বৃষ্টি ভেজা দীপাবলী "শুভ দীপাবলী" @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ১০ই, কার্তিক |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |



নমস্কার - আদাব । মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটিআমার বাংলা ব্লগএর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

IMG20211104190244.jpg
লোকেশন

শুভ দীপাবলি
জীবন হোক সুন্দর সকল অন্ধকার দূর হোক


প্রথমমে সবাইকে জানাই শুভ দীপাবলীর শুভেচ্ছা ও অভিনন্দন৷ জীবনের সকল অন্ধকার মুছে যাক৷ জীবন যেন হয় আলোময় এক রঙ্গিন জীবন ৷ এই প্রার্থনাই করি (শুভ দীপাবলি)

সুপ্রিয়, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

সনাতন ধর্মালম্বীদের সবথেকে বড় উৎসব৷ দীপাবলীর উৎসব যাকে আবার আলোর উৎসবও বলা যায় ৷ গ্রাম থেকে শুরু করে শহরের বিস্তীর্ণ পর্যন্ত সকল সনাতন ধর্মী হিন্দুগণ এই দীপাবলীর উৎসবটি বেশ জাকজমকপূর্ণ হবে উদযাপন করেন ৷ সারা বাড়ি আলোয় আলোকিত আতশবাজি ফানুশ ইত্যাদি অনেক ধরনের অনুষ্ঠান এর মাধ্যমে এই দীপাবলি উৎসবটি পালন করেন ৷ আসলে এই দীপাবলী উৎসবটি পালনের মেইন উদ্দেশ্য এবং কি কোথা থেকে উৎপত্তি তা আসলে যদিও আমি ততটা ভালো ভাবে জানি না৷ তবে যেটুকু জানি যে আসলে রামচন্দ্র যখন শ্রীলংকার রাজা রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়৷ ঠিক তখনই রামচন্দ্র যুদ্ধ করে রাবনকে বধ করে সীতাকে আবার অযোধ্যায় ফিরিয়ে আনে ৷

বংশের মর্যাদা এবং কি বংশ-পরম্পরায় তখনই এই দীপাবলি উৎসবটি উদযাপিত হয় ৷ আর তখন থেকে মর্তলোক থেকে দিবালির উৎসবটি পালিত হয় ৷ অর্থাৎ এই উৎসবটির উদ্দেশ্য হল সকল পাপীদের বিনা বিনাশ ধর্মের স্থাপন এমনকি জীবন যেন আলোয় আলোকিত হয় রঙ্গিন হয় এমনই প্রার্থনা৷ আবার আরেক দিয়েই দীপাবলীর উদ্দেশ্য হলো যে আমাদের বংশের যে আসলে প্রদীপ এই বংশের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়৷ যেন বংশের মর্যাদা কুল সবকিছু ধরে রাখতে পারে ৷ এবং এই প্রদীপ জ্বালানোর উপর আমাদের পূর্বপুরুষদের প্রার্থনা করা হয় ৷ অর্থাৎ সহজ কথা বলতে গেলে আমার বাবার বাবা কিংবা তারই বাবার বাবা অর্থাৎ এই যে ক্রমানুসারে একটি বংশপরম্পরা চলছে ৷ তাদেরকে ও স্মরণ করে এই প্রদীপ জ্বালানো হয় ৷ আর এটাই হলো দীপাবলীর উদ্দেশ্য বা উৎপত্তি ৷

IMG_20221025_195350.jpg
লোকেশন

ও যা হোক গতকাল আবহাওয়া জনিত কারণে খুব ভালোভাবে উদযাপিত করা সম্ভব হয়নি৷ তবে যতটুকু আয়োজন করা হয়েছে ততটুকু নিয়েই শান্তিতে থাকতে হয়েছিল ৷ বিকেলের পর থেকে বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি যেন সব কিছুতেই বাধা করে দিয়েছে ৷ বিদ্যুৎবিহীন একটি সুন্দর রাত তার সাথে ঘরের মেঝেতে প্রদীপ জ্বালানো বিষয়টি বেশ ভালোই লেগেছে৷ কারণ এরকম করে আর কোন বছর দীপাবলি উৎসব পালন করা হয়নি ৷ এদিক থেকে অনেকটা বেশ ভালই লাগছে৷ মাটির তৈরি ছোট্ট ঘটে তেল দিয়ে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখে অনেকটা বেশ সুন্দর অনুভূতি লেগেছিল৷ চারদিকে অনেকটা নিরব কোথাও কোন শব্দ নেই শুধু একটাই শব্দ কানের মধ্যে বাধে যেটা হল বাতাসের শব্দ আর টিনের চালের বৃষ্টির শব্দ সত্যি মনে হচ্ছে অন্যরকম অনুভূতি৷

যদি আমরা প্রতি বছরই কলার গাছের মাধ্যমে প্রদীপ জ্বালিয়ে এছাড়াও বাড়ি চারপাশে প্রদীপ জ্বালিয়ে রেখে কিংবা মোমবাতি ৷ কিন্তু তার কোনটি সম্ভব হয়নি৷ তবুও এ ঝড়-ঝাটার মাঝেও কলার গাছে করে প্রদীপ জ্বালানো হয়েছে কিন্তু বাতাসের যে তীব্র তাতে আসলে প্রদীপ বারবার নিভে যাচ্ছিল ৷তবুও অনেক কিছু চেষ্টা করার পর বাড়ির সবাই মিলে প্রদীপ জালালাম।

IMG20211104190543.jpg
লোকেশন

IMG20211104200647.jpg

IMG20211104200509.jpg

IMG20211104200406_01.jpg

IMG20211104190607_01.jpg
লোকেশন

তো বন্ধুরা এই ছিল আমার দীপাবলি নিয়ে ছোট্ট একটি ব্লগ৷ আপনাদের সবার ভালো লেগেছে যদিও ঝড় ঝাঁপটা ছিল তবুও অল্প কিছু আয়োজনের মাধ্যমে হলেও এই দিপাবলীর উৎসবটি পালন করেছি৷ যাহোক আগামী বছর যেন ভালোভাবে কাটাতে পারি৷ এমনটাই আশা প্রত্যাশা করি ঈশ্বরের কাছে ৷ এবং কি সবার জীবন সুখের হোক মধুর হোক জীবন হোক রঙ্গিনময় এমনটাই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি৷
আবারো হাজির হবো অন্য কোন নতুন ইউনিট ব্লগ নিয়ে৷ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন । আবারও সবাইকে শুভ দীপাবলী৷

ঈশ্বরের কাছে প্রার্থনা করি৷ আমার বাংলা ব্লগবাসীর সবার জীবন যেন আনন্দে সুখে প্রতিটি দিন যেন আনন্দে কাটে এমনটাই প্রত্যাশা৷

__________
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসরিয়েলমি সি বারো

অভিবাদন্তে:

@gopiray

♥ সবাইকে ধন্যবাদ♥

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmR3C8Fg3QT9iRz7mwVsTZZpendjwKtuitxb6QVkhPwUVPETtkbK9A1G2NvA6...9jU8mh7Mgevyq4t5hFmNHNoM2EQoSoKr5GMud2bMqjcwNqPhSPuNcjShfbZpjV4AvwCNhYi8NMN7pYMXATCqV93t5bGwR69NoBAsaaLVm6MySCNDe4Bj8EZPRo.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনাকেও দীপাবলীর শুভেচ্ছা জানাচ্ছি। দীপাবলি উৎসবের ডেকোরেশন কিন্তু দারুন ছিল। সত্যি ভাইয়া এত সুন্দর ভাবে প্রদীপ গুলো সাজিয়ে রাখা হয়েছে দেখেই মুগ্ধ হলাম। তবে আবহাওয়া খারাপ হওয়ার কারণে হয়তো দীপাবলীর উৎসব ভালোভাবে উদযাপন করতে পারেননি। তবে ক্ষুদ্র পরিসরে হলেও সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। প্রদীপগুলো সাজানো দেখে সত্যিই অনেক ভালো লাগছে।

 2 years ago 

হুম ক্ষুদ্র পরিসরে হলেও দীপাবলী ভালো করে উদযাপন করেছি ৷ ধন্যবাদ আপু সার্ভারের কারনে দেরি করে রিপেলে দিলাম ৷

 2 years ago 

শুভ দীপাবলীর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভ দীপাবলীতে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ‌। শুভ দীপাবলীর প্রদীপের আলোর মতন করে আমাদের সবার হৃদয়ে ভালোবাসা জাগ্রত হোক। সকল মিথ্যে, আধার কেটে যাক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ধন্যবাদ ‌‌।

 2 years ago 

ঠিক ভাই প্রদীপের আলোর মতোই সবার জীবন ভরে যাক ৷ দেরিতে রিপেলে দেওয়ার জন্য দুঃখিত

 2 years ago 

প্রথম আপনাকে দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই। প্রাকৃতিক দূর্যোগের কারনে দীপাবলি দিন বিদ্যুৎ না থাকলেও প্রদীপের আলোয় চারিদিকে অনেক আলো ছড়িয়ে ছিল।খুব সুন্দর প্রদীপের ডেকোরেশন ছিল। অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু বিদ্যুৎ না থাকলেও প্রদীপের আলোয় ছড়িয়ে পড়েছে ৷ আসলে গতকাল মন্তব্য করার কথা ৷ কিন্তু কালকে সার্ভার সমস্যা কারনে রিপেলে দিতে পারি নি ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63