আজ করতোয়া নদীতে গিয়ে অভিজ্ঞতা ও কাটানো মুহূর্তগুলো ||(10% beneficiaries to shy-fox 🦊 or 5% abb-school)||

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ

বাংলাদেশ 🇧🇩

- প্রিয় নদী করতোয়ায় কাটানো সুন্দর মুহূর্ত

২৪, এপ্রিল ২০২২ ইংরেজি
রবিবার

IMG_20220424_170857.jpg
ছবির লোকেশন

হ্যালো,

প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন ?আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ৷ আমি @gopiray বাংলাদেশ থেকে ৷বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি ৷বন্ধুরা আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি ৷ হঠাৎ আজকে বিকেল বেলা আমার প্রিয় নদী করতোয়াতে ঘুড়তে গিয়ে অভিজ্ঞতা ৷আজকে আপনাদের মাঝে উপস্থাপন করবো নদীর এলাকার মানুষের জীবন কাহিনি কি রকম ৷আশা করবো আপনাদের ভালো লাগবে ৷


আজকে হঠাৎ কেন যেন ইচ্ছে হলো যে নদীতে বেড়াতে যাই ৷ঠিক তাই করলাম বিকেল বেলা বেড় হলাম নদীর দিকে ৷ আর সত্যি কথা বলতে নদী আমার সবচেয়ে প্রিয় ৷যখনি কোনো দিন মন খারাপ তখনি আমি প্রিয় নদী করতোয়া তে বেড়াতে যাই৷মনটা ভালো হয়ে যায় নদীতে গেলে ভালো লাগে নদীর এলাকার মানুষের কর্মমুখী জীবন কাহিনি ৷

IMG20220422171446_01.jpg
ছবির লোকেশন

যদিও এখন খুব একটা বেশি জল নেই ৷তবে বর্ষার সময় নদীতে অনেক জল এবার ওপার জল আর জল ৷প্রতি বছর নদীতে বন্যা হওয়ার কারনে অনেক জমি নষ্ট বা নদীতে তলিয়ে যায় ৷কিন্তু কিছু করার থাকে না ৷

ওই যে কথায় বলে না নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এইতো নদীর খেলা৷

ঠিক যেন তেমনি বন্যা হওয়ার কারণে অনেক জমি নদীতে তলিয়ে যায়৷আর এক দিকে বালির চর চর আর চর ৷

IMG20220422171022_01.jpg
ছবির লোকেশন

IMG20220422171106_01.jpg
ছবির লোকেশন

আবার,নদীর এই অপূর্ব দৃশ্য দেখে মন ভরে যায়৷ মাঝি তোর নৌকা নিয়ে এপার থেকে ওপারে মানুষ পারাপার করছে ৷মাঝি দেখে আমার সেই গানটি মনে পড়ে ৷ মাঝি-বাইয়া-যাও-রে-অকুল-দরিয়ার-মাঝে-আমার-ভাঙ্গা-নাও-রে মাঝি বাইয়া যাও সুন্দর ভাটিয়ালি গান সত্যি মনটা ভরে যায়৷
আরেক কথা না বললেই নয় নদীর ধারে বসে থাকার সময় নদীর ঢেউয়ের একটা ভিডিও করেছি ৷

নিচে ভিডিও টা দেওয়া হলো:


ছবির লোকেশন

ঠিক জানি না আপনাদের কতটা ভালো লাগবে ৷তবে নদীর ধারে বসে ভিডিও করে আমার অনেক ভালো লেগেছে ৷নদীর কলকল শব্দ ৷সত্যি অনেক মুগ্ধকর যা বলে বোঝাতে পারব না ৷
এরপর কেউ আবার নদীর মাঝখানে জাল দিয়ে ও ডুবে পাথর তুলছে সাথে নৌকা ৷পাথর তুলে সেই নৌকায় রাখতেছে ৷নদীর এলাকার মানুষের জীবন জীবিকার তাগিদে এসব কাজ করছে কারণ তাদের হাজার হাজার জমি নদীতে বিলীন হয়ে গেছে৷ এখন তাদের একমাত্র কাজ এই পাথর উঠিয়ে বিক্রি করা যা দিয়ে তাদের সংসারে চাহিদা মেটায় ৷

IMG20220422170109.jpg

IMG20220422170026_01.jpg
ছবির লোকেশন

আবার জেলে জাল দিয়ে মাছ ধরার দৃশ্য সত্যি অসাধারণ ৷ছবিতে দেখতে পাচ্ছেন জেলে জাল ফেলছে আর ছোট্ট শিশু মাছের পাত্র হাতে নিয়ে আছে ৷নদীর নদী এই অপরূপ দৃশ্য সত্যিই মনটাকে আনন্দিত করে৷

Picsart_22-04-23_20-15-37-340.jpg
ছবির লোকেশন

বন্ধুরা আজকে নদীতে গিয়ে অনেক অভিজ্ঞতা লাভ করেছে মানুষের কর্ম জীবন-জীবিকার তাগিদে বিভিন্ন ধরনের ঠিক নদীর মানুষগুলোর কথা কথা বলতেই হয় তারা কত কষ্ট করে নদী থেকে পাথর তুলছি৷ মাঝি তার নৌকা নিয়ে এপারের মানুষ করে উপরের মানুষকে পারি সত্যিই এক ব্যস্তময় কাটাচ্ছে ৷

তো বন্ধুরা এই ছিল আমার আজকে নদীতে গিয়ে কাটানো মুহূর্তগুলো৷ জানিনা আপনাদের ঠিক কী রকম লাগবে তবে আশা করছি আপনাদের আমার প্রিয় নদীর কাটানো মুহূর্তগুলো এবং মানুষের যে জীবন কাহিনী কর্মমুখী মানুষগুলোর দৃশ্যগুলো সত্যি অসাধারণ ৷

আবারো অন্য কোন পোস্ট নিয়ে হাজির হব এই প্রত্যাশা রেখে আমার. ব্লগ এখানেই শেষ করছি৷ ভুল ত্রুটি মার্জনীয়
সম্পূর্ণ ব্লক টি পড়ে কিরকম লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন৷

@gopiray

সবাইকে অসংখ্য ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

ছোট্ট শিশু মাছের পাত্র হাতে নিয়ে আছে

যখন ছোট ছিলাম আব্বুর সাথে জাল দিয়ে মাছ ধরতে যেতাম। তখন আমিও এই শিশুর মতো মাছের পাত্র নিয়ে অনেক দাঁড়িয়ে থাকছি। আপনার পোস্ট খুব সুন্দর কিছু ফটোগ্রাফি দেখিয়েছেন।। আমার কাছে অসাধারণ লাগছে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 2 years ago 

শৈশব কখনো ভুলে যাওয়ার নয় ৷ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য ৷

 2 years ago 

ভাই আসলে আপনি আজকে করোতোয়া নদী তে গিয়ে কতটা উপভোগ করেছেন বিষয় গুলো দেখলেই অনেক ভালো লাগে। আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ এমন অভিজ্ঞতা আমারও রয়েছে।

তাছাড়াও বিষয়টি আরো ইউনিক হয়েছে অসাধারণ ভিডিও দেওয়ার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 2 years ago 

আসলে মাছ ধরা মুহূর্তগুলো খুব অসাধারণ হয়ে থাকে। মাছ ধরতে খুব ভালো লাগে আমার। মাছ ধরতে যে কি আনন্দ তা বলে বোঝানো যায় না। আপনি খুব সুন্দর করে মাছ ধরা অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

হুম ভাই মাছ ধরার মজাই আলাদা যা কাউকে বলে বোঝানো যাবে না ৷আর ধন্যবাদ ভাই আমার ব্লগটি আপনার ভালো লেগেছে ৷

 2 years ago 

আমরাও এমন অনেক মজা করেছি এক সময় নদীর পার আমার সব থেকে পছন্দের জায়গা এটার তুলনা হয়না। আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনারও জন্য শুভকামনা

 2 years ago 

করতোয়া নদীর তীরে কাটানো কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করেছেন। নদীর তীর কেন্দ্রিক মানুষের জীবনযাত্রা সাধারণত মাছ ধরে কাটে আর সেটা আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 2 years ago 

আসলে নদী আমারো অনেক পছন্দের জদিও পাশের মানুষ তারপর ও অনেক দিন হলো যাওয়া হয়না। আপনি খুবই সুন্দর সময় কাটিয়েছেন সাথে কিছু সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করছেন।ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেয়ার জন্য

 2 years ago 

ইচ্ছে করে নদীর পাড়ে সময় কটায় বন্ধুর সাথে। দুঃখের বিষয় হলেও সত্য আমাদের এখানে নদী নেই। নেই তেমন পরিবেশ পরিস্থিতি। তবে কোন এক সময় উপস্থিত হয়ে যেতে পারে আপনাদের এলাকায়। আশা করি বেড়িয়ে আসবো আপনাদের এলাকা। আপনার করা বর্ণনাগুলো অনেক ভালো লেগেছে। নদীতে মাছ ধরার আমারও খুব ইচ্ছে।

 2 years ago 

হুম অবশ্যই দাদা সময় আর ইচ্ছে হলে চলে আসবেন ৷নদীর এই অপরুপ সৌন্দর্য দেখতে ৷ধন্যবাদ দাদা

 2 years ago 

নদী আমার অনেক ভালো লাগে। কারন আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতির টানে যেন থাকতে পারি না। আপনি খুব সুন্দর একটি সময় পার করেছেন করতোয়া নদীর পাড়ে। সুন্দর সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে মাছ ধরার ছবি গুলা আমার কাছে অনেক ভালো লেগেছে। আবার ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন। আপনার উপস্থাপনা অনেক ভালো ছিল ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার পোষ্টটি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷

 2 years ago 

করতোয়া নদীতে গিয়ে অভিজ্ঞতা ও কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন দারুন হয়েছে। ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

নদী আমাদের মনের প্রশান্তি বয়ে আনে। আসলে মন খারাপের সময় গুলোতে নদীর পাড়ে সময় কাটাতে বেশ ভালই লাগে। আজকে বিকেল বেলায় নদীর পাড়ে ঘুরতে গিয়ে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57198.53
ETH 2362.64
USDT 1.00
SBD 2.40