নার্সারি থেকে কিছু ফুলের ফটোগ্রাফি .....!
আজ - ৩রা আষাঢ় |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
সুপ্রিয়, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন ।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে । আর প্রতিনিয়তই চেষ্টা করছি ভিন্নধর্মী কিছু উপস্থাপন করার। আসলে গত প্রায় দুই সপ্তাহ ধরেই বেশ ব্যস্ততা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা সব মিলিয়ে ভালো মন্দ । বেশ তফাৎ বা ফারাক দেখতে পাচ্ছি। অর্থাৎ মাঝেমধ্যেই ভালো তো আবার হঠাৎ করেই মন্দের বা নিরাশার ছোঁয়া লাগে । তবে যতটুকুই বুঝলাম ব্যক্তি জীবনে কখনো হতাশ কখনো বা বিষাদ আবার কখনো একাকীত্বতা জীবন অতিবাহিত করতে হয়।
এতটুকু বুঝলাম যে জীবন মানেই হলো এক বিশাল দৈর্ঘ্য নদীর পথ যেখানে সাঁতরে পার হওয়াটা বেশ কঠিন থেকে কঠিন। এই নদী সাঁতরে পার হওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয় । আর এই নৌকার মাঝী কে বেশ পাকাপোক্ত এবং কি সব কিছু বুঝে শুনেই সাঁতরে পার হওয়ার প্রস্তুতি নিতে হয় ।জীবনটাকে ঠিক আমি সেভাবেই দেখি । কারন এই জীবনের নদী থেকে পার করতে হলে জীবনে থাকা ব্যক্তিটিকে তার অক্লান্ত পরিশ্রম এবং প্রতিনিয়তই ছুটতে হবে।
আর হয়তো তার মাঝে আমি একজন আসলে। কদিন ধরেই পরীক্ষা চলছিল যদিও গত দুইদিন আগে থেকে পরীক্ষা শেষ হয়েছে ভাবছিলাম যে এখন হয়তো কমিউনিটিতে ধারাবাহিক সুন্দর কাজ অতিবাহিত করবো। কিন্তু তা যেন বেশ ভালো হবেই বাধাগ্রস্ত করছে। কারণ ইতিমধ্যেই পারিবারিক সমস্যার মধ্যে পড়েছি। পরিবারের একজন সদস্য যদি অসুস্থ থাকে তাহলে পুরো পরিবারটাই যেন নিচুপ নীরব স্তম্ভ হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি আমার পরিবারও ঘটেছে বেশ কদিন যাবত আমার ঠাকুর দাদা অনেক অসুস্থ ভূগছি । জানিনা এর থেকে নিস্তার কতদিন কবে কবে ।
আসলে জীবনটা মাঝেমধ্যে অনেক কিছু মনে হয় আবার কখনো মনে হয় কিছুই জানা নেই। সর্বোপরি সবকিছুর মাঝেও এইতো। হয়তো এটাই জীবন থাকবে ভালো-মন্দ সুখ-দুঃখ দিনশেষে কিছুই যেন নেই।
যাহোক প্রিয় বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম । যেগুলো আসলে আপনাদের জীবনের সাথে কতটা শর্ত সাপেক্ষ তা জানি না। তবে আর কথা না বাড়িয়ে চলুন আজকে ব্লগ টি । মূলত কলেজ থেকে ফেরার পথেই রাস্তার থেকে কিছু ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য । কারণ শত ব্যস্ততার মাঝেও এই যে একটা সোশ্যাল মিডিয়ার আমার পরিবার এটাকে অনেক ভালোবাসি। তাই শত ব্যস্ততা ফেলেও দিনশেষে নিজের সমস্ত দুঃখ-কষ্ট ভাবনা-চিন্তা অনুভব অনুভূতি সবকিছুকেই নিংড়ে দেই বা উপস্থাপন করি। আপনাদের সামনে হয়তো জীবনের বাকিটুকু পথ আপনাদের সাথেই থাকবো ।
তো যাই হোক আজকের ব্লগে আপনাদের মাঝে বেশ কিছু এলোমেলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করছেন ।আশা করি সবার অনেক ভালো লাগবে এমনটাই প্রত্যাশা।
ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকের
কলেজ থেকে ফেরার পথে বেশ কিছু নিত্য নতুন ইউনিক কিছু এলোমেলো ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি না ।আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ৷
এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷
বিষয় : | ফটোগ্রাফি |
---|---|
ছবিঃ | @gopiray |
ক্যামেরাঃ | realme C12 |
লোকেশন: | বাংলাদেশ 🇧🇩 |
আসলে ভাইয়া ভালো-মন্দ মিলিয়েই আমাদের জীবন । এভাবেই আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয় । আপনার ঠাকুর দাদার জন্য অনেক অনেক প্রার্থনা রইলো যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। যাই হোক কলেজ থেকে ফেরার পথে দারুন কিছু ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করলেন । যেগুলো দেখে সত্যি ভীষণ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে।
নার্সারি থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে নার্সারিতে গিয়ে এ ধরনের সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করার মধ্যে মজাই আছে আলাদা। জবা এবং গোলাপ ফুলের ফটোগ্রাফিটি দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জীবন মানেই যুদ্ধের ময়দান আর অথৈই সাগর পাড়ি দেয়া।
খরস্রতার ঢেউ মাঝে জেগে থাকা খুবই কষ্ট।
তারপরও জীবন যুদ্ধ চালিয়ে যেতে হয় আমাদের প্রতিনিয়ত।।
নার্সারি ভ্রমন করে আপনি অনেক সুন্দর শেয়ার করেছেন অনুভূতি গুলো অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন খুব ভালো লাগলো।।
নার্সারি থেকে ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। গোলাপ ফুল গুলো দারুন লাগছে দেখতে। গোলাপ ফুলের এই গোলাপি কালার ফুলটি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
বুঝতে পেরেছেন অনেক ভালো লাগলো এই জীবন মানে হচ্ছে দীর্ঘ সমুদ্র পাড়ি দেওয়া। যেখানে কোন কুল কিনারা কিছুই খুঁজে পাবেন না। তারপরও জীবন চলবে জীবনের গতিতে। খুব সুন্দর ফটোগ্রাফি নিয়েছেন আপনি নার্সারি থেকে প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ খুব সুন্দর ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
মানুষের জীবন খুব বিচিত্র ময়। এখানে ভালো মন্দ নিয়ে মানুষ বসবাস করতে হয়। তবে আপনি ঠিক বলেছেন মানুষের জীবন নদীর মত। মাঝি ঠিকমত পাল ধরতে হয়। যাইহোক নার্সারি বাগান গিয়ে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে জবা ফুলগুলো এবং গোলাপ ফুল খুব চমৎকার হয়েছে। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।