এলোমেলো ফটোগ্রাফি......!!!

in আমার বাংলা ব্লগ7 months ago

আজ -৩রা, পৌষ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

Picsart_23-12-16_12-39-37-163.jpg


শুরুতেই সবাইকে ১৬ই ডিসেম্বরের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন৷ যদিও ১৬ই ডিসেম্বর ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে ৷

বাঙালি জাতির এক গর্ভের দিন এক স্বাধীনতার দিন এক গৌরবের দিন যে যাই বলি না কেন । এ দিনটা বাঙালি জাতির জন্য এক বেঁচে থাকার নতুন অনুপ্রেরণা যা বিগত আজ থেকে ৫২ বছর আগের ঘটেছিলো ৷ ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই আমার সার্বভৌমত্ব যেখানে পেয়েছি নিজের মায়ের ভাষা বাংলাকে পেয়েছি নিজের স্বাধীনতাকে পেয়েছি এই সোনার বাংলার দেশকে ।
সেই সাথে স্মরণ করছি সেইসব শহীদদের প্রতি যাদের রক্তের বিনিময়ে আসবে সে একটি সুন্দর. সোনার বাংলা দেশ ৷ তাদের আত্মার শান্তি কামনা করছি।


যা হোক প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এমনটাই আশা প্রত্যাশা রাখি ।

আজকে আমি আপনাদের মাঝে এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি । আসলে এই শীতের মৌসুমে প্রকৃতি যে রূপ সৌন্দর্য তা প্রতিনিয়তই আমরা উপভোগ করি । সেটা যে কোন মুহূর্তে হোক না কেন বিশেষ করে গ্রামের মুহূর্তগুলো আর ফটোগ্রাফি । আমার প্রিয় শখ কিংবা অনুভূতি অনুভবের নাম ফটোগ্রাফি । আর তাই মাঝেমধ্যেই প্রকৃতির এইরূপ সৌন্দর্যকে ফটোগ্রাফি করি ।

তো বন্ধুরা চলুন দেখে আসি আমার আজকের এলোমেলো কিছু ফটোগ্রাফি।



ফটোগ্রাফি-০১

IMG20231020062204_01.jpg
সকাল বেলা সূর্য উঠা


সেই ভোর বেলার রক্তিম আকাশে সূর্য উঠা মূলত এই ফটোগ্রাফি করেছিলাম । কিছুদিন আগে সকাল বেলা গিয়েছিলাম করতোয়ার ব্রিজ সকাল বেলার শীতল বাতাস কুয়াশা সেই সাথে সূর্য উঠা প্রকৃতির এমন রূপ দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি । তাই তো সময় বুঝেই ফটোগ্রাফি করেছিলাম।



ফটোগ্রাফি-০২

IMG20231202123748_01.jpg
শৈশব জীবন


আমি আমি মনে করি জীবনের শ্রেষ্ঠ জীবন ছিল সেই শৈশব জীবনের কাটানো দিনগুলো । কিন্তু সময়ের সাথে সব কিছুই যেন বিলীন হয়ে যায়। ঠিক তেমনি জীবনে একটা এমন পর্যায়ে এসে গেছি । এখন সেই শৈশব জীবনটাকে অনেক মিস করি। কিন্তু চাইলেও আর ফিরে যেতে পারি না। এই ফটোগ্রাফি মূলত আমাদের গায়ের ছোট্ট একটি নদী। যেখানে বর্তমানে হাটু জল বিকেল বেলার মুহূর্তে চোখে পড়ল দুজন বালক জাল দিয়ে মাছ ধরার প্রচেষ্টা করছে।

ফটোগ্রাফি-০৩

Picsart_23-12-16_13-14-42-295.jpg
ছিমের ফুল


ছিমের ফুল অর্থাৎ সবজি জাতীয় যেটা তরকারি খাওয়া যায় । মূলত এই ছিম হওয়ার আগে ফুল ধরে আর একটা সময় যদি ফুল থেকেই ছিম হয়ে থাকে । কিন্তু কিছুদিন আগে লক্ষ্য করলাম অনেকগুলো ফুল ফুটে আছে দেখতে বেশ ভালোই লাগছিল। তাই তো এই ফুলটি কে ফটোগ্রাফি করেছি।

ফটোগ্রাফি-০৪

Picsart_23-12-16_13-17-01-493.jpg
ঘোড়ার গাড়ি


একসময় গরুর গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি অনেক প্রচলিত ছিল । দূরের কোন পদ অতিক্রম করতে এসব যানবাহনে ছিল প্রধান অবলম্বন । কিন্তু সময় তাগিদে সেগুলো আজ বিলুপ্তি তবে গ্রামে এখনো কিছু কিছু জায়গায় এসব ঘোড়ার গাড়ি গরুর গাড়ি চলে এগুলো আসলে গ্রাম বাংলার ঐতিয্য ।

ফটোগ্রাফি-০৫

Picsart_23-12-16_12-39-37-163.jpg
কচুরিপানা ফুল


বর্তমান সময়ে গ্রামের খাল বিল প্রচুর পরিমাণে কুচুরিপানা থাকে। কিন্তু এই সময়ে বিলের পানি শুকিয়ে যায় এবং কি কুচুরিপানা গুলো ফুল ফুটে থাকে । তবে ফুলগুলো দেখতে অসাধারণ ফুলটির আকারে অনেকটা তাই আমার কাছে ফুটলে অনেক ভালো লাগে।

ফটোগ্রাফি-০৬

Picsart_23-12-16_13-33-25-913.jpg

পিচঢালা সড়ক পথ


মূলত এই সড়ক পথ দিয়ে যাওয়ার পথেই বিকেল বেলার মুহূর্তে পরিবেশটা অনেকটা নির্জন ছিল। সেই সাথে সবচেয়ে বেশি ভালো লেগেছিল গাছটিকে ।তাইতো এরূপ প্রকৃতির নির্জন জায়গা গুলো আমার অনেক ভালো লাগে তাই ভালোবেসে ফটোগ্রাফি করা ।



এলোমেলো আলোকচিত্র
ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered



তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকের বেশ কিছু নিত্য নতুন ইউনিক কিছু এলোমেলো ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ।

এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

বিষয় :ফটোগ্রাফি
ছবিঃ@gopiray
ক্যামেরাঃrealme C12
লোকেশন:বাংলাদেশ 🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 7 months ago 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ছোট ছেলেদের মাছ ধরার মুহূর্তটা দেখে আমার ছোটবেলার কথা মনে হয়ে গেল। এছাড়াও আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে কচুরিপানার ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 7 months ago 

সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। এলোমেলো এই ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো সত্যি আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আপনি একদম ঠিক বলেছেন ভাই গ্রাম বাংলার খালে মিলে দেখা যায় কচুরিপানা। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই কচুরিপানার ফটোগ্রাফি।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায়। সেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমরা পছন্দ করি। শীতকালীন সময়ে এরকম দৃশ্যগুলো আমরা দেখে থাকি। বিশেষ করে কচুরিপানা ফুল খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি করে তুলে ধরেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে ভাই।

Posted using SteemPro Mobile

 7 months ago 

এলোমেলো কিছু দারুন ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। বাচ্চাদের মাছ ধরার দৃশ্য ফুল সব মিলিয়ে আজকের পোস্টটা অসাধারণ হয়েছে। এত দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 7 months ago 

খুব সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরাতে পারছিনা। আপনার করা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আমার কাছে শিমের ফুলের ফটোগ্রাফি ও কচুরিপানার ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার তোলা এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44