জেনারেল রাইটিং - পেতাম যদি আলাদীনের আশ্চর্য প্রদীপ

in আমার বাংলা ব্লগ5 months ago

istockphoto-1003982522-612x612.jpg
ছবির উৎস

নমস্কার,

মাঝে মধ্যে মনের মধ্যে কিছু অনুভব-অনুভুতি খেলা করে ৷ শুধু মাঝেমধ্যেই বললে ভুল হবে বলা যায় প্রায় প্রতিদিনই ভাবি অনেক কিছু নিয়ে চিন্তার ভাবনার যেন কোন শেষ নেই ৷ আবার কখনো বা ঘুমের ঘোরে সেটা সফলতা হোক বা না হোক ভাবতে থাকি খুবই৷ তবে দুঃখের বিষয় কি জানেন মাঝেমধ্যেই এসব ভাবনাচিন্তার মাঝে নিজেকে সবচেয়ে বেশি তুচ্ছ আর তাচ্ছিল্য মনে হয়৲ মনে হয় কেন এই ছোট্ট দরিদ্র পরিবার কিংবা মধ্যবিত্ত পরিবার জন্ম ৷ যেখানে জীবনকে বিলাতে গিয়ে কেবল পেয়েছি অবহেলা বঞ্চনা দরিদ্রতার শিকার আর যা প্রতিনিয়তই জীবনকে বয়ে বেড়াতে হয় ৲

তাহলে জীবনের শেষ কথায় চোখের সামনে অনেক কিছু দেখি কিন্তু দেখিও প্রকাশ করার কোন শক্তি বা সাহস পায় না ৷ কারণ পাবো কি করে? বাস্তবতার সে শক্তি বা সাহস হারিয়ে গিয়েছে যা আছে শুধু বেঁচে থাকার সম্বল টুকু মাত্র৷


মাঝে মনে হয় যদি আলাদিনের মত আমিও আশ্চর্য প্রদীপ পেতাম৷
যাহোক মাঝেমধ্যে এসব কাল্পনিক কিছু চিতনা ভাবনা এসে ভিড় করে মাথায়৷ যদিও সেগুলো বাস্তবিক অর্থে কোনদিনও পাওয়া সম্ভব নয় বা সেই কাল্পনিক চিন্তা ভাবনাগুলো জীবনের সাথে জড়িত নয় ৲ তারপরও কেন যেন সেই বিষয়গুলো ভাবতে খুব ইচ্ছে করে অজান্তেই৲

আজকালকার সমাজ ব্যবস্থা কিংবা আমাদের চারিপাশের দিকে তাকালে শুধু একটি জিনিসই চোখে পড়ে৷ তা হলো প্রতিনিয়তই মানুষ মানুষকে ভুলে যাচ্ছি ৷ আমরা শুধু নিজের স্বার্থ আর নিজের স্বার্থের জন্যই লড়ছি ৷ আমাদের আশেপাশে কি ঘটছে কি ঘটল কিভাবে চলছে সেদিকে যেন আমাদের কোন কিছুরই লক্ষ্য নেই ৷


এসব চিন্তাধারার মাঝেই আমার খুব ইচ্ছে করে যদি পেতাম সেই আলাদিনের পাওয়া আশ্চর্য প্রদীপ৷ তবে আমি এই সমাজ এই পৃথিবীর রাষ্ট্রের বহু বারতা সবকিছু কে পরিবর্তন করতাম৷ পরিবর্তন করতাম মানুষের বিবেক বিবেচনা যারা শুধু প্রতিনিয়তই স্বার্থের জন্য কাজ যাচ্ছে ৷


যারা দরিদ্র মানুষকে মানুষ মনে করে না সেই সবের বিরুদ্ধে৷

যদি পেতাম সেই আশ্চর্য প্রদীপ তবে জীবনের তিনটি বর বা তিনটি ইচ্ছার মধ্যে প্রথম সবার আগে এ পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা নেয় নিঃস্বার্থতার বর চেয়ে নিতাম ৷ যেখানে পৃথিবীর বুকে সবাই সুখ শান্তি সমৃদ্ধ হবে বাঁচতে পারবে ৲ ৷

যদিও আমরা টিভির পর্দায় দেখেছি আশ্চর্য প্রদীপকে জাগ্রত করে সেখান থেকে টাকা খাবার ঘরবাড়ি এসব চেয়ে থাকে৷ তবে সে দিক থেকে আমার চিন্তাধারা একটু ভিন্নতার চেষ্টা করেছি মাত্র৷

টাকা ঘর বাড়ি এগুলো আসলে সাময়িক সুখ বা স্বার্থপরতার সুখ ৲ যেখানে দরিদ্র অসহায় মানুষগুলো প্রতিনিয়ত ই বঞ্চিত শিকার হয় ৷ সেখান থেকে আমার চাওয়া পাওয়া বা সেই আশ্চর্য প্রদীপের থেকে বেরিয়ে আসা চেরাগ যার কাছে আমি সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করার বহমান ও তার বর চাইবো ৷ যেখানে ধনী-দরিদ্র গরিব অসহায় সবাই একটি সুখের জীবন যাপন করবে ৷ সেটা হোক টাকা ঘরবাড়ি পোশাক পরিচ্ছদ কিংবা খাবার সব দিক দিয়েই কেন সমান সমান অংশীদারিত্ব লাভ করে৷

magic-3775451_1280.jpg

ছবির উৎস

প্রিয় বন্ধুরা আজকের এই এ ব্লগটি আমার নিতান্তই একটি অনুভব অনুভূতির প্রকাশ মাত্র ৷ যদিও এগুলো কখনোই বাস্তবিক অর্থে সম্ভবত নয়৷ কিন্তু আসলে মাঝেমধ্যে মনের মধ্যে এসব অনুভব-অনুভূতির প্রবঞ্চনা ঘটে ৲ আর সেই ধারায় বা সেই অনুভব-নুভূতির মাঝেই ব্লক কি লেখার চেষ্টা করেছি৷

প্রিয় বন্ধুরা আবারো হাজির হবো অন্য কোনো নতুন ইউনিক ব্লগ নিয়ে সে প্রত্যাশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ।আজ এখানেই বিদায় নিচ্ছি ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন.....!!


বিবরন


কমিউনিটিআমার বাংলা ব্লগ
বিষয়জেনারেল রাইটিং
ডিভাইসrealme c12
লোকেশনবাংলাদেশ 🇧🇩

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Sort:  
 5 months ago 

কি আর বলবো ভাই মাঝে মাঝে আমিও এমনটাই চিন্তা করি, আমার চিন্তার মধ্যে তো আরো অনেক কিছু চলে আসে, আলাদিনের চেরাগ বা হুট করে কয়েকটা বিটকয়েন যদি পেয়ে যেতাম তাহলে সকল চাওয়া না পাওয়া ইচ্ছে পূরণ হয়ে যেত।

 5 months ago 

ওরে বাবা আপনি দেখি নিজে নিজে বড় লোক হতে চান ৷ যা হোক যদি বিটকয়েন পান আমাকে ও ভাগ দিয়েন ৷যেহেতু আমিও ব্লগটি লিখলাম ৷
হিহিহিহি
অসংখ্য ধন্যবাদ ভাই

 5 months ago 

আসলে এই ধরনের চিন্তাভাবনা না পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই চলে আসে। যেটা আপনি নিজের চিন্তা ভাবনার মধ্যে এখনো আবদ্ধ করে রেখেছেন। যা আছে সেটা নিয়েই সুখে থাকতে হবে । অনেক কিছু না পাওয়ার থাকে। এই ধরনের চিন্তাভাবনার জন্ম দেয় তবুও যা আছে সেটা নিয়ে ভালো থাকতে হবে। আপনার ইচ্ছা গুলো পূরণ হোক সেটাই প্রত্যাশা করি।

Posted using SteemPro Mobile

 5 months ago 

না রে আমিও জানি এগুলো পাওয়া সম্ভব নয় ৷ তবে ওই যে কিছু কল্পনা থেকে যায় ৷

 5 months ago 

হা হা হা আলাদীনের প্রদীপ যদি পাই মানুষ তাহলে আর কিছু ব্যর্থ থাকতো না জীবনে। সবকিছু আলাদীনের প্রদীপের মাধ্যমে সব পেয়ে যেত। বর্তমান সমাজটাই এমনই আসলে সবার একটু টাকা পয়সা থাকলেই অন্যজনের কথা আর মনে রাখে না। তাছাড়াও কেউ কাউকে এখন আর সহযোগিতা করে না তেমন। যদিও যারা করে সীমিত সংখ্যক মানুষ। অনেক ভালো লেগেছে আপনার আজকের শেয়ার করা অনুভূতি গুলো।

 5 months ago 

আসলে আমি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মনের কিছু কল্পনা থেকে লিখার চেষ্টা করেছি মাত্র ৷

 5 months ago 

আসলে এরকম ভাবনা আমাদের সকলের মধ্যে আছে। এই চিন্তা আমাদের কাছে আসে না পাওয়া থেকে। এখনকার সময়ে যাদের একটু টাকা পয়সা রয়েছে তারা অন্যদেরকে মানুষই মনে করো না৷ সবসময় নিজের কথাই চিন্তা করে৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে সুন্দর পোস্ট পড়ে।

 5 months ago 

আসলে বর্তমান সময়ে মানুষ জন বড়ই অদ্ভুত ৷ আশ্চর্য প্রদিপ পাওয়া যদিও সম্ভব নয় ৷ তবুও বর্তমান প্রেক্ষাপট দেখে বলতে ইচ্ছা হয় ৷ যা হোক আপনার মন্তব্য দারুন ছিল ৷

 5 months ago 

আলাদিনের আশ্চর্য প্রদীপ পেলে আপনি তো দেখছি বেশ ভালোই কাজ করতেন। অনেকেই আশ্চর্য প্রদীপ পেলে অনেক কিছুই করতো। কিন্তু আপনার কাজগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আজকে দেখছি আপনি আলাদিনের আশ্চর্য প্রদীপ নিয়ে সুন্দর একটা পোস্টে লিখেছেন, যেটা সম্পূর্ণ পড়ে আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিক নিয়ে পোস্টটা লেখার জন্য।

 5 months ago 

হে ভাই পেলে তো ভালো কিছু করার চেষ্টা করবো ৷ কিন্তু তা কি আর সম্ভব ৷ওই যে বলে না আগের দিন বাঘে খাইছে ৷

 5 months ago 

আসলে আপনার চিন্তাভাবনারা একেবারে ভালো ছিল। এখনকার চারপাশের পরিবেশ যতটা কঠিন এই পরিবেশে যদি একটি আলাদিনের প্রদীপ পেতাম তাহলে আসলেই বেশ ভালো হতো। চারপাশের কত দুঃখ কষ্ট একটু হলেও গুছাতে পারতাম ‌‌ এখনকার সমাজটা অনেক বড়ই কঠিন যার কাছে যার মূল্য আছে হয়তো তার কাছে বাকি সবাই অর্থহীন। আমার মনে হয় এখন প্রায় মানুষের শুধু টাকার পিছনে ছুটে। যেমন যারা মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করে তারাই এরকম ভাবে চিন্তা করে যদি একটা আলাদিনের প্রদীপ পেতাম তাহলে কতই না ভালো হতো। আসলে আপনার আজকের পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।

 5 months ago 

চিন্তা ভাবনা ভালো থাকা সত্বেও এই আশ্চর্য প্রদিপ পাওয়া সম্ভব নয় ৷কারন সেদিন আর নেই ৷এখন কলিযুগ ৷ তাই সেসব চিন্তা ধারনা কল্পনা মাত্র এই ৷ তবে আপনার মন্তব্য অনেক ভালো ছিল ৷

 5 months ago 

প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা যদি এরকম ভালো হতো তাহলে সত্যি অনেক সুন্দর হতো। আপনার চিন্তাভাবনা দেখে সত্যি খুব ভালো লেগেছে। কারণ আপনারা চিন্তা ভাবনা অনেক ভালো ছিল। প্রত্যেকটা মানুষ টাকা পয়সা ধনসম্পদ এগুলোর পেছনে সারাক্ষণ ছোটাছুটি করতে থাকে। তোরা যদি এরকম ভাবে সবকিছু চিন্তা ভাবনা করে তাহলে হয়তো হতো। আলাদিনের আশ্চর্য প্রদীপ তো আপনাকেই দেওয়া প্রয়োজন। যাইহোক যদিও এরকম কিছু আছে বলে মনে হয় না। ভালো লাগলো আপনার সম্পূর্ণ পোস্টটি।

 5 months ago 

আপু তা ঠিক বলছেন যে প্রতিটি মানুষের চিন্তা এক থাকতো তাহলে তো পৃথিবীটা বদলে যেতো ৷ আপু আমার চিন্তা ভালো থাকার পরেও প্রদিপ পাবানো কারন সেটা কল্পনা মাত্র ৷ হিহিহিহিহ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57305.83
ETH 3076.79
USDT 1.00
SBD 2.40