হঠাৎ করেই হাসপাতালে ৷৷ জীবনে সুস্থতা ভীষন প্রয়োজন

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আজ ৩রা, পহেলা, ফাল্গুন |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20240215154942.jpg

জীবন যেখানে যেমন আসলেই কথাই যতটা সত্য ততটাই বাস্তবিক অর্থে বাস্তবতার বাস্তবিক অর্থ৷ আমরা হয়তো জীবনটাকে সবাই একে একেক ভাবে উপভোগ করে থাকি ৷ কেউ সুখের জীবন যাপন করছে কেউ হয়তোবা অনেক দুঃখ কষ্টের মাঝেই এই জীবনটাকে উপভোগ করছে ৷ আবার হয়তোবা কেউ সবকিছু মিলিয়েই জীবনকে একটি সুন্দর পরিকল্পনার মধ্যে দিয়েই বয়ে নিয়ে যাচ্ছে৷ তো দিন শেষে আর যাই হোক জীবন যেখানে যেমন৷ ঠিক সেভাবেই উপভোগ করে যাওয়া উচিত ৷ সেটা যেরকম পরিস্থিতিতেই থাকুক না কেন ৷ জীবনে এরকম অনেক বাধা বিপত্তি আসবেই এটাই স্বাভাবিক৷ তবে নিজেকে প্রতিনিয়তই শক্তপোক্তভাবেই থাকা উচিত৷ কারণ জীবনটা হলো গিয়ে একটা প্রতিযোগিতা লড়াই৷ যেখানে প্রতিনিয়তই আমাদেরকে বুঝেশুনে চলা উচিত ৷

গতকালকে এক আত্মীয়ের অসুস্থতার সুবাদে আমি গিয়েছিলাম ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে যেখানে ভর্তি হয়েছে আমি তো সেখানে গিয়েই আমার এই ছোট্ট অভিজ্ঞতা হলো৷ আসলে আমরা হয়তো ভাবি যে মানুষ যে যার মতই সুন্দর ভাবে চলে যাচ্ছে ৷ ঠিক আসলে নয় বাইরে বের হলেই মানুষের যে বিচিত্রিক রূপ তার প্রতিনিয়ত চোখে পড়ে ৷ আমরা হয়তো বাসা বাড়িতে রয়েছি খাচ্ছি বেশ সময় ভালোই চলে যাচ্ছে৷ তবে জীবনের অসুস্থ একটি মারাত্মক বা দুর্ঘটনার একটি মারাত্মক সুন্দর জীবনটাকেও নষ্ট করে দিতে পারে ৷ গতকালকেই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে গিয়ে কিছুটা অভিজ্ঞতা পেয়েছি৷

কতশত রোগী একেকজনের একেক রকম রোগ অসুখ যাই বলি না কেন৷ দিন শেষে সবাই লড়াই করছে ৷ আসলে আমি প্রথমত সেই অসুস্থ আত্মীয় কে দেখতে গিয়েছিলাম পরে ভাবলাম যে আসলে চারদিকে পরিবেশটা একটু ঘুরে দেখায় যায়৷ তো সেই সুবাদেই হাসপাতালের প্রতিটা ফ্লোর ঘুরে দেখলাম তাতে যাই স্পষ্ট মনে হলে মানুষ এই জীবনের জন্য প্রতিনিয়ত লড়াই করছে ৷ তার বাস্তব রূপের রূপ হলো এই হাসপাতাল কিংবা মেডিকেল এসবের মানুষগুলো আসলে অনেকটাই স্পষ্ট আসলে আমাদের এই সুন্দর জীবনের বেঁচে থাকার জন্য সুস্থতা আসলে কতটা প্রয়োজন৷

IMG20240215134335_01.jpg

IMG20240215141331.jpg

IMG20240215110202_01.jpg

বেডে থাকার প্রতিটি রোগীর মধ্যে ঠিক তেমনি প্রতিচ্ছবি লক্ষ্য করছি৷ সবাই যেন সুস্থতার জন্য ভীষণ উদগীব হয়ে আছে৷ হয়তোবা ভাবছে যে কবে সে সুস্থ হয়ে বাড়ি ফিরবে একটা সুন্দর জীবন যাপন করবে ৷ কিন্তু বাস্তবতার নিরিখে দেখুন তারা অনেক কষ্ট আর মধ্যে এই জীবনটাকে বয়ে নিয়ে যাচ্ছি ৷ সেই অসুস্থ মানুষের পরিবার ও অনেক চিন্তা ভাবনা দিন পার করছে ৷ কবে তার মা কিংবা বাবা কারো ভাই বা বোন সুস্থ হয়ে বাড়ি ফিরবে ৷
সত্যি জীবনটা অদ্ভুত রকম ৷

যাই হোক চারিদিকে ঘোরাঘুরি করার পর সে আত্মীয় অসুস্থতার খবর এবং কি বর্তমান অবস্থা কি সবকিছু জানার চেষ্টা করলাম ৷ এরপর ব্যস্ততার জন্য আমাকে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ আনতে পাঠালো ৷ আমিও তাদের কথা মতোই প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকান অর্থাৎ ফার্মেসির দোকানে গিয়ে ওষুধ কিনলাম ৷

IMG20240215194053_01.jpg

IMG20240215194036_01.jpg

IMG20240215144113_01.jpg

IMG20240215155013_01.jpg

IMG20240215155025_01.jpg

তবে হাসপাতালে গিয়ে এই বিয়টা বেশ গম্ভির ভাবে উপলব্ধি করেছি ৷
দিন শেষে আর যাই হোক জীবনের জন্য সুস্থ থাকাটাই ভীষণ প্রয়োজন ৷ আর অসুস্থতা হলেই সুস্থতার মর্মতা বুঝতে পারে৷ তাই আমাদের সবার প্রতি সময়ে জন্য নিজেকে নিরাপদ এবং সুস্থ থাকার জন্যই প্রস্তুত থাকা উচিত৷ কারণ জীবনের আর যাই হোক জীবনে একজন দুজন এর বেশি কেউ পাশে থাকবে৷ তবে অসুস্থ যাতে কষ্টটা সেটা নিজেকেই ভোগ করতে হবে৷

তাই আমার ব্যক্তিগত মতামত হিসেবে মনে করি ৷জীবনের সবকিছুর আগে নিজে নিরাপত্তা নিজের সুস্থতা থাকা ভীষণ প্রয়োজন ৷ কারন এই জীবনটা তখনই সুন্দর যখন আমরা একটি সুন্দর জীবনযাপন করে থাকি৷



প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 months ago 

আপনার আত্মীয়র দ্রুত সুস্থতা কামনা করছি। পুরোনা একটি কথা আছে সুস্থতাই সকল সুখের মূল।তা একদম সত্য। শরীর ফিট তো সব ঠিক। এই পোস্টে আপনি মানুষের অসুস্থতা নিয়ে বাস্তবধর্মী একটি পোস্ট দিয়েছেন।একদম ঠিক বলেছেন, নিজের সুস্থতা ভীষণ প্রয়োজন।"হঠাৎ করেই হাসপাতালে ৷৷ জীবনে সুস্থতা ভীষন প্রয়োজন" শিরোনামে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

জি আপু দিনশেষে এটাই সত্যি কথা ৷ সুস্থতাই সুখের মুল ৷ অনেক সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ আপু ৷

 2 months ago 

অসুস্থ হলে বোঝা যায় ভাইয়ের সুস্থতা কত বড় নিয়ামত এবং আমিও বেশ কিছুদিন অসুস্থ ছিলাম আমি বুঝতেছি আসলে জীবনে সুস্থ থাকা কতটা গুরুত্বপূর্ণ। শরীর যদি অসুস্থ থাকে তাহলে আমাদের কোন কিছুই ভালো লাগে না, যখন সুস্থ থাকে তখন আমরা মর্ম বুঝতে পারি না। যাইহোক সুস্থতা কামনা করতেছি।

Posted using SteemPro Mobile

 2 months ago 

একদম যথার্থ বলেছেন ওই যে বলে না দাত থাকতে দাতের মর্ম বুঝি না ৷
তবে আর যাই হোক সুন্দর জীবনের জন্য সুস্থতা ভীষন প্রয়োজন ৷

 2 months ago 

প্রত্যেকটা মানুষের জীবনেই সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার আত্মীয়ের অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লেগেছে। আপনার সেই আত্মীয়ের জন্য দোয়া করি যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। সুস্থ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এটা আমরা অসুস্থ হলেই বুঝতে পারি। প্রত্যেকটা মানুষ কোন না কোন কারনে অসুস্থ হয়েছে আর হসপিটালে ভর্তি। আপনি হঠাৎ করে হাসপাতালে যাওয়ার বিষয়টা আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন, এটা দেখে আমার কাছে ভালো লেগেছে।

 2 months ago 

হুমমম আপু অসুস্থ থাকলেই বোঝা যায় সুস্থতা জীবনের জন্য কতটা প্রয়োজন৷
অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য ৷

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 60200.47
ETH 3004.36
USDT 1.00
SBD 3.63