সময়ের কাজ সময় করা উচিত....!!!

in আমার বাংলা ব্লগ5 months ago

আজ ১৫ই, ফাল্গুন |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

man-2562325_1280 (1).jpg
ছবির উৎস

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ৷

সুপ্রিয়, আমার বাংলা ব্লগের সকল ব্লগার ভাই-বোন গন সবাইকে জানাই আমার অন্তরে অন্তস্থল থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন৷ আশা করি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে সুস্থ আছেন ভালো আছেন এবং কি প্রতিনিয়তই আমার বাংলা ব্লগ পরিবারের সাথেই রয়েছেন৷ যাহোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ যে ব্লগে থাকছে আমার ব্যক্তিগত মনের কিছু অনুভব অনুভূতির গল্প যা মোটামুটি কয়েক দিন ধরেই এই অভিজ্ঞতা বা অনুভূতিটা পেয়েছি৷ আর সেই অনুভব-অনুভূতির অভিজ্ঞতা থেকেই আজকের এই জেনারেল রাইটিং লেখাটি আপনাদের সাথে উপস্থাপন করতে চলছি৷ আশা করছি সবার অনেক ভালো লাগবে৷

ইতিমধ্যেই হয়তোবা আজকের পোষ্টের টাইটেল টা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন৷ তবে দিনশেষে এটা সত্য যে আসলে সময়ের কাজ সময় না করলে পরবর্তী সময়ে সেই কাজটি আমাদের জীবন একটা বড় চাপ সৃষ্টি করে৷ আর তখনই আমরা সবকিছুই গর-মিল করে ফেলি ৷ আমরা হয়তোবা অনেকেই যেকোনো বিষয়ে কাজ করার প্রস্তুতি নিয়েও করবো করব বলে সময় পার করে দেই৷ কিন্তু দিনশেষে সে কাজটি করা হয়ে ওঠেনা ৷ সময় তো তার গতিতে চলে সময় তো আর থেমে থাকে না ৷ সময় তার নিয়মের গতিতে তার নিয়মের ধারায় চলতে থাকে ৷ কিন্তু আমাদের জীবনের ফেলে আসা কাজগুলো আমাদের ব্যক্তিগত জীবনে অনেকটাই চাপ সৃষ্টি করে ৷

এই ধরনে যদি আমার কথাই বলি গত দুইদিন আগে বেশ ব্যস্ততার সময় পার করেছি৷ তাই কমিউনিটির কাজগুলো ঠিকভাবে করা হয়ে ওঠেনি ৷ কিন্তু এর আগেও বা বিগত দিন গেলে তো শত ব্যস্ততার মাঝেও কমিউনিটির কাজ পোস্ট সবকিছুই এক্টিভিটিস রাখার চেষ্টা করেছি৷ কিন্তু গত দুইদিন আগে ব্যস্ততা অজুহাত আর অলসতার কারণেই পোস্ট কমেন্ট কোন কিছুই করা হয়নি৷ গত দুই দিনের কাজ সপ্তাহ শেষে এসে অনেকটাই চাপ সৃষ্টি করেছে ৷ যেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি ৷আজকের দিনে সেখানে পোস্ট করা কমেন্ট সবকিছু দিয়েই চাপ হয়ে গেছে৷ আর যার কারণে অনেক গরমিল হয়ে যাচ্ছি৷

school-work-851328_1280.jpg

Pixabay

তবে শুধু আমার জীবনে বললে হয়তো ভুল হবে সেটা সবার জীবনেই একই৷ কারণ সময়ের কাজ সময় না করলে পরবর্তী সময় সেই কাজগুলো আমাদের অনেক চাপ সৃষ্টি করে এবং ভোগান্তিতে সৃষ্টি করে ৷ আমরা অনেকেই সময়ের কাছে কিংবা অলসতার অজুহাতে কাজগুলো করি না৷ কিন্তু পরবর্তী সময় ঠিকই চাপ নিয়ে কাজগুলো করতে হয় এতে করে নিজের কাজেরও ব্যাঘাত ঘটে এবং কি কাজের দক্ষতা অনেকটা হ্রাস পায়৷

আবে দিন শেষে আমাদের সবার এটা বোঝা উচিত এ সময় কার জন্য থেমে থাকে না ৷ তাই সময়ের নিয়মে বা সময়ের তাগিতে নিজের ব্যক্তিগত কাজগুলোকে প্রতিনিয়তই শত ব্যস্ততার মাঝেও করা উচিত৷ তবেই একটি সহজ সাবলীল জীবনে উপভোগ করা সম্ভব৷



প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 5 months ago 

কিছু কিছু জিনিস আছে যেগুলো সময়ের উপর নির্ভর করে। এসব কাজ গুলো যথা সময়ে করা উচিত। যা সময় শেষ হয়ে গেলে সে কাজের আর সুযোগ থাকে না। তাই আমাদের প্রত্যেকের উচিত সময়ের প্রতি গুরুত্ব দেওয়া। সময়ের কাজ যথা সময়ে করে নেওয়া দরকার। এমন সুন্দর গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনি আজকে আলোচনা করলেন অনেক ভালো লেগেছে।

 5 months ago 

কোথায় আছে সময়ে এক ফোড় অসময়ে দশ ফোর ৷ ঠিক তেমনি সময়ের কাজ সময়ে না করলে পরে তা অনেক চাপ হয়ে যায় ৷ তাই আমাদের সবার সময়ের গুরুত্ব বোঝা উচিত ৷

 5 months ago 

সত্যি বলতে আমাদের সকল কাজের বাধা হয়ে থাকে অলসতা এবং বাজে চিন্তা। আর এই অলসতা ও বাজে চিন্তা করা যাদের রোগ আছে তারা কখনোই সময় মতো তাদের কাজ সম্পাদন করতে পারে না। তাই আমাদের অবশ্যই কাজের প্রতি আরো বেশি মনোযোগী ও সচেতন হতে হবে এবং সময়ের কাজ সময় মতোই সঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করতে হবে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জি ভাই একদম সঠিক বলেছেন সবকিছুর মুলে এই অলসতা যা সবকিছু নষ্ট করে দেয় ৷ তাই অলসতা কে কাটিয়ে ওঠা ভীষন জরুরি ৷

 5 months ago 

সময়ের মূল্য এই রচনাটা কিন্তু আনরা ছোট সময় থেকে পড়ে আসছি।তখন এর মর্ম না বুঝলেও এখন আমরা বুঝি সময়ের মূল্য কাকে বলে।আমাদের প্রত্যেকের উচিত সময়কে গুরুত্ব দেওয়া।সময়ের কাজ সময়ে করে নেয়া।সময় কারো জন্য থেমে থাকে না।তাই সময়ের কাজ সময়ে করে নেওয়া খুবই জরুরী।

Posted using SteemPro Mobile

 5 months ago 

হুমমম আপু সময়ের মুল্য কতটা সেটা প্রথমে না বুঝলেও ৷ সেই সময়টা চলে যাওয়ার পর বেশ ভালোই বোঝা যায় ৷ আর সময় তো কোনো কিছুর জন্য অপেক্ষা করে না ৷ বেশ সুন্দর মন্তব্য করেছেন আপু ৷

 5 months ago 

এমন কিছু কাজ আছে যা সময়ের মধ্যে যদি আমরা করতে না পারি তাহলে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যায়। যদি এই কাজগুলো আমরা পরবর্তী সময়ের জন্য রেখে দেই তাহলে এটি হয়তো আর সম্পন্ন হওয়ার কোন সম্ভাবনাই থাকে না৷ তাই আমাদের উচিৎ অলসতা কাটিয়ে এবং সময়ের কাজ সময়ের মধ্যে সম্পন্ন করে আমাদের জীবনের সকল কাজকে এগিয়ে নিয়ে যাওয়া৷ যদি আমরা সময়ের কাজ সময়মতো করে নিতে পারি তাহলে আমাদের পরবর্তীতে কোন চাপ এর সম্মুখীন হতে হয় না৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এই পোস্টটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ৷

 5 months ago 

জি ভাই ঠিক অলসতা কাটিয়ে সময়ের কাজ সময়ে করা অতি উত্তম ৷ ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

 5 months ago 

একদম। অলসতা কখনো সাফল্য এনে দিতে পারেনা৷ অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 61065.80
ETH 2610.29
USDT 1.00
SBD 2.53