বিকেলবেলা প্রকৃতির সান্নিধ্য পেতে!! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ১৪ই, কার্তিক |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল ||



নমস্কার - আদাব । মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

IMG20221023171621.jpg

প্রকৃতির সান্নিধ্যে কিছুক্ষণ


হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

সময় যেন তার মতো করে চলছে দেখতে দেখতে দিনগুলো যে কিভাবে চোখের আড়াল হয়ে যাচ্ছে তা বুঝেও যে বোঝা যাচ্ছে না ৷এই তে কয়েকদিন আগেই মুষলধারে ঝিরিঝির বৃষ্টি আকাশে মেঘের বিদ্যুৎ চমকানি৷ দেখতে দেখতে সেই দিনগুলো পেরিয়ে এখন চলে আসলো শীতের মৌসুমী ৷সকাল সন্ধ্যা শিশির ভেজা ঘাসে সকালে কুয়াশার চাদর ভেদ সূর্যের আলোক রশ্মি সবকিছু যেন প্রাণবন্তর৷

যা হোক গতকাল তো সার্ভারের কারণে তেমন কোন কিছুই করতে পারেনি ৷ সারা দিন বসে বসে কেটে ছিলো যেহেতু ছুটির দিন ছিল ৷ তো দুপুরের পর স্নান করে খাওয়া দাওয়া করার পরও দেখলাম যে আসলে স্টিমেট সার্ভারের সমস্যা যেন রয়ে গেছে ৷ এরপর ডিস্কর্ডে অনেকের সাথে আলাপ আলোচনা করলাম ৷ এরপর বিকেলের শেষে বসে থাকতে থাকতে যেন একঘেয়েমি লাগছিল ৷ আর তখন বাড়িতে থেকে বের হয়ে প্রকৃতির সানিত্য পেতে কিছুক্ষণ বাইরে হাঁটতে লাগলাম ৷ আর যেহেতু এখন শীতের দিন তাই বিকেল বেলার আবহাওয়া বেশ চমৎকার লাগছিল৷ সাদা আকাশ তার সাথে সূর্যের আলোর রশিটা শরীরে বেশ ভালোই লাগেছে৷ যদিও কয়েকদিন আগে এই তাপ টা ছিল অনেক কষ্টকর ছিল৷ তবে এখন সেটা আর অনুভব করা যায় না এখন শুধু সেই আলোর রশ্নিটাকে অনেকটা আরামদায়ক এবং কি অনেক সুন্দর একটি অনুভূতি জোগায় ৷

যাহোক এরপর হেটে হেটে চলে গেলাম সুজলা সুফলা শস্য শ্যামলার জমিতে ৷ আপনারা সবাই জানেন যে বর্তমান এই হেমন্তকালে ধানের মৌসুমী আর কয়েকদিন পরে ই গ্রামের মানুষ ধান কাটা শুরু করে দিবে৷ যদি ও এখন কিছু কিছু ধান পাকে নি আর এই সুন্দর প্রকৃতি পরিবেশটি দেখে সত্যি অনেক ভালো লাগছিল৷ দূর থেকে দেখতে দেখতে চলে গেলাম ধান দেখার উদ্দেশ্যে দেখলাম কিছু ধানের শীর্ষ হেলে পড়েছে কিছু ধানের শীর্ষ খারাপভাবে রয়েছে ৷ অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই ধান কাটার মৌসুম চালু হয়ে যাবে ৷ বাংলার প্রতিটি ঘরে ঘরে কৃষকের ৷ চারদিকে সবুজ আর তার সাথে শেষ বিকেলের পড়ন্ত সময়টা যেন মনকে অনেকটাই ফুরফুরে চাঙ্গা করে তুলছে ৷ আর এরই মাঝে কিছু চমৎকার চমৎকার ছবি তোলার চেষ্টা করলাম ৷

IMG20221023171612_01.jpg

IMG20221023171516_01.jpg

IMG20221023171437_01.jpg
লোকেশনঃ

আর এরপর ছবি তুলতে তুলতে যেন সন্ধ্যে নেমে এলো চারদিকে এক অন্যরকম পরিবেশ অর্থাৎ সূর্য তার প্রখর তাপ দিয়ে ডুবছে ৷
আর শীতকালে বিকেল বেলা সূর্যাস্তটা সত্যিই অনেক সুন্দর এমনকি মনোমুগ্ধকর লাগে৷ আর যেহেতু সন্ধ্যা নেমে এলো আর বেশিক্ষণ দেরি না করে৷ সোজা হাটা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে আর সাথে বাড়ি আস্তে আস্তে আমার পায়ের হাঁটু থেকে ভিজে গেছে৷ অর্থাৎ বিকেলের যে শিশির কোনাগুলো তা আমার প্যান্ট সহ ভিজিয়ে দিয়েছে আমি বুঝতে পারিনি ৷ যখন রাস্তায় এসে দাঁড়ালাম তখন বুঝতে পারছি ৷ যে আমার হাঁটুর নিচ থেকে ভিজে গিয়েছে, অর্থাৎ শীত কতটা ছিল৷

IMG20221023171201_01.jpg

IMG20221023171208.jpg
লোকেশনঃ

সত্যি বলতে আমাদের এই প্রকৃতি বড়ই বিচিত্র একেক সময় একেক রূপ নিয়ে আমাদের মাঝে হাজির হয় ৷ এবং কি তার প্রতিটি রূপ বৈচিত্র্যে লীলা আমাদের নিজ চোখে আর যা আমরা প্রতিনিয়ত অনুভব করে থাকি৷ যেমনটা আমি সেই বিকেল বেলার প্রকৃতির সান্নিধ্য পেতে প্রকৃতির সাথে এই সময় কাটানোর জন্য বিকেল বেলা একটু বেরিয়েছিলাম ৷ তাতে সত্যি অনুভব করলাম যে আসলেই প্রকৃতির বড়ই বিচিত্র তার রূপব বৈচিত্র্য সে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে৷ আর আমরা যা প্রতিনিয়ত অনুভব করে যাচ্ছি ৷

IMG20221023173846.jpg

IMG20221023174808.jpg

IMG20221023171745_01.jpg

IMG20221023171730_01.jpg
লোকেশনঃ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের বিকেলবেলা প্রকৃতির সান্নিধ্য পেতে কিছুক্ষণ প্রকৃতির সাথে সময় কাটানোর অনুভূতি টুক আপনাদের সাথে শেয়ার করলাম ৷ আশা করি আপনাদের ভাল লেগেছে এবং কি তার সাথে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে ৷ কারন এই শীতকালীন সময়টা সত্যিই অনেক ভালো লাগে ৷ এ সময় প্রকৃতি তার সবটুকু রূপ সৌন্দর্য নিংড়ে দেয়৷

যাই হোক আবার হাজিরা অন্য কোন নতুন ইউনিক ব্লগ নিয়ে ৷ সেই পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমনটাই প্রত্যাশা৷

ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!!

Device: realme12

লোকেশনঃ

অভিবাদন্তে: @gopiray

♥ধন্যবাদ♥
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া সময় আসলেই তার নিজ গতিতেই চলতে থাকে। এতদিন কত সুন্দর শরৎকাল ছিল আকাশটা দেখলেই মনটা ভরে যেত। এখন দেখতে দেখতে শীতের সময় চলে এসেছে আর শীতকালের শিশিরে ভেজা সকালের প্রকৃতিটা আসলেই চমৎকার লাগে। ঘাসের উপর শিশির পড়ে থাকে দেখতে সত্যি অনেক ভালো লাগে। আর আপনি সন্ধ্যার সময় হেঁটে হেঁটে এসেছেন শিশিরে আপনার প্যান্টের অংশটা ভিজে গিয়েছে তাহলে তো ভালোই শিশির পরে বোঝা যাচ্ছে। আর কালকের দিনটা আসলেই আমাদের সবার জন্য ছুটির দিন ছিল কোন কিছুই করা যাইনি। মনে হয়েছিল যেন কি থেকে যেন আমরা দূরে চলে গিয়েছি অনেক মিস করেছি সবকিছু।

 2 years ago (edited)

আসলে আপু শিশিরে ভিজে গেছিলো প্যান্ট ৷ আপনি যে পোস্টটি পড়েছেন ৷ তা অনেক ভালো লাগলো ৷

 2 years ago 
এইতো কিছুদিন আগে শরৎকাল গেল চলে। আমাদের মাঝে চলে এসেছে শীতকাল। শীতের এই সময় কুয়াশাচ্ছন্ন চারিদিকে। ঘাসের উপর শিশিরের বিন্দু। সবকিছু মিলে আরেকটি সৌন্দর্যর ঋতু। আপনি যখনই পায়ে হেটে এসেছেন তখনই দুই পাশে ধানের যে শিশির জমে ছিল সেই শিশিরে আপনার প্যান্ট ভিজে গেছে। প্রকৃতি এক বৈচিত্র লীলা খেলা। যার সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হই। আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছে।
 2 years ago 

ভাই প্রকৃতি যেন তার রুপ সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে ৷ বিশেষ শীতের সময়টা অনেক ভালো লাগে ৷ আপনি খুব চমৎকার মন্তব্য করেছেন ৷
ধন্যবাদ

 2 years ago 

এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া গতকালকে ছুটির দিন ছিল আর একই দিনে সার্ভারের সমস্যার কারণে পুরো দিনটা বসে বসে কাটাতে হয়েছে। আসলে শীতকালে শিশির ভেজা ঘাসের মধ্যে চলাচল করতে ভালো লাগে অনেক। বিশেষ করে সকাল এবং সন্ধ্যার সময় প্রকৃতির মধ্যে ঘুরাঘুরি করতে খুবই ভালো লাগে।

 2 years ago 

হুম সার্ভার সমস্যার কারনে কাজ করতে পারি নি ৷ আর এ জন্যই তো বিকেল বেলা একটু ঘুরতে বেড়িয়ে ছিলাম ৷ আর প্রকৃতি আমার অনেক ভালো লাগে ৷

 2 years ago 

শীতকালে ধানগাছের পাতায় ভোরের শিশির জমা দেখতে নিশ্চয়ই খুব সুন্দর লাগে।আমার বাড়ির আসেপাশে এমন সৌন্দর্য নেই। খুব মিস্ করি আমি এগুলো।মামাবাড়িতে গেলে মন ভরে এই নির্যাস গ্রহণ করার চেষ্টা করি। ধানের ছড়া এই প্রথম এত কাছ থেকে দেখলাম।আর সন্ধ্যায় সূর্যের গোলাপী আভা সত্যিই মন মাতানো।

 2 years ago 

প্রিয় দিদি শীতকালে ধানগাছের পাকায় থাকা শিশির জমানো সত্যি বলতে অনেকে ভালো লাগে ৷ আর সন্ধার আকাশটাও অসাধারণ ছিল ৷
ধন্যবাদ দিদি ৷

 2 years ago 

শীতকালীন সময়ে ধান খেতের পাতায় যে শিশির জমা দেখতে বেশ চমৎকার লাগে। গ্রামের বাড়িতে গেলে এই সৌন্দর্য গুলো উপভোগ করা যায়। এখন ইট পাথরের শহরের থাকায় এগুলো খুব একটা বেশি দেখা হয়না। বিশেষ করে গ্রামে বিকেলে ঘোরাঘুরি মজাই আলাদা।আর গতকাল আসলে সার্ভার সমস্যা থাকার কারণে দিনটি একদম খারাপ গেছে। সারাদিন মনে হয়েছে কি যেন নায়।কি যেন করা হয়নি আমার। সবমিলিয়ে অনেক মিস্ করেছি।আর আপনার বিকেলে ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে ।

 2 years ago 

আসলেই শীতকালে গ্রামের যে দৃশ্য গুলো সত্যি অনেক সুন্দর লাগে ৷ সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ ৷

 2 years ago 

প্রকৃতির কাছে গেলে শরীর ও মন দুই ভালো লাগে। শীতকালে বিকেলে ঘুরতে অনেক ভালো লাগে। সময় নিজের গতিতেই চলবে এটাই বাস্তবতা। তাই যতটুকু সময় পাওয়া যায় কাজে লাগাতে হবে। সুন্দর প্রকৃতির ছবি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

হুম প্রিয় দিদিভাই সময়কে অবশ্যই কাজে লাগাতে হবে ৷ ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য ৷ এভাবেই পাশে থাকবেন৷

 2 years ago 

সবুজ প্রকৃতি আমার খুবই ভাল লাগে। আপনার দেয়া ছবিতে ধানের ক্ষেত সত্যিই মন কেড়ে নিল।সবুজকে উপভোগ করেন।আমিতো শহরে,এমন সুন্দর প্রকৃতি এখন শুধু ছবিতেই দেখি 😥 উপভোগ করা ত দুরের ই কথা। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কোনো একদিন সময়ে পেলেই গ্রামে যাবেন ৲ ৷ অনেক ভালো লাগবে ৷ ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.029
BTC 64487.39
ETH 2635.06
USDT 1.00
SBD 2.80