শহিদের স্বরনে কিছু ফুলের ফটোগ্রাফি 📸 ৷৷ আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

আজ ০৭ই, ফাল্গুন |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG_20240220_204246.jpg

প্রথমত সবাইকে জানাই মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ৷ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন ৷ এবং প্রতিনিয়তই আমার বাংলা ব্লগ পরিবারের সাথেই রয়েছেন৷ যা হোক আজকে এই বিশেষ দিনে যা বাঙালির জাতির জীবনে একটি নতুন দিন ৷ যেদিন এ বাঙালি জাতি লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই মাতৃভাষা বাংলাকে পেয়েছিল৷ আর মূলত সেই উপলক্ষেই আজকের এই একুশে ফেব্রুয়ারির মাতৃভাষা দিবসের সেই সকল আত্মদানের স্মৃতিতে বা তাদের স্মরণে ফুল দিয়ে তাদেরকে স্মরণ করার দিন৷ কারণ তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই মায়ের ভাষা বাংলা কে ৷

পৃথিবীর বুকে ঠিক এমন করে তাদের রক্ত ঢেলে দিয়ে নিজের মাতৃভাষাকে রক্ষা করেছে এমন বিরল ইতিহাস আছে কি না তা আমার জানা নেই৷ হয়তো বা তা একমাত্র এই বাঙালি জাতির ইতিহাসে এই লেখা সত্যিই বলতে আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য একটি নতুন অনুপ্রেরণার ৷ এবং কি পৃথিবীর বুকে বারংবার এই দিবস বা দিনটি মনে করিয়ে দেয় যে বাঙালি বীরের জাতি৷

দিনশেষে আর যাই হোক এই ভাষাকে আমরা কখনোই অপব্যবহার করবো না ৷ এই ভাষা কে রক্ষা করার জন্য প্রতিনিয়তই সশস্ত থাকিব এমনটাই আসা প্রত্যাশা করি৷


যাহোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়েই ৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি ব্লগ শেয়ার করার৷ আর সেই ধারায় আজকের এই সপ্তাহের শেষ দিনে আপনাদের মাঝে এই যে ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হয়েছি ৷ তো চলুন দেখে আসা যাক আমার ফটোগ্রাফি গুলো এবং সেই সাথে সেই সব ফটোগ্রাফির বর্ণনা৷


IMG20240108162349_01.jpg

IMG20240108162230_01.jpg

IMG20240108162333_01.jpg

IMG20240108162342_01.jpg

IMG20240108161945_01.jpg

IMG20240108162253_01.jpg

IMG20240108162004.jpg

আসলে প্রতি সপ্তাহে একটি করে ইউনিক ফটোগ্রাফি শেয়ার করে থাকি৷ তবে আজকের এই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এমনটাই আসা প্রত্যাশা করি ৷ সেই সাথে আজকের ফটোগ্রাফি তে রয়েছে বিভিন্ন প্রকার ডালিয়া এবং কি নাম না জানা কিছু ফুলের ফটোগ্রাফি ৷ ফুলকে ভালোবাসি এটা ঠিক কিন্তু দুঃখের বিষয় সব ফুলের নাম জানিনা৷ কিংবা জেনে নিলেও মনে রাখতে পারি না৷ কারণ সব ফুলেই এত সুন্দর আর চমৎকার তা আসলে বলে বোঝাতে পারবো না৷

যাহোক সর্বোপরি সেই সকল শহীদদের স্মরণে আজকের যে এই ফুলের ফটোগ্রাফিটি আমি উৎসর্গ করে দিলাম৷ তাদের আত্মার শান্তি কামনা করি তারা যেন যুগে যুগে এই বাঙালি জাতির বুকে স্মরণীয় হয়ে থাকে৷


তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকের বেশ কিছু নিত্য নতুন ইউনিক কিছু ফুলের ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি না আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ।

এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

বিষয় :ফটোগ্রাফি
ছবিঃ@gopiray
ক্যামেরাঃrealme C12
লোকেশন:বাংলাদেশ 🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 6 months ago 

শীতকাল মানেই যেনো ফুলের সমারোহ। শীতকালে বিভিন্ন ধরণের চন্দ্রমল্লিকা ফুল দেখতে পাওয়া যায়। আপনি দেখছি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। অনেক বেশি ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

প্রথম মহান একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আপনার ফুলের ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। প্রত্যেকটি ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 6 months ago 

বাহ দেখে মুগ্ধ হয়ে গেছি শহীদ স্মরণে চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন। সত্যিই এতই ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনটা একদম জড়িয়ে গেল। তাছাড়াও চোখ ফেরাতে পারছিনা আপনার ফটোগ্রাফি গুলো দেখে। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। তাছাড়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুবই সতেজ ছিল।

 6 months ago 

শহীদদের স্মরণে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ফটোগ্রাফি ধারণা করতে আপনার মত আপনারও অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে মোরগ ফুলের ফটোগ্রাফি এবং চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 6 months ago 

বাহ চমৎকারভাবে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি ধারণ করেছেন দেখছি। আপনার এই সমস্ত ফুলের ফটোগ্রাফি গুলো আমার সত্যি খুবই ভালো লাগলো। বেশ অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছেন। শহীদদের স্মরণ রেখে দারুন ফটো দেখতে পারলাম আপনার পোষ্টের মধ্যে দিয়ে।

 6 months ago 

বাহ্ বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভাষা শহীদদের স্মরণে এতো চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুল বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

শহীদের স্মরণে আপনি আজকে বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগলো। ফুল হচ্ছে ভালবাসার প্রতীক ফুল সবাই পছন্দ করে। তবে আপনি এমনিতে বেশি চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন শহীদের স্মরণে। তবে ফটোগ্রাফি গুলো খুব অসাধারণ হয়েছে। কিছু কিছু ফটোগ্রাফি আছে বার বার দেখতে মন চায়। সত্যি বলতে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। শহীদের স্মরণে ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফুলের কালারই কাছাকাছি দেখতে। তাছাড়া ঠিকই বলেছেন আমাদের সকলেরই উচিত মাতৃভাষাকে যথাযথ ব্যবহার করা। এর অপব্যবহার না করা। আজকের ফুলের ফটোগ্রাফি গুলোও কিন্তু ইউনিক হয়েছে। খুব ভালো লাগছে দেখতে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61042.80
ETH 2605.92
USDT 1.00
SBD 2.65