রাতের করতোয়ার ব্রিজ দেবীগন্জ||ঘুড়াঘুড়ি|| (১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগ

রাতের করতোয়া ব্রিজে কাটানো মুহূর্ত

বাংলাদেশ


নমস্কার ও আদাব

হ্যালো [আমার বাংলা ব্লগের]এবার ওপার সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন ৷আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷ আজ ২৯শে ফাল্গুন১৪২৮ বঙ্গাব্দ ৷বন্ধুরা প্রতি বারের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন ব্লগ নিয়ে ৷আজকে আমি যে পোষ্টটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি একটি ব্রিজ ভ্রমনের কিছু অনুভুতি ও অভিঙ্গতা৷ তো বন্ধুরা শুরু করছি আমার ঘুড়তে যাওয়া ব্রিজে কিছু ফটোগ্রাফি
PicsArt_03-07-12.16.21.jpg

রাতের করতোয়া ব্রিজের দৃশ্য

সারাদিন কিছু না কিছু কাজে ব্যস্ততা আছেই ৷সারাদিন ব্যস্ত সময়ের পর ঠিক সন্ধায় বের হলাম করতোয়া ব্রিজের উদ্দেশে৷ এই ব্রিজ টি দেবীগন্জ জেলার দেবীগন্জে অবস্থিত ৷ব্রিজ টি করতোয়া নদীর উপর দিয়ে তৈরি হয়েছে বলে নাম হয় করতোয়ার ব্রিজ৷ করতোয়া নদীটি বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এই নদীটি বাংলাদেশর পঋগড় ও দিনাজপুর হয়ে আবার ভারতে দিকে গেছে ৷বলা যায় পঋগড়ের বড় নদী এই করতোয়া নদী৷

PicsArt_03-07-12.19.30.jpg

আলোয়ে আলোয়ে আলোকিত রাতের করতোয়া ব্রিজটি৷সারা বাংলাদেশের চতুর্থ চীনের দ্বারা তৈরি এই করতোয়ার ব্রিজ ৷রাতের বেলা ব্রিজটি যে এতো সুন্দর লাগে তা বলার অপেক্ষা রাখে না ৷ ব্রিজটিতে আমি বেড়াতে গিয়েছিলাম প্রায় এক সপ্তাহ আগে আমি শুধু দেখতেই গেছি যে আসলে ব্রিজ টি কেমন৷আসলে দেখতে অনেক সুন্দর তা বলার অপেক্ষা রাখে না৷

IMG_20220312_211921.jpgPicsArt_03-07-12.17.31.jpg

ব্রিজটি অনেক বড় আর কিছুক্ষণ পর পর যে খুটি গুলো আছে সেগুলোতে লাইট লাগিয়েছে ৷ লালা সবুজ সাদা আরও অনেক রকমের লাইট লাগিয়েছে ৷
করতোয়া নদীর উপর দিয়ে প্রবাহিত হয়াতে ব্রিজটি আরো অনেক সুন্দর করছে ৷বিশেষ করে গরম কালে ব্রিজের পারে নদীর বাতাস হাওয়া সত্য প্রান জুড়িয়ে যাবে ৷ব্রিজটির সাথে আরও আছে একটি ডিসি পার্ক যার জন্য ব্রিজটি আরও অনেক অনেক অসাধারণ দেখা যায় ৷
PicsArt_03-07-12.22.12.jpg

PicsArt_03-07-12.25.11.jpg

ব্রিজটিতে গিয়ে আমার অনেক ভালো লেগেছে ৷করতোয়া নদীর ধারেই ছোট পার্কটি ও বিভিন্ন রং এর লাইট লাগিয়ে চারদিকে আলোকিত করেছে ৷নদীর ধারেই পার্কটিও ছিলো অসাধারণ ৷ ছোট পার্কটি আমার কাছে অসাধারণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটি নদীর ধারে অবস্থিত ৷ এই পার্কে বসে সম্পূর্ণ নদীর সবকিছু সুন্দর ভাবে উপভোগ করা যায় ৷ আর করতোয়া নদীর ব্রিজে দারিয়ে এই ছোট পার্কটি সম্পূর্ণ দেখা যায় ৷ ব্রিজের উপর থেকে পার্কের বিভিন্ন লাইট এর জন্য পার্কটি অনেক সুন্দর দেখা যায় ৷

IMG20220303183304_01-01.jpeg

  • তো বন্ধুরা এই ছিলো আমার আজকের ব্লগ দেবীগন্জ করতোয়ার ব্রিজে কাটানো মুহূর্ত গুলো ও তার সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করলাম ৷জানি না আপনাদের কতটা ভালো লাগবে ৷তবে ব্রিজটি আমার কাছে ভালো লেগেছে বলে আজ আপনাদের মাঝে শেয়ার করলাম ৷
  • পরিশেষে বলবো আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে চলুন ৷
    ইতি
    @gopiray
বিষয়রাতের করতোয়া ব্রিজে ঘুরাঘুরি
ডিভাইসrealme C12
ছবি লোকেশনhttps://w3w.co/
তারিখ১৪ মার্চ ২০২২
ছবি ক্লিক@gopiray

সবাইকে ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png
2qM6R7emm7dUzqimiCUWALVV5Azjzuxs9rpmpFFPRJaLmdohUqB6kp4YL944YiourLu5AZ6Qr6oqkdqSfxc7Xq8mAGPVKxDSsdiew74MLR...iwkAgvYEzmYSST8DyNUvARfVHi817Kui6K3LAMUfTNjGyfb8skvWpChEnpc8jhy7qCGjqU7LHDVMeTuRJVgevX2S4cwbBmpUsLDLU5BK4y3Aj77xmXMFwrHhE6.png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া।আপনার ফটগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ।আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর মুহূর্ত টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য

 2 years ago 

রাতে ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে। করোতোয়া ব্রিজ ঘুরতে নিশ্চয় অনেক ভালো লাগলো আপনার। দেখে মনে হচ্ছে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। এরকম সময় কাটাতে বেশি ভালো লাগে। আমাদের মাঝে এরকম একটা মুহুর্ত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

হুম আপু অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

 2 years ago 

করতোয়া ব্রিজ আপনার ঘুরাঘুরির সময় টুকু পড়ে অনেক ভালো লাগলো । কর্তার ব্রিজে আপনি মধুর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে তুলেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনারাও জন্য শুভকামনা

 2 years ago 

ফটোগ্রাফি গুলো অনেক দারুন হয়েছে ভাই। করোতোয়া ব্রিজ কখনো যায়নি তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আপনার সুন্দর মুহূর্ত গুলো উপলব্ধি করতে পারলাম । আপনার তোলা রাতের ফটো গুলো দেখতে অসাধারণ লাগছে ধন্যবাদ ভাই আপনাকে আপনার মুহূর্তগুলো আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 2 years ago 

বাহ আপনার ভ্রমণের সাথে করতোয়া ব্রিজের অপরূপ সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে রাতের ঝলমলে করত আর এই ব্রিজটি দেখতে মারাত্মক সুন্দর লাগছে।

 2 years ago 

ধন্যবাদ মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56248.57
ETH 2324.42
USDT 1.00
SBD 2.34