আজকের ব্লগ ফটোগ্রাফি 📸 || ৭ টি রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম || (10% beneficiaries to shy-fox 🦊 or 5% abb-school) ||
স্বাগতম
আমার বাংলা ব্লগ
সাতটি ছবি নিয়ে একটি অ্যালবাম |
---|
তাহলে চলুন বন্ধুরা দেখে আসা যাক সাতটি ফটোগ্রাফির অ্যালবাম ৷
ফটোগ্রাফি-০১ 📸
Device :realme12
What's 3 Word Location
এটি একটি ফুলের ফটোগ্রাফি ৷ যদিও ফুল টির নাম আমার জানা নেই ৷তবে ফুলটি দেখতে অসাধারণ ৷ফুলটি দেখতে ঠিক ছাতার মতো চারদিকেই যেন ঢাকা বলতে মাথার কেশ বা খপা ৷ফলটি আজ আমার এক পাশের বাড়ি থেকে তুলেছি ৷আশা করি আপনাদের ও ভালো লাগবে ৷
ফটোগ্রাফি-০২ 📸
Device :realme12
What's 3 Word Location
এটি একটি ফলের ফটোগ্রাফি একটু ভালো করে দেখুন তো চিনতে পারেন কী না ৷এই ফলটি আঙ্গুর ফল ৷যদিও আমাদের বাংলাদেশের বা আমাদের এই দিকে আঙ্গুর ফল হয় ৷তবুও অনেক টক করে থাকে ৷আসলে এ ফল বেলে মাটিতে বেশ ভালো ফলন দেয় এবং মিষ্টি ও করে ৷
ফটোগ্রাফি-০৩📸
Device :realme12
What's 3 Word Location
কাঠাল ফল কে চিনে এটি একটি গৃষ্মকালীন ফল৷ কাঠাল ফল আমার কাছে বেশ ভালোই লাগে ৷যদিও উপরের আবরনটা কীরকম তার ভিতরে যে থাকে তাকে কোস বলে ৷যেটা এক সময় পেকে যায় তখন আমরা সবাই কমবেশি খেয়ে ৷তবে বেশি খেলে খুব গরম লাগে যেটা বাস্তবে উপলদ্ধি করেছি ৷
ফটোগ্রাফি-০৪📸
Device :realme12
What's 3 Word Location
এটিও একটি ফুলের ছবি ৷এই ফলটির নাম টগর ফুল দেখতে একদম সাদা ফিটফিটে অসাধারণ ৷ফুলটি বেশি বড় নয় ছোট ফুলেই ৷ এই ফুল গুলো এই সময়
গ্রামের যেখানে সেখানে রাস্তার ধারে এমনি তেই গাছ হয় যায় আর যা থেকে ফুল ফোটে ৷
ফটোগ্রাফি-০৫📸
Device :realme12
What's 3 Word Location
এটিও একটি ফলের ফটোগ্রাফি ৷ফলটির নাম ডালিম ফল ৷ডালিম ফল দেখতে অনেক বেশি ভাগ দেখা যায় আমাদের কমবেশি সবাইরে বাড়ির আঈিনায় ডালিম গাছ লাগিয়ে থাকে ৷ফলটা দেখতেও বেশ চমৎকার ৷ফলটা পাকলে ভিতরে মারবেলের মতো গোল গোল বিচি হয় ৷
ফটোগ্রাফি-০৬📸
Device :realme12
What's 3 Word Location
গ্রামের একটি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য ৷সত্যি বলতে অনেক সুন্দর যা বলে বোঝানো সম্ভব নয় ৷ বিকেল বেলা তুলেছি ৷ আকাশটা যেন নিচে পড়ে গেছে আর সাদা মেঘ এবং চারদিকে সবুজ আর সবুজ ৷সত্যি অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ৷
ফটোগ্রাফি-০৭📸
Device :realme12
What's 3 Word Location
এটিও ফলের ফটোগ্রাফি বলা চলে ৷কারন কলা তো একটি ফলেই৷কলা এখন প্রায় সকলেই সকালের নাস্তার সাথে কলা খেয়ে থাকে ৷আর কলায় অনেক ভিটামিন ও প্রোটিন ও আছে ৷ গ্রামের কমবেশি সব জায়গায় কলার চাষ করে থাকে ৷
বন্ধুরা আজকের আমার ব্লগ এতো টুকুই৷ আশা করবো আপনাদের সবাইরে ভালো লাগবে ৷আর আসলে ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে ৷তাই যে জিনিস টাই ভালো লাগে সেটাই ক্যামরা বন্দি করে থাকি ৷যদিও আমার কোনো ক্যামরা নাই তবুও আমার মোবাইল ফোন দিয়েই ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷
আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ৷আবারও হাজির হবো অন্য ব্লগ নিয়ে ৷
পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে চলুন ৷
চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আজকে আপনি আমাদের মাঝে অনেকগুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করলেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আপনার তোলা টগর ফুলের ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য।
ফটোগ্রাফি পোস্ট বলতে বাড়তি একটা আকর্ষণ। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারণ। ফুল এবং ফল নিয়ে খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য
আপনার ছবি গুলো অনেক সুন্দর হয়েছে তারপরও আপনার এখানে কিছু কিছু মিসটেক রয়েছে। যেসব কোডিং গুলো যেসব কাজের জন্য ব্যবহৃত করা যাবে শুধুমাত্র সেই সব কাজেই আপনি ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটি ছবির নিচে আপনি যে কোটেশন মার্ক ব্যবহার করে সেগুলোর বর্ণনা দিয়েছেন এটা কিন্তু ঠিক নয়। আপনার ভাষাগত দিক থেকেও একটু সচেতন হতে হবে, ধন্যবাদ।
ভুল গুলো বলার জন্য ধন্যবাদ ভাই ৷চেষ্টা করবো এরপর যেন না হয়
আপনার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফিটি গুলো অসাধারণ ছিল। এছাড়াও সবুজ ধান ক্ষেত টি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনার ও জন্য শুভকামনা রইল
আপনি খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। আসলে এরকম ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য
আপনার ফটোগ্রাফি পোস্ট টি দেখে খুবই আনন্দ পেয়েছি ভাইয়া বিশেষ করে আপনার ফটোগ্রাফি পোষ্টের মধ্যে প্রকৃতির সৌন্দর্য গুলো খুবই চমৎকার ভাবে ফুটে উঠেছে এবং আমি একজন প্রকৃতিপ্রেমিক যার ফলে আমার কাছে এটি উপভোগ করার মুহূর্ত সত্যি অনেক চমৎকার ছিল। আশা করি ভবিষ্যতে এমন পোস্ট আমাদের মাঝে আরও শেয়ার করবেন ভাইয়া।
সত্যি ভাই আমি একজন প্রকৃতি প্রেমিক
আপনার ভাষাগত দক্ষতা আরো বাড়াতে হবে । একজন ব্লগার হতে হলে ভাষাগত দক্ষতার বিকল্প নেই । আপনার অনেকগুলো বাক্য পূর্ণ হয়নি । কিছু বানান ভুল আছে । আরো সুন্দর করে লেখাটা উপস্থাপন করা উচিত ছিল । আপনি আমাদের কমিউনিটির ভেরিফাইড মেম্বারদের পোস্টগুলি ভালভাবে পড়ুন । তাহলে সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন । আপনার জন্য শুভকামনা রইল । ধন্যবাদ আপনাকে ।
দাদা আমার ভুল গুলো বুঝতে পারছি ৷চেষ্টা করবো আর যেন না হয় ৷ধন্যবাদ মূল্যবান কথা গুলো বলার জন্য
খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ছবিগুলোর মধ্যে কাঠালের ও কলার ছবি আমার কাছে খুব চমৎকার লেগেছে। এত অসাধারন কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য
অসংখ্য ধন্যবাদ ভাই উৎসাহিত মন্তব্য করার জন্য
ভালো লাগলো আপনার রেনডম ফটোগ্রাফি। এ ধরনের ছবিগুলো বরাবরই আমাকে আকর্ষণ করে। সবচেয়ে ভালো লেগেছে আঙ্গুর ফলের ছবিটি। আমাদের এদিকেও আঙ্গুর ফল খুব একটা ভালো হয় না তবে দেখতে সত্যিই চমৎকার। ধন্যবাদ
ধন্যবাদ