গ্রাম বাংলার পুরনো ঐতিহ্যবাহী খেলা রসি টান || @shy-fox 10% beneficiary
নমস্কার,
সুপ্রিয় বন্ধুগণ বরাবরের মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ৷ নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে৷ যদিও আপনারা সবাই জানেন যে আমি আসলে জেনারেল পোস্ট লিখতে বেশি পছন্দ এবং স্বাচ্ছন্দ বোধ করি ৷ আর তাইতো আজকেও আপনাদের মাঝে তার ধারাবাহিকতায় আবরো একটি জেনারেল পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি৷ বর্তমান চলছে হেমন্তকাল অর্থাৎ শীতের মৌসুম ৷ আর এই
শীত গ্রামাঞ্চলের প্রকৃতি যেন নতুন রূপে আবির্ভূত হয়েছে ৷ তো এই শীতের সময়টাতে গ্রামের মানুষের চলে কর্মময় ব্যস্ত ৷ আর এ কর্মময় ব্যস্ত থাকার মাঝেও তারা আনন্দ উল্লাস এবং কি বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে৷ বিশেষ করে গ্রামের এসব বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ আর গ্রামে যেসব ক্রিয়া প্রতিযোগিতায় আয়োজন করা হয় সেগুলো সব পুরনো অর্থাৎ ৯০ দশকের সেই পুরনো ৷ গ্রাম বাংলার অতি পুরনো কিছু খেলা যেগুলো এখনও গ্রামের মধ্যে লক্ষ্য করা যায় ৷ সবার মধ্যে বলতে গেলে হা- ডুডু খেলা যাকে কাবাডি বলা হয় ৷ আবার ঘোরা খেলা সবচেয়ে বেশি জনপ্রিয় ৷ আর একটি খেলা রয়েছে রসি টান বলা হয় অনেকে আবার কাচি টান বলে থাকে৷ আসলে গ্রামের এসব পুরোনো দিনের খেলা গুলো এখনো গ্রামের মাঝে বিরাজমান রয়েছে৷ আর তাই তো এ পুরনো খেলা গুলো ধরে রাখতেই গ্রামের মানুষজন এই শীতের মৌসুমী অর্থাৎ শীতকালীন সময়টাতেই বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে ৷ আর ঠিক তার ব্যতিক্রম নয়৷ আমাদের গ্রামেও ঠিক এই রসি টান খেলার আয়োজন করা হয়েছে৷ যদিও খেলাটির আজকে প্রথম শুভ উদ্ভাবন হয় ৷ আর সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে আমি ব্লগটি উপস্থাপন করছি ৷ আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ৷
আপনারা হয়তোবা সবাই জানেন এই রসি টান খেলাটি অনেক শক্তি এবং কি জরের খেলা ৷ অর্থাৎ এখানে শক্তি ব্যতীত অন্য কোন কৌশল নেই বললেই চলে৷ আর এই পুরনো দিনের খেলা গুলো সত্যি অনেক আনন্দ লাগে৷ আর এ রসি টান খেলারও কিছু নিয়ম কানুন রয়েছে ৷ এই খেলাতে ৮ টি দল নেওয়া হয়েছে ৷ একে অপরের সাথে একবার করে খেলা হবে ৷ যারা খেলায় জিতবে তাদের পয়েন্ট দেয়া হবে ৷ আর এই ধারাবাহিকতায় সেমিফাইনাল তিনটি দল নেওয়া হবে ৷ এর মধ্যে যে দল পয়েন্ট তালিকা শীর্ষে থাকবে তারা যদি হেরে যায় আরেক বার সুযোগ পাবে ৷ আর এই হলো খেলার কিছু নিয়ম ৷
আসলে এগুলো খেলা এখনো অনেক জনপ্রিয় বিশেষ করে গ্রামে ৷ আর তাই তো আমাদের এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি গন এই ছেলেটির আয়োজন করেছেন ৷ তার আজকে প্রথম খেলাটি যেখানে আমিও উপস্থিত ছিলাম ৷ আর এই খেলা শুরুর আগে মাইক বাজিয়ে প্রচার করা হয় ৷ সব মিলে বেশ বড় একটি খেলা ৷ আর আজকে সারাদিন ব্যস্ততা থাকার পরেও বিকেল হাজির হয়েছি খেলার মাঠে ৷ আমাদের গ্রামের ও একটি দল আছে ৷ তবে আজকে আমাদের দলের খেলা না ৷ আজকে ছিল ভিন্ন দুটি দল ৷ যাদের নাম ছিল সরকার পাড়া বনাম পামুলি পাড়া ৷ বলতে গেলে ৮ টি দল ৮ গ্রামের ৷ যেখানে একজন খেলাটি নিয়ে থাকে ৷
তো খেলা শুরুর আগে গ্রামের গন্যমান্য ব্যাক্তি বর্গ হাজির হয়ে কিছু বক্তব্য বলে ৷ আর তারপর রেফারির মাধ্যমে খেলা শুরু করা হয় ৷
আমার এখন খেলায় চলে যাবো ৷
প্রথমে দুই দলের খেলোয়াড় দের নামের তালিকা নেয়া হলো ৷ এরপর খেলার কিছু নিয়ম রেফারি স্যার বলেন ৷ যে দুই দলে ১৪ জন খেলবে ৷ অর্থাৎ প্রতি দলে ৭ জন করে ৷ খেলার সময় ১০ মিনিট মানে ১০ মিনিট করে দুটি রাউন্ড হবে ৷যে দল দুই রাউন্ডে জিতবে তারা বিজয়ী হবে ৷ আর যদি এক এক করে দুটি দল জিতে তাহলে আবার আরেক বার হবে ৷ আর খেলার জন্য ইয়া বড় একটি মোটা রসি লম্বা করে দুই দল দু- দিকে অবস্থান করে ৷ আর মাঝ খানে লালা রসি বেধে রাখে যাতে বোঝা যায় যে কোনো দলের দিকে লাল রসি টা ঝুকে পড়ছে ৷ অর্থাৎ লাল সুতোর দড়ি টাকে মোটা রসির সাথে বেধে দেয়া হবে ৷ আর লাল দড়ি যেদিকে ঝুকে পড়বে ৷ সেই দল বিজয়ী হবে ৷
তাহলে তো বুঝতেই পারচ্ছেন যে কতো শক্তির খেলা এটি ৷
এরপর খেলা শুরুর আগে দুই দলের. খেলোয়াড় প্রস্তু রসি ধরে ৷ এরপর রেফারির বাশি খেলা শুরু ৷ আপনাদের কে আর ভালো ভাবে বুঝানোর জন্য একটি ভিডিও শেয়ার করছি৷
লোকেশন
তো আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
---|---|
ফটোগ্রাফার | @gopiray |
ডিভাইস | রিয়েলমি সি বারো |
@gopiray
🙏 সবাইকে ধন্যবাদ🙏
🙏 সবাইকে ধন্যবাদ🙏
এই প্রথম আমি সামনাসামনি দড়ি টানাটানির খেলা দেখলাম। আমি ভেবেছিলাম হয় তো বা অনেক লোক মিলেই টানতে পারে। এখন দেখছি। ১৪ জনের খেলা হয়। বেশ ভালো লাগলো। গ্রাম বাংলার এই সব খেলা কে ঐতিহ্যের মত ধরে রাখতে হবে।
হুম দিদি আমাদের গ্রামে প্রতিবার এই শীতের সময় এ খেলা হয়ে থাকে ৷ আর এই খেলায় অনেক শক্তির খেলা ৷
খুব ছোটবেলায় এই খেলা গুলো দেখতাম। এখন একেবারে দেখি না বললেই চলে। কিন্তু এ খেলাগুলো আমার কাছে বেশ ভালো লাগতো আমরা সবাই বেশ উপভোগ করতাম। আমাদের স্কুলের স্যারেরা বেশি এই খেলাটা দিত। রশি টান খেলাটা আসলেই বেশ মজার। আপনার পোস্টটি পড়ে এবং ছবি দেখে বেশ ভালো লাগলো। ভালো লাগলো শত ব্যস্ততার মাঝেও আপনি খেলা দেখার এবং উপভোগ করার মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হুম আপু রশি খেলাটি সত্যি অনেক উত্তেজনা খেলা ৷ আপনি আজকে অনেক দিন পর দেখতে পেয়ে খুশি হয়েছেন ৷ শুনে অনেক ভালো লাগলো ৷
এটা একদম ঠিক কথার শীতকাল আসলেই গ্রাম বাংলায় পুরোনো দিনের খেলা গুলো পুনরায় জেগে ওঠে। এই খেলাটি আমি সবসময় সিনেমাতে দেখেছি কিন্তু কোন সময় সত্যিকারে দেখার সুযোগ হয়নি। এমন একটা খেলা আপনি উপভোগ করেছেন সত্যিই ভালো লাগলো দেখে।
জি ভাই শীত এলেই গ্রামে নানা ধরনের খেলা হয়ে থাকে ৷ আর এবার আমদের গ্রামে প্রথম এই রশি টান খেলা ৷
ভাইয়া আপনি জেনারেল রাইটিং পোস্টগুলো করতে বেশি পছন্দ করেন জেনে ভালো লাগলো। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা গুলো আজ হারিয়ে যেতে বসেছে। আসলে গ্রামীন ঐতিহ্য গুলো এখন ডুবে যেতে বসেছে। বিশেষ করে গ্রামীন ঐতিহ্যবাহী খেলা গুলো এখন আর খুব একটা দেখতে পাওয়া যায় না। আপনার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে এই খেলাটি দেখে ভালই লাগলো। শীতকালেই এসব বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়। আপনি আপনার ব্যস্ততার মাঝেও খেলা দেখতে গিয়েছেন জেনে ভালো লাগলো।
হুম আপু আমি জেনারেল পোস্ট করতেই বেশি ভালোবাসি ৷ আর এটা ঠিক সময়ের তালে তাল মিলিয়ে খেলা পুরনো ঐতিহ্য খেলা গুলো হারিয়ে যাচ্ছে ৷ আর এই খেলাটি আমাদের গ্রামেই দিয়েছি ৷
রশি টান খেলাটি কখনো নিজ চোখে দেখা হয়নি। এটা অনেক পুরাতন একটি ঐতিহ্য যেটা গ্রামের মানুষকে আকর্ষণ বোধ সৃষ্টি করে। অনেক ধরনের খেলা হয় এখন বিলুপ্তের পথে। আপনার ফটোগ্রাফি এবং ভিডিওর মাধ্যমে রশি টান খেলাটি দেখে অনেক ভালো লাগলো।
একদম সঠিক কথা বলেছেন ৷ এখন গ্রামের অনেক খেলা বিলুপ্ত হয়ে গেছে৷ তবুও গ্রামের কিছু মানুষ ধরে রেখেছে ৷ আর তাই তো আমাদের গ্রামে অনুষ্ঠিত করেছি ৷
ভাইয়া আপনার এই পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও এই খেলা অনেক খেলেছি।যখনই স্কুলে খেলার আয়োজন করা হতো তখন এই খেলার নাম থাকতো।আমার কাছে এই খেলা দেখতে খুবই ভালো লাগে।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
হুম আপু ছোট বেলায় এই খেলেটি অনেকবার দেখছি৷ আর বিশেষ করে স্কুলে হতো ৷
অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷
আপনার টাইটেলটা পড়ে রশি টান খেলাটা আমার কাছে অপরিচিত মনে হলো। ভিডিওটা দেখে মূলত আমি ক্লিয়ার হলাম এই খেলাটা কিভাবে খেলে। আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক খেলা রয়েছে। সব খেলা কিন্তু এখনো বন্ধ হয়ে যায়নি। বিশেষ করে আপনাদের এলাকায় এত সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে এটা ভীষণ ভালো লাগলো। শীতকাল আসলেই খেলাধুলার প্রকোপ একটু বেশি দেখা যায়। সব মিলিয়ে বেশ দারুণ লাগলো। পরবর্তীতে নিশ্চয়ই এই খেলার আরো আপডেট জানতে পারবো।
হুম শীত কাল এলেই খেলার প্রকোপ বেড়ে যায় ৷ আর এটা গ্রামে বেশি করে ৷
যা হোক আপনি ভিডিও টি দেখে বুঝতে পেরেছেন তাহলে ৷
শীতের সময়টা আসলেই জোস ভাই।এই শীত আসলে কত উৎসব আর খেলাধুলা ভাবতেই দারুন লাগে।আর সত্যি বলতে এই খেলার নাম আগে শুনেছি কিন্তু এই খেলার প্রচলন যে এখনো আছে এইটা বিশ্বাস এই হচ্ছে না।আর ভিডিওটা দেখে বেশ মজা পেলাম।😍
আসলে যদিও তেমন একটা প্রচলন নেই ৷ তবে কিছু গ্রামের এখনো এসব পুরনো ঐতিহ্য ধরে রেখেছে ৷