নিজেকে বদলাতে হবে এই ধুলোময় পৃথিবীতে!!
আজ - ৫ই, পৌষ |১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |
নমস্কার - আদাব ৷ মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
নমস্কার - আদাব ৷ মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আর হ্যাঁ বন্ধুরা বদলে যাওয়াটাই স্বাভাবিক৷ বদলাতে না চাইলেও বদলাতে হবে তোমার নিজের জন্য ৷ তোমার ব্যক্তিগত স্বার্থের জন্য কিংবা আরো বাইরের আশেপাশের জন্য৷ যেভাবেই হোক না কেন বদলাতে হবে আর তুমি বদলাতে পারলেই তোমাকে চিনতে পারবে নচেৎ কেউ চিনতে পারবে না৷
সবচেয়ে আরো ভালোভাবে ক্লিয়ার করে বোঝার জন্য বলা যায় ৷ ওই যে কথায় বলে না যে এক সিরিয়াল কিংবা একই জিনিস বারবার দেখতে ভালো লাগে না ৷ ঠিক তেমনি নিজেকেও অনেক পরিবর্তন এবং কি সবার থেকে আলাদা ডিফরেন্ট অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে ৷ তবেই তোমাকে চিনবে পারবে ৷ আর এটাই বাস্তব প্রেক্ষাপট৷
আবার এই বাস্তবিক প্রেক্ষাপট থেকে বলতে গেলে আবার একটু ভিন্ন হয়৷ যেমনটা মানুষ বলে থাকে যে মানুষ অনেক পরিবর্তনশীল ৷ তাই মানুষকে বিশ্বাস করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার৷ কারণ কখন কার মনে কোন জিনিস চিন্তা করবে বা উকি দিবে সেটা বলাই অসম্ভব৷ তাই মানুষকে বিশ্বাস কম করাই উচিত৷ এসব নারায়ণ চিন্তাধারা মনের মধ্যে ঘুরপাক খায়৷
বদলাতে হবে ঠিক আছে তবে নিজেকে এমন ভাবে বদলাতে হবে৷ যেন আশেপাশের কিংবা কারো কোন ক্ষতি বা কাউকে মনে কষ্ট দিয়ে বা আরো কিছু কূটনৈতিক কাজ না করে৷ বদলাতে হবে সৎ চিন্তাধারা থেকে ৷ যেন পরবর্তী সময়ে তুমি মাথা উঁচু করে কথা বলতে পারো ৷ ঠিক এমন ভাবে বদলাতে হবে৷
কারণ বর্তমান এই পাশা খেলার যুগে নিজেকে পরিবর্তন করতেই হবে ৷ নয়তে এই পাশা খেলার দানে হেরে গিয়ে জীবন হবে চূর্ণ-বিচূর্ণ৷ আর তাইতো এই খেলার ধানে জিততে হলে তোমাকে কিংবা আমাকে বদলে যেতেই হবে ৷ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে পরিবর্তন ব্যতীত বদলানো সম্ভব নয়৷ তাই নিজেকে পরিবর্তন করুন সবার থেকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে৷
তো বন্ধুরা এই ছিল আমার মনের ভেতর কিছু আবেগী কথা ৷নযা আপনাদের মাঝে শেয়ার করলাম জানি না আপনাদের কতটা ভালো লাগবে৷ তবে আমি সবগুলো কোথায আমার নিজের মনের চিন্তাধারা বা ভাবনা থেকে লিখেছি ৷ আর কিছু বাস্তবিক চিন্তাধারা থেকে৷
সর্বোপরি একটা বাস্তবিক কথা না বললেই নয়৷ যে আসলে বর্তমানে নিজেকে বদলানো ছাড়া টিকে থাকা বড়ই অসম্ভব ৷
ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷
জীবনে যখন থেকে বড় হয়েছি এত আঘাত পেয়েছি তাও শিক্ষা হয়নি। চরম আঘাত পাওয়ার পরে নিজের মধ্যেই নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করেছি।আর কেউ আমাকে কষ্ট দিতে পারবে না।আর কেউ আমার সাথে খেলতে পারবে না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যদি নিজের মধ্যে এই ধারণাতে বদ্ধমূল করে রাখে,তাহলে তাকে নিয়ে আশেপাশের খারাপ মানসিকতার লোকগুলো খেলতে পারবে না।খেলার আগে দশবার ভাববে যে,এ আমার খেলা ধরে ফেলতে পারে।
প্রিয় দিদি আপনার দারুন মন্তব্য টি পড়ে অনেক ভালো লাগলো ৷ আপনি যথার্থ বলেছেন দিদি অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মতামতের জন্য ৷
https://twitter.com/gopiray36436827/status/1605238576110661634?t=lwxZSrNRe2IaWcdI13Wgsg&s=19
খুবই বাস্তব সম্মত বিষয় আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার অনুভূতি গুলো পড়ে খুবই ভালো লাগলো। আসলে সমাজে বসবাস করতে হলে নিজেকে অনেক কিছু পরিবর্তন করতে হবে। নাইলে এই সমাজ সুন্দর, স্বাধীন স্বাভাবিক ভাবে বাঁচতে দিবে না এটাই বাস্তব সত্য। সমাজের অনেক কিছু এড়িয়ে গিয়ে স্বাধীনভাবে বাঁচার জন্য জীবনের পরিবর্তন আনতে হবে। এত চমৎকার অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
জি ভাই আমি তো মনে করি এই ধুলোময় পৃথিবী থেকে নিজেকে পরিবর্তন না করলে সামনের দিন গুলো অনেক খারাপ হবে ৷
ধন্যবাদ ভাই সুন্দর মতামত করার জন্য ৷
এই স্বার্থের দুনিয়ায় প্রতি স্টেপে আপনাকে পরিবর্তন হতে হবে। নাহয় আপনাকে সবাই পুতুল বানিয়ে খেলা করবে। বাস্তবসম্মত কিছু কথা বলেছেন।
জি ভাই বর্তমান পরিস্থিতি উপল্ধি করেই লেখার চেষ্টা করেছি ৷
ঠিকই বলেছেন ভাই, দারুন ছিল আপনার অনুভূতিগুলো। বিজ্ঞানের ছোঁয়ায় আধুনিকতা পরিবর্তন সারা বিশ্বময়। প্রতিটি মানুষ জন্মলগ্ন থেকে প্রতিটা মুহূর্তেই পরিবর্তনশীল। সেই সাথে ধুলি যুক্ত পরিবেশ থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলাটা একটা চ্যালেঞ্জ। আপনার অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
ভাই আপনাকেও শুভেচ্ছা যে অনেক গুছিয়ে মন্তব্য করার জন্য ৷
মানুষ মাএই পরিবর্তনশীল। কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে থাকে। এবং কিছু কিছু পরিবর্তন করতে মানুষ বাধ্য হয়। তবে হ্যা সময়ের সঙ্গে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ। বেশ সুন্দর কিছু কথা লিখেছেন ভাই।
যথার্থ বলেছেন সমেয়ের পরিক্রমায়ে নিজেকে পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যাওয়াই উচিত ৷ অনেক সুন্দর মন্তব্য করেছেন ৷ ধন্যবাদ
আপনি ঠিকই বলেছেন নিজেকে এমন ভাবে বদলাতে হবে যেন আশেপাশের কিংবা কারো কোন ক্ষতি বা কাউকে মনে কষ্ট দিয়ে বা আরো কিছু কূটনৈতিক কাজ না করে৷ এরকম পোস্টগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই ভালো লেগেছে আমার কাছে আপনার এই পোস্ট। আমাদেরকে সৎ চিন্তা ধারা থেকে বদলাতে হবে এবং যেন আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি এই কথাগুলো একদমই সত্যি। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে আমার চিন্তা ধারা থেকেই লেখার চেষ্টা করেছি ৷ আর আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ৷
আপনি এই পোস্টের মাধ্যমে অনেক সত্যি কথা এবং গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন যেগুলো মানলে সবারই ভালো হয়। আসলে আমাদের সবাইকে এমন ভাবে পরিবর্তন হতে হবে যেন আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। আপনার প্রত্যেকটি কথাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কথায় আছে না মানুষ মাত্রই পরিবর্তনশীল। আমরা যত তাড়াতাড়ি পরিবর্তন হতে পারি ততোই আমাদের জন্য ভালো। কেউ পরিবর্তন হয় নিজের স্বার্থের জন্য কেউ পরিবর্তন হয় অন্য কারো জন্য। আপনার এত সুন্দর সুন্দর অনুভূতি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে দিদি এই পোস্টটি লিখেছি আমার বাস্তবিক চিন্তা ধারা থেকেই ৷ মানুষ নামই পরিবর্তন তবে সব থেকে আলাদা ভাবে নিজেকে পরিবর্তন করতেই হবে ৷