বিকেল বেলা ঘুরাঘুরি করার মুহূর্ত কিছু এলোমেলো ফটোগ্রাফি!!!❤❤

in আমার বাংলা ব্লগlast year (edited)

আজ - ২৪শে, বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

Picsart_23-05-08_19-44-10-415.jpg

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

প্রিয় আমার বাংলা ব্লগবাসি প্রতিদিনের ন্যায় আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে। আর প্রতিনিয়তই চেষ্টা করি ভিন্ন ধর্মী কিছু উপস্থাপন করার ।আর সেই ধারায় প্রতিনিয়তই নিত্য নতুন ব্লগ উপহার দিয়ে চলেছি ।আশা করি বাকি সময় ও প্রতিদিন নিজের ক্রিয়েটিভিটি সৃজনশীলতা প্রকাশ করার মাধ্যমেই আরো কিছু উপস্থাপন করতে পারবো। এমনটাই আশা প্রত্যাশা প্রতিনিয়তই করি ।

আজকের ব্লগে আপনার মাঝে উপস্থাপন করছি গ্রাম বাংলার এলোমেলো কিছু ফটোগ্রাফি ।বলতে গেলে বিকেলবেলা এক গ্রাম প্রতিবেশীর বিয়ে খেতে গিয়েছিলাম । সাথে ছিল অনেক ভাই বোন ব্রাদার সবাই মিলে বিয়ে খেতে যাচ্ছিলাম। আর ঠিক সেই মুহূর্তেই রাস্তার ধারে বেশ কিছু এলোমেলো আলোচিত্র।
আর তাই তো যাওয়ার মুহূর্তেই বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছি ।তাই আজকে ব্লগে আপনাদের মাঝে উপস্থাপন করছি বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি।

তো চলুন প্রিয় বন্ধুগণ দেশে এসে যাক গ্রাম বাংলার এলোমেলো কিছু ফটোগ্রাফি।


ফটোগ্রাফি

IMG20230324170625_01.jpg

IMG20230506182804_01.jpg

এটি আমাদের গ্রামের সবথেকে বড় ব্রিজ ।একটা সময় এখানে কাঠের ব্রিজ দিয়ে যাতায়াত করতো। তবে সরকারি মাধ্যমে এক বাজেট পেশ করার পর এই ব্রিজ হয়েছে ।তো এই ব্রিজের ওপারেই হলো আরেকটি গ্রা সেখানে আমরা বিয়ে খেতে যাব।

ফটোগ্রাফি

IMG20230506182712_01.jpg

IMG20230506182701_01.jpg

এরপর চোখে পড়ল রাস্তার ধারে সেলো মেশিন। যেটা দিয়ে কৃষক জমিতে সেচ দিচ্ছে। তাই তো রাস্তার ধারে নিচে নেমেই। মেশিনের ফটোগ্রাফি করে নিলাম ।

ফটোগ্রাফি

IMG20230506181809_01.jpg

IMG20230506181801_01.jpg

এরপর সেলো মেশিনের ঠিক পাশেই কলমি ফুল ফুটে আছে । দেখতে বেশ সুন্দর লাগছিল । তবে বেলা শেষে তো একটু চুপসে গেছে ।

ফটোগ্রাফি

IMG20230506182006_01.jpg

IMG20230506182131_01.jpg

এই ফুলটি দেখুন তো কেউ চিনতে পারেন কি না ।ব্রিজের সাথে একটি গাছ ছিল সেখানে থেকে পারছি ৷ কিন্তু এই ফুলের নাম জানি না ৷ এই সময়ে এসব ফুল অনেক দেখা যায় ৷ হলুদ রঙের ফুল দেখতে অনেক সুন্দর লাগছিল ।

ফটোগ্রাফি

IMG20230404180259_01.jpg

IMG20230404180252_01.jpg

ব্রিজের থেকে একটু দুরে ছোট একটি পুকুর যদিও জল নেই ৷ তবে এখন গোটা পুকুরে শুধু কুচুরিপনা যা দেখে ভীষন সুন্দর ৷ এরপর একটি কুচুরিপনা ফুল ছিড়লাম৷

IMG20230506182322_01.jpg

এভাবে করে বেশ কিছু ফটোগ্রাফি করতে করতে বেলা শেষ মুহূর্তে ৷ আর এদিকে আমার সাথে যারা এসেছে তারা অনেক দুর এগিয়ে গেছে৷ আর তখন মোবাইল ফোন হাতে নিয়ে দিলাম দৌড় ৷

যা হোক শেষমেশ তাদের সাথে হাটা ধরলাম বিয়ের উদেশ্যে ৷ আর বিয়ে বাড়িতে গিয়ে মূলত ব্লগটি লেখা ৷ জানি না আপনাদের কাছে এলোমেলো আলোকচিত্র কতটা ভালো লেগেছে ৷ তবে আমার কাছে গ্রাম বাংলার এসব ফটোগ্রাফি অনেক ভালো লাগে ৷

ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered



তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকের বেশ কিছু নিত্য নতুন ইউনিক কিছু এলোমেলো ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি না ।আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ৷
এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

বিষয় :ফটোগ্রাফি
ছবিঃ@gopiray
ক্যামেরাঃrealme C12
লোকেশন:বাংলাদেশ 🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

Sort:  
 last year 

সবাই মিলে বিয়ে খেতে যাওয়ার মজাই আলাদা। তবে বিয়ে খেতে গেলেন সাথে অনেক কাজও করে নিলেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলেন। সেলো মেশিনে পানি দেওয়ার দৃশ্যটি অনেক ভালো লাগে গ্রামের যখন থাকতাম তখন অনেক দেখেছি। পাশের কলমি শাকের ফুলের ফটোগ্রাফিটা অনেক সুন্দর নিয়েছেন। বিকেল বেলায় ঘোরাঘুরির ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।

 last year 

হ্যাঁ আপু সবাই মিলে বিয়ে খেতে যাওয়ার মজাই আলাদা ৷ আর যাওয়ার সময় এমন সুন্দর ফটোগ্রাফি চোখে পড়ে ৷ তাই তো ফটোগ্রাফি করি ৷

 last year 

আপনার মুহূর্তটা খুবই ভালো কেটেছিল যা আমি আপনার পোস্টটি পড়েই বুঝতে পারলাম এবং ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পেরেছি। ভিন্ন রকমের কিছু ফটোগ্রাফিও করেছেন আমাদের মাঝে শেয়ার করার জন্য ঘুরাঘুরি করতে গিয়ে। বিকেল বেলায় এভাবে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করার মজাটাই কিন্তু একেবারে অন্যরকম। অনুভূতিটা খুবই ভিন্ন রকমের হয়। ভালো লাগলো আপনার ঘুরাঘুরি এবং ফটোগ্রাফি পোস্ট।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর মতামতের জন্য ৷

 last year 

বিকেলবেলা ঘুরাঘুরি করার সবচেয়ে উত্তম সময় । সেই মুহূর্তে পরিবেশটা খুবই সুন্দর থাকে গ্রাম্য পরিবেশে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে সত্যিই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল।

 last year 

বিকেল বেলা ঘোরাঘুরি করার মজাই আলাদা ভাই ৷ আর যদি গ্রামের পরিবেশ তাহলে তো কথাই নেই ৷

 last year 

আপনার ভাই এবার ঈদের ছুটিতে গিয়ে আমাদের গ্রামের বাড়িতে সেলো মেশিনে গোসল করার চেষ্টা করেছিল, কারণ সেই সময় ভীষণ গরম ছিল। আপনার ছবিগুলো দেখে সেদিনটার কথা মনে পড়ে গেল।

 last year 

হুম আপু গ্রামে সেলো মেশিন স্নান করার কি যে আনন্দ ৷ তবে শৈশবে জীবনে প্রতি দিন স্নান করা কত মধুর ছিল ৷

 last year 

সব থেকে বেশি মজার লাগছিল শ্যালো মেশিনটা দেখে। মামার বাড়িতে ছোটবেলায় যখন যেতাম তখন রোজ স্নান করতাম এই মেশিন থেকেই। অনেক মজার কিছু মুহূর্ত মনে পড়ে গেল ছবিটা দেখে। আর হলুদ রঙের এই ফুলগুলো দেখতে সত্যি অনেক সুন্দর ছিল। নাম জানা নেই তাতে কি হয়েছে, ভালো যে লেগেছে এটাই বেশি 😊

 last year 

হ্যাঁ ভাই সেই শৈশব জীবনে কত ই না পাড়ার সবাই স্নান করা কি আনন্দ ৷ আসলে এরকম দৃশ্য দেখলে অনেক কিছু মনে পড়ে এটা সত্যি ৷

 last year 

বিকেল বেলা ঘোরাঘুরি করার খুবই সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি করেছেন আপনি এলোমেলো ভাবে। বিকেল বেলায় ঘোরাঘুরি করতে গিয়ে খুবই ভালো মুহূর্ত কাটিয়েছিলেন দেখে বোঝা যাচ্ছে। আপনার ফটোগ্রাফি গুলো ও একেবারে মনোমুগ্ধকর ছিল। প্রাকৃতিক সৌন্দর্যের খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন সেই সাথে দেখছি ফুলের ও ফটোগ্রাফি ভালো ছিল।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য ৷ ফটোগ্রাফি করতে ভালোই লাগে তাই তো চেষ্টা করি ভাই৷

 last year 

গ্রাম বাংলার এলোমেলো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছেন আপনি। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি সত্যিই অসাধারণ সুন্দর দেখাচ্ছে। হলুদ রঙ্গের ফুলটি আমাদের এলাকায় সোনালী ফুল নামে এটা পরিচিত। পাশাপাশি মেশিনের বিশুদ্ধ পানি উত্তোলন হওয়ার ফটোগ্রাফিটি দেখতে বেশ সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

হলুদ ফুলের নাম টি বলার জন্য অনেক ধন্যবাদ ভাই ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা করি ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61766.31
ETH 2428.16
USDT 1.00
SBD 2.64