||গ্রামের মেলাতে ঘুড়তে গিয়ে কিছু ফটোগ্রাফি ও অভিজ্ঞতা||(10% beneficiaries to shy-fox 🦊 or 5% abb-school)

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন৷

||আজ ১৫ই চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ||২৯শে মার্চ ২০২২ ইং||

আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন পোষ্ট নিয়ে হাজির হয়েছি ৷আজকের পোষ্টটি হলো কয়েকদিন আগে আমি একটি মেলাতে বেড়াতে গিয়েছিলাম মেলার কিছু ফটোগ্রাফি করেছি৷আজ সেই গুলোই আপনাদের মাঝে উপস্থাপন বা শেয়ার করছি ৷আশা রাখছি আপনাদের ভালো লাগবে

চিত্র-০১

Picsart_22-03-29_08-11-22-155.jpg

মেলাটা একটি গ্রামীণ মেলা আমি কয়েকদিন আগে গিয়েছিলাম৷গ্রামের সাধারন মেলাতে গেলে সবার আগে চোখে পড়ে মেলার কিছু দোকান৷বিশেষ করে চোখে পড়ে বাচ্চাদের খেলনার দোকান৷ একটি মানুষ দোকানটিতে বসে দোকানে বেলুন,বাশি,ঘুড়ি আরো অনেক কিছু আছে ৷ছবিটি গ্রামের মেলাতে সবার আগে চোখে পড়ে ৷

চিত্র-০২

Picsart_22-03-28_20-51-37-831.jpg

এই দোকানটি কে না চিনে কসমেটিক দোকান৷মেয়েগুলো বা মহিলা গুলো মেলাতে গেলে তারা বেশি ভিড় করে এই কসমেটিক দোকানে ৷ কসমেটিক দোকান মেয়েদের জন্যই বেশি জিনিস পত্র যেমন: চুরি মালা ফিতা কানের দুল গলার হাড় ব্যাগ আরও অনেককিছু যা বলে শেষ করা যাবে না ৷

চিত্র-০৩

Picsart_22-03-28_20-53-48-836.jpg

নীল সাগড় তিশা আচার হাউস ৷মেলাতে গেলে চোখে পড়ে আচারের দোকান ও৷ আর সত্যি বলতে আচার আমার অনেক ভালো লাগে৷আরের দোকানে অনেক ধরনের আচার পাওয়া যায় ৷যেমন: তেঁতুল আচার, বড়ই আচার,জলপাই আচার, চালতার আচার আরো আছে না না অনেক আচার ৷ মেলাতে এই আচারের দোকান গুলো অনেক বেচা বিক্রি করে থাকে ৷

চিত্র-০৪

Picsart_22-03-29_08-06-54-790.jpg

এই চিত্র টি একটু ভালো করে লক্ষ করুন ৷এটি কে ঠেলা গাড়ি বলে৷ ছোট বাচ্চারা এই ঠেলা গাড়ি নেয় ৷ আর যখন গাড়িটি চালায় তখন একটি বিকট শব্দ আছে ৷ মাটি আর বাশের তৈরি এই ঠেলা গাড়ি টি ৷

চিত্র-০৫

Picsart_22-03-28_20-49-05-591.jpg

মেলার একটি আর্কষনীয় দোকান হলো চশমার দোকান ৷এখানে ছোট থেকে বড় সবাই এই চশমা নিতে ভিড় করে এই চশমার দোকানে ৷এখানে দেখা যাচ্ছে অনেক রঙের ও নানান মডেলের চশমা

চিত্র-০৬

Picsart_22-03-28_20-50-31-778.jpg

এই দোকানটি ও একটি খেলনার দোকান নানা রকমের পুতুল ছোট বড় সব ধরনের পুতুল বাশি এছাড়াও কাঠের বানানো ছোট ট্রাক নানা রকমের খেলনার জিনিস ইত্যাদি ৷আমার কাছে দোকানটি অনেক ভালো লাগেছে৷

চিত্র-০৭

Picsart_22-03-29_08-09-35-206.jpg

মেলার একটি ছোট দোকান দোকানটিতে অনেক ধরনের খেলনা গাড়ি বল অনেক কিছু ৷আমি আবার এই দোকান থেকে একটি নিয়েছি ৷

চিত্র-০৮

Picsart_22-03-29_22-40-01-747.jpg

এটি একটি লোহার লোস্করের দোকান মেলাতে এই লোহার দোকান ও দেখা যায় ৷যেখানে দা,বটি কড়াই,কদাল নানান রকমের ব্যবহার জিনিস পত্র ৷

পরিশেষে মেলাতে আমার একটি সেলফি

Picsart_22-03-29_23-02-30-018.jpg

তো বন্ধুরা এই ছিলো আমার গ্রামের মেলাতে বেড়াতে গিয়ে তোলা কিছু ফটোগ্রাফি যেগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন বা শেয়ার করলাম ৷আশা করছি আপনাদের ভালো লাগবে৷

আজ এই পযন্তই শেষ করছি ৷আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ঈশ্বরের কাছে

ফটোগ্রাফির বিবরন

বিষয়গ্রামের মেলার কিছু ফটোগ্রাফি
ডিভাইসrealme C12
ছবি লোকেশনhttps://w3w.co/
তারিখ২৯মার্চ ২০২২
ছবি ক্লিক@gopiray

🌻ধন্যবাদ🌻

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 3 years ago 

দেখেই বোঝা যাচ্ছে গ্রামীণ মেলায় অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন সেইসাথে অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি ও আমাদের মাঝে শেয়ার করেছেন। মাঝে মাঝে এই রকম গ্রামীণ মেলায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এখানে গ্রামের অনেক কিছু সুন্দর মুহূর্ত দেখা যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গ্রামীণ মেলা ঘুরতে যাওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য ভাই

 3 years ago 

দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর ভাবে গ্রামের মেলাতে ঘুড়তে গিয়ে কিছু ফটোগ্রাফি করেছিলেন। সে সমস্ত ফটোগ্রাফিক গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে মেলার সমস্তকিছু আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দরভাবে পোষ্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

গ্রামের মেলাগুলো খুবই অসাধারণ হয়ে থাকে। আপনি খুব সুন্দর মুহূর্ত মেলাতে অতিবাহিত করেছেন। এবং আমাদের মাঝে আপনার অভিজ্ঞতা তুলে ধরেছেন। আপনার আলোকচিত্র গুলো খুবই অসাধারণ হয়েছে ।দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর করে মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম । অনেক সুন্দর হবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বননা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য শুভকামনা রইল আপনারাও জন্য

 3 years ago 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক পুরোনো জিনিস দেখতে পারলাম। আসলে অনেক কিছু এখন বিলুপ্ত হয়ে গেছে।টম টম গাড়ি আগে অনেক কিনতাম। এখন খুব একটা বাজারে দেখা যায় না এই গাড়ি। ভাই আপনি অনেক পুরোনো স্মৃতি মনে করিয়ে দিলেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

গ্রামের মেলাতে ঘুরতে গিয়ে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি তুলেছেন ভাইয়া। গ্রামের মেলা দেখতে অনেক ভালো লাগে। এছাড়া আপনি সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য শুভকামনা

 3 years ago 

গ্রামের মেলায় খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। অনেকদিন হলো এরকম মেলাতে ঘোরাঘুরি করা হয় না। ছোটবেলায় কোথাও মেলা হলেই চলে যেতাম মেলা দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনার তোলা ফটো গুলো অসাধারণ হয়েছে। দেখতে অনেক ভালো লাগছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাই মন্তব্য করার জন্য

 3 years ago 

আসলে ঢাকার মেলা এবং গ্রামের মেলার মধ্যে অনেক তফাৎ রয়েছে। গ্রামের মেলা গুলোতে অনেক বেশি আনন্দ করা যায়। তবে পহেলা বৈশাখ এর প্রথম মঙ্গলবার ঢাকায় একটি মেলা হয় যা আমাদের এইদিকে ঐতিহ্য হিসেবে পালন করা হয়ে থাকে। অসম্ভব সুন্দর ভাবে আপনি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

অনেক সুন্দর করে আপনি ফটো গুলো কভার করেছেন ভাইয়া, আপনি প্রতিটি ফটোর অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন, মেলা ঘুরতে আমারো খুব ভালো লাগে, ধন্যবাদ ভাই এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62684.33
ETH 2456.60
USDT 1.00
SBD 2.66