বিরূপ আবহাওয়া ৷৷

in আমার বাংলা ব্লগ4 months ago

আজ ০৬ই, চৈত্র | ১৪৩০ বঙ্গাব্দ, | বসন্ত-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

thunderbolt-1905603_1280.png

সোর্স

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।

সুপ্রিয়, আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ সবাইকে এই বৃষ্টি ভেজা সন্ধ্যাকালীন শুভেচ্ছা ও অভিনন্দন ।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন । জানি না আপনাদের দিকের আবহাওয়া কেমন চলছে। তবে আমার জানা মতে প্রায় বাংলাদেশের প্রতিটি জেলার বিরূপ আবহাওয়া বিরাজমান। আসলে প্রকৃতির কিছু পরিবর্তন বা রূপবয়চিত্র্য সময়ের আঙ্গিকে পরিবর্তন হয়। আর এটাই হল বাস্তবতা যা আমাদেরকে মেনে নিতে হবে ।এবং কি মেনে নিয়ে চলতে হবে আমাদের জীবনের চলার পথে।

বাংলাদেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড় যেখানে গতকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি দমকা হাওয়া বাতাস সেইসাথে বৃষ্টিপাত চলতেছে এখনো পর্যন্ত । প্রকৃতির এমন বিরূপ আবহাওয়ায় সবকিছু যেন পরিবর্তন । তবে বসন্তের এই নতুন আবহে প্রকৃতির এমন নতুন রূপ বা নতুন রূপে আবির্ভূত হওয়ার পরিবেশটা বেশ সুন্দর এবং মনোরম । বিশেষ করে গতকাল থেকে বৃষ্টি বেশ ভালোই লাগছিল। তবে এ যেনো এখন ধীরে ধীরে অনেকটাই অতিষ্ঠ করছে জীবনকে।

গতকালে সারাদিনই মেঘলা আকাশ এবং কি বাতাসের আদ্রতা শুরু করেছে। সেই সাথে বিকেল হওয়ার পরে দমকা হাওয়াসহ ঝড় বৃষ্টি বইতে শুরু করলো । আর এরপরে যা হওয়ার ঘটনা । আমরা হয়তোবা সবাই জানি যে আমাদের বাংলাদেশের একটু দমকা হাওয়া বৃষ্টি হলেই যেটা সবথেকে বেশি ভোগান্তির সৃষ্টি করে সেটা হল বিদ্যুৎ । বিদ্যুৎ বিভ্রান্ত আমাদেরকে জীবনের অনেকটাই অতিষ্ঠ করে ফেলে আর যতটা আমাকে করেছে।

ঠিক গতকাল সন্ধ্যার পরেই বিদ্যুৎ চলে গিয়েছে ।ফোনে মাত্র ২০% চার্জ ছিল এই অবস্থায় কমিউনিটির সকল কাজ করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে গেছিলো। কারণ গতকালকে প্রায় সারাদিনই অনেক ব্যস্ততার সময় কাটিয়েছিলাম । মূলত প্রতিনিয়তই সারাদিন ব্যস্ততার পরেই রাতের মুহূর্তেই এই কমিউনিটির কাজগুলো করার চেষ্টা করি । কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল থেকেই আমি অনেকটাই ভোগান্তিতে পড়ে গেছি ।

গতকালকে ২০% চার্জ নিয়েই কমেন্ট করা পোস্ট করা সেই সাথে জেনারেল এ সময় কাটানো ব্যাস ওই মুহূর্তেই ফোন যেন শাটডাউন। যা হোক কিছু করার নেই বিদ্যুৎ যেহেতু নেই।
ভাবলাম রাতের বেলা নয়তোবা সকালবেলা আসবে ।কিন্তু দুঃখের বিষয় আমাদের গ্রামের যে বিদ্যুৎ লাইনটি অর্থাৎ বিদু্ৎ খুটিতে যে বোতল থাকে সেটা জ্বলে গিয়েছে বিষয়টা খুবই দুঃখজনক।

আজকে প্রায় সারা দিনের বৃষ্টি বাতাস দমকা হাওয়া আর এভাবে করেই বাজারের উদ্দেশ্যে রওনা। দোকানে বসে থেকে ঘন্টা খানেক ফোনটিকে চার্চ করার পর এই গুড়ি গুড়ি বৃষ্টি আর ঝড় হওয়ার মাঝেও চার্জ করে বাড়িতে ফেরা ।বলতে গেলে অনেকটাই ভোগান্তি সৃষ্টি করেছে ।

আর ফোন চার্জ করার পরেই আপনাদের সাথে কমিউনিটির কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর হয়তো এভাবেই কয়েকটা দিন ভোগান্তির মধ্য দিয়েই কাটাতে হবে বিদ্যুৎ লাইন ঠিক না হওয়া পর্যন্ত। আর তবু ও শত ভোগান্তির মাঝেও এ পরিবারের সাথে যেন প্রতিটা মুহূর্ত থাকতে পারি এমনটাই আশা প্রত্যাশা ব্যক্ত করছি।

মূলত আজকের ব্লগটি অন্য বিষয় দেখার ইচ্ছে ছিল ।কিন্তু এমন বিরূপ আবহাওয়ার ভোগান্তি পড়ায় চিন্তা করলাম যে আজকের ব্লগটি এই বিরূপ আবহাওয়া নিয়েই দেখা যাক বিদ্যুৎ বিভ্রান্ত।

শুভেচ্ছান্তে
💕💕
@gopiray




🎀 সবাইকে ধন্যবাদ 🎀

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

Sort:  
 4 months ago 

বৃষ্টির দিনে সব থেকে খারাপ লাগার বিষয়টা হচ্ছে যদি মোবাইলে চার্জ না থাকে সেটা। আর যদি চার্চ থাকে তাহলে খুবই ভালো সময় অতিবাহিত করা যায় মোবাইলে। আপনাকে তো তাহলে দেখছি অনেক কষ্ট করতে হয়েছে এই বৃষ্টির দিনে।

 4 months ago 

জি হা একদম ঠিক বলেছেন বৃষ্টির দিন যদি ফোন চার্জ না থাকে ৷ তাহলে সময় টা যায় না ৷ যা হোক আপু এখন বিদুৎ লাইন সচল হয়েছে ৷

 4 months ago 

এটা সত্য কথা এমন আবহাওয়া অনেক মনোরম হয় তারপরও অনেক ভোগান্তিতেও পড়তে হয় এই আবহাওয়াতে। যেহেতু স্কুলে চাকরি করি আর সেই কারণে বাইরে যাওয়া লেগেছে আর এজন্য বৃষ্টিতে ভিজ দেওয়া হয়েছে আমাকে। সব মিলিয়ে দিনটা সুন্দর গেলেও ভোগান্তির শেষ ছিল না।

 4 months ago 

এমনটা সবার মধ্যে কমবেশি হয় ৷ আবহাওয়া ভালো মন্দ দুই-টায় বৃষ্টি হলেও কর্ম জীবন করতে তো হবেই৷

 4 months ago 

আসলে এরকম আবহাওয়ার কারণে সকলকেই ভোগান্তির শিকার হতে হয়৷ অনেকেই অনেক ধরনের কাজ করে থাকেন হঠাৎ করে এরকম আবহাওয়া পরিবর্তিত হয়ে গেলে অনেকেরই সেই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে অনেকটাই কষ্ট হয়৷ যখন হঠাৎ এরকম আবহাওয়া বিরাজ করে তখন অনেক ধরনের কাজগুলো বন্ধ করে দিতে হয়৷ ধন্যবাদ এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 4 months ago 

জি দিনশেষে আবহাওয়া যেমনই হোক মেনে নিতে হবে ৷এবং কি নিজের কাজের সাথে সমৃদ্ধ থাকতে হবে ৷ সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44