এলোমেলো ফটোগ্রাফি 📸 ৷৷ আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ2 months ago

আজ ১৬ই, বৈশাখ | ১৪৩১ বঙ্গাব্দ, |গ্রীষ্মকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20240321153811_01.jpg

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ ।

সময় বড় অদ্ভুত কখন কার জীবনে কোন পরিস্থিতি নিয়ে আসে তা জানা বা বোঝা বড়ই মুশকিল । আমাদের এই জীবনে চলার পথে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়ে জীবনকে অতিবাহিত করতে হবে। সত্যি জীবনটা বড়ই অদ্ভুত দিন শেষে আর যাই হোক জীবনের প্রতিটা মুহূর্তই হোক ধৈর্য আর শক্তি ধারণ ক্ষমতা। কারণ জীবনে আর যাই হোক ধৈর্য টা ভীষণ ভীষণ প্রয়োজন।

সুপ্রিয়, আমার সকল ব্লগার ভাই বোন বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন । আমিও আপনাদের দোয়া আশীর্বাদে বেশ ভালো আছি। সেই সাথে প্রতিনিয়ত আমার বাংলা ব্লগ পরিবারের সাথেই নিজেকে উজাড় করে দিয়েছে ।যা হোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে। সেই সাথে প্রতিনিয়তই চেষ্টা করি ভিন্ন ধর্মী কিছু উপস্থাপন করার।

আর তাইতো আজকের ব্লগে এলোমেলো কিছু ফটোগ্রাফি নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি ।আসলে ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগা ভালোবাসার বিষয়বস্তু । আমার বাংলা ব্লগের প্রায় প্রতিটি ইউজার বন্ধু বেশ সুন্দর আর প্রাণবন্তর ফটোগ্রাফি উপস্থাপনা করে থাকে। আমিও প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি ব্লগ শেয়ার করে থাকি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যবে থেকে এই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে শুরু করছি। ঠিক সেদিন থেকেই ফটোগ্রাফি করার প্রতি এক অন্যরকম আস্থা ভালোলাগা শুরু হয়েছে।
যা হোক চলুন এবার দেশে আসা যাক । আমার এলোমেলো কিছু ফটোগ্রাফি সেই সাথে আমার উপস্থাপনা। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। এমনটাই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে শুরু করছি আমার আজকের ফটোগ্রাফি ব্লগ।


ফটোগ্রাফি-০১

IMG_20240416_191230.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

এটি একটি জংলি ফুলের ফটোগ্রাফি। গ্রামের যেখানে সেখানে নানা রকম জংলি ফুলের ফটোগ্রাফি চোখে পড়ে। আর এসব জংলি ফটোগ্রাফি দেখতেও বেশ চমৎকার আর সুন্দর লাগে। আসলে প্রকৃতির সৃষ্টির রূপ সৌন্দর্যের কোন শেষ নেই। তবে গ্রামের ভাষায় এই ফুলটিকে কচলত ফুল বলে ।


ফটোগ্রাফি-০২

IMG20240427092738.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

সবজি ফুল ফুলের মধ্যে কিছু কিছু সবজি জাতীয় ফুলও দেখতে অসাধারণ লাগে। এটি দেখতে অনেকটা হুবহু শিম সবজি ফুলের মতো। কিন্তু এটি বরবটি ফুল ।
আপনারা হয়তো জানেন যে, বরবটি তরকারি খেতে অনেক ভালো লাগে ।


ফটোগ্রাফি-০৩

IMG20240426065258_01.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

ভুট্টার ফটোগ্রাফি বর্তমানে সময়ে গ্রামে গঞ্জে যেখানে সেখানে গ্রামের কৃষকগণ ব্যস্ত সময় অতিবাহিত করছে। তাদের কৃষি কাজকর্ম নিয়ে তার মাঝে ভুট্টা নিয়ে ব্যস্ততা দিন পার করছে ।


ফটোগ্রাফি-০৪

IMG20230511075031_01.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

ঢেঁড়শ আমরা হয়তো সবাই চিনে থাকি। বর্তমানে সময়ে ঢেড়স সবজি বেশ চলমান চলছে। আর এর তরকারি খেতেও বেশ সুস্বাদ বিশেষ করে ভর্তা । আর এ ফুল টি হলো ঢেঁড়সের ফুল। সবজি জাতীয় ফুল হলেও দেখতে অনেক সুন্দর আর চমৎকার।


ফটোগ্রাফি-০৫

IMG_20240428_191625.jpg

IMG20240419172741_01.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

নাম না জানা ফুলের ফটোগ্রাফি ।তবে দেখতে অনেকটা বেলি ফুলের মতোই। কিন্তু আসলে বেলি ফুল নয় তবে ফুলটি সাদা রংয়ের দেখতে বেশ সুন্দর চমৎকার একটি ফুল।


ফটোগ্রাফি-০৬

IMG20240321153811_01.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

খরগোশের ফটোগ্রাফি প্রায় বাড়িতেই সখের বসে বিভিন্ন পশু জীব পালন করে থাকি । তার মধ্যে খরগোশ হলো অন্যতম একটি। আমার বাড়িতে দুটি শখ করে কিনেছি প্রতিদিন বাড়ির আঙিনায় উঠানে ঘোরাঘুরি। এছাড়াও সবুজ ঘাস খাওয়ার মুহূর্ত গুলোকে অনেক সুন্দর লাগে দেখতে ।তাই তো সেদিন ঘাস খাওয়ার মুহূর্তে ফটোগ্রাফি করেছি।


ফটোগ্রাফি-০৭

IMG20231205071407_01.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

প্রকৃতির রূপ সৌন্দর্য যতই দেখি ততই যেন মনমুগ্ধকর লাগে ৷ আসলে প্রকৃতি এমন সুন্দর সৃষ্টিশীল পৃথিবী দিয়েছে বলে হয়তো আমরা মানুষ জীব এত সুন্দর পৃথিবীর বুকে সুন্দর কিছু সৃষ্টির সাথে নিজেকে উৎসর্গ করেছি ৷ শেষ বিকেলবেলার মুহূর্তে তোলা ফটোগ্রাফি টি৷





তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকে রেনডম এলোমেলো ইউনিক কিছু ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি না আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ।

এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

🍂🍂 পোষ্ট বিবরন 🍂🍂


বিষয় :ফটোগ্রাফি
ছবিঃ@gopiray
ক্যামেরাঃrealme C12
লোকেশন:বাংলাদেশ 🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 2 months ago 

প্রতিটি ফটোগ্রাফি ছিলো খুব প্রানবন্ত। বিশেষ করে খোরগোশের খাওয়ার দৃশ্য এবং জংলি ফুলের গোলাপি পাপরি গুলো অসাধারণ লেগেছে।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

বাহ দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আসলে ফুলের সৌন্দর্যটাই এমন দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মত। খরগোশটাকে দেখতে বেশ কিউট লাগছে।

 2 months ago 

৫ নং যে ফুলটি তুলে ধরেছেন আমার মনে হয় ফুলটির নাম বেলি ফুল। যাই হোক ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। খরগোশের ফটোগ্রাফি টাও আমার কাছে দারুন লেগেছে। চমৎকার ফটোগুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনার তোলা ভিন্ন ভিন্ন সৌন্দর্যময় দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যিই অসাধারণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। খরগোশের ফটোগ্রাফিটি, ঢেঁড়স ফুলের ফটোগ্রাফিটি এবং ভুট্টার ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

দীর্ঘ দিন পর খরগোশের ফটোগ্রাফি ফটোগ্রাফী দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি আজকে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর খরগোশের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। খরগোশ আমার অনেক প্রিয়।

 2 months ago 

এখন গ্রামের দিকে গেলেই দেখি ক্ষেতে অনেক ভূট্টা। আর এখন হচ্ছে ভুট্টা তোলার সময়। আমাদের এলাকায় এখন অধিকাংশ বাড়িতেই দেখি খরগোশ আছে। বাচ্চারা শখের বসে পালন করছে এই খরগোশ। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 months ago 

ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। তাছাড়া যখন সবার কাছ থেকে এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাই আরও অনেক বেশি অনুপ্রাণিত হয়। আপনি আজকে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করলেন। বিশেষ করে জংলি ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। তাছাড়াও খরগোশের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।।

 2 months ago 

বাহ আপনি তো খুব সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি করা এক ধরনের শিল্প। তবে আপনার জঙ্গি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং ঢেঁড়শ ফুলের ফটোগ্রাফি ও খরগোশের ফটোগ্রাফি অনেক ভালো লাগলো। আমাদের এদিকে অনেকে খরগোশ লালন পালন করে। আর খরগোশ দেখতে এমনি তো অনেক কিউট। সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 months ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি প্রতি সপ্তাহেই একটি করে ফটোগ্রাফিক ব্লগ আমাদের মাঝে শেয়ার করেন। আর এই কমিউনিটির সঙ্গে যুক্ত হবার পর থেকেই ফটোগ্রাফির প্রতি আপনার অন্যরকম এক ভালো লাগা কাজ করে জেনে খুশি হলাম। দারুন একটা ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন কোনটা দেখে কোনটার প্রশংসা করব ভেবেই পাচ্ছিনা। ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনের মাধ্যমে আমাদের মাঝে আপনার এই ফটোগ্রাফিক পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার মত সবারই একই অবস্থা ভাই, যখন থেকেই এই কমিউনিটিতে যুক্ত হয়েছি তখন থেকেই ফটোগ্রাফি করার প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করে। যাইহোক, প্রথমে শেয়ার করা এই কচলত ফুলের ফটোগ্রাফিটা দারুন লাগলো আমার কাছে। তাছাড়া এটা ঠিক যে, শিম গাছের ফুল এবং বরবটি গাছের ফুল দেখতে অনেকটা একই রকম। যাইহোক, আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি খুব ভালো হয়েছে ভাই। ধন্যবাদ ভাই, এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66442.48
ETH 3553.03
USDT 1.00
SBD 3.10