নার্সারিতে ঘুরতে গিয়ে কিছু এলোমেলো ফটোগ্রাফি ৷৷

in আমার বাংলা ব্লগ6 months ago

আজ - ১৫ই , পৌষ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20230613130559.jpg


সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লক

সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা । বর্তমানে শীতের প্রবণতা কয়েকদিন ধরে বেরেই চলেছে ।
আপনার হয়তো সবাই জানেন যে বাংলাদেশ সর্ব উত্তরের জেলা পঞ্চগড় সবচেয়ে শীত প্রধান এলাকা ।বর্তমানে পৌষ মাসের এতটাই বেশি শীত যে মানুষজন বাইরে বের হতেও কষ্ট বোধ করছে । প্রায় সারাদিন কুয়াশা মৃদু বাতাস সেই সাথে সূর্যের কোন ঝলকানি নেই বললেই চলে।

যা হোক প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি অনেক ব্লগ নিয়ে । আজকে সকাল বেলা এতটাই ঠান্ডা অনুভূতি ছিল যে আসলে ঘর থেকে বের হয় কেমন যেন একটা মুশকিল । তাই সকাল সকালেই আজকের ব্লগটি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি।
এইতো গতকালকের কথাই সারাদিন ঘরের মধ্যে বসে থেকে কেমন যেন অন্যরকম মনস্ক লাগছিল । তাইতো বিকেলবেলা হালকা রোদ সেই সাথে একটু ঠান্ডা কম লাগাতে বাড়ির পাশে কিছু দূরে নার্সারির বাগান ছিল সেখানেই ঘুরতে গিয়েছিলাম ।

আর তাই আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নার্সারি ঘুরতে যাওয়ার অনুভূতি সেই সাথে মুহূর্তগুলো কাটানোর এবং তার কিছু আলোচিত্র । আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এমনটাই আশা প্রত্যাশা রাখছি

IMG20230613125343_01.jpg

বর্তমান এই শীতের মৌসুমে নার্সারি অনেকটাই জনপ্রিয় বলা যায় । বলতে গেলে এই শীতের মৌসুমে নানান রকমের ফুলের গাছ এছাড়াও নানান জাতের গাছ ফলের গাছ। তবে সবচেয়ে বেশি বর্তমান সময়ে নানা ধরনের ফুলের জাতের উদ্ভিদ বা গাছ যাই বলি না কেন এই শীতের সময়ে নার্সারিতে পাওয়া যায়। আর তাই তো বিকেল বেলা মুহূর্তে প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য এ নার্সারিতেই ঘুরতে গিয়েছিলাম।

আর নার্সারীর মালিক তার কর্মচারীদের নিয়ে নানান জাতের গাছ লাগিয়ে নার্সারিতে গিয়ে আরো অনেক সুন্দর আকর্ষণীয় করে তুলে । একটি গাছকে তারা কত সযত্নে বড় করছে গাছ অন্যের হাতে তুলে দিয়ে বিক্রি করছে। তবে যাই বলি না কেন গতকালকে বিকেলবেলার মুহূর্তে ঘুরতে গিয়ে আমার অনেক ভালো লেগেছে । এমন এমন কিছু গাছ কিংবা ফুল দেখেছি যেগুলো আমি এর আগে কখনো দেখেছি কিনা নাম পর্যন্ত জানিনা।

প্রথমত নার্সারি দিকে দেখলাম ছোট ছোট টবের মধ্যে নানা জাতের গাছের বীজ বপন করছে। একটা ছোট্ট ঘরের মধ্যে সেই বীজগুলোকে সযত্নে রেখছেে।
নার্সারি বাগানটাও বেশ বড় চারদিকে অনেকটা আয়তন নিয়েই চারদিকে ঘোরাফেরা করার মুহূর্তে বেশ কয়েকটি ফটোগ্রাফি করেছি ৷ আর আজকে সেগুলি আপনাদের মাঝে শেয়ার করছি৷

IMG20230613125339.jpg

IMG20230613125336.jpg

IMG20230613125819_01.jpg

IMG20230613125903_01.jpg

IMG20230613130051.jpg

IMG20230613130023_01.jpg

IMG20230613125717_01.jpg

নার্সারিটির চারদিকে নানা প্রকারের বা নানা জাতের গাছ উদ্ভিদ ফুলের ফটোগ্রাফি করেছি ৷ কিছু পাতাবাহারি গাছ টবে লাগানো কিছু এবং গোলাপ জবা আরো নাম না জানা কিছু ফুলের ফটোগ্রাফি৷ সব মিলে নার্সারিটি ঘুরতে গিয়ে আমার অনেক ভালো লেগেছিল৷

আর তাই তো আপনাদের মাঝে আজকে নার্সারীর ঘুরতে যাওয়ার মুহূর্ত নিয়েই আমার কিছু অনুভূতি অনুভব শেয়ার করলাম ৷ আশা করছি নার্সারিতে ঘুরতে গিয়ে করা আমার ফটোগ্রাফি গুলো আপনাদের সবার অনেক ভালো লেগেছে এমনটাই আশা প্রত্যাশা রেখে৷ আমি আমার আজকের ব্লগ এখানে শেষ করছি ৷



প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 6 months ago 

নার্সারি ভ্রমণ করতে গেলেই যেন নিজের মনের মধ্যে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। সেখানে গেলে অনেক অপরিচিত গাছের সাথে পরিচিত হওয়া চাই এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগলো।

 6 months ago 

একদম ঠিক বলিছেন ভাই ৷এই শীতের সময় নার্সারি ভ্রমন সত্যি অসাধারন ৷ নানা প্রকার গাছের পরিচয় পাওয়া যায় ৷ অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

 6 months ago 

নার্সারিতে গেলে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ বিভিন্ন রকমের গাছ বিভিন্ন রকমের ফুলের গাছ গুলো দেখতে পাওয়া যায়। আপনি নার্সারিতে গিয়ে বিভিন্ন গাছের দারুন ফটোগ্রাফি করেছেন । সেটা আপনার উপভোগ করার পাশাপাশি আমরা উপভোগ করলাম। খুবই ভালো লেগেছে আমার কাছে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হ্যা ভাই নার্সারি তে এই সময়ে নানা রকমের গাছ দেখতে পাওয়া যায় ৷ যা হোক অসংখ্য আপনার সুন্দর মতামতের জন্য ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতাশা ৷

 6 months ago 

এই সময়টাতে নার্সারিতে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পাওয়া যায়। তাই আমি এই সময় নার্সারি ভ্রমন করতে যেতে বেশি পছন্দ করি। আপনাদের চমৎকার ফটোগ্রাফি করেছেন নার্সারীর মধ্য থেকে। অচেনা একটি নার্সারি দৃশ্য দেখতে পারলাম।

 6 months ago 

নার্সারিতে ঘুরতে যাওয়া মানে ভিন্ন ভিন্ন গাছের সাথে পরিচিত হওয়া এ বিষয়টা আমার বেশ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো বেশ দারুণ হয়েছে এবং সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 6 months ago 

শীতের এই সময়টাতে নার্সারীতে নানা রকমের ফুল ও ফুলের গাছ দেখা যায়। আপনি নার্সারীতে ঘুরতে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন।সুন্দর বর্ননা তুলে ধরেছেন। তাই খুব ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 6 months ago 

আপু অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে সত্যি কথা ৷ এটা ঠিক যে এই সময়ে নার্সারিতে নানা রকমের ফুল ও ফুলের গাছ পাওয়া যায় ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44