||ঢেঁড়শ ফুলের আলোকচিত্র||[10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20220830105850_01.jpg


আজ- ২৪ই,ভাদ্র , | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল |



নমস্কার-আদাব
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর এপার ওপার সকল সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ৷ প্রত্যেক দিনের মতো আজকে ও আপনাদের মাঝে একটি নতুন ইউনিক ব্লগ নিয়ে হাজির হয়েছেি বন্ধুরা৷ সকাল হলেই মানুষের প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী যে যার মত কাজে নিয়োজিত থাকে৷ ঠিক আমিও তার ব্যতিক্রম নাই ভোর সকাল ছয়টার দিকে উঠে টিউশনি এরপর ৯ঃ০০ টা ১০ টার মধ্যে কলেজের দিকে রওনা কলেজে ক্লাস শেষ করে দুপুরে বাড়ি আসা৷ সকাল থেকে আকাশের অবস্থা বেশ ভালই ছিল কিন্তু ঠিক দুপুরের পর আবহাওয়া পুরোপুরি পরিবর্তন হয়ে গেল৷ চারদিকে মেঘাচ্ছন্ন আকাশ বাতাস আর সকাল থেকে যে গরম আর রোদ তাতে এই বাতাসের শরীর মন সব কিছু জুড়ে যাওয়ার মত এত সুন্দর বাতাস৷

যাই হোক কিছুক্ষণ পর বাতাস যখন থমকে দাঁড়ালো তখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু করলো একটা পর্যায়ে বৃষ্টি আরো প্রখর হতে শুরু করল৷ প্রায় ঘন্টাখানেক বৃষ্টি হওয়ার পর থেমে গেল৷ আরে বৃষ্টি থেমে যাওয়ার পরে ই ঘড় থেকে বের হয়ে আমার বাড়ির পাশেই লাগানো ঢেড়শ চাষের জমি৷ এইতো কয়েকদিন আগেই আমার এক দাদু এই ঢেঁড়সের বিজ লাগিয়েছে৷ দেখতে দেখতে গাছগুলো এক পর্যায়ে বড় হয়ে গেল এবং তাতে ঢেড়শ ফল দেওয়া শুরু করলো৷ প্রায় সপ্তাহে দুদিন ঢেড়শ বাজারে গিয়ে বিক্রি করে আসে ৷ এবং কি আজ হঠাৎ চোখে পড়লো সেই ঢেরস গাছগুলোতে বেশ ফুল ফুটেছে দূর থেকে দেখতে বেশ চমৎকার ভালোই লাগছিল পা টিপে টিপে জমির কাছে গিয়ে দাঁড়ালাম আসলে বৃষ্টির পর পানির ফোটা ঝিরঝির করে লেগে আছে দেখতে বেশ ভালই লাগছিল৷

ঢেঁড়শ ফুলের আলোকচিত্র

IMG20220830105833_01.jpg

IMG20220830105859_01.jpg

IMG20220830105857_01.jpg

IMG20220830105957_01.jpg

ঢেঁড়শ গাছটি বেশ বড় লম্বা প্রায় দুই মিটার পযন্ত লম্বা ৷এবং ফুল গুলোও দেখতে অসাধারণ বিশেষ করে ফুলটি রঙটি সাদাটে হলুদ আমার কাছে সবচেয়ে ভালো লাগে সাথে ফুল টির মাঝখানে থাকা শীর্ষবিন্দুটি৷
আর বর্তমান সময় এর ঢেরস পাওয়ার উপযোগী সময় তরকারিতেও বেশ ভালই লাগে বিশেষ করে পিচ্ছিল ভাব অনেকটা মুখে দিলেই এমনিতেই চলে যায়৷ প্রচুর পরিমাণ প্রোটিন ভিটামিন ও রয়েছে এই ঢেঁড়সে ৷

আসলে বন্ধুরা আজ দুপুরের পর হঠাৎ করেই চোখে পড়লো বাড়ির পাশে থাকা ঢেঁড়শ ফুল গুলো দিকে৷ আর তখনই দেরি না করে হাটে থাকা মুঠোফোনটি দিয়ে ছবি তোলার প্রচেষ্টা আর বিশেষ করে বৃষ্টির পর ফুলগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছিল ৷
আর তাই ভাবলাম আজকে এই ঢেড়শ ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করি৷ জানিনা ঠিক আছে কথাটা ভালো লাগবে ৷তবে আশা করছি সকলেরই এই ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে৷ যদিও এটি কোন প্রফেশনাল ফুল নয় ৷তবুও উদ্ভিদ জাতীয় মধ্যে সবচেয়ে সুন্দরতম ফুল বলে আমি মনে করি৷

IMG20220830110117_01.jpg

IMG20220830110026_01.jpg

ভুল ত্রুটি মার্জনীয়

@gopiray

কমিউনিটি আমার বাংলা ব্লগ
----
ফটোগ্রাফার@gopiray
লোকেশনhttps://w3w.co/

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmR3C8Fg3QT9iRz7mwVsTZZpendjwKtuitxb6QVkhPwUVPETtkbK9A1G2NvA6...9jU8mh7Mgevyq4t5hFmNHNoM2EQoSoKr5GMud2bMqjcwNqPhSPuNcjShfbZpjV4AvwCNhYi8NMN7pYMXATCqV93t5bGwR69NoBAsaaLVm6MySCNDe4Bj8EZPRo.gif

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 2 years ago 

ঠিকই বলেছেন ভাজা মুখে দিলে এমনিতেই চলে যায়। ঢ়েঁড়স ফুলের ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো। গ্রামে বেশিরভাগ দেখতে পাওয়া যায় ফুল গুলো। অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে আপু কয়েকদিন আগে ঢেড়ঁশের ভাজি খেয়েছিলাম ৷ওমা মুখে দেওয়া মাত্র পেটে ৷
ধন্যবাদ আপু

 2 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে আমাদের সকলের মাঝে উপস্থাপনা করে শেয়ার করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার তোলা সুন্দর ফটোগ্রাফি হুলো আপনার ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম ৷

 2 years ago 

ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিলো সাথে বর্ননাও ৷ বৃষ্টিতে ফুলগুলো ভেজার জন্য ফুলের সৌন্দর্য দ্বিগুণ হয়েছে ৷ অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর ছবিগুলি শেয়ার করার জন্য ৷ শুভকামনা রইল

 2 years ago 

হুম ঠিক বলেছেন বৃষ্টিতে ভেজার কারনে ফুল গুলো বেশি সৌন্দর্য দ্বিগুন হয়েছে ৷গঠন মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ফটোগ্রাফি তো সুন্দর হয়েছেই সেই সাথে তার বর্ণনা টাও অনেক সুন্দর হয়েছে।বৃষ্টি ভেজা ঢেড়স আর তার ফুল অনেক সুন্দর লাগছে

 2 years ago 

তাই না কি ভাই ফটোগ্রাফি সুন্দর হয়েছে শুনে খুব ভালো লাগলো

 2 years ago 

ঢেঁড়স গাছের ঢেঁড়স এবং ফুলের অসাধারণ কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।। ফটোগ্রাফি গুলাও দুর্দান্তভাবে ক্যামেরাবন্দি করেছেন বিশেষ করে বৃষ্টির কণাগুলো জমে থাকার কারণে ফুলের সৌন্দর্য বহু গুনে বেড়ে গিয়েছে।।

 2 years ago 

ভাই চেষ্টা করেছি ভালো করে ফটোগ্রাফি কারার ৷আর বৃষ্টির পর তুলেছি তাই পানির কনা গুলো বেশ চমৎকার ৷
ধন্যবাদ

 2 years ago 

বৃষ্টি ভেজা ঢেড়সের ফুল দেখতে খুবই চমৎকার লাগছে। ঢেঁড়স ফুল আসলেই অনেক সুন্দর ফুল। আপনি বেশ সুন্দরভাবে এই ফুলে ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর উৎসাহিত মন্তব্য করার জন্য

এত সকালে উঠে পড়তে যাওয়া তারপর কলেজ,, ওরে বাপরে এসব কথা মনে হলেই এখন দম বন্ধ হয়ে আসছে। 😀😉।

যদি সত্যি বলি তো এটাই মনে হয় আমার প্রথম প্রথম ঢেঁড়স ফুল দেখা। আগে কখনো দেখি নি। এক কথায় অপূর্ব লাগলো। আপনার ছবি তোলার হাত কিন্তু বেশ ভালো। তবে হ্যাঁ লেখা টা ভালো করে আবার পড়বেন একটু। বেশ কয়েক জায়গায় বাক্য বিন্যাসে একটু প্রবলেম লাগলো আমার কাছে। আমি ভুলও হতে পারি। চেক করে দেখবেন একবার। ধন্যবাদ।

 2 years ago 

হুম দাদা জীবনটা এমনি রোজ সকালটা শুরু হয় ব্যস্তময় দিয়ে ৷ঠিক আছে দাদা ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য ৲ চেষ্টা করবো বাক্য গুলো ভালো করে লিখতে ৲৷

 2 years ago (edited)

আপনি ঢেঁরশ ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর করে তুলেছেন। ঢেঁরশ গাছ ও ফুলের বর্ণনা আপনি খুব সুন্দর করে দিয়েছেন আমার কাছে অনেক ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40