ফোটোগ্রাফি 📸 || ৭ টি রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম || (10% beneficiaries to shy-fox 🦊 or 5% abb-school)
আমার বাংলা ব্লগ
সাতটি ছবি নিয়ে একটি অ্যালবাম
হ্যালো
সবাই কে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ৷ প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও ভালো ভাবে পালন করছেন ৷ আজ মে মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার ৷ বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন ইউনিক ব্লগ নিয়ে ৷আসলে অনেক দিন ধরে ফটোগ্রাফির পোষ্ট করা হয় না ৷ তাই ভাবলাম আজ যেহেতু ঈদের দিন কিছু ফটোগ্রাফি শেয়ার করলে দোষের কি ৷তাই আর দেরি না আজকের সারা দিন ধরে কয়েকটা ফটোগ্রাফি করেছি ৷প্রতিটি ছবি আমার নিজ হাতে ও মুঠোফোনে তোলা ফটোগ্রাফি ৷আশা করবো আপনাদের ভালো লাগবে ৷তাহলে চলুন আর দেরি না দেখা যাক ফটোগ্রাফি গুলো
ফটোগ্রাফি-০১
Device :realme12
What's 3 Word Location
একটু ভালো করে লক্ষ করুন তো কিসের ছবি ৷এটি একটি দোকানদারের ছবি আসলে আজ আমি রাস্তায় বসে থাকার সময় দেখলাম যে এক ব্যাক্তি সাইকেল করে অনেক কিছু জিনিস নিয়ে ব্রিক্রি করছে ৷আসলে গ্রামের এসব দৃশ্য নতুন নয় এ রকম আরও অনেক দোকানদার আছে যারা বিভিন্ন ধরনের জিনিস গ্রামে গ্রামে ব্রিক্রি করে থাকে ৷
ফটোগ্রাফি-০২
Device :realme12
What's 3 Word Location
এটি একটি ফুলের ফটোগ্রাফি ফলটি দেখতে খুব সুন্দর হলেও আসলে ফুল টির নাম আমার জানা নেই ৷ ফুলটি দেখতে বেশ লম্বা ৷ এই ফুল গ্রামের আশে পাশে রাস্তার ধারে প্রায় দেখা যায় ৷
ফটোগ্রাফি-০৩
Device :realme12
What's 3 Word Location
এটি একটি গ্রামের এক অপূর্ব দৃশ্য ৷ আপনারা দেখতে পাচ্ছেন একটি গরু মাঠে ঘাস ঘাচ্ছে ৷সত্যি দেখতে অসাধারণ ৷আসলে গ্রামের মানুষের এক গৃহপালিত পশুর মধ্যে সবার আগে বলে যায় গরু সবার আগে৷গ্রামের এমন কোনো বাড়ি বা পরিবার নাই যেখানে গুরু পালন করে না ৷প্রতি বাড়িতে আছে এই গৃহপালিত গরু ৷
ফটোগ্রাফি-০৪
Device :realme12
What's 3 Word Location
এই ফুলটির নাম কুচুরিপানা ৷ফুলটি আমার কাছে অনেক ভালো লাগে ৷দেখতে বেশ চমৎকার রং সাদা আর মাঝে মাঝে ফটকা ফটকা আকাশি রং ৷এই ফুলটি গ্রামের পুকুর বা নদীর মধ্যে যে কুচুরিপানা গুলো থাকে সেখান থেকে ফুলটি ফোটে ৷
ফটোগ্রাফি-০৫
Device :realme12
What's 3 Word Location
এই ছবি টিকে কে না চিনে এটি একটি ভুট্টার ফল৷কৃষক তার জমিতে এক সময় ভুট্টার বীজ লাগায় ৷এরপর সেখান থেকে গাছ আবার সেই গাছ থেকে আবার ভুট্টা৷ একটি ভুট্টায় অনেক গুলো দানা ৷ যেগুলো ব্রিক্রি কৃষক মটা অংকের টাকা পেয়ে থাকে ৷
ফটোগ্রাফি-০৬
Device :realme12
What's 3 Word Location
এই ছবিটি ভালো করে দেখুন এই ফুলটির নাম কদম ফুল ৷এই ফুল টাকে শহরের মানুষ জন খুব একটা চিনে না ৷কিন্তু গ্রামের কমবেশি সবাই চিনে ৷কদম একটি গাছ আর ঠিক এই বর্ষাকাল এলে কদম গাছে এই ফুল ফোটে যাকে সবাই কদম ফুল বলে ৷দেখতে বেশ চমৎকার গোল কার আর সাদা আর ভিতরে কমলা রং ৷
ফটোগ্রাফি-০৭
Device :realme12
What's 3 Word Location
সর্বশেষ ফটোগ্রাফি টি একটি পেয়ারা ফুলের ফটোগ্রাফি ৷আসলে পেয়ারা ফল দেওয়ার আগে এই ফুলটি ফোটে এরপর একসময় সেখান থেকে পেয়ারা ফল হয় ৷
"ফটোগ্রাফি এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা আমাদের পুরোনো স্মৃতিকে দেখে আবার আনন্দ উপভোগ করতে পারি। ফটোগ্রাফি করতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম দেখা যায়। তেমন আমিও চেষ্টা করি সবসময় ফটোগ্রাফি করার। কোথাও ঘুরতে গেলে অথবা সুন্দর কোন জিনিস দেখলেই মোবাইল হাতে নিয়ে সেই ফটোগ্রাফি বা মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে নিতে আমার ভীষণ ভালো লাগে। আজ আমি আমার ধারণ করা কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।" |
---|
- তো বন্ধুরা আজ এই ছিল আমার আজকের সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম৷আশা করছি আপনাদের ভালোই লাগবে ৷আর হে ফটোগ্রাফি গুলো কী রকম লেগেছে তা মন্তব্য করবেন ৷
- পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা ৷
ভাই আপনার যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন. যদি আপনার নিয়মিত পোস্ট করতে সমস্যা হয় সেই ক্ষেত্রেো আমার সাথে একটু কথা বলে নেবেন। এভাবে অনিয়মিত ভাবে কাজ করলে কিন্তু কিছুই হবে না, ধন্যবাদ আপনাকে।
আসলে ভাই আমি খুবই দুঃখিত যে আসলে গত দুইদিন ধরে আমার শরীর টা ভালো ছিল না ৷আর একটু পারিবারিক সমস্যা ও ছিল ৷আর এরপর থেকে যদি কেনো সমস্যা হয় ৷তাহলে যানা বো ভাই ৷ ধন্যবাদ ভাই
ওকে ভাই, আপনি আগে সুস্থ হন।
ভাইয়া ফটোগ্রাফি গুলো বেশ দারুণ হয়েছে। আর ভাইয়া আসলেই ফটোগ্রাফি এমন জিনিজ যাতে আমরা পুরোনো জিনিস দেখে আনন্দ পাই। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।
ঈদের শুভেচ্ছা রইলো ভাইয়া।
হুম আপু ঠিক বলেছেন আর আপনাকেও ধন্যবাদ আপু
সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটি ফটোগ্রাফি সত্যি খুব ভালো হয়েছে। আমার কাছে বিশেষ করে কদম ফুল এবং পেয়ারা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে ফটোগ্রাফি গুলো লেগেছে শুনে খুশি হলাম ৷ধন্যবাদ আপু
সাতটি ফটোগ্রাফি দিয়ে আপনি অনেক সুন্দর একটি ফটোগ্রাফি এলবাম বানিয়েছেন খুবই সুন্দর ছিল প্রতিটা ফটোগ্রাফি আপনি অনেক গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া আপমারাও জন্য শুভকামনা
আপনার ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আমার প্রকৃতির ফটোগ্রাফি বরাবর আমার কাছে ভীষণ ভালো লাগে সেই সাথে আপনি দারুণভাবে ফটোগ্রাফি সম্পর্কে বর্ণনা করেছেন এবং আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি সম্পর্কে আলাদাভাবে বলার প্রয়োজন নেই কারণ প্রতিটি ফটোগ্রাফি মনমুগ্ধকর হয়েছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
ভাইয়া আপনি সাতটি রেনডম ছবি নিয়ে একটি খুব সুন্দর এলবাম তৈরি করেছেন। আমার কাছে অসম্ভব ভাল লেগেছে আপনার অ্যালবাম তৈরি। আপনার ফুলের ফটোগ্রাফি এবং ভুট্টার ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ভুট্টার ফটোগ্রাফি। জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপু খুব সুন্দর মন্তব্য করার জন্য
চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন। ঈদের শুভেচ্ছা রইলো ❤️
ধন্যবাদ ভাইয়া
প্রতিটা ছবি ভিন্ন কথা বলছে। আসলে আপনি যে এত সুন্দর ফটোগ্রাফি করতে পারেন আজকে না দেখলে বুঝতাম না। দারুন ফটোগ্রাফি ছিল এবং ফটোগ্রাফি করতে অনেক দক্ষতা লাগে। সেটা আমি জানি। আমিও ফটোগ্রাফি করি। আপনি প্রতিটি ফটোগ্রাফির জন্য প্রশংসার দাবিদার শুভেচ্ছা রইল।
ঈদ মোবারক
আজকের দিনটা আমাদের জন্য অনেক আনন্দের। আমরা সবাই সারাদিন পরিবার বন্ধু-বান্ধব নিয়ে অনেক মজা করে কাটিয়েছি আনন্দময় এই দিনে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে কদমফুলের ফটোগ্রাফি টা তুলনা হয়না। ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ওয়াও!! কদম ফুল আমার পছন্দের একটি ফুল। অনেকদিন পর দেখলাম আগে গ্রামে অনেক দেখা যেত। এখন মনে হয় আমাদের গ্রাম থেকে বিলুপ্ত হয়ে গেছে।আপনার প্রতিটা ফটো অনেক ভালো ছিল।ধন্যবাদ শেয়ার করার জন্য