গ্রামের শীতের সকালের কিছু আলোকচিত্র!! (১০% @shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার,

হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

IMG20221214083534_01.jpg
লোকেশন

সুপ্রিয়, আমার বাংলা ব্লগবাসি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ এই শীতের সময়টা বেশ ভালো ভাবে কাটাচ্ছেন ৷ যদিও চলছে ১৬ই ডিসেম্বরের আমেজ আজকেও অনেক অনেক জায়গায় অনুষ্ঠান এবং বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা চলছে৷ সবাই হয়তো বা বিজয় দিবস উপলক্ষে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন ৷

তো যা হোক বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ যেহেতু এখানে ব্লগ লেখাটা একটা পেশা তাই প্রতিনিয়ত প্রতিদিন ভিন্ন ভিন্ন কিছু ব্লগ শেয়ার করার চেষ্টা করি৷ আর তার ধারাবাহিকতায় আজও একটি ভিন্নধর্মী নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি৷

চলছে বিজয়ের মাস অর্থাৎ ডিসেম্বরে আজ ১৭ তারিখ দেখতে দেখতে একটি বছর চোখের নিমিশেই চলে যাচ্ছে৷ আর এভাবেই মুক্তিযুদ্ধের পর নতুন বাংলাদেশ ৫২ বছর চলে যাচ্ছে ৷ সময় দিনক্ষণ প্রতিনিয়তই চলছে ৷ আর এভাবে চলতে চলতেই একদিন ১০০ বছর পদার্পণ করবে ৷ যেটার সাক্ষী হয়তোবা আমরা সবাই হলেও হতে পারবো৷

যাহোক চলে আসি আজকের ব্লগের বা পোষ্টের মেইন ধারাবাহিকতায়৷ আপনারা সবাই জানেন যে বর্তমান চলছে শীতের মৌসম৷ অর্থাৎ শীত মানে হল প্রচুর ঠান্ডা যা আসলে কল্পনা করার বাইরে ৷ যদিও শহরে তেমন কোন প্রভাব পড়েনি৷ তবে কিছুটা প্রভাব পড়তে শুরু করছে৷ তবে শীত যে গ্রামের মধ্যে প্রচন্ডভাবে বিরাজ করেছে তার কোন ত্রুটি নেই৷ আর যেহেতু আমি একজন গ্রামেরই তাই প্রতিনিয়ত শীতে তারতম্যতা বেশ অনুভব করছি৷

IMG20221214083503_01.jpg

IMG20221214083320_01.jpg

IMG20221214083514_01.jpg
লোকেশন

আজকের সকাল বেলার মুহূর্তটা ৷ যদিও কয়েকদিন আগে সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল টিউশনি ছিল প্লাস নিজের কিছু কাজও ছিল৷ তবে এখন সবার পরীক্ষা শেষ বলতে গেলে অনেকটাই ফ্রি সময় কাটাচ্ছি৷ আর তাই এই শীতের সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না ৷ বলতে গেলে অনেকটাই অলসতা ধরেছে৷

আর বিশেষ করে গত তিন চার দিন ধরে সকাল বেলার কুয়াশাটা অনেক গুণ বেড়ে গিয়েছে৷ বলতে গেলে কাছে থেকে কাছেই দেখা যায় না এমন পরিস্থিতি ৷ যদিও শহরে এরকম কুয়াশা চোখে পড়ে না৷ কিন্তু গ্রামের সকাল বেলার শীতের পরিবেশ টা সত্যি অনেক মনোমুগ্ধকর ৷ আর তাইতো এখন ঘুম থেকে উঠে প্রায় দশটা নাগাদ৷

ঠিক আজকের ব্যাপারটা এ তেমন ছিল৷ যদিও ঘুম থেকে আগে উঠেছিলাম তবে এই শীতের জন্য ঘরে লেপের মধ্যে শুয়েই ডিস্কর্ডে আড্ডা দিচ্ছিলাম৷ আর এমন সময়েই মা জননীর ডাক৷
বেলা শেষ যেতে চলেছে ঘুম থেকে কি উঠা যায় না কোন জমিদারের ব্যাটা৷

আসলে এসব কথা গ্রামের মধ্যে প্রায়শই বলে থাকে৷ আসলে গ্রামের সবাই তো অনেক সকালে ঘুম থেকে উঠে৷ তবে খুব কম সংখ্যক যারা একটু দেরি করে ঘুম থেকে উঠে ৷ আর তখনই বাড়ির অভিভাবকের বকা ঝকা এটা আসলে নতুন কিছু নয়৷
আমিও ঠিক তেমনি কিছু বোকা ঝোকা কথা শুনে রাগ করে ঘুম থেকে উঠলাম ৷ যদিও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিলই না ৷ কিন্তু কি করার বকাঝকা সকালে উঠে আর ভালো লাগে না ৷ তাই একটু মেজাজটা খিট. খিটে করেই উঠে পড়লাম৷

ওমা বাইরে গিয়ে দেখি কনকনে শীতের শিশির গুলো যেন বৃষ্টির ফোটার মতো পড়ছে৷ আবার দৌড়ে গিয়ে ঘরে ঢুকলাম সোইটার গায়ে দিয়েই মোবাইল ফোন দিয়ে হাতে নিয়েই কিছু কুয়াশাচ্ছন্ন ছবি তোলার চেষ্টা৷ আর গ্রামের পরিবেশ সম্পর্কিত সবাই জানেন ৷ চারদিকে গাছপালা নানান ধরনের এছাড়া টিনের চালের টিনের বেড়া দেয়া ঘর৷

গাছগুলোর আড়াল করে দেখতে পেলাম সূর্য ছোট্ট করে উঠেছে ৷ যদিও কুয়াছন্নার কাছে তেমন খুব ভালো হবে বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না ৷ তবুও মোবাইল ফোনেই জুম করে তোলার চেষ্টা৷

IMG20221214083555_01.jpg

IMG20221214084016_01.jpg

IMG20221214083831_01.jpg

IMG20221214083514_01.jpg
লোকেশন
তো বন্ধুরা এই ছিল আজকের আমার সকাল বেলার ঘুম থেকে ওঠার পর কিছু আলোচিত্র ৷ এবং কি সকালে ঘুম থেকে না ওঠার জন্য কিছু বকাঝকা শুনার ঘটনা৷ তো আবারো শীতের সকালের কিছু আলোচিত্র নিয়ে হাজির হবো ৷ সে পর্যায়ে আপনারা সবাই অনেক ভালো সুস্থ থাকুন এমনটাই প্রত্যাশা ৷

আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!!

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

@gopiray

🙏সবাইকে ধন্যবাদ🙏

_______

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 2 years ago 

এই শীতে ঘন কুয়াশায় আচ্ছন্ন সকাল উপভোগ করার ভাগ্য এখনো হয়নি। তবে আপনার ছবিগুলো দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছে। ছোটবেলায় এই ঘন কুয়াশার মধ্যেও মক্তবে আরবী পড়তে যেতে হত আর না গেলে হুজুরের পিটুনি ত আছেই। আপনি খুব সুন্দর কিছু ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। গোবর দেয়া লাঠি মনে হয় এক যুগ পর দেখলাম। শান্তি লেগেছে মনে ভাই আপনার ছবিগুলো দেখে। অনেক ধন্যবাদ ।

 2 years ago 

জি ভাই ছোট্ট বেলার কথা আজও খুব মনে পড়ে ৷ আসলে গ্রামে থাকার জন্যই এসব কিছু উপভোক ৷ আপনি হয়তো এখন শহরে থাকেন ৷
তাই এসব চিত্র হতে বঞ্চিত ৷

 2 years ago 

শীতের সকাল মানেই অপরূপ সৌন্দর্য। তবে এত সকালে ঘুম থেকে ওঠা হয় না। তাইতো প্রকৃতির এই সৌন্দর্য দেখার সুযোগ হয় না। আপনি যেহেতু আপনার কাজের কারণে এবং টিউশনের কারণে খুব সকালেই ঘুম থেকে ওঠেন তাই তো সবসময় প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ পান। ফটোগ্রাফি গুলো কিন্তু দারুণ হয়েছে ভাইয়া। শীতের সকালের গ্রামীণ প্রকৃতি সুন্দরভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপু একদিন সকাল বেলা উঠবেন ভালো লাগবে ৷ আর আমি তো প্রায় সময় উঠি ৷ তবে এখ এখন তো ছুটির সময় তাই আর উঠি না ৷

 2 years ago (edited)

বেলা শেষ হতে চলছে ঘুম থেকে কি উঠা যায় না জমিদারের ব্যাটা।
এই কথাটা বেশ ভালো লাগলো এরকম কমন ডায়লগ গুলো মনে হয় সব মায়েরাই দিয়ে থাকে। হা হা হা। শীতের সকালে সবকিছুই অনেক সুন্দর লাগে। ঠিকই বলেছেন এখন চারদিকে বিজয় দিবসের আনন্দ উৎসব চলছে। আপনার ফটোগ্রাফি অসাধারণ ছিল। কুয়াশা ভেদ করে সূর্য উঠার দৃশ্য, গোবরের লাঠি শুকাতে দেওয়া সবকিছুই অনেক সুন্দর ছিল। সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আর বলিয়েন দিদি প্রায় একটু দেরি করলে মায়ের কথা ৷ প্রথমে শুনতে একটু মেজাজ খারাপ লাগে ৷ পরে আবার ভাবি মা তো এমনি ৷
ধন্যবাদ দিদি সুন্দর মতামতের জন্য ৷

 2 years ago 

পোষ মাস চলতেছে তাই শীতের তীব্রতা দিন দিন বেড়ে যাচ্ছে । তা সাথে সাথে প্রচুর কুয়াশা পড়তেছে । সকালবেলা কন কন ঠান্ডা জন্য বাইরে বের হওয়ায় খুব মুশকিল। আপনি শীতে সকালের খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। কুয়াশা আচ্ছন্ন গ্রামীন পরিবেশে এত চমৎকার দৃশ্য দেখে খুব ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলেই যত দিন যাচ্ছে ততই যেন ঠান্ডা বেড়ে যাচ্ছে ৷আর সকাল বেলা পরিবেশ টা একটা শিশির ভেজা অনুভুতি ৷

 2 years ago 

আপনি এমন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা ছোটকালের স্মৃতিকে অনেক বেশি ভাবিয়ে তুলেছেন।বর্তমানে শহরে থাকি তাই গ্রামের এমন দৃশ্য থেকে বঞ্চিত এবং খুব মিস করি বসে বসে।হঠাৎ আপনার পোস্টের মাধ্যমে এমন শীতকালীন দৃশ্য গুলো দেখে আমি অনেক বেশি এই অনুভূতি ফিল করতেছি ছোটবলার।আশা করি আপনার থেকে গ্রামের এমন সুন্দর দৃশ্যের অনেক অনেক ফটোগ্রাফি পাব।

 2 years ago 

আসলেই আপু এই শীতের সকাল বেলা শৈশবের জীবন টা সত্যি বলতে আমার ও অনেক মনে পড়ে ৷ শহরে থেকে আমার ফটোগ্রাফি গুলো দেখেও একটু শান্তি পেলেন ৷
ধন্যবাদ

 2 years ago 

আরে দাদা আমাদের এখানেও তো একই অবস্থা। সকালে হাটতে বের হলে কুয়াশায় নিজের হাত টাও দেখা যায়না। এবার ভালই শীত পড়বে মনে হচ্ছে।এইত বছর খানেক আগে দেরিতে ঘুম থেকে উঠলে আমার মা ও বলত,ভূমিহীন জমিদারের ব্যাটা।ফটোগ্রাফ গুলো সুন্দর ছিল দাদা। শীতের তীব্রতা ভালভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আর বলিয়েন দাদা মা এর জ্বালায় সকাল বেলার ঘুম হয় না ৷ আর প্রচুর কুয়াশা দাদা ৷
ধন্যবাদ এতো সুন্দর মতামতের জন্য ৷

 2 years ago 

শীতের সকাল আমারও অনেক ভালো লাগে। শীতের সকালে আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনার বাসার পাশে অনেক সুপারি গাছ রয়েছে। আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62820.16
ETH 2438.32
USDT 1.00
SBD 2.69