বাণী আর্চনা সরস্বতী পূজো -২০২৩ !! ( 10% shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_23-01-27_18-50-26-312.jpg

২৭শে জানুয়ারি, ২০২৩

♥জয় মা সরস্বতী♥

হ্যালো, আমার বাংলা ব্লগবাসি সবাই কে আমার নমস্কার ও আদাব ৷ আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো আছেন ৷ এভাবেই সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং কি আমার বাংলা ব্লগ পরিবারের সাথেই থাকুন এমনটাই আশা প্রত্যাশা করি প্রতিনিয়ত৷ আমিও পরমেশ্বরের ভগবানের কৃপায় বেশ ভালোই আছি ৷ ____

তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম ৷ নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে৷ যেহেতু ব্লক লেখা একটা নেশা প্রতিদিন কিছু না কিছু টপিক কিংবা মনের অনুভূতি এসব নিয়েই ব্লগ লেখার চেষ্টা করি ৷ আর এভাবেই যেন আপনাদের সাথে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ শেয়ার করি সবার সাথে সুখে দুখে পাশে থাকতে পারি এমনটাই আশা প্রত্যাশা৷ সর্বোপরি আবারও সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা জানিয়েই শুরু করছি আমার আজকের ব্লগ৷

প্রথমেই শুরু করছি মা সরস্বতী বিদ্যার দেবী কে আমার সহস্র প্রণাম এবং কি সবাইকে পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ৷ যদিও পূজোর পর ব্লক লেখা তবু জানা তে কোন দোষ নেই৷ তাইতো মা সরস্বতী নিকট একটি প্রার্থনা আমাদের যেন বিদ্যা দান করেন ৷তিনি যেন আমাদের জ্ঞানের চক্ষু খুলে দেন৷ আমাদেরকে একজন সুশিক্ষিত জ্ঞান বা জ্ঞান পথিক মানুষ হিসেবে গড়ে তোলেন৷ এমনটাই কামনা করি এবং কি সহস্ত্র প্রণাম জানাই৷

দিনটি ছিল গতকাল রোজ বৃহস্পতিবার ৷ গতকালকে কলেজে আমরা সবাই মিলে এই পূজোর আয়োজন করেছিলাম৷ হিন্দু ধর্মীয় মতে শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়।

গতকালকে প্রায় সারাদিনই অনেক ব্যস্ততার সময় কেটেছিল৷ আর তাইতো ব্লগ লেখা হয়ে ওঠেনি ৷ যদিও কালকে একটিভ থাকতেও পারি নি ৷ তবে সবকিছু ব্যস্ততার সময় কাটিয়ে আজকে ভাবলাম যে আপনাদের মাঝে পূজোর কাটানো মুহূর্তগুলো একটুখানি শেয়ার করি৷

IMG20230126123605_01.jpg

বাণী অর্চনা ২০২৩ আয়োজনের দেবিগঞ্জ সরকারি কলেজ দেবিগঞ্জ পঞ্চগড়৷ আমার কলেজের নাম দেবীগঞ্জ সরকারি কলেজ এখান থেকে আমি বর্তমান পড়ালেখা করছি৷ গতকালকে সকালেই স্নান করে কাজের উদ্দেশ্যে রওনা যেহেতু পুজোর আয়োজনে ইতিমধ্যেই সবকিছুই সম্পন্ন করা হয়েছে৷ যাওয়ার কিছুক্ষণ পরেই পুরোহিত ঠাকুর মশাই চলে আসে এরপরে আমরা যারা আয়োজন বা কার্যক্রম শুরু করি৷ সবাই দলে দলেই পূজো আর্চনা ও পুষ্পাঞ্জলি দিলাম ৷

একে একে এভাবেই সকল ছাত্র-ছাত্রী এবং কি শিক্ষকবৃন্দ সবাই মিলেই পূজো সমাপ্ত করলাম৷ আর তারপরেই প্রসাদ বিতরণী৷ যদিও প্রতিবছরের সাথে করা হয় তবে এবার ছিল একটু ভিন্ন৷ লুচি ও ডাল যদিও লুচি ও ডালের মধ্যে সময়টা কম লেগেগিয়েছিল৷ কারন দোকান থেকে অর্ডার করেছিলাম ৷

Picsart_23-01-27_18-51-58-512.jpg
পূজোর পঞ্চ প্রদীপের চানি এখানে ধান দূর্বা দিয়ে মাকে পুজো করা হয়েছে ৷

যদিও পুজোতে অনেক ব্যস্ত থাকার মধ্যে মনের মধ্যে তবে সর্বশেষে পুজোর পর ঠাকুর বিসর্জনের আগ মুহূর্তে কিছু ফটোগ্রাফি করেছি ৷ আর তার আগে আমি ছবি তুলতেই পারি নি ৷ তবে পূজোর পরে আমরা কয়েকজন মিলে বক্সে গান দিয়ে উড়াধূরা নৃত্য করি ৷ তার ছোট্ট একটু ভিডিও::৷

কিছুক্ষণের জন্য সবাই যেন আত্মহারা হয়ে গেছিলাম৷ যা হোক প্রায় বেশ কিছুক্ষণ আনন্দ উল্লাস করার পর আমরা ঠাকুরকে বিসর্জন করি৷ তারপরেই সব কিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা৷ সব মিলিয়ে পূজোর দিনটা কেটেছিল বেশ আনন্দে৷ এভাবেই যেন প্রতিবছর মা সরস্বতী পুজো করতে পারি এমনটাই আশা প্রত্যাশা ৷

IMG20230126123824_01.jpg

IMG20230126123848_01.jpg

IMG20230126123757_01.jpg

IMG_20230127_200908.jpg

প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

প্রথমেই সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি ভাই। প্রসাদে লুচি আর ডাল করা হয়েছে এটা সত্যি একেবারে ভিন্ন ছিল। আশা করছি সবাই অনেক সুন্দর সময় কাটিয়েছে। ভাই আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।আপনি সারাদিন কলেজে সবার সাথে সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন পূজা কে কেন্দ্র করে।পূজার মন্ডপ কে সুন্দর করে সাজানো হয়েছে এবং সবাই মিলে হৈ-হুল্লোড় করে বেশ আনন্দ উপভোগ করেছেন।অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সরস্বতী পূজা উপলক্ষে স্কুলে বিরাট ধরনের একটি আয়োজন করা হয়েছে। সরস্বতী পূজার স্কুলে এ ধরনের আয়োজনগুলো ভালোই লাগে। আর লুচি আর ডাল খাবারটা তো খুবই মজার একটি খাবার এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে । সরস্বতী পূজা উপলক্ষে আমার ছেলের স্কুল বন্ধ দিয়েছে। আপনি সরস্বতী পূজা উপলক্ষে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করে সাথে দারুন বর্ণনা দিয়েছেন ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

আবার আমাদের মাঝে সরস্বতী পূজা ফিরে এলো। প্রথমে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাকে । পূজাতে নিশ্চয় অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। দেখে খুব ভালো লাগলো । বিশেষ করে আপনি ভিডিওর মাধ্যমে পূজা মন্ডলের বিভিন্ন চিত্র সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । এত সুন্দর করে স্বরসতী পূজার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

সবার মাঝে আবারও সরস্বতী পূজা ফিরে এসেছে অনেকদিন পরে। এভাবে সরস্বতী পূজা আসলে সব জায়গায় আনন্দে আসে। সরস্বতী পূজা উপলক্ষে এখন তো বিভিন্ন স্কুলে এভাবে বড় বড় অনুষ্ঠান হয়। আপনারা তো দেখছি বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করলেন। পুজোর পরে তো দেখছি সবাই মিলে বেশ ভালোই গান নাচের আয়োজন করেছেন। আপনাদের প্রসাদে লুচি আর ডাল করা হয়েছে এটা সত্যি একেবারে ভিন্ন ছিল কিন্তু।

 2 years ago 

পুজোতে এভাবে মুহূর্ত কাটাতে বেশ ভালোই লাগে। এভাবে সবাই মিলে পূজোতে আনন্দ করে আড্ডা, নাচ, গান করার মজাটাই আলাদা হয়।সবাই মিলে বেশ ভালো মুহূর্ত কাটালেন তা আপনার পোষ্টের ফটোগ্রাফি এবং ভিডিও দেখেই বুঝতে পারলাম। এভাবেই মুহূর্ত কাটানোর পোস্ট পড়লে আমার কাছে একটু বেশি ভালো লাগে। এরকম একটা মুহূর্ত শেয়ার করেছেন দেখে একটু বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39