বিকেল বেলা নদীর পাড়ে কাটানো মুহূর্ত .....!! " আমার বাংলা ব্লগ "

in আমার বাংলা ব্লগlast year

আজ - ৩রা, বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20220422170944_01.jpg

সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।

প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ । বিগত কিছুদিন ধরেই না জানি তুই কিসের আভাস দিচ্ছে। বিগত বছরগুলোতে এমন তাপমাত্রা আগে কখনো দেখেছি কিনা তা মনে নেই বললেই চলে। আসলে বর্তমান আবহাওয়ার কোন মতিগতি নেই । কখন কোন দিকে ধাবিত হচ্ছে তা আসলে বলাই মুশকিল।

যা হোক প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। যদিও আমিও খুব একটা ভালো নেই বেশ কিছুদিন যাবত ধরেই অসুস্থতায় ভুগছি। আর এখনো অনেকটাই অসুস্থ । কারণ বর্তমান সময় প্রচন্ড তাপদাহ গরম অতিষ্ঠ।

যদিও গত দুইদিন ধরে খুব একটা অ্যাক্টিভিটিস রাখতে পারছিনা নিজস্ব কিছু ব্যক্তিগত সমস্যা জনিত কারণে। তবে আজ থেকে হয়তো বা কিছুটা হলেও ব্যক্তিগত সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি। তাই এখন প্রতিনিয়তই চেষ্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাওয়ার।

সর্বোপরি প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে। গত সপ্তাহেও আপনাদের মাঝে করোতোয়া নদীর মানুষের জীবন জীবিকার তাগিদ নিয়েই একটি ব্লক উপস্থাপনা করেছিলাম। আজকে আবারো সেই করতোয়া নদীর তীরে বিকেল বেলা কাটানোর মুহূর্তে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তবে আজকের মুহূর্তে তো একটু ভিন্নতা।
এ প্রচন্ড গরমে বাড়িতে খুব একটা ভালো লাগছিল না । আর তাইতো বিকেল বেলা নদীর ধারে একটি সুন্দর সময় কাটানোর জন্য গিয়েছিলাম।

চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমার ব্লগের মেইন ধারায়।

IMG20220504161339.jpg

IMG20220422170115_01.jpg

নদীর রুপ সৌন্দর্য আমাকে প্রতিনিয়তই কাছে টানে আর নতুন করে ভালবাসার উদ্দীপনা শেখায় । গতকাল বিকেল বেলা নদীর ধারে গিয়ে বসতে না বুঝতেই এমন সুন্দর একটি আলোকচিত্র লক্ষ্য করেছি। যা আমাকে মুগ্ধ করে দিয়েছে আসলে নদীর ধার মানেই ভিন্ন কিছু অনুভূতি।

যদিও আমি বরাবরই বলি যে নদীর এলাকার মানুষের জীবন জীবিকার তাগিদ পুরোই ভিন্ন। কেউ পাথর নূর এসব দিয়ে তাদের পরিবার সংসার চালায়। আবার কেউবা সারাদিন জাল দিয়ে মাছ ধরে সেই মাছ বিক্রি করে পরিবার সংসার চালায়।

তেমনি এক মনোমুগ্ধকর আলোকচিত্র আপনাদের মাঝে উপস্থাপন করতেছি । নদীতে যাওয়া মাত্র চোখে পড়লো একটি জেলে ভাই জাল দিয়ে মাছ ধরছে। আর তার সাথে ছোট্ট একটি শিশু মাছের থলে টা নিয়ে বেশ সুন্দর করে দাড়িয়ে আছে ।

আর এ মনোমুগ্ধকর সুন্দর আলোকচিত্র কি দেখে আমি সেই শৈশব জীবনে ফিরে গেলাম। যে সময়ে বাবার পিছে পিছে ছোট্ট একটি ব্যাগ কিংবা অন্য পাত্র নিয়ে নদীর ধারে গিয়েছিলাম মাছ ধরার জন্য। আজকে ঠিক সেই হুবহু আলচিত্রটি আমার চোখে পড়লো ।

IMG20220422170045_01.jpg

IMG20220422170111_01.jpg

IMG20220422170146_01.jpg

IMG20220422170122_01.jpg

আপনাদের আরো ভালো হবে বোঝানোর জন্য ছোট্ট একটি ভিডিও ধারণ করেছি । ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের সবারই হয়তো সেই শৈশব জীবনের স্মৃতি কাহিনী গুলো মনে পড়লেও পড়তে পারে ।
তবে আমি নিশ্চিত যে ব্যক্তি গ্রামের তার শৈশব যেন অতিবাহিত করেছে। তার কাছে এই ভিডিওগ্রাফিটি সবচেয়ে সবচেয়ে পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দিবে ।

সর্বোপরি গতকালকের বিকেল বেলার মুহুর্ত টা নদীর ধারে সুন্দর সময় অতিবাহিত করেছি। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মাছ ধরার দৃশ্যটি দেখে । আসলে নদীর জীবন জীবিকা মানেই ভিন্ন কিছু আলোকচিত্র সর্বোপরি সেই মানুষগুলোর কথা আমি বরাবরই চিন্তা করি । তাদের জীবন জীবিকার তাগিদ চলাফেরা খাদ্য সবকিছুই যেন ভিন্ন।

সেই মানুষগুলো ভালো থাকুক সুস্থ থাকুক এমনটাই আশা প্রত্যাশা করি।

প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 last year 

বিকেলবেলা নদীর পাড়ে কাটানো সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। এরকম সুন্দর আবহাওয়ায় নদীর পারে সময় কাটাতে সবার কাছেই ভালো লাগে। নদী এমনিতেই আমার কাছে ভীষণ পছন্দের বিষয়। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

 last year 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য আপু ৷ আসলেই নদীর পাড়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছি ৷

 last year 

ঠিক বলেছেন ভাইয়া এরকম তাপমাত্রা এর আগে কখনো দেখা হয়নি। আসলেই এবার তাপমাত্রা এতটাই বেশি যে সহ্যই হচ্ছে না। গরম অনেক বেশি করেছে। আর এরকম গরমের সময় যদি নদীর পারে সময় কাটানো যায় তাহলে অনেক ভালো লাগবে। নদীর পাড়ের অঞ্চলগুলোতে অনেকটা বাতাস থাকে। অনেকে আছে নদীর পাড়ে নিজের জীবিকা নির্বাহ করে ও নদীতে মাছ ধরে। ভালো লাগলো ভাইয়া আপনার লেখাগুলো পড়ে।

 last year 

হুম আপু এ রকম তাপমাত্রা আগে কখনোই দেখি ৷ এবারের মতো ৷ আর এই গরমে বিকেল বেলা নদীর পাড়ে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি ৷ নদীর পাড়ে দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায় ৷

 last year 

দারুন একটা এনজয় মুহূর্ত আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখি আমার খুবই ভালো লেগেছে। আমারও মাঝেমধ্যে মন চায় এভাবে সময় পার করতে, কারণ এমন মুহূর্তগুলো আমাদের সকলের জন্য অনেক আনন্দদায়ক এবং মন প্রফুল্ল রাখে।

 last year 

জি ভাই দারুন একটি সময় কাটিয়েছি নদীর পাড়ে ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 58476.88
ETH 2522.41
USDT 1.00
SBD 2.34