিরে বিশ্বকর্মা দেবের পূজার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ৷আপনাদের সবার ভালো লাগবে৷
গতকাল ছিল পুজোর দিন যদিও আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ৷ তবুও পূজা বলে কথা যেতেই হবে৷ গ্রামের সব ছেলেপুলে একসাথে জোট হয়ে পুজো করার সিদ্ধান্ত নিলাম ৷ আর গতকাল দিন খুবই ব্যস্ততার মধ্যেই ছিল পুজোর সমস্ত কিছু কেনাকাটা৷ সকালে উঠেই স্নান করি মন্দিরে গেলাম ৷ আর অলরেডি পুরোহিত ঠাকুর মশাই চলে এসেছে৷ ঠাকুর মশাইকে পূজোর যত কিছু উপকরন বের করে দেওয়া হলো ৷আর তখন পুরোহিত ঠাকুর পুজোর সমস্ত উপকরন ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছে ৷
যেমন :দুধ ,কলা ,ঘি ,পায়েস,লুচি,ফলমুল ৷এছাড়া ধুপ ধুনা আরো অনেক কিছু নৈবদ্য উপকরন পুরোহিত ঠাকুর সাজালেন ৷
এবার পুষ্পাঞ্জলি দেওয়ার পালা৷

IMG20220917134325.jpg
লোকেশন
IMG20220917135412.jpg

এরপর একটা পর্যায়ে পুজোর সমস্ত কিছু শেষ ৷এবার গ্রামের সকলে মিলে বাবা বিশ্বকর্মা দেবের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রসূতি নিলাম ৷
একে একে সবাই নারী পুরুষ ছোট বড় সকলে মিলে ঠাকুর দেবতার সামনে পুজো দেওয়ার জন্য বসলাম ৷যেহেতু গ্রামের সবাই মিলে এ পুজো তাই গ্রামের সবাই উপস্থিত হয়েছে ৷
পুরোহিত ঠাকুর আমাদের সবাইরে পুজোর আগে গোলাপ জল ছিটিয়ে পবিত্র করে দিলেন ৷এরপর সবার হাতে হাতে ফুল ও বেলপাতা নেওয়ার কথা বললেন ৷আমরা সবাই বেল পাতা হাতে নিয়ে ৷পুরোহিত ঠাকুর মন্ত্র ধরতে বললেন ৷এদিকে তিনি বলতেছেন আর আমরা তা শুনে শুনে মনে মনে জব করতেছি ৷ এরপর তিনি খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে যোজ্ঞ করলেন ৷

IMG20220917135352_01.jpg

IMG20220917135358_01.jpg

IMG20220917135400.jpg

IMG20220917134423_01.jpg
এরপর পুষ্পাঞ্জলি শেষ হলে ফুল বেল পত্র গুলো বা বিশ্বকর্মা দেবের চরণে রেখে দিলাম৷ এরপর পুজো শেষ করে আমরা সবাই প্রনামী করে ৷ঠাকুরের দেয়া চ্রনামিতো গ্রহণ করলাম৷ একদিকে পুজোর সবকিছু শেষ ৷
অন্যদিকে প্রসাদ তৈরির কাজ কাজ চলতেছে ৷পুজোর কিছুক্ষণ পর প্রসাদ দেওয়ার জন্য প্রসূতি নিলাম ৷এরপর সবাই মিলে একসাথে সারি সারি একিদকে নারী আর আরেক দিক পুরুষ সবাই লাইন হয়ে বসে পড়লো ৷আর সবচেয়ে মজার বিষয় হলো মাটিতে বসে কেলার পাতা দিয়ে প্রসাদ খাওয়ার কি যে আনন্দ তা আসলে বলে বোঝানো সম্ভব না ৷যারা যারা হিন্দু ধর্মীয় মানুষ একমাত্র তারাই যানে এই বিষয়টি ৷

IMG20220917142901.jpg

IMG20220917142921_01.jpg

IMG20220917142930_01.jpg

IMG20220917144150.jpg

IMG20220917144134.jpg

IMG20220917145732.jpg

পুজো শেষে প্রসাদ বিতরণ৷এরপর পুরোহিত ঠাকুর কে পুজো দেওয়ার দক্ষিনা দিয়ে পুজো সমাপ্তি ঘষনা করলাম ৷এরপর আবার গ্রামের সবাই মিলে বক্সের বাজনায় নৃত্য ৷সত্যি বলতে অনেক আনন্দে উল্লাসে মেতে ওঠা ৷আসলে এই পুজোটি শুধু একদিনের জন্য৷তাই ওই দিনের দিন সকাল থেকে শুরু করে বিকেল পযন্ত ব্যস্ততা সময় পার করেছিলাম ৷যদিও আমি তেমন কোনো আনন্দ করতে পারি নি ৷শরীরে অবস্থা ভালো না থাকায় তবে ভালো ভাবে পুজো দিতে পারছি এটাই বড় কথা ৷

IMG20220917140213_01.jpg
লোকেশন

তো বন্ধুরা এই ছিল আমার আজকের বাবা বিশ্বকর্মা দেবের পুজোয় সমস্ত কিছু ইনফরমেশন এবং কী গতকাল পুজোর সারা দিন কেটেছে পুজোর আয়োজনে ৷আসলে আমাদের সনাতন ধর্মীয় হিন্দু ধর্মের বারো মাসে তেরো পার্বন ৷মানে বলতে গেলে প্রতি মাসে কম করে হলেও একটি পুজো আছেই ৷আর গ্রামের সবাই মিলে পুজো করেছি গতকাল অনেক ভালো কেটেছে দিনটি ৷বিশেষ করে অসুস্থ থাকা সত্ত্বেও পুজো করেছি ৷
তো যাই হোক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন এমনকি নিজের যত্ন নি৷ অন্যকে ভালো রাখুন আমাদের সবার মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য৷ সব সময় মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করব ৷এই প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মত এখানে বিদায় নিচ্ছি৷ আবারো হাজির হব অন্য কোন নতুন ইউনিট ব্লগ নিয়ে৷ এই আশা ব্যক্ত রেখে আজকের ব্লক এখানে শেষ করছি৷
সমাপ্ত

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdf1DqCg1JFmEM5rEUGj71XE1G1s2zdaLrPmqMiGfAQnnyJs6RnCcTBgQMtvnid...ovWJA2RaZzHbUvrsuxmGSdrjdfxt74fLn1nkMkrGvdsv7HhFDCi84xyaMEVkx1xvvbPk115Qy1avxzjvVAGkkRzt9irwyD3ECqQCyZWawgUyXDQc3KDmKTt8er.png

সবাইকে ধন্যবাদ


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

শরতের শুরু থেকেই একের পর এক পূজা লেগে থাকবে।বাঙালির বড়ো উৎসব দুর্গাপূজা বিশেষ করে হিন্দুদের ।বিশ্বকর্মা পূজা বেশ জাকজমকপূর্ণ সম্পন্ন হয়েছে দেখে ভালো লাগছে।পূজার প্রসাদ খেতে আমার খুবই ভালো লাগে আর কলার পাতে খাওয়ার স্বাদটাই আলাদা।খিচুড়ি প্রসাদ আমার প্রিয়,দারুণ সময় কাটিয়েছেন।আপনার সুস্থতা কামনা করি।শুভকামনা রইলো।

 2 years ago 

ঠিক বলেছেন দিদি শরতের শুরু থেকেই পুজোর গন্ধ শুরু বলতে গেলে আমেজ শুরু হয়েছে ৷ বিশ্বকর্মা পুজো বেশ ভালো ভাবেই সম্পুর্ণ করেছি ৷
আর প্রসাদ অনেক ভালো লাগে দিদি ৷
আপনার মনের কথা গুলো বলার জন্য অসংখ্য ধন্যবাদ ৷

 2 years ago 

দুর্গাপুজোর আগে বিশ্বকর্মা পুজো হয় এটা জেনে ভালো লাগলো। বিশ্বকর্মা পুজো উপলক্ষে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং পুজো মণ্ডপে প্রসাদ খেয়েছেন দেখে ভালো লাগলো। সবাই মিলে একসাথে এভাবে খাওয়ার মজাই আলাদা। আর কলা পাতায় এভাবে প্রসাদ বিতরণ দেখতে খুবই ভালো লাগে আমার।

 2 years ago 

আপু শরীর অসুস্থ থাকার পরেও পুজো দিতে গেছি ৷আর কলা পাতায় প্রসাদ খেতে অনেক ভালো লেগেছে ৷
ধন্যবাদ

 2 years ago (edited)

বিশ্বকর্মা দেবের পুজোয় সম্পর্কে আগে জানা ছিল না শুধু দূগাপুজা সম্পর্কে জানা ছিল । আপনার পোস্ট মাধ্যমে বিশ্বকর্মা দেবের পুজোয় সম্পকে জানতে পারলাম অনেক ভালো করে। কেন করা হয়?কারা বেশি করে? মেকানিক,সরর্ণ দোকানদার করে। ধন্যবাদ আপনাকে দাদা আপনাদের ধর্মীয় উৎসব আমাদের সাথে শেয়ার করাব জন্য।

 2 years ago 

দিদি আপনি বিশ্বকর্মা দেবের পুজো সম্পর্কে জানেন না ৷এবার জানলেন তা আমার ও কাছে অনেক ভালো লাগলো ৷

 2 years ago 

বিশ্বকর্মার পূজা তো ভালোই করেছিস ৷ দেখে অনেক ভালো লাগলো ৷ সত্যিই বিশ্বকর্মা পূজা বর্তমান সব হিন্দুই ধুমধাম করে করছে ৷ তো দিনটি খুব ব্যস্ততার মাঝে কাটিয়েছি আর ভালো ভাবে পূজার করেছি দেখে অনেক ভালো লাগলো ৷পূজার প্রসাদ টা বোধায় খুব মজার হয়েছে , দেখে তাই বোঝা যাচ্ছে ৷ ধন্যবাদ সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ৷

 2 years ago 

ঠিক দিনটি অনেক ভালো কাটিয়েছি ৷আর প্রসাদ টা সত্যি অসাধারণ মজার ছিল

 2 years ago 

ভাইয়া আমিও আগে জানতাম না দুর্গাপূজার আগে বিশ্বকর্মা পুজো হয় । আজ আপনার মাধ্যমে জেনে নিলাম। বিশ্বকর্মা পুজোয় আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। খিচুড়ি দেখে অনেক লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর বিশ্বকর্মা পুজোর মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

জানেন না আজ জানলেন খুবই ভালো লাগলো বিষয়টা ৷খিরুড়ি অনেক টেস্ট হয়েছে ৷
ধন্যবাদ গুছিয়ে কথা বলেছেন

 2 years ago 

পুজোয় কাটানো আপনার দিনটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রা অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনি আমার পোষ্টটি পড়েছেন৷শুনে ভাল লাগলো

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59631.75
ETH 2622.60
USDT 1.00
SBD 2.41