শীতের রাতে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান দেখার অভিজ্ঞতা!!!

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - ৯ই মাঘ ১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20230117230252_01.jpg

প্রিয়, আমার বাংলা ব্লগের সকল সদস্য ভাই-বোন বন্ধুগণ সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন ৷ আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন৷ আমিও আপনাদের আশীর্বাদ দোয়া ও ঈশ্বরের আসীম কৃপায় অনেক ভালো আছি৷ তবে হঠাৎ করেই অসুস্থতায় পড়েছি ৷ আশা করছি খুব শীঘ্রই এই অসুস্থ কাটিয়ে উঠতে পারবো ৷

দেখতে দেখতে শীতের দিনগুলো যেন চলে যাচ্ছে৷ যদিও এখন আগের চেয়ে অনেকটাই শীতের প্রকোপটা কমেছে ৷ তবে মাঝে মধ্যেই শীত ভালোই অনুভুতি হয় ৷ কোনদিন বেশ ভালই ঠান্ডা অনুভূত হয়৷ তবে বর্তমানের তুলনায় কয়েকদিন আগে যে পরিমাণ ঠান্ডা ছিল তাতে আসলে অস্বস্তিক ও জীবন যাপন করার মত ছিল ৷ তবে এখন ঠান্ডা অনেকটা কমে আসতেছে৷ প্রকৃতি নতুন রুপে নতুন নতুন সাজে আবার নতুন আঙ্গিকে বসন্ত আমাদের মাঝে উপস্থিত হতে চলেছ৷ আর কিছুদিনের অপেক্ষা মাত্র ৷

তো যা হোক বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম৷ নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে আসলে নতুন করে তো কিছু বলার নেই ৷ প্রতিদিন যেহেতু আমার বাংলা ব্লগের নিয়মিত একজন ইউজার৷ সে হিসেবে প্রতিদিন ব্লগ লেখাটা একটা নেশায় পরিণত হয়ে দাঁড়িয়েছে ৷ আর আমার বাংলা ব্লগ শুধু একটি কমিউনিটি নয়৷ এটি একটি পরিবার যেখানে সবাই সবার মনের অনুভূতি ভালো-মন্দ সুখ-দুঃখের কথা সবই একে অপরের সাথে বিনিময় করি৷ এমনকি খুব সুন্দর একটি সময় অতিবাহিত করি ৷ এই পরিবারের সাথে তাই প্রতিনিয়ত থাকতে চাই৷ এই পরিবার আমাদের সবার৷

তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের ব্লগের মেইন ধারায়::

আজকে থেকে প্রায় তিন থেকে চার দিন আগে যখন হঠাৎ করে ঠান্ডার প্রকোপ টা অনেক গুণ বেড়ে গেল ৷ ঠিক সেই মুহূর্তেই আমাদের এলাকারই টাইগার ক্লাব যুব সংঘ কর্তৃক দুই দিন ব্যাপী নিত্য প্রতিযোগিতার আয়োজন করেছিল৷ যদিও ১৬ই ডিসেম্বর হওয়ার কথা ছিল ৷ কিন্তু সেটা আয়োজন করা সম্ভব হয় নি ৷ তবে অনেক কিছু পর শেষমেষ টাইগার ক্লাব যুব সংঘ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী নিত্য প্রতিযোগিতার আয়োজন করা হলো ৷

IMG20230116173219_01.jpg

IMG20230116173216_01.jpg

এই নিত্য প্রতিযোগিতা আয়োজন করার আগে মাইক প্রচারে গ্রামে গ্রামে মাইকিং করা হয়েছিল৷ যেহেতু বড়সড়ো একটা প্রতিযোগিতা পুরস্কারও ছিল অনেক বড় ৷ প্রথম পুরষ্কার ছিল একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার ছিল এলইডি টিভি৷

যদিও আমি অনুষ্ঠানের প্রথম দিন যাই নি৷ কারণ যে পরিমাণে শীত তাতে আসলে অনুষ্ঠান না দেখার চেয়ে ঘরে বসে লেপের ভিতরে শুয়ে থাকা অনেক ভালো৷ গ্রামের পাশেই খুব বেশি দূরে না, একটি হাই স্কুল মাঠ প্রাঙ্গনেই এই অনুষ্ঠানটি আয়োজন৷ তাই বাড়ি থেকে ঘরে ঘরে বসেই অনুষ্ঠানের সম্পূর্ণ সম্প্রচার শুনতে পাচ্ছি৷

অনুষ্ঠানের প্রথম দিনেই যতসব পার্টিসিপেট ছিল সবগুলোকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছিল ৷ এবং কি সেখান থেকেই প্রথম রাউন্ডের অনেকজনকে বাদ দিয়ে দ্বিতীয় রাউন্ডের সিলেক্ট করেছিল৷ আর তার পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন ছিল প্রায় তিনটি রাউন্ড সেখানে পাঁচজন ছিল ফাইনাল রাউন্ডের পার্টিসিপেট৷

আসলে নৃত প্রতিযোগিতা হলো এমন একটি প্রতিভা যা সবাই পারে না৷ এই প্রতিযোগিতায় একজন শিল্পীকে প্রায় ৮ থেকে ১০ টি গানের নৃত্য পরিবেশন করতে হয় ৷ শুধু পরিবেশন করলেই যে নৃত্য হবে তা কিন্তু নয় ৷ গানের সাথে তাল মিলিয়ে ভাবভঙ্গি সাজসজ্জা যা সব কিছু দিয়েই যাজেছ অর্থাৎ বিচারকদের মনের জায়গা করে নিতে হবে ৷ তাহলে একজন প্রতিযোগী বিজয় অর্জন করতে পারবে৷

তো আমি দ্বিতীয় দিন গিয়েছিলাম যদিও অনেক শীত ছিল তবুও যেহেতু বাড়ির পাশেই এত বড় একটি আয়োজন অনুষ্ঠান না গেলে কি আর হয়৷ তো আমি গিয়ে দেখি যে অনেক দর্শক শ্রোতা দূর দূরান্ত থেকে আগত৷ তবে আমি অনুষ্ঠানে বেশিক্ষণ ছিলাম না দুই থেকে তিনটা গানের নৃত্য দেখেই চলে এসেছি৷

IMG20230117220739.jpg

IMG20230117231353_01.jpg

তো আমি গিয়ে দেখি অনেক মানুষের সমাগম৷ আমি যে দেখব তার কোন কুল কিনারা নেই৷ আসলে কথাই বলে না যে বাড়ির ট্রেন মিস হয় বেশি৷ যাহোক কিছু করার নেই যেহেতু আমার সামনে অনেক দর্শক আমিও অনেকটাই কষ্ট করে মাথা উঠে দিয়ে দেখার চেষ্টা করছিলাম ৷
সেই সাথে আমার একটি গান অনেক ভালো লাগলো এমনকি সেই নৃত্য পরিবেশনটি ছোট্ট একটি ভিডিও ধারণ করলাম৷

ভিডিও

কয়েকটা গানের নৃত্য দেখলাম বেশ ভালোই নৃত্য করছে প্রতিটি নৃত্যশিল্পী ৷নৃত্য শেষ হওয়ার পর বিচারক নৃত্যের সময় কোন তালে কোন ভঙ্গিতে কোন জিনিসটা মিছ হয়েছে বা কতটা ভালো হয়েছে তার কিছু বিবরণ দিচ্ছে৷

তো আমি আর বেশিক্ষণ না দেখে বাড়ি ফেরার পথে রওনা দিলাম ৷ যেহেতু অনেক ঠান্ডা তাই বেশিক্ষণ না থাকাই অনেক ভালো৷

IMG20230117232614_01.jpg

IMG20230117232617_01.jpg

বাড়ি আসার সময় বাইরে আসলাম দেখি কুয়াশায় ভরে গেছে চারদিক দোকানপাট কোন কিছু দেখা যাচ্ছে না ৷ শুধু সামান্য আলোটুকু বাড়ি আসার জন্য যে মোবাইলের ফ্লাশ লাইট সেটিও যেন কোনমতে দেখা যাচ্ছে ঐ আসলে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল ৷সেদিনের রাতে৷ সবমিলে অনুষ্ঠানটি বেশ ভালোভাবে উপভোগ করেছিলাম ৷

তো বন্ধুরা এই ছিল সেদিনকার রাতে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান দেখার অনুভূতি৷
আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

শীত অনেকটা কমেছে। বাহ্ নৃত্য করে টিভি আর ফ্রিজ। আগে কেন খবর টা পেলাম না। আসলে গ্রামগুলো এখন হয়তো এখনও শীত কালে অনেক অনু্ষ্ঠান আয়োজন করে। ভালই সময় উপভোগ করেছেন মনে হচ্ছে।

 2 years ago 

কেন আপু আগে খবর পেলে আপনি অংশগ্রহণ করতেন ৷

 2 years ago 

আগে খবর পেলে কি অংশগ্রহণ করতেন ৷

 2 years ago 

আসলেই দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে সময় গুলো ৷ কয়েক দিন আগেও প্রচুর শীত এখন অনেকটা কমেছে ৷ যাই হোক শীতের রাতে নৃত দেখার কিন্তু মজাই আলাদা ৷ নৃত্য প্রতিয়োগিতা দেখতে গিয়ে বেশ ভালোই মুহূর্তে কাটিয়েছিস ৷ ভালো লাগলো তোর সুন্দর অনুভুতি এবং কাটানো সুন্দর মুহূর্ত গুলো দেখে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

 2 years ago 

ধন্যবাদ বন্ধু
সময় শেষ শুরু হবেই ৷ সে দিন রাতে অনেক আনন্দের মুহূর্ত পার করেছিলাম ঐ

 2 years ago 

আপনি ঠিক বলছেন কিছুদিন আগে শীতের মাত্রা অনেক বেড়ে গেলেও দুইদিন হয়েছে শীতের পুকুরটা অনেক কমে গেছে।শীতের দিনে এমন অনুষ্ঠান দেখতে অনেক ভালো লাগে।তবে একটা বিষয় অনেক বেশি ভালো লেগেছে যে প্রতিযোগিতায় অনেক বড় বড় পুরস্কার এর আয়োজন করা হয়েছে।খুব সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

হুম আপু শীতের রাতে নৃত অনুষ্ঠান দেখার মজাই আলাদা ৷ আর বড় বড় পুরষ্কার ছিল ৷

 2 years ago 

দাদা,শীতের রাতে যেকোনো অনুষ্ঠান উপভোগ করতেই ভালো লাগে।আর নৃত্য হলে তো কথা নেই।প্রথম পুরষ্কার একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার ছিল এলইডি টিভি।তাহলে তো বেশ জমজমাট প্রতিযোগিতা হয়েছে।ভিডিওটি ভালো ছিল।দাদা,আপনার পোস্টের টাইটেল ভুল আছে

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য ৷ শীতের রাতে অনুষ্ঠান উপভোগ করতে ভালোই লাগে ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76343.25
ETH 3042.42
USDT 1.00
SBD 2.62