আজকের ব্লগ সাধারন কিছু ফটোগ্রাফি 📸 || রেনডম ছবি|| (10% shy-fox)

in আমার বাংলা ব্লগ2 years ago


আমার বাংলা ব্লগ



সবাইকে স্বাগতম" 🥀
💞 "ভালোবাসি স্টীমিট প্লাটফর্ম" 💞


নমস্কার-
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর এপার ওপার সকল সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷


আমার প্রিয়, বন্ধুরা আপনাদের ওদিকের আবহাওয়া কি রকম তা জানি না ? তবে আমার এদিকের আবহাওয়া খুব একটা ভালো না আজ সকাল থেকেই মেঘলা আকাশ তার সাথে বাতাস বইছে সব মিলিয়ে টিপটিপি একটু করে বৃষ্টি পড়ছে৷ যদিও বিকেলবেলা বৃষ্টি পড়েনি তবে সন্ধ্যার পর থেকে রিমঝিম বৃষ্টি শুরু হয়েছে এখনো হচ্ছে ৷ তবে হ্যাঁ বৃষ্টি আমার অনেক ভালো লাগে বৃষ্টি এলে জমিয়ে ঘুম দেওয়া যায় ৷
যাইহোক বন্ধুরা এই বৃষ্টিমুখর রাতে আপনাদের মাঝে হাজির হলাম৷ প্রতিদিন কিছু না কিছু পোস্ট নিয়ে তো আপনাদের মাঝে হাজির হই আজ একটি পোস্ট তৈরি করা ছিল ৷কিন্তু পরে ভাবলাম যে এই সপ্তাহের একটি ফটোগ্রাফি পোষ্ট দেই নি ৷তাই আজ এই বৃষ্টি ভেজা রাতে দিলে কি রকম হয় ৷আর এই ভাবতে ভাবতেই সিদ্ধান্ত নিলাম যে তাহলে আজকে আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পোষ্টই শেয়ার করি৷
তো চলুন দেখে আসা যাক আজকের সাত সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম ৷

ফটোগ্রাফি-০১

IMG20220912174321_01-01.jpeg

Device :realme12

ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location 3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

কচুরিপানা হয়তো কমবেশি সবার চেনার কথা তবে যারা যারা গ্রামে বড় হয়েছেন৷ বা গ্রামের বাস করেন তারা সবাই চিনে থাকবেন পুকুরে নলকূপে বা ডোবায় এসব কচুরিপানা আপনা আপনি হয়ে যায়৷ কুচুরিপানা মূলত অনেক ধরনের কিছু কচুরিপানা ছোট আবার কিছুগুলো মাঝারি আবার কিছু কিছু আছে বড় হয় যেগুলো ফুল ফোটে৷ আজ আমার বাড়ির পাশেই ছোট্ট একটি ডোবা থেকে তুলেছিলাম ৷ডোবা টিতে অনেকগুলো কচুরিপানা হয়েছে বেশ ভালো লাগছিল ৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ফটোগ্রাফি-০২

Picsart_22-09-12_19-03-37-380.jpg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

রাজহাঁস একসাথে অনেকগুলো রাজহাঁস রাস্তার ধারে ঘাস খাচ্ছে আসলে রাজহাঁস মূলত মাঠে ঘাটে ঘাস কত পোকামাকড় এসব বেশি খায়৷ একসাথে অনেকগুলো রাজহাঁস দেখে ভালোই লাগছিল৷ তবে সব থেকে সাদা রাজহাঁস টি আমার কাছে ভালো লেগেছিল সবচেয়ে বেশি৷
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ফটোগ্রাফি-০৩

Picsart_22-09-12_19-05-54-152.jpg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

বন্ধুরা যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটি মূলত একটি পার্কের ছবি দেবিগঞ্জ উপজেলার মধ্যে করতোয়া নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি পার্ক গতকাল কলেজ থেকে আসার সময় রাস্তা থেকে তুলেছিলাম যদিও ভিতরে যায়নি তুমি কোন একদিন সেখানকার পার্কের বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ফটোগ্রাফি-০৪

IMG20220912175410.jpg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

ধানের শীর্ষ আজকে দুপুর বেলার শেষে প্রকৃতির মাঝে ঘুরতে বের হয়ে৷ এই ধানের ছবি ফটোগ্রাফি করি৷ যদিও এখনো ধানের শীষ তেমন একটা বের হয়ে ওঠেনি তবে কিছু কিছু ধানের শীর্ষ অগ্রিম আসে৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ফটোগ্রাফি-০৫

Picsart_22-09-12_19-11-03-820.jpg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

এই ছবিটা দেখে আমার একটি গান মনে পড়ে যাচ্ছে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়া তরে আমার ভাঙ্গা নাইওরে মাঝি বাইয়া যাও রে৷
আসলে বন্ধুরা করতোয়া নদী সেখানে মানুষ জন এপার থেকে ওপারে যাতায়াত করে ৷ এখানে দুটি মানুষকে দেখতে পারছেন ব্যাগ হাতে নিয়ে নদী পার হবে৷
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ফটোগ্রাফি-০৬

IMG20220912181929_01-01.jpeg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

আজকে বিকেলের শেষ মুহূর্তে অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে আকাশে চারদিকটা মেঘের কালো রঙ্গে ছেয়ে গেছে আর তার সাথে বিদ্যুৎ চমকানো৷ একটি সুপারি গাছের সাথে ফটোগ্রাফি আমার কাছে বেশ চমৎকার লেগেছে ৷
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ফটোগ্রাফি-০৭

IMG20220812181758_01.jpg

Device :realme12
ফটোগ্রাফার: @gopiray
What's 3 Word Location
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

বাড়ির পাশের কিছু দূরে ছোট্ট একটি পুকুর যে পুকুরে মাছ ধরার জন্য জেলে যা ফেলেছে আর এই মাছ বাজারে নিয়ে বিক্রি করা হবে৷গতকাল মাছ কিনতে গিয়ে ছবি তুলি ৷
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png


তো বন্ধুরা আজকের আমার ব্লগ এতো টুকুই৷ আজকে আমি আপনাদের মাঝে সাতটি ছবি শেয়ার করলাম ৷আশা করবো আপনাদের সবাইরে ভালো লাগবে ৷আর আসলে ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে ৷তাই যে জিনিস টাই ভালো লাগে সেটাই ক্যামরা বন্দি করার চেষ্টা করি ৷যদিও আমার কোনো ক্যামরা নাই তবুও আমার মোবাইল ফোন দিয়েই ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷
আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ৷আবারও হাজির হবো অন্য কোনো ব্লগ নিয়ে ৷

পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে চলুন ৷

@gopiray

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81TbQ2118FZiUiRWrqBpbVTAosXdnWwQdGDEqp68e6R3FHY9kjbpJrRwo359CBif1drQstHigS4okPch22toxYkJvKXT1G (1).png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif

Sort:  
 2 years ago 

আপনার তোলা সাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর করে মন্তব্য করার জন্য

 2 years ago 

প্রতিটা ছবিই অসাধারণ হয়েছে ৷ তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগলো ডিসি পার্কের ছবিটা ৷ অনেক সুন্দর এসেছে দেবিগঞ্জ কারতোয়া ব্রীজের পাশের ছোট ডিসি পার্ক টা ৷

 2 years ago 

সময় হলে একদিন যাব ডিসি পার্কে ঘুরতে ৷

 2 years ago 

আপনার আজকের শেয়ার করা বিভিন্ন ধরনের রেনডম কিছু ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি আলাদা এবং ভিন্ন ধরনের। এক একটি ছবি, এক একটি গল্পের বর্ণনা দেয়। মাছ ধরার ফটোগ্রাফিটি দেখে গ্রামে আমার কাটানো পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল।

 2 years ago 

ধন্যবাদ ভাই গুছিয়ে কথা গুলো বলার জন্য ৷গ্রামের স্মৃতি কখনো ভোলার নয়

 2 years ago 

লাইফ এর প্রথম মেমরি ওইগুলো এই জন্য কোনো দিন ভুলার না।

 2 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি অনবদ্য ছিল। মুগ্ধ হয়ে দেখার মতই এই ফটোগ্রাফি গুলো আপনি ক্যাপচার করেছেন। লেখা ও বর্ণনা খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার প্রত্যেক টা ছবির ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41