লেভেল টু হতে আমার অর্জন- By @gopiray ||( 10% shy-fox beneficiaries)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগ

লেভেল টু হতে অর্জন

PicsArt_02-23-03.40.29.jpg

হ্যালো ,

বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও ভালো আছি ৷ আজ আমি লেভেল টু হতে আমার অর্জন গুলি আপনাদের সাথে শেয়ার করবো ৷ লেভেল টু একটি গুরুত্বপূর্ণ পর্ব , যেখানে বেশ কয়েকটি বিষয় আমি ভালোভাবে বুঝতে পেরেছি ৷আমরা যার স্টিমে কাজ করি তাদের সবারি এ বিষয়ে জানা অনেক জরুরি ৷ যেহেতু এখানে আমরা দীর্ঘদিন ধরে কাজ করবো ৷ তাই লেভেল টু হতে সবকিছু জানা প্রয়োজন৷ আমি লেভেল টু হতে যে বিষয় গুলো শিখতে পেরেছি সেগুলো হলো ;

  • কী নিরাপত্তা
  • পাওয়ার আপ
  • ডেলিগেশন ও
  • ওয়ালেট নিয়ন্ত্রন

এই চারটি বিষয়ে আমি গত সপ্তাহে একটি ক্লাস করি এবং মনোযোগ দিয়ে শুনি৷ প্রিয় মডারেটর ভাই গন খুব সুন্দুর করে লেকচার র্শিট বুঝিয়ে দেয়৷ আবার গতকাল রোজ মঙ্গলবার রাত দশ টায় ভাইবা দেই৷ এ ছাড়াও শিয়াল পন্ডিতের পাঠশালা হতে লেভেল টু লেকচার র্শিটটি ভালো ভাবে পড়েছি৷

লেভেল টু হতে আমি যে বিষয় গুলি শিখতে পেরেছি আজ আমি সে বিষয়গুলির উপরে লেখতেছি

➡Posting key এর কাজ কি ?

পোষ্টিং কী দিয়ে সোশ্যাল একটিভিটির জন্য বব্যহার করতে পারবো ৷পোষ্টিং কী দিয়ে আমরা পোষ্ট সংক্রান্ত সকল কাজ করতে পারবো৷
যেমন:

  • পোষ্ট ও কমেন্ট করতে পারবো
  • পোষ্টে ও কমেন্টে এডিট করতে পারবো
  • আপভোট ও ডাউনফোট দিতে পারবো
  • ফলো আনফলো করতে পারবো

➡Active key এর কাজ কি ?

এই অ্যাক্টিভ কী আমরা ওয়ালেট সংক্রান্ত কাজ গুলি করতে পারবো ৷এই কী লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য ৷যদি লেনদেন করতে চাই তাহলে এই কী প্রয়োজন৷অথাৎ ওয়ালেটের সমস্ত কিছুর নিয়ন্ত্রক৷ অ্যাক্টিভ কী অনেক গুরুত্বপূর্ণ ৷ যেমন:

  • ট্রান্সফারের কাজ।
  • পাওয়ার আপ ও পাওয়ার ডাউন
  • SBD Steem কনভার্সন
  • উইটনেস ভোট দেয়া
  • কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেয়া
  • প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন
  • নতুন ব্যবহারকারী তৈরি করা

➡Owner key এর কাজ কি ?

উনার কী হচ্ছে মালিকানা ৷অথাৎ অ্যাকাউন্ট যদি হ্যাক বা হারিয়ে যায় ৷তাহলে এই কী দিয়ে ফিরে পাওয়া সম্ভব ৷আসলে হ্যাক অ্যাকাউন্টি যে আমার তা প্রমান করতে পারবো ৷এটি মূলুত একটি দলিল ৷উনার কী দিয়ে কি কাজ করতে পারবো ৷যেমন:

  • উনার একটিভ পোষ্টিং রিসেট করতে পারবো
  • অ্যাকাউন্ট রিকভার করতে বা উদ্ধার করতে পারবো
  • ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারবো

➡Memo key এর কাজ কি ?

আসলে মেমো কী এটার ব্যবহার সীমিত প্রর্যায়ে সাধারন ব্যবহার কারী বা আমার যারা সাধারন ইউজার তাদের ক্ষেত্রে খুব একটা জরুরী না ৷তবুও যদি কোনো প্রাইভেট মেসেজ পাঠাতে চাই ৷তাহলে এই কী প্রয়োজন ৷
মেমো কী এর কাজ সাধারণত এনক্রিপ্ট মেসেজ পাঠানো ও কোন এনক্রিপ্ট মেসেজ দেখা ৷ এই কী সাধারণত মেছেজ পাঠানোর কাজে ব্যবহার করা হয় ৷

➡Master password এর কাজ কি ?

অ্যাকাউন্টের প্রধান হলো মাস্টার পাসওয়ার্ড ৷যেটি আমরা অ্যাকাউন্ট খোলার সময় পেয়ে থাকি ৷উপরের উল্লেখিত সবকিছু এই দিয়ে তৈরি হয়েছে ৷ অথাৎ সব কী এর মাথা বা প্রধান ৷এই মাস্টার পাসওয়ার্ড দিয়ে সব কী এর কার্যক্রম করা সম্ভব ৷তাই গুরুত্বপূর্ণ হলো মাস্টার পাসওয়ার্ড টি ভালো ভাবে সংরক্ষণ করা ৷

➡Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য উপায় কি?

মাস্টার পাসওয়ার্ড যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় ৷ অ্যাকাউন্টের সবকিছুর মুল ৷সেহেতু এটিকে যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে ৷সংরক্ষনের জন্য আমরা নিজের কোনো পার্সোনাল জিমেইল,গুগল,পেনড্রাইভ,ডায়েরিতেও লিখে রাখতে পারি ৷ এমন ভাবে রাখতে হবে যাতে সংরক্ষণে থাকে৷

➡পাওয়ার আপ কেন জরুরী?

আমার যেহেতু এখানে অনেক দিন ধরে কাজ করব ৷সে ক্ষেত্রে পাওয়ার আপ গুরুত্বপূর্ণ৷ মূলুত পাওয়ার আপ বলতে বোঝায় শত্তি বৃদ্ধি করা ৷অথাৎ নিজের অবস্থানকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া ৷ পাওয়ার আপ করলে বেশি বেশি কাজ করতে পারবো ৷ বেশি কমেন্ট করতে পারবো পোষ্ট করতে পারবো ৷
এবং নিজের পাওয়ার দিয়ে অন্যদের ভোট দিলে কিছু কিউরেশন রিওর্য়াড পাবো ৷বলতে গেলে ইস্টিমের ভালো কিছুর জন্য পাওয়ার আপ খুব গুরুত্বপূর্ণ ৷ইস্টিমে সবার ক্ষেত্রে এটি লাভজনক ৷

➡পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

  • পাওয়ার আপ করার জন্য প্রথমে আমাদের ওয়ালেটে অ্যাক্টিভ কী দিয়ে লগ ইন করতে হবে ৷
  • এরপর স্টিম ব্যালান্সের উপর ক্লিক করতে হবে ৷
  • স্টিম ব্যালান্স এর উপর ক্লিক করলে একটি মেনু আসবে ৷
  • মেনুতে একটু নিচেই পাওয়ার আপ লেখা আছে ৷ সেখানে ক্লিক করতে হবে ৷
  • এরপর একটি জায়গায় কত স্টিম পাওয়ার আপ করবো সেটি বসাতে বলবে ৷
  • সেখানে যত স্টিম পাওয়ার আপ করবো তার সংখ্যা বসাতে হবে ৷
  • স্টিমের সংখা বসিয়ে নিচে পাওয়ার আপ লেখা আছে ৷
  • সেখানে ক্লিক করলেই পাওয়ার আপ হয়ে যাবে ৷

➡সেভিংসএ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

সেভিংস এ থাকা Steem বা SBD উইথড্র দেওয়ার তিনদিন পর ট্রান্সফারেবল এ যোগ হবে।

➡ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

ডেলিগেশন ক্যানসেল করার পাঁচ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে ৷

➡ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ৪০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

আমি যদি @heroism এ. ৪০০ এস.পি ডেলিগেশন করি ৷ এবং কিছু দিন পর আরো ১০০ এস.পি ডেলিগিশন করতে চাই ৷ সেক্ষেত্রে আমাকে ডেলিগেশন কমান্ড দেওয়ার সময় মোট ৫০০এস.পি দিতে হবে , তাহলে আমার আগের চারশত এবং পরের একশত মোট পাঁচশত এস.পি ডেলিগেশন হবে ৷

তো বন্ধুরা আজ আমি লেভেল টু হতে যেগুলো অর্জন করেছি ৷তা আপনাদের মাঝে উপস্থাপন করলাম ৷ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃশটিতে দেখবেন৷

আর সত্যি বলতে লেভেল টু হতে সবকিছু শিখে খুব ভালো লাগলো ৷

পরিশেষে সব মডারেটর দের আমার অন্তরের অন্তর স্থল থেকে অনেক ধন্যবাদ ৷যারা আমাদের সবকিছু দিয়ে সাহায্য করছেন ৷
  • সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন এই প্রার্থনা ৷

সবাইকে অসংখ্য ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png
99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Sort:  
 2 years ago 

অর্জন এর কোনো শেষ নেই। অনবরত অর্জন করতে থাকুন, দেখবেন একটা সময় আপনার অনেক উপকারে লাগছে আপনার অর্জনটি। আর আপনার অর্জনটি আপনার সম্পদ হয়ে দাঁড়াবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।

 2 years ago 

হুম দাদা আপনি খুব চমৎকার কথা বলেছেন অর্জনের কোনো শেষ নেই ৷ধন্যবাদ আপনাকেও এতো সুন্দর মন্তব্য করার জন্য

লেভেল টু হতে অনেক কিছুই অর্জন করেছেন দেখছি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সামনের দিনগুলো তে আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য আপনার ও জন্য শুভকামনা

 2 years ago 

এবিবি স্কুল এর মাধ্যমে লেভেল 2 থেকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন সেগুলো আমাদের মাঝে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করেছেন। শিখতে থাকুন আর সামনের দিকে এগোতে থাকুন শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য ৷ আপনারও জন্য শুভকামনা

 2 years ago 

এবিবি স্কুল থেকে অনেক কিছু শিখতে পেরেছেন তার একটি প্রমাণ আপনার এই পরীক্ষাটি।আমি আশা করি বাকি লেভেল গুলোর ক্লাস বরাবর যদি আপনি করেন, তাহলে আরো অনেক কিছু শিখতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে এগিয়ে যান।

 2 years ago 

হুম আপু অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনি আমার বাংলা ব্লগ এর লেভেল 2 পরীক্ষায় স্টিমিট এর কি এবং ডেলিগেশন সম্পর্কে দারুন পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার পোস্টটি পড়ে যা বুঝতে পারলাম মোটামুটি আপনি এ বিষয়ে ভালোই ধারণা রাখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এত সুন্দর করে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57742.49
ETH 3102.18
USDT 1.00
SBD 2.39