গাদাঁ ফুলের আলোকচিত্র !!!!

in আমার বাংলা ব্লগ7 months ago

আজ - ৩০শে , পৌষ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

Picsart_24-01-14_20-28-29-468.jpg

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

জীবনটা কত অদ্ভুত তাই না ? কারো কাছে এই জীবনটা হলো একটা রঙ্গিন প্রজাপতির ডানার মতো। আর কারো কাছে জীবনটা একটা সাদা কালো ফ্রেমে বন্দি মাত্র। আমাদের প্রত্যেক ব্যক্তি জীবনে এই জীবনটাকে নিয়ে কত কিছুই স্বপ্ন আশা- আকাঙ্ক্ষা প্রত্যাশা জন্ম নেয়। কিন্তু জীবনের পরিশেষ বা জীবনের একটা পর্যায়ে সেই স্বপ্ন আশা প্রত্যাশা পূর্ণতা পায় কি জানি না?? কারো কারো জীবনে হয়তো বা এই আশা প্রত্যাশা স্বপ্নগুলো পূর্ণতা পায় । কিন্তু কারো জীবনে সেই স্বপ্ন আশা প্রত্যাশা সেগুলো যেন ওই আসমানের চাঁদের মতোই থেকে যায় ।স্বপ্নের ঘোরে কিংবা দূর থেকেই দেখতে পায় কিন্তু কখনো জীবনের সাথে অতি কাছে কখনো পায় না ।দিনশেষে আসলে জীবনটা সত্যি বড় অদ্ভুত এই জীবনের চাকা কারো কাছে অনেক সচল তো কারো কাছে মরীচিকার মতো।

আর যাই হোক তবুও এই জীবনকে আমি অনেক ভালোবাসি ।আর মেনে নিয়েছি হয়তো কারো কারো জীবনটা এমনই তাই সব কিছু মিলিয়ে নিজে যতটুকু আছে ঠিক ততটুকু নিয়েই সন্তুষ্টি। এবং কি জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর যাই হোক জীবনের বাস্তবতা আবেগ স্বপ্ন তো সবাই দেখে ।কিন্তু দিনশেষে যতটুকু পূর্ণতা পায় ততটুকু নিয়েই চলতে হয় ।এর বেশি আমরা চেয়েও কিংবা প্রত্যাশা করেও পাব না।
তাই জীবনে যাই কিছু হোক মেনে নিতেই চেষ্টা করি।


প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ।চেষ্টা করি ভিন্ন ধর্মী কিছু উপস্থাপন করার সেই ধারায় আজকের ব্লগে নার্সারি হতে তোলা কিছু গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি ।আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে এমনটাই আশা প্রত্যাশা জ্ঞাপন রেখে শুরু করছি আমার আজকের ব্লগ।

Picsart_24-01-14_20-30-05-137.jpg

Picsart_24-01-14_20-28-29-468.jpg

IMG20240108161621_01.jpg

IMG20240108161612_01.jpg

বর্তমানে শীতের মৌসুমে অনেক রকমের ফুল ফুটে থাকে যেগুলো আমরা চোখে দেখলেও আসলে নাম জানি না । তবে একমাত্র এই শীতের মৌসুমেই এসব ফুলের সমারোহ আর তার জন্য শীতকাল আমার কাছে এতটাই ভালো লাগে। এই সময়ে ফুলের একটা নতুন রাজ্য যেখানে নানা রকমের নানা ধরনের ফুল ফুটে থাকে। আজকে ব্লগে আমার যে ফুলগুলো উপস্থাপন করছি তার প্রতিটাই ছিল গাধা কিংবা গেন্দা যাই বলি না কেন। তবে গ্রামের অধিকাংশ মানুষ এখনো সেই গেন্দা ফুল বলেই চিনে থাকে। তবে অন্যান্য ফুলের চেয়ে গাঁদা ফুলের সৌন্দর্যটা অন্যরকম লাগে ।

IMG20240108162123_01.jpg

IMG20240108161916_01.jpg

IMG20240108161737_01.jpg

IMG20240108161747_01.jpg

IMG20240108161847.jpg

IMG20240108161912_01.jpg

IMG20240108162118_01.jpg

IMG20240108161800_01.jpg

গাঁদা ফুল সবার কাছে কেমন লাগে তা জানি না। তবে বর্তমানে এই শীতের মৌসুমে গাঁদা ফুল এক অনন্য সৌন্দর্যের সেরা ।যেখানে হয়তো গোলাপ ফুল আরো অন্যান্য নিত্যনতুন ফুল থাকতে পারে তবে গাঁদা ফুল ভালোই লাগে ।

আসলে কিছুদিন আগে নার্সারিতে গিয়েছিলাম। মূলত সেখান থেকেই বিভিন্ন রঙের বা বিভিন্ন জাতের গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছি। তাইতো আজকের ব্লগে আপনাদের মাঝে শেয়ার করলাম বিভিন্ন রঙের গাঁদা ফুল আলোকচিত্র।আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এই আশা প্রত্যাশা রেখে আজকের ব্লগ এখানেই শেষ করছি




প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 7 months ago 

শীতকালেই এই ফুলগুলো অনেক দেখা যায়। যদিও এবার এই ফুল গাছগুলো এখনো কেনা হয়নি। তবে প্রত্যেকবার শীতকালেই কেনা হয়। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাইয়া। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 7 months ago 

ঠিক বলেছেন ভাইয়া শীতকাল আসলে যেন আমরা গাঁদা ফুলের সৌন্দর্য মুগ্ধ হয়ে যাই। আর শীতকালে যে ফুলটা সব থেকে বেশি পরিমাণে ফুটতে থাকে সেটিও হচ্ছে এই গাঁদা ফুল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কিছু ফুল আমাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর হয়েছে প্রতিটি ফটোগ্রাফি বেশ ভাল লাগলো। গাঁদা ফুল আমার খুব পছন্দের। শীতকালে বেশি দেখা যায় গাঁদা ফুল। সব কালার সুন্দর ছিল।

 7 months ago 

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। গাদাঁ ফুলের বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। গাদাঁ ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে গাদাঁ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। এত চমৎকার গাদাঁ ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 7 months ago 

শীতকালীন সময়ে গাঁদা ফুল ফুটতে দেখতে পাই ।যেটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। এক সময় এই গাঁদা ফুল বাড়িতে অনেক লাগিয়েছি । যখন ফুল ফুটতো তখনই ফুল গাছ লাগানোর সার্থকতা খুঁজে পেতাম। যেটা আপনার আলোকচিত্র দেখে মনে পড়ল। এই গাঁদা ফুলের সাথে অনেক স্মৃতি বিজড়িত কথা লুকিয়ে আছে এক সময় শেয়ার করব।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনি তো বেশ চমৎকার গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে এরকম নার্সারি বাগানে গেলে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। তবে আমার মনে হয় আপনি গাঁদা ফুলের রাজ্যে চলে গেলেন। এত বড় নার্সারি বাগান এবং অনেক ধরনের গাঁদা ফুল আছে সেখানে। তবে শীতকাল ফুল বেশি ফোটে। সত্যি বলতে আপনার গাঁধা ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে গাঁদা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আপনি তো অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে নার্সারিতে একসাথে এতগুলো গাঁদা ফুল দেখলে মন এমনিতে জড়িয়ে যায়। আর নার্সারি বাগানে গেলে নিজের কাছেও ভালো লাগে বিভিন্ন ধরনের ফুল দেখলে। তবে আপনার গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ। এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

গাদাঁ ফুলের আলোকচিত্র অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে। ফুল আমার খুবি পছন্দ তাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61098.19
ETH 2625.94
USDT 1.00
SBD 2.63