এলোমেলো আলোকচিত্র 📸 !!! আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আজ - ১৬ই জ্যৈষ্ঠ |১৪৩০ বঙ্গাব্দ, |
গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20230525134048_01.jpg

সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।

সুপ্রিয়, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন ।

প্রতিদিনের মতো আজও হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে।। আজকে ব্লগে আপনাদের মাঝে কিছু এলোমেলো আলোকচিত্র ফটোগ্রাফি শেয়ার করবো। কয়েকদিন ধরে বেশ ব্যস্ততার সময় পার করছি। তারপরও প্রতিনিয়ত শত ব্যস্ততার মাঝেও নিজের অ্যাক্টিভিটি ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি ।

ভালবাসি ফটোগ্রাফি করতে আর ফটোগ্রাফি মানেই হলো নিত্য নতুন কিছু ছবি । যেগুলো দেখলে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দের অনুভূতি খেলা করে। যদিও কিছুদিন যাবত ব্যস্তই জীবন যাপন করছি। তারপরও শত ব্যস্ততার মাঝেও সংগ্রহ করা কিছু ফটোগ্রাফি করেছি।

আর এই ব্যস্ততার সময়ের মাঝেই হঠাৎ করে যেখানে সেখান থেকেই কিছু ফটোগ্রাফি করেছি। যেগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করবো ।


IMG20230530061025.jpg

আজকে সকাল বেলার মুহূর্তে তোলা টগর ফুলের ফটোগ্রাফি । সকালবেলা হওয়াতে শিশিরবিন্দু গুলো পাতায় এমনকি ফুলের পাপড়ির উপর বেশ জমে রয়েছে। আর যে কারণেই ছবিগুলো একটু আকর্ষণীয় আর সুন্দর দেখাচ্ছে।


IMG20230530060744_01.jpg

IMG20230530060733_01.jpg

সকাল বেলার সূর্যা মামা উঠার মূহুর্তে তোলা ফটোগ্রাফি । সেই সাথে সকাল বেলা শিশির বিন্দু গুলো দূর্বা ঘাসের উপর তাই ছবিটি আমার কাছে একটু বেশিই ভালো লেগেছিল ।


IMG20230528183427_01.jpg

IMG20230528183453_01.jpg

কাচা ও পাকা মরিচ আমি প্রতি সময়ে ভাত খাওযার সাথে কাচা মরিচ খাই। আজকে বিকেল বেলা মরিচ খেতে মরিচ ছিড়তে গিয়ে পাকা মরিচ এর ফটোগ্রাফি টি করি। আর কাচা মরিচ কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় । তাই কাচা মরিচ খাওয়া সবার উচিত ।


IMG20230530060701_01.jpg

IMG20230530060656_01.jpg

জংলি ফুল গ্রামে এমন বিভিন্ন রকম বন্য ফুল জাতীয় ফুল দেখা যায় । যেখানে সেখানে আজকে সকাল বেলা টিউশনি শেষ করে বাইরে রাস্তার ধারে থেকে ছবি টি তুলেছি । অনেক ভালো লাগলো সবু্জ সমারোহে আবদ্ধ ফুলটি ।


IMG20230525134048_01.jpg

IMG20230525134043_01.jpg

আজ কলেজ গেট থেকে এই ফুলের ছবিটি ফটোগ্রাফি করি । যদিও এ ফুলের নাম জানি না । তবে এই ফুল গুলো লতা জাতীয় গাছে একসাথে অনেক গুলি ফোটে । সর্বোপরি অনেক কি়উট একটি ফুল ।


IMG20230528183604_01.jpg

এই তো কিছুদিন হলো বাজার থেকে ক্রয় করেছি ছাগলটি । মা মাঠে বেধে রেখেছিল বিকেল বেলা আমি আনতে গিয়ে ছবিটি তুলে রাখি। কালো রং এর ছাগলটি দেখতে অনেক সুন্দর লাগছিল ।




এলোমেলো আলোকচিত্র
ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered



তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকের বেশ কিছু নিত্য নতুন ইউনিক কিছু এলোমেলো ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি না ।আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ৷
এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

বিষয় :ফটোগ্রাফি
ছবিঃ@gopiray
ক্যামেরাঃrealme C12
লোকেশন:বাংলাদেশ 🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 last year 

আপনার প্রতিটি আলোকচিত্র আমার অনেক বেশি ভালো লাগছে। আপনি খুব দক্ষতার সাথে আলোকচিত্র গুলো মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন। দেখে আমার অনেক ভালো লাগলো। এতো সুন্দর আলোকচিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ফটোগ্রাফি করতে ভালোই লাগে ৷ তাই তো দক্ষতা সৃজনশীলতা খাটিয়ে চেষ্টা করি ৷

 last year 

ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারন লাগে। আমিও মাঝে মধ্যে ফটোগ্রাফি করি। মাধবীলতা ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।

 last year 

ভাই ফুলের নাম যে মাধবীলতা তা জানা ছিল না ৷ জানতে পেরে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

অপরূপ সৌন্দর্যময় এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আসলে এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে আমার। আপনি সুন্দর কিছু ফুল দৃশ্যের ছবি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ছবি দারুণভাবে উপস্থাপন করেছেন। বর্ণনা পড়ে আরো ভালো লেগেছে। ফুলের ছবিগুলো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

জি ভাই চেষ্টা করেছি মাত্র ৷ ফটোগ্রাফি করতে ভালোই লাগে তাই প্রতিনিয়ত চেষ্টা করছি ৷ ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

 last year 

বেশ চমৎকার কিছু ছবি উপহার দিয়েছেন ভাই। আপনার ফুল এবং কাঁচামরিচের ছবিগুলো দারুন লেগেছে। তাছাড়াও বিস্তীর্ণ গ্রামীণ পরিবেশ দেখার মতো ছিল।
ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি ভাগ করে নেয়ার জন্য।

 last year 

আপনাকে ধন্যবাদ ভাই এতো সুন্দর উৎসাহ মূলক মতামতের জন্য ৷

 last year 

আপনার করা এলোমেলো আলোকচিত্র গুলো দেখে ভালো লাগলো। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন যেটা করতে আমিও পছন্দ করি। এভাবে করতে থাকলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন।

 last year 

জি ভাই ফটোগ্রাফি হলো এক মনের ভিতরে থাকা অনুভব অনুভুতি ৷ ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন এলোমেলো আলোকচিত্রে কিছু ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পাকা ও কাঁচা মরিচের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

কাচা মরিচের ফটোগ্রাফি আসলেই অনেক সুন্দর ছিল ৷

 last year 

সুন্দর আলোকচিত্র শেয়ার করলেন বৃষ্টি ভেজা মরিচ গাছগুলো দেখতে অনেক ভালো লেগেছে। তাছাড়া জংলি ফুলগুলো অসাধারণ ছিল। প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ছাগলের ফটোগ্রাফি টা অসাধারণ ভালো লেগেছে। এছাড়াও গেট ফুল গুলো খুব সুন্দর ভাবে নিয়েছেন আপনি। সবকিছু মিলিয়ে আপনি দুর্দান্ত ফটোগ্রাফি শেয়ার করেছেন।

 last year 

হ্যাঁ আপু মরিচের ফটোগ্রাফি সেই সাথে জংলী ফুলের ফটোগ্রাফি গুলো ও বেশ সুন্দর ছিল ৷

 last year 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন, আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবি ভালো লাগছে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আপনাকে ও অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা করি ভাই ৷

 last year 

ভাইয়া আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। বিশেষ করে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়া বাকি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

মাধবীলতা ফুলের নাম জানতাম না ৷ তবে আপনার মন্তব্য পেয়ে শুনলাম ৷ অনেক সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ আপু ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55994.69
ETH 2375.77
USDT 1.00
SBD 2.31