এলোমেলো ফটোগ্রাফি 📸 ৷৷ আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ2 months ago

আজ ০৩, বৈশাখ | ১৪৩১ বঙ্গাব্দ, |গ্রীষ্মকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20230613125740.jpg

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দ শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।

সুপ্রিয়, আমার বাংলা ব্লগবাসি প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে । যেহেতু ব্লগ লেখাটাই জীবনে ও অতপ্রতভাবে জড়িত হয়ে গেছে।

আসলে আমরা বাংলা ব্লগ মানেই ভিন্ন ধর্মী কিছু আয়োজন । যেখানে প্রতিনিয়তই আমরা সাধারণ ইউজাররা নিত্য নতুন ভিন্ন আঙ্গিকে ব্লগ উপস্থাপন করছে। আর সেই ধারা অব্যাহত রেখে আমিও প্রতিনিয়তই আমার নিজের নিজের সৃজনশীলতাকে উপলদ্ধি করে প্রতিনিয়ত এই চেষ্টা করছি ভিন্নতম কিছু উপস্থাপন করার। আর সেই ধারায় আজকের ব্লগে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। সত্যি বলতে যেদিন থেকে এই কমিউনিটির সাথে সংযুক্ত হয়েছি । সেদিন থেকেই ফটোগ্রাফির প্রতি একটা অন্যরকম ভালোবাসা ভালোলাগা সৃষ্টি হয়েছে। আর তখন থেকেই প্রতিনিয়তই চেষ্টা করি ভালো কিছু ফটোগ্রাফি করার। চোখের সামনে যা কিছুকে ভালো লাগে সেটা কি ফটোগ্রাফি করার চেষ্টা করি।

আর আমি মনে করি ফটোগ্রাফি করাও একটা আর্ট ৷ আর এ ফটোগ্রাফি করার জন্য স্থির মন-মানসিকতা বা ভালো মন-মানসিকতা অবশ্যই প্রয়োজন । সেই সাথে সময় ধৈর্য ফটোগ্রাফি করার পেছনে সবচেয়ে বড় অবদান রাখে।

যা হোক চলুন দেখেআসা যাক আমার এলোমেলো কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি ।আশা করছি সবার অনেক ভালো লাগবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।


ফটোগ্রাফি-০১

IMG20240326181501.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

গ্রামের মেলার প্রধান আকর্ষণ এই মাটির তেজপত্রের দোকান। একটা সময় ছিল এই মাটির বানানো হাঁড়ি পাতিল বিভিন্ন রকম খেলনার জিনিস যেগুলো খুবই জনপ্রিয়। কিন্তু বর্তমানে সময়ে এই আধুনিকতার সবকিছুই প্লাস্টিক জাতীয় আমরা ব্যবহার করছি ।কিন্তু মাটি এসব পত্র অনেকটা কমই ব্যবহার করছি । তবে গ্রামীণগঞ্জে কিছু জায়গায় এখনও এই মাটির বানানো বিভিন্ন তৈরির পত্র ব্যবহার করে থাকে ।নিশ্চয়ই দেখতে পারছেন যে, মাটির হাড়ি বিভিন্ন রকম খেলনা।


ফটোগ্রাফি-০২

IMG20240310175602_01.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

যে একটি খাবারের ফটোগ্রাফি যে খাবারের নাম বার্গার বলা হয়। কিছু কিছুদিন আগে মেলায় গিয়েছিলাম ঠিকই সেখানকারী এক দোকানে এরকম কিছু ফুট ফটোগ্রাফি করেছি । সেই জায়গা থেকে আজকের এই ফটোগ্রাফিটি বার্গারের শেয়ার করলাম। এসব খাবারে প্রচুর পরিমাণে এসিডি রয়েছে। তাই খুব বেশি পরিমাণে না খাওয়াই ভালো।


ফটোগ্রাফি-০৩

IMG20240310174545_01.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

পান হয়তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। আর বিভিন্ন রকম মেলা বাজারে গেলে বিভিন্ন রকমের আইটেম পান যা খেতে সত্যি অনেক ভালো লাগে ।আমি যদিও বা পান খাই না তবে মাঝেমধ্যে শখের বসে খেতে বেশ ভালোই লাগে । বিশেষ করে বিভিন্ন রকম মসলা জাতীয় পাগলা পান আগুন পান অর্থাৎ বিভিন্ন প্রকার নাম দিয়েছে পানের ।


ফটোগ্রাফি-০৪

IMG20230613125740.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

ফুলটির নাম অপরাজিত ফুলি। দেখতে যেমন কিউট ঠিক ছবিতেও লাগছে অনেক সুন্দর ।কিছুদিন আগেই কলেজ গিয়েছিলাম ঠিক কলেজের মাঠ প্রাঙ্গনে এই ফুলটি ফুটেছিল বেশ অনেকগুলো। একসাথে সেখান থেকে দুটি ফুলকে ফটোগ্রাফি করেছি। ফুলের রং ফুলের ডিজাইন সবকিছু ছিল আমার কাছে। অসাধারণ।


ফটোগ্রাফি-০৫

IMG20240108162031_01.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

নাম না জানা তবে যতটা আমার মনে হয় এই ফুলটি হবে মোরগ ফুল । কিছুদিন আগে নার্সারিতে ফটোগ্রাফি করেছিলাম । যদিও এই মোরগ ফুলের রং বিভিন্ন রকম জাত রয়েছে ।তবে মোরগ ফুলটি ও অনেক সুন্দর সেই সাথে ফুলের রং আমার কাছে অনেক ভালো লেগেছে।


ফটোগ্রাফি-০৬

IMG_20240416_191521.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

টগর ফুল আমরা সবাই জানি এবং চিনি । কারণ এটি বর্তমান সময়ে গ্রামের রাস্তায় অনেক দেখা যায় সাদা ছোট্ট টগর ফুলটি আমার কাছে বেশ ভালো লাগার একটি ।


ফটোগ্রাফি-০৭

IMG20231209121331_01.jpg


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

গ্রাম বাংলার আরেকটি ঐতিহ্যবাহী যানবাহনের নামে ঘোড়ার গাড়ি । একসময় মানুষের প্রধান যানবাহন ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ,মহিষের গাড়ি ,ছিল প্রধান চলাচলের যানবাহন। কিন্তু সময়ের প্রেক্ষিতে আধুনিক সবকিছুই বদলে গেছে। কিন্তু গ্রামের কিছু কিছু জায়গায় এখন সে ঘোড়ার মহিষের গাড়ি প্রচলন রয়েছে।





তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকে রেনডম ইউনিক কিছু এলোমেলো ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি না আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ।

এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ফটোগ্রাফি ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

🍂🍂 পোষ্ট বিবরন 🍂🍂


বিষয় :ফটোগ্রাফি
ছবিঃ@gopiray
ক্যামেরাঃrealme C12
লোকেশন:বাংলাদেশ 🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 2 months ago 

ভাই আপনার এলোমেলো ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে মেলায় গিয়ে আপনি যে বার্গারের ফটোগ্রাফি করেছেন, এবং সারি সারি সাজানো মিষ্টি পানের ফটোগ্রাফি করেছেন তা দেখে চোখ দুটো জুড়িয়ে গেল, এছাড়াও প্রতিটি ফটোগ্রাফি খুবই মনোমুগ্ধকর ছিল। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

মেলায় বার্গার সাথে পানের দোকানের তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো ৷ এভাবে পাশে থাকবেন এমনটাই প্রতার্শা করি ৷

 2 months ago 

দারুন সব ফটোগ্রাফির মাধ্যমে সুন্দর একটি পোস্ট সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে অপরাজিত ফুলটির ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

যাগ শুনে ভালো লাগলো আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷ অপরাজিতা ফুলটির ফটোগ্রাফি আমার কাছেও অনেক ভালো লেগেছে ৷

 2 months ago 

খুবই সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো থেকে অনেক ভালো লাগলো। বিশেষ করে পানের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। কারণ এই মিষ্টি পান খাবার অনুভূতি অসাধারণ ছিলো।

 2 months ago 

মিষ্টি পান খাওয়ার যা স্বাদ তাতে সেদিন খেয়ে বুঝেছি ৷ যদিও সখের বসে খেয়েছি ৷

 2 months ago 

সত্যি বলতে যেদিন থেকে এই কমিউনিটির সাথে সংযুক্ত হয়েছি । সেদিন থেকেই ফটোগ্রাফির প্রতি একটা অন্যরকম ভালোবাসা ভালোলাগা সৃষ্টি হয়েছে।

এই ব্যাপারটা আমাদের সবার সাথেই ঘটেছে ভাই।
যাইহোক, আপনার শেয়ার করা এই এলোমেলো ফটোগ্রাফি গুলোর মধ্যে মেলা থেকে তোলা ফটোগ্রাফি গুলো আমার বেশ ভালো লেগেছে। তাছাড়া এখানে শেয়ার করা ফুলগুলোর ফটোগ্রাফি এবং ঘোড়ার গাড়ির ফটোগ্রাফিটি দেখেও বেশ ভালো লাগলো আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর কিছু ফটোগ্রাফি দিয়ে আজকের এই পোস্টটি সাজিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

জি দাদা এটা ঠিক যেদিন থেকে ব্লগে এসেছি ৷ সেদিন হতে ফটোগ্রাফির প্রতি একটা ভালোলাগা ভালোবাসা হয়ে পরে ৷ অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর মতামতের জন্য ৷

 2 months ago 

আজকে আপনাদের সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার এলোমেলো ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো টগর ফুলের ফটোগ্রাফি ও অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। এবং পান এর ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে এই পানগুলো বাজারে গেলে বা মেলাতে গেলে কমবেশি খাওয়া হয়। এবং এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং মনোমুগ্ধকর ফটোগ্রাফি উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

যাগ শুনে ভালো লাগলো যে, বাজার গেলে আপনি পান খান ৷ টগর ফুলের ফটোগ্রাফি টা আসলে ভালো ছিল ৷অসংখ্য ধন্যবাদ ভাই

 2 months ago 

দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ঘোড়ার গাড়ি কখনো সামনাসামনি দেখা হয়নি। আজকের ফটোগ্রাফির মাধ্যমে ঘোড়ার গাড়ি দেখে বেশ ভালো লাগলো। মেলার ফটোগ্রাফি গুলোও বেশ ভালো ছিল। বিশেষ করে খাবারের ফটোগ্রাফি গুলো বেশি লোভনীয় ছিল। বাকি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

আপু গ্রামে এখনো ঘোড়ার গাড়ি গরুর গাড়ি চলে ৷ এগুলো আসলে পুরোন ঐতিহ্যের ৷ যা হোক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

 2 months ago 

আজ আপনি অনেক সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। যেগুলোর সৌন্দর্য দেখে অনেক ভালোই লেগেছে আমার কাছে। প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দরভাবে করলেন। চার নাম্বারে থাকা এই ফুলটার নাম অপরাজিত ফুল না এই ফুলটার নাম হচ্ছে মাধুরিলতা। এই ফুলের ফটোগ্রাফি টা অনেক বেশি সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগতেছে। অনেকগুলো বার্গার দেখছি একসাথে অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে। তবে এরকম খাবার গুলো খেতে আমার কাছে একেবারেই ভালো লাগে না। ৫ নাম্বারে যে ফুলটি মোরগ ফুলের মতো দেখতে, এই ফুলের ফটোগ্রাফি ও ভালো লেগেছে আমার কাছে।

 2 months ago 

কিছু বুঝি না কেউ অপরাজিতা বলে কেউ মাধবীলতা বলে ৷ যা হোক ফটোগ্রাফি গুলো সুন্দর করে করার চেষ্টা করেছি মাত্র ৷আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷

 2 months ago 

দাদা আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। পাঁচ নাম্বার ফটোগ্রাফির নামটা অবশ্য আমিও জানি না কিন্তু এই ফুলটি বেশ ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

দাদা সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ৷ আসলে ফটোগ্রাফি মানে চেষ্টা করি ভালো কিছু ফটো তুলে ধরার ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এইভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা করি ৷

 2 months ago 

আপনি আজকে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি বলে দেখতে বেশ ভালো লাগছে। ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। প্রতিটা ফটোগ্রাফি এত সুন্দর করে আপনার মোবাইলে কেপচার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মকামতের জন্য ৷ চেষ্টা করি ফটোগ্রাফি করার জন্য ৷

 2 months ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। বিশেষ করে মাধবীলতা ফুল গুলো খুব ভালো লাগলো। আর মিষ্টি পানের দোকানে মিষ্টি পান গুলো ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

মাধবীলতা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছেও অনেক ভালো লেগেছে ৷ আর পান সেদিন খাওয়ার পর মনটা ভালো ফুরফুরে হয়েছে ৷
অসংখ্য ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61521.43
ETH 3387.82
USDT 1.00
SBD 2.49