ডাই প্রজেক্ট ৷৷রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি ৷ ৷

in আমার বাংলা ব্লগ2 months ago

আজ ০৯ই, বৈশাখ | ১৪৩১ বঙ্গাব্দ, |গ্রীষ্মকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG_20240422_160953.jpg

সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ ।

প্রথমত সবাইকে বলবো যে, বর্তমান সময়টাতে সবাই নিজেকে নিয়ে সর্বদা সচেতন থাকুন সেই সাথে পরিবারের সদস্যদের সতর্কতার বার্তা দিন। কারণ গরমের অস্থিরতা আমাদের জীবনকে অনেকটাই অতিষ্ঠ করে দিয়েছে। ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ ঘোষণা। কিছু কিছু জায়গায় ৪০ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত গরমের তাপমাত্রা উঠেছে । সবাই প্রচুর পরিমাণে পানি পান করবো সেই সাথে নিজের স্বাস্থ্যের দিকে যত্ন নেব কারণ সুস্বাস্থ্যই জীবনের মূল।

সুপ্রিয় , আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ । প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ।তবে আজকের ব্লগটি একটু ভিন্ন ধর্মী । যদিও এর আগে কয়েকবার এরকম ডাইপ্রজেক্ট পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করে ছিলাম। তবে অনেকদিন ধরে এসব থেকে দূরে রয়েছি । আসলে এসব কাজ করতে গেলে বেশ সময়ের প্রয়োজন । আর এই সময়টা যা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না । যাই হোক আজকে হঠাৎ করে এই গরমের তীব্রতা এতটাই বেশি ছিল যে আসলে বলে বোঝানো সম্ভব না । মনে হয় যে গ্রামের দিকে তাও কিছুটা স্বস্তির বার্তা দেয়। কিন্তু শহরাঞ্চলের জীবন যাপন কতটা হাসপাশ যেটা আসলে গ্রামের জীবন যাপন অতিবাহিত করে বোঝাব যায় ।

যা হোক আজকে জকে হঠাৎ করে দুপুরের নাগাদ ভাবলাম যে কি ডাই প্রজেক্ট করা যায়। যেহেতু গরম চলতেছে তাই হাতপাখা আমাদের অনেকটাই কাজে লাগে । কারণ বর্তমান সময়ে লোডশেডিং এত পরিমানে যে আসলে আমাদের হাত পাখার অবলম্বন করতে বাধ্য হয়। তাই তো ইচ্ছে গুলো একটি রঙ্গিন কাগজ দিয়ে হাত পাখা বানানোর। যদিও বা এসব কাজ করতে আমি খুব একটা অভ্যস্ত না। তবে আজকে চেষ্টা করলাম।
তো চলুন আর দেরি না করে দেখে আসা যাক । আমার রঙ্গিন কাগজ দিয়ে বানানো হাত পাখার বানানোর প্রক্রিয়া টি ৷


রঙিন কাগজের হাতপাখা বানানোর সর্বশেষ ফটোগ্রাফি।

IMG_20240422_161445.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • দুই রঙের রঙিন কাগজ
  • কাচিঁ
  • আঠা

IMG_20240422_161203.jpg


ধাপ-০১

প্রথমত রঙ্গিন কাগজ থেকে সামান্য পরিমাণ কিছু ভাঁজ করে নিলাম এপাশ-ওপাশ দুই দিকে যাতে পাখা বানানোর মতো অর্থাৎ ময়ূরের পেছনের পাখার মতো হয় ।

IMG_20240422_161240.jpg

ধাপ-০২

প্রথম ধাপের মতোই আরেকটি রঙ্গিন কাগজ নিয়ে এপাশ-ওপাশ উল্টো করে ভাস করে নিলাম ।

IMG_20240422_161331.jpg

ধাপ-০৩

এবার ভাগ করা দুটি কাগজ যেগুলো উপরের ছবিতে দেখতে পাচ্ছেন সেগুলোকে আঠার মাধ্যমে লাগিয়ে এডজাস্ট করে নিলাম ।

IMG_20240422_161104.jpg

ধাপ-০৪

এরপর আরেকটি রঙিন কাগজকে গোলাকার করে নিলাম যাতে পাখা টাকে লাগা যায়। বলতে গেলে লাঠির মতো করে নিলাম ।

IMG20240421113650.jpg

ধাপ-০৫

এবার লাঠির মতো বানানো কাগজের সাথে পাখা বানানো কাগজ টাকে আঠা দিয়ে লাগিয়ে নিলাম ।

IMG_20240422_161024.jpg

ধাপ-০৬

সব কাজ করার পর আমার সর্বশেষ রঙিন কাগজের হাত পাখা তৈরি করলাম ।

IMG_20240422_161407.jpg

IMG_20240422_161445.jpg

IMG_20240422_160908.jpg

তো সর্বপরি এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। রঙিন কাগজের প্রজাপতি তৈরি ৷ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন ডাই প্রজেক্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল

শুভেচ্ছান্তে : @gopiray
💕💕


🙏সবাইকে ধন্যবাদ 🙏



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

Sort:  
 2 months ago 

প্রচন্ড গরম আর খুব ঘনঘন বিদ্যুতের লোডশেডিংন
এমন অবস্থায় কিন্তু হাত পাখার কদর বেড়েছে।
আপনি একদম সময় উপযোগী একটি পোস্ট করেছেন।
রঙিন পেপার দিয়ে প্রস্তুত করা হাত পাখার অরিগামেটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

 2 months ago 

জি ভাই ঠিক বলেছেন বর্তমানে এই গরমে হাত পাখার কদর বেশ ৷

 2 months ago 

পারফেক্ট সময়ে পারফেক্ট কিছু তৈরি করা সত্যিই অনেক আনন্দের বিষয়। বর্তমান যে গরম পড়ছে এই গরমে বাতাস খাওয়ার বিষয়টি সবাই প্রত্যাশা করে। হয়তো কখনো লোডশেডিং এর কারণে অস্বস্তির মধ্যে থাকতে হয়। আগে দেখতাম হাতপাখা ব্যবহার করতে। যেটা বর্তমান খুব কম দেখা যায়। ভালো লাগলো রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে হাতপাখা তৈরি করেছেন।

 2 months ago 

আসলে ভাই যে পরিমান গরম তাতে বিদ্যুৎ না থাকলে এক অসস্তিকর ৷ তার জন্য রঙিন কাগজের হাত পাখা তৈরি করার চেষ্টা ৷

 2 months ago 

যে গরম পড়েছে, এই গরমে হাতপাখাটা অনেক কাজে লাগবে। রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর হাতপাখা তৈরি করেছেন। দেখে আমিও শিখে নিলাম, তৈরি করব কালকেই।

 2 months ago 

জি ভাই হাত পাখা টা অনেক কাজে দিচ্ছে ইদানিং ৷ যা হোক ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন ৷

 2 months ago 

বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে গরম অনেক বৃদ্ধি পেয়েছে সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি হাতপাখা তৈরি করেছেন দেখে ভালো লাগলো দাদা। ইচ্ছা করছে আপনার তৈরি এই হাত পাখায় বাতাস খাইতে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ভাই আমি কিন্তু অলরেডি বাতাস খাচ্ছি ৷ কারন যে পরিমান গরম তাতে বিদ্যুৎ না থাকলে এক অসস্তিকর মধ্য দিয়ে যেতে হয় ৷

 2 months ago 

আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা হাত পাখা তৈরি করেছেন। বর্তমান সময়ে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে আর এই গরমে এ ধরনের পাখাগুলো খুবই গুরুত্বপূর্ণ। হাত পাখা তৈরীর প্রতিরোধ ধাপ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

জি ভাই এই গরমে জন্য মুলত এই হাত পাখা তৈরি করেছি ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর মকামতের জন্য ৷

 2 months ago 

বর্তমান রোদের যে তাপ ভাইয়া এরকম হাতপাখা সব সময় নিজের কাছে রাখা দরকার। ভাইয়া আপনি আজকের রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ভাবে একটি পাখা তৈরি করেছেন। পাখাটি দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আপনি পাখা তৈরি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে খুব সহজেই শিখে নেওয়া যাবে। গরমের সময় এরকম সুন্দর একটি পোস্ট দেখতে পেরে ভালো লাগলো ধন্যবাদ।

 2 months ago 

আপু কদিন ধরে বিদ্যুৎ যাওয়ার এই ছোট্ট হাত পাখা টি ব্যবহার করতেছি ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর মকামতের জন্য ৷

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি হাতপাখাটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে হাত পাখাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য ও রইলো অবিরাম শুভকামনা ৷

 2 months ago 

অনেক বেশি পরিমাণ গরম পড়াতে আমাদের শরীরের প্রতি নিজেদেরকে আরো বেশি যত্নবান হওয়া প্রয়োজন। গরমের কথা মাথায় রেখে এবং লোডশেডিং এর কথা মাথায় রেখে খুবই সুন্দর একটি হাত পাখা তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে তৈরি হাতপাখাটি দেখতেও দারুন হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি হাতপাখা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

একদম যথার্থ বলেছেন যে পরিমান গরম তাতে আমাদের সবার শরীরের প্রতি যত্নবান হওয়া উচিত ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61932.16
ETH 3422.23
USDT 1.00
SBD 2.49