পুরনো দিনের মন্দির গোলকধাম !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20221013164800_01.jpg

নমস্কার,

সুপ্রিয়, আমার বাংলা ব্লগবাসি৷ আশা করছি আপনারা সবাই ভালো আছেন ৷ আমিও পরমেশ্বর ভগবানের কৃপায় ভালোই আছি ৷ তো যা হোক গত দুইদিন ধরে তো আমার বাংলা কমিউনিটির সকলে ই অনেকটাই দ্বিধাগ্রস্ত বলতে গেলে খারাপ একটা সময় পার করছে৷ এই সময়টা কাটিয়ে আরো সুখকর ভালো দিনে ফিরে আসুক এমনটাই প্রত্যাশা ৷ আসলে আমরা আরো অনেক অনেক সদস্য রয়েছি যারা একজনের জন্যই সবাই মন খারাপ করে কিংবা নিজেকে ছোট করে আমার বাংলা ব্লগকে ছোট করতে চাই না৷ তাইতো আমরা সবাই আমার বাংলা ব্লগে সাথে প্রতিনিয়ত সৎ পথে সততার সঙ্গে কমিউনিটির পাশে থাকবো এমনটাই প্রত্যাশা করি প্রতিটি ইউজার মেম্বার বন্ধুদের কাছ থেকে৷

আসলে একটা কথা বলে না যে ভালো মানুষের ভিড়ে কিছু খারাপ মানুষ থাকে এটাই বাস্তব৷ তবে সেই মানুষগুলো বেশিদিন সে ভালো মানুষগুলোর সাথে টিকতে পারে না ৷ একটা সময় তারা ছিটকে যাবেই ঠিক যেমনটা গত দুই দিন আগে ঘটে গেল ৷ আসলে সে মানুষটা তো ভালো মনেপ ছিলই না ৷ যদি সে সত্যিই আমার বাংলা ব্লগের একজন ভালো সৎ এবং কি ন্যায়পরায়ণতা ব্যক্তি থাকতেন ৷ তাহলে হয়তো বা এমন পরিস্থিতি বা এমন কোন ঘটনা হতো না৷ দিন শেষে আমাদের এটাই মনে রাখা উচিত৷ যে ভালো-মন্দ সব মিলেই জীবন৷ আর আমাদের সমাজে ভালো মানুষের বেশে কিছু মুখোশ পরা কিছু জন্তু মানুষ আছে৷ এটা প্রতিনিয়তই আমরা দেখি ৷ কিন্তু তাদেরকে উপেক্ষা করে আমাদের চলতে হবে ৷ কারণ আমরা প্রতিটি মুহূর্তেই শুনেছিলাম ৷ যে জীবনে প্রতিটি ধাপ যুদ্ধ করতে হবে৷ তাহলে বিজয় আর এটাই বাস্তবতা ৷ তাই তো সেটাকে মেনে নিয়ে আমাদের সবকিছুকে নতুন করেই চলতে হবে৷

যা হোক প্রতিদিনের মতো প্রতিদিনের ন্যায়ে আজও আপনাদের মাঝে হাজির হয়েছি৷ নতুন একটি ইউনিক নতুন ব্লগ নিয়ে ৷ তো যা হোক প্রায় কিছুদিন আগের ঘটনা ছিল৷ আমার বাড়ি কিছু দূরে বলতে গেলে প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল এই মন্দিরটি ৷ আর মন্দিরের বিষয় বলতে গেলে অনেক ঘটনা পুরনো ইতিহাস ঘাটতে হবে৷ তাহলে হয়তো বা আপনারা কিছু হলেও জানতে পারবেন ৷ আর কথাগুলো আমি শুনেছিলাম আমার ঠাকুরদাদা কিংবা আরো এলাকার কিছু গণ্যমান্য পূর্বপুরুষগণ ব্যক্তিদের মুখে ৷

IMG20221013164651_01.jpg
লোকেশন

সবার আগেই আগে বলতে হয় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ৷ আর পঞ্চগড় জেলায় বেশ কিছু মন্দির রয়েছে ৷ যেগুলো আজও পুরনো মন্দির হিসেবে পরিচিত৷ কিন্তু মন্দিরগুলো কোন কারু কাজ কিংবা কোন চর্চা নেই ৷ সে মন্দির গুলো এখনও শুধু পড়েই রয়েছে ৷

আমার ঠাকুর দাদার মুখে শুনেছিলাম ৷ যখন সমস্ত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সম্পূর্ণরাই একটি রাষ্ট্রে অন্তর্গত ছিল ৷ ঠিক তখনকার সময়ে প্রায় বেশিরভাগই ছিল হিন্দুদের আধিপত্য বিস্তার৷ আর তখনকার আমলের এই মন্দিরগুলো ছিল ৷ আর তখনকার সময় এই মন্দিরগুলোতে বেশ জাকজমক ভাবে পূজা অর্চনা করা হয়েছিল৷

কিন্তু একটা সময় যে সময়ে এই সম্পূর্ণ রাষ্ট্রটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল ৷ একটা ছিল পাকিস্তান আর একটা ছিল ভারতবর্ষ। আর ভারতবর্ষে তখন ভাগ হয়ে যায় যেটা এখনো বইয়ে লেখা আছে ১৯৪৭ সালে৷ আর ঠিক সেই সময় ই প্রায় হিন্দুগণ ভারতবর্ষে গমন করেছিলেন৷ অর্থাৎ এই পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে ভারতের অন্তর্গত হয়েছিলেন ৷ যদিও সব হিন্দুগন যায় নি ছিল ৷

তখনও ওই মন্দিরগুলোতে নাকি নানান ধরনের পূজা অর্চনা হয়েছিল ৷ কিন্তু একটা পর্যায়ে আবার শুরু হলো সেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামক আরেকটি ভয়ানক যুদ্ধ ৷ আর তখনই সেই ১৯৭১ সালের সেই রক্তিক্ষীয় নয় মাস যুদ্ধের সময় সমস্ত বাঙালি প্রায় ৩০ লক্ষ বাঙালি যেগুলো ভারত বর্ষ আশ্রয় নিয়েছিল৷ আর এই ১৯৭১ সালের যুদ্ধকালীন সময়ে অনেক বাঙালি ভারতেই রয়েছিলেন৷ আর এই বাংলায় অর্থাৎ পূর্ব পাকিস্তানে ফিরে আসেনি ৷

আর এগুলোর বেশিরভাগই ছিল হিন্দু ধর্মাবলম্বী মানুষ ৷ তবে কিছু গুটিকয়েক হিন্দু ধর্মাবলম্বী আবার এই দেশে ফেরত এসেছিল৷ অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর ঠিক যেমন আমি আপনাদের সাথে ব্লগ লিখছি ৷ আমি সেই ব্যক্তি বাংলাদেশি একজন হিন্দু সনাতন ধর্মাবলম্বী৷ যদিও আমার সমস্ত পূর্বপুরুষ গণ যুদ্ধের সময় ভারতবর্ষে গমন করেছিলেন ৷ এখনো অনেক আত্মীয় পরিজন সেই দেশে রয়েছে যদিও আজ অজানা ৷

আর এগুলো ছিল সেই আগের পুরোনো মন্দির যেই মন্দিরগুলোতে মাটি ফলক আলোকচিত্র আঁকা হয়েছিল ৷ অংকন আর্ট এখন স্পষ্ট ভাবে রয়েছে ৷ এখনকার এই সময়টাতে হিন্দু ধর্মের সংখ্যা খুব কম থাকাতেই আর এ মন্দিরগুলোতে ঠিক আগের মতো পূজা অর্চনা হয় না ৷ কিংবা কারুকাজ হয় না এখনো পরে রয়েছে সেই পুরনো মন্দির গুলো৷ ঠিক এটি একটি মন্দির আর মন্দিরের নাম গোলকধাম মন্দির ৷ যেটা আমার ঠাকুর দাদার মুখে শোনা ৷

IMG20221013164800_01.jpg

IMG20221013164727_01.jpg

IMG20221013164712.jpg

IMG20221013164655.jpg
লোকেশন

তবে আবারো এই মন্দিরগুলোতে পূজার করার জন্য আমাদের এই পঞ্চগড় জেলার সমস্ত হিন্দু ধর্মালম্বি গণ একটি কমিউনিটি পরিষদ গড়ে তুলছি৷ হয়তোবা খুব তাড়াতাড়ি এই মন্দির গুলোর কারু কাজ এবং কি আগের মতো পুজা আর্চনা প্রার্থনা করতে পারবো৷এমনটাই প্রত্যাশা করছি যদিও এখনো সেটা বাস্তবায়ন হয়নি৷ তবে খুব শীঘ্রই বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা করি ৷ আর তখনই আবারো এই মন্দির সম্পর্কে ভালো কিছু বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরতে পারবো৷ এই আশা ব্যক্ত রেখে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি৷
এরকম আরো অনেক পুরনো মন্দির রয়েছে যেগুলো পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং কি সেগুলি আপনার মাঝে ব্লগ লিখে উপস্থাপন করবো৷ এমনটাই আশা করছি।

আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

@gopiray

🙏সবাইকে ধন্যবাদ🙏

Sort:  

আরে বাপরে, আপনি তো পুরো ইতিহাস লিখে ফেলেছেন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের। সাত আট কিলোমিটার তো দূরের কথা, আমার বাড়ি থেকে দশ মিনিটের হেঁটে যাওয়ার রাস্তা, একটা সুন্দর মন্দির আছে। তাই কখনো যাওয়া হয় না। তবে আমার মনে হয় না এই মন্দিরগুলোতে আর কখনো পুজো অর্চনা হবে যদি বিশেষ কোন ব্যবস্থা না নেওয়া হয়। হয়তো কিছুকাল পরেই এই মন্দির গুলো কালের গহ্বরে চলে যাবে। তবে এগুলোর সংস্কার সত্যিই খুব দরকার।

 2 years ago 

জি দাদা এ অনেক ইতিহাস যা বলেও শেষ করার মতো না ৷ ধন্যবাদ দাদা
চেষ্টা চলছে সংস্কার করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81