জেনারেল রাইটিং ৷৷ দরিদ্র গরিব পরিবারের বড় ছেলের জীবন

in আমার বাংলা ব্লগ6 months ago

আজ - ০৭ই , মাঘ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

guy-4742077_1280.jpg
ছবির উৎস

সুপ্রিয় আমার বাংলা ব্লগবাসি প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ তবে আজকের ব্লগটি একটু ভিন্নধারা কারন মাঝে মধ্যে মনের আবেগি বা মনের অনুভূতি থেকে কিছু কথা লিখতে খুব ইচ্ছে হয়৷ আর সেই ধারায় আজকে একটি বাস্তব জীবনমুখী কাহিনী তুলে ধরার চেষ্টা করছি৷

দরিদ্র পরিবারের বড় ছেলে


আমাদের ব্যক্তি জীবনে প্রত্যেকের কিছু স্বপ্ন কিছু আশা কিছু প্রত্যাশা মনের অগোচরে জন্ম নেয়৷ সে হোক গরিব কিংবা ধনি যে ব্যক্তিই হোক না কেন সবার ব্যক্তিজীবনে কিছু স্বপ্ন আশা চাওয়া পাওয়ার আশঙ্কা থেকে যায়৷ আর এটা কোন দোষের না এটা মানুষ হিসেবে সবার প্রত্যেককেই চায়৷ তো বাস্তবিক জীবনের সবার জীবনে এসব স্বপ্ন আশা প্রত্যাশা পূর্ণতা পায় না ৷ আর এটাই হলো বাস্তবিক এবং চিরন্তন সত্য৷

বিশেষ করে আমি সবচেয়ে দরিদ্র এবং কি গরিব পরিবার ৷ যে পরিবারের একজন বড় ছেলে ছোট থেকেই অভাব দরিদ্রতার মধ্যে জীবনকে ধীরে ধীরে উপভোগ করেছে ৷ ছোট থেকে সে বুঝে থাকে যে তার পরিবার খুব দরিদ্র আর সেজন্যই সে পরিবারের বড় ছেলে টি সবকিছু বুঝে তার জীবনকে অতিবাহিত করে৷ সে হয়তো বা তার পরিবার কাছ থেকে কোন চাওয়া পাওয়া বা আশা প্রকাশ করে না মুখে৷ কিন্তু তার মনের অগোচরে অনেক স্বপ্ন আশা চাওয়া-আকাঙ্ক্ষা রয়ে থাকে৷

কিন্তু বাস্তবতার সম্মুখে সে সন্তানটি বা ছেলেটি হাসিমুখে তার জীবনের স্বপ্ন আশা চাওয়া পাওয়ার আশঙ্কাগুলোকে উৎসর্গ করে দিয়েছে৷ কারণ তার পরিবার দরিদ্র যেখানে একবেলা ভালো খাবার সামর্থ্য জোটে না৷ বলতে গিয়ে অনেকটা নুন আনতে পান্তা ফুরায় ৷

পরিবারের সেই বড় ছেলেটি তার পরিবারের মুখের দিকে তাকিয়ে নিজের শখ স্বপ্ন আশা চাওয়া পাওয়া গুলোকে বিসর্জন দিয়ে দেয়৷ সে হয়তো ইচ্ছে করলে পরিবার থেকে অনেক অনেক দূরে কোথাও যেতে পারে৷ কিন্তু ওই যে একটা মায়ার বন্ধন মায়া টান আর এজন্যই সে ছেলেটি তারা সব কিছু কিছু বিসর্জন দিয়ে পরিবারের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে৷

কারণ সেই ছেলেটি এখন পরিবারের একজন বড় স্তম্ভ৷ কারণ তার পরিবারের মা-বাবা অসুস্থ এরপরও ছোট ভাই ছোট বোন সবার দায়িত্ব যেন তার কাঁধে৷ তবু ছেলেটি সবকিছু সহ্য করেও হাসিমুখে তার জীবনকে রঙ্গিন করার উদ্যোগে প্রতিনিয়তই ছুটে চলছে৷

মাঝে মধ্যে ছেলেটি ভেঙ্গে পরে কিন্তু সবকিছুর মাঝেও নিজেকে অনেক কঠিন এবং শক্ত করে নিজের মনকে বারবার বুঝিয়ে আবার তার জীবন যুদ্ধে ছুটে চলছে৷

সেই ছেলেটির মনে একটাই প্রশ্ন কোনদিনও কি তার অন্ধকার জীবন রঙিন জীবনের আলোতে ফিরে আসতে পারবে না

alone-666078_1280.jpg
ছবির উৎস

প্রিয় বন্ধুরা আবারো হাজির হবো অন্য কোনো নতুন ইউনিক ব্লগ নিয়ে সে প্রত্যাশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ।আজ এখানেই বিদায় নিচ্ছি ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন.....!!



কমিউনিটিআমার বাংলা ব্লগ
বিষয়জেনারেল রাইটিং
ডিভাইসrealme c12
লোকেশনবাংলাদেশ 🇧🇩

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

❤❤সবাইকে ধন্যবাদ❤❤

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60629.29
ETH 2636.33
USDT 1.00
SBD 2.51