গ্রামের মানুষের ব্যস্ততার জীবন যাপন.......!!!

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

IMG_20231203_185445.jpg

নমস্কার🙏🏼


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে

ছোট্ট এ জীবন কিন্তু জীবনের চলার পথগুলো যেন দীর্ঘ থেকে দীর্ঘতর ৷ জীবনের আরেক নাম ব্যস্ততা আর ব্যস্ততার আরেক নাম হলো জীবন৷ কিন্তু নতুন শিখরে পৌঁছানো আসলে সত্যি বলতে জীবন যে কি তা আমার জানা নেই ৷ তবে আমরা প্রতিনিয়ত জীবনের জন্য ছুটছি প্রতিনিয়তই ছুটছি জীবনে ভালো কিছুর জন্য ভালো কিছু পাওয়ার জন্য ৷

আমরা ব্যক্তি জীবনে যে যেটা সাথেই পরিচিত কিংবা পেশাগত ভাবে জীবিকা নির্বাহ করছি ৷ মূলত আমি সেটিকে ই জীবন বলি ৷ সেটা হোক সাধারণ কৃষক, থেকে শুরু করে একজন চাকরিজীবী , কিংবা বড় বড় ব্যবসায়ী, কিংবা না আমি নামি দামি মানুষ সবাই এ জীবন জীবিকার জন্য ছুটছে৷ তাইতো প্রকৃত অর্থে আমি সকল পেশার মানুষকেই জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধার এবং সেলুট৷ যে যারা জীবন জীবিকার জন্য প্রতিনিয়তই নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে চলেছে ৷

বর্তমান চলছে হেমন্তকাল অর্থাৎ শীতের পড়ন্ত মুহূর্ত বাংলাদেশের ছয়টি টি ঋতু বিরাজমান ৷ আর এ প্রত্যেকটি ঋতুর যে প্রকৃতির এক নির্বাক সৃষ্টি তা আসলে বাংলাদেশে আমরা লক্ষ্য করি ৷

বিশেষ করে শীতের মৌসুমে গ্রামের মানুষের যে ব্যস্ততা ৷ আমি মূলত সেই ব্যস্ততাকেই তুলে ধরছি আজকের ব্লগে ৷
যদিও আমরা ব্যক্তিজীবনের সবাই নিজের পেশার সাথে জড়িত ৷ ঠিক যেমন শহরের মানুষ শিল্প কারখানা, ব্যবসায়ী ,চাকরিজীবী, সব মিলে শহরের মানুষের এটাই ব্যস্ততার জীবনযাপন ৷

আর আরেকদিকে গ্রামের মানুষ প্রতিনিয়তই মাথা ঘাম পায়ে ফেলে ঝড়-বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে সোনার ফসল৷ যা দেশের জন্য দেশের মানুষের জন্য বেঁচে থাকার এক চরমপন্থা হিসেবে কাজ করে ৷ এদিক থেকে আমি প্রত্যেকটি পেশার মানুষকেই একজন যোদ্ধা হিসেবে মনে করি৷

IMG20231126170708.jpg

IMG20231116161458_01.jpg

IMG_20231203_185445.jpg

IMG20231116161444_01.jpg

এই বর্তমান সময়ে গ্রামের মানুষের ব্যস্ততার জীবনধারা নিয়েই আজকের ব্লগটি লিখছি৷ বর্তমান সময়ের শীতের মৌসুম আর হেমন্তের শেষ সময়ে গ্রামের মানুষের ব্যস্ততার সময় যেন প্রতিনিয়তই বাড়ছে৷ কারণ নতুন ধান ঘরে তোলার আনন্দ সেই সাথে শীতের শাক সবজি চাষ এছাড়াও গ্রামের কৃষকগণ এসব নিয়ে প্রতিনিয়তই ব্যস্ততার সাথে কাজ করতে চলেছে ৷

আসলে গ্রাম মানেই ফসল আর ফসল ৷ যে বর্তমান সময়ের কথাই বলা যাক নতুন ধান ঘরে ওঠা মাত্রই গ্রামের মানুষগুলো নবান্ন উৎসব উদযাপন সেই সাথে আত্মীয়-স্বজনদের ডেকে এনে নতুন ধানের ভাত খাবার যে এক আনন্দ সেগুলো আসলে গ্রামের মধ্যেই উপভোগ করা যায়৷

যাহোক মূলত আমি এসব নিয়েই আজকের ব্লগটি উপস্থাপন করলাম৷ আসলে গ্রামের মানুষ হোক কিংবা শহরের মানুষ আমরা সবাই নিজের পেশাগত বা কর্মজীবন নিয়েই ব্যস্ততার জীবন অতিবাহিত করে ৷ সে দিক থেকে আমরা কেউ পিছিয়ে নেই সবাই তাদের নিজের জীবন জীবিকার জন্য কোনো না কোনো কর্মজীবনকে বেছে নিয়েছে৷
তাই আমাদের সবার উচিত সব শ্রেণি-পেশার মানুষ কি শ্রদ্ধা ভরে সম্মান করা ৷ তাহলেই আমাদের ব্যক্তিজীবনে প্রতিটি পেশাগত মানুষের জীবনের সাথেই একটি উৎসাহ উদ্দীপনা কাজ করবে ৷

দিনশেষে জীবন যাপন করার জন্য সবার প্রয়োজন ৷ সেখানে ছোট-বড় ধনী-দরিদ্র যে মানুষই হোক না কেন৷ সবাই ব্যস্ততার জীবনের পরেও একটি সুন্দর জীবন চায় সেটা হোক শ্রদ্ধা ভরে সম্মানের সাথে৷

IMG20231129160739.jpg

IMG20231202165326.jpg

লোকেশন


তো এই ছিল আজকের গ্রামে মানুষের ব্যস্ততার জীবনযাপন নিয়ে আমার লেখা ছোট্ট একটি কনটেন্ট ৷ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এমনটাই আশা প্রত্যাশা করি ৷

প্রিয় বন্ধুগণ আজকে এই ছিল আমার উপস্থাপনা ৷ আবারো হাজির হবো অন্য কোন নতুন ইউনিক ব্লগ নিয়ে ৷ সেই আশা প্রত্যাশা রেখে আজকে আপনাদের মাঝে এখানেই বিদায় নিচ্ছি৷



3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

ভুল ত্রুটি মার্জনীয়

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷


ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ
https://w3w.co/slotted.inward.quartered
আমার. বাংলা ব্লগ

Sort:  
 8 months ago 

গ্রামের এই সুন্দর দৃশ্য গুলো আমার খুবই ভালো লাগে। যেখানে কৃষকেরা শীতের শুরুতেই ধান কাটার কার্যক্রম চলাতে থাকে। পাশাপাশি শীতের আবহাওয়া অনুভব করে। আর এদিকে ধানগুলো সুন্দরভাবে গাড়িতে অথবা যেকোন মাধ্যমে উঠিয়ে নিয়ে আসে ফসলের মাঠ থেকে। চমৎকারভাবে আপনি ধান কাটার এই মুহূর্তটা শেয়ার করেছেন।

 8 months ago 

আসলে যারা মাথার ঘাম পায়ে ফেলে এবং রোদ বৃষ্টিতে ভিজে আমাদের জন্য সোনার ফসল ফলান তারাই এদেশের সব থেকে খাঁটি মানুষ। তারা যদি এরকম অক্লান্ত পরিশ্রম না করতেন তাহলে হয়তো আমরা ভাত খেতে পারতাম না। তবুও তারা ন্যায্য মূল্য পায়না এবং সীমাহীন অভাবের মুখে পতিত হয়।
যাই হোক এখন বাংলাদেশের প্রতিটা গ্রামে অনেক বেশি ব্যস্ততা চলছে। কারণ নতুন ধান প্রতিটি বাড়িতে উঠিয়ে নিয়ে আসছে কৃষকরা এবং অনেক ব্যস্ত দিন যাপন করছে। অনেক ধন্যবাদ ভাই গ্রামীণ ব্যস্ততার এমন চমৎকার চিত্র তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

এবার গ্রামে গিয়ে শীতকালে গ্রামের মানুষের এই ব্যস্ততা গুলো আমি স্বচক্ষে দেখে এসেছি। সত্যিই তারা খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে। ঠিক বলেছেন ভাইয়া আমাদের উচিত সব শ্রেণীর পেশার মানুষকে সম্মান করা। তাদের পরিশ্রমের জন্যই আমরা ঘরে বসে খেতে পারছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

গ্রাম অঞ্চলে মানুষের এই ব্যস্তময় দিনের দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে প্রচন্ড শীত পড়েছে এর মধ্যে কৃষকেরা তাদের ফসলের জমি ধান কাটা শুরু করে দিয়েছে। তাদের কষ্ট দেখে খারাপই লাগে।তবে নতুন ধান ঘরে তোলার এই মুহূর্ত তাদের কাছে আনন্দের।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমিও আপনার কথার সঙ্গে একমত পোষণ করছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা পেশার মানুষই এক একজন যোদ্ধা। বর্তমানে ধান কাটার মৌসুম আর এই ধান কাটার মৌসুমী গ্রাম বাংলার মানুষ অনেকটাই ব্যস্ত সময় অতিবাহিত করছে। আরে ব্যস্ত সময় নেই অনেকেই কাজ কর্মের মাধ্যমেই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছে আপনি পুরো ব্যাপারটা আমাদের মধ্যে চমৎকার হবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 8 months ago 

গ্রামের মানুষ এবং শহরের মানুষের মতো অনেক তফাৎ আছে। কারণ গ্রামের মধ্যে যে ফসল গুলো ফলন করা হয় তারা কঠোর পরিশ্রম করে। এই ফসল গুলো ফলনের ক্ষেত্রে রোপন থেকে শুরু করে ঘরে আনা পর্যন্ত পরিশ্রমের শেষ থাকে না। তবে শহরের যান্ত্রিকতার মধ্যেও মানুষ কম পরিশ্রম করে না সেটা ঠিক আছে। কিন্তু সোনালী ধান দেখলে সেই কৃষকের মুখের হাসি দেখলেই সবকিছু ভুলে যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60777.85
ETH 2609.63
USDT 1.00
SBD 2.65