জন্মদিনের একটি গান "টিনটিন বাবুর জম্নদিনে" 🥀|| [ 10% shy-fox]
আজ- ১১ই, আশ্বিন , | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল ||
আদাব - নমস্কার।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি
আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি
আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
প্রথমে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ৷ আজকে শুধু আনন্দ আর আনন্দ কারন আজকে আমাদের প্রিয় টিনটিন বাবার জন্মদিন ৷বেশ অনেক দিন ধরে দাদা বৌদি এই জন্মদিন উপলক্ষে অনেক পোষ্ট শেয়ার করেছে ৷দেখতে দেখতে যেন সময় চলে এলো ৷ টিনটিন বাবু শুধু দাদা বৌদি ছোট দাদার এদের প্রান নয় ৷টিনটিন বাবু আমদের পুরো কমিউনটির প্রান ৷সে যেন মানুষের মতো মানুষ হয়ে তার বাবার মতো মানুষের পাশে থাকতে পারে ৷আর হ্যা টিনটিন বাবা আমাদের সবার নয়নের মনি ৷ এক সময় সে বড় হবে হয়তো আমার থাকব না ৷তখন সে তার বাবার মতো একজন আদর্শ মানুষ হিসেবে ৷ এভাবেই তার বাবার মতো কাজ করে যাবে ৷ আসলে কথা অনেক তা বলে শেষ করার মতো নয় ৷ দেখতে দেখতে চারটি বছর হয়ে গেলো ৷ টিনটিন আস্তে আস্তে বড় হচ্ছে হয়তো সে এখন দুষ্ট ৷ তবে বড় হতে হতে একটা পর্যায়ে সে আর দুষ্টমি করবে ৷এবং সে যে এখন দুরন্ত এই দুরন্ত দিয়ে সে অনেক দুর এগিয়ে যাবে ৷এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ৷ আসলে সারাদিন ব্যস্ত থাকায় পোষ্ট লিখবো লিখবো করে সময় করতে পারি নি ৷ তবে সন্ধার পর ভাবলাম আজকে টিনটিন এর জন্মদিন উপলক্ষে একটি গান শেয়ার করবো ৷যদিও পার্টিসিপেট নাম দিয়েছি৷ কিন্তু সময়ে আগে দিতে পারেনি ৷তাই আমি ভাবলাম যেহেতু হ্যাংআউট এ দিতে পারলাম না৷ তাহলে পোস্টের মাধ্যমে শেয়ার করছি ৷ আশা করছি সবার ভালো লাগবে ৷ যদিও আমি খুব একটা গান করি না ৷তবে মাঝে মাঝে খালি গলায় গাইতে বেশ ভালো ই লাগে ৷তো আজকে টিনটিন জন্মদিন উপলক্ষে জন্মদিনে গান খালি গলায় গাওয়ার চেষ্টা ৷ যেমন আসে রাতের পরে অবাক চোখে ভাবছি সবাই হো অবাক চোখে ভাবছি সবাই সবার প্রীতি ভালবাসা যেমন আসে রাতের পরে দোষে গুনে মানুষ সবাই হো দোষে গুনে মানুষ সবাই যেমন আসে রাতের পরে সমাপ VOTE @bangla.witness as witness OR
আজ সেই শুভ দিন সত্যি আজ হ্যাংআউট অনেক মজা করতেছি৷ যা হোক টিনটিন বাবার জন্য অনেক অনেক শুভকামনা টিনটিন বাবা সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক ৷সে যেন তার বাবার মতো উদার মনের মানুষ হয় ৷তার কাকুর মতো কমল রিদয়ের মতো মানুষ হতে পারে ৷তা মায়ের মতো আদর্শ নীতিবান হতে পারে ৷আসলে সর্বোপরি যে পরিবারের দুজন উদার মনের মানুষ আছে ৷ সেই পরিবারে টিনটিন বাবু যেভাবে আর্দশে বড় হচ্ছ ৷সে একদিন অনেক বড় বড় মনের মানুষ হবে ৷ সে জন দাদার চেয়েও অনেক সত্য সৎ ও নির্বিক মনের মানুষ ৷
নিচে গানের কভার দেওয়া হলো:
সোনা ঝরা দিন
তোমার জীবন সাত রঙ্গেতে
হক না রঙ্গিন
যেমন আসে রাতের পরে
সোনা ঝরা দিন
তোমার জীবন সাত রঙ্গেতে
হক না রঙ্গিন
শুভ জন্মদিন..
শুভ জন্মদিন..
সোনা ঝরা দিন
তোমার জীবন সাত রঙ্গেতে
হক না রঙ্গিন
একি হলো হায়
গায়ের ছেলে কেমন করে
এমন গান গায়
একি হলো হায়
গায়ের ছেলে কেমন করে
এমন গান গায়
পূর্ণ করো সবার আশা
গায়ের ছেলে এই কামনা
করবে চিরদিন
শুভ জন্মদিন...
শুভ জন্মদিন...
সোনা ঝরা দিন
তোমার জীবন সাত রঙ্গেতে
হক না রঙ্গিন
গুন বিচারে বড়
যদি কোনো ভুল হয়ে যায়
আমায় ক্ষমা কর
গুন বিচারে বড়
যদি কোনো ভুল হয়ে যায়
আমায় ক্ষমা করো
গুরু জনের আশীষ নিয়ে
হাসি খুশিতে ভরিয়ে
বাড়ে বাড়ে আসুক ফিরে
এই শুভ দিন...
শুভ জন্মদিন...
শুভ জন্মদিন...
সোনা ঝরা দিন
তোমার জীবন সাত রঙ্গেতে
হৌক না রঙ্গিন
যেমন আসে রাতের পরে
সোনা ঝরা দিন
তোমার জীবন সাত রঙ্গেতে
হৌক না রঙ্গিন
শুভ জন্মদিন
শুভ জন্মদিন
শুভ জন্মদিন
শুভ জন্মদিন
শুভ জন্মদিন
শুভ জন্মদিন
টিনটিন বাবুর জন্মদিনকে ঘিরে বেশ একটা আনন্দদায়ক মূহুর্ত বিরাজ করছে আমার বাংলা ব্লগে। কাল হ্যাংআউটে বেশ অনেক মজা হয়েছিল। টিনটিনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গানটা বেশ ভালো গেয়েছেন ভাই। সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাই টিনটিন বাবুর জন্মদিনে গানটি শুনে ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম ৷
টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনার গাওয়া গানটি সত্যি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। এর আগে কখনো আপনার গান শুনেছি কিনা মনে নেই তবে আজকের গানটি দারুন ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এভাবেই মাঝে মাঝে দারুন দারুন গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করবেন এই কামনা করি।
একদম ঠিক বলেছেন এবার প্রথম গান পোষ্ট করলাম ৷ আসলে টিনটিন বাবুর জন্মদিনে গানটি বলতে চেয়েছিলাম ৷ কিন্তু তা আর হলো না তাই ভাবলাম সবার মাঝে শেয়ার করি ৷
ধন্যবাদ আপু চেষ্টা করবো মাঝে মাঝে গান পোষ্ট শেয়ার করার জন্য ৷
টিনটিন বাবুর জন্য আপনার গাওয়া গানটি অনেক সুন্দর ছিল। আপনি অনেক সুন্দর ভাবে নিজের গলায় গানটি গেয়ে আরো সুন্দর করে তুলেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
গানটি ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগছে ৷ ধন্যবাদ উৎসাহিত মন্তব্য করার জন্য ৷
স্নেহের টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে গাওয়া গানটি বেশ সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত মিষ্টি কন্ঠে গানটি আমাদের মাঝে পরিবেশন করেছেন। আসলে গান শুনে অনেক ভালো লাগলো। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
জানি না গানের গলা কেমন ৷ তবে নিজের কাছে বরাবরই খারাপ লাগে ৷ আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷
ধন্যবাদ ভালো থাকবেন ভাই ৷
আর এভাবেই পাশে থাকবেন!!!!!