সেদিন রাতে !!!! ( 10℅ shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ১০ই, মাঘ ১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

Picsart_23-01-25_19-47-53-508.jpg

হ্যালো, আমার বাংলা ব্লকবাসি সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি৷ আমার আজকের ব্লগ প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম৷ নতুন একটি অনেক ব্লগ নিয়ে৷

সময় বড় অদ্ভুত যে সময় চলে যায় সে সময় কে আর কখনোই ফিরে পাওয়া যায় না৷ প্রতিদিন প্রতিক্ষন যেন মুহূর্তের মধ্যেই জীবন থেকে অতীত হয়ে যাচ্ছে ৷ আর সেই সময় কাটানো মুহূর্তগুলো স্মৃতিগুলো মনের মধ্যে হৃদয়ে থেকে যাবে ৷ কিন্তু সেই স্মৃতিগুলো বা সে সময়ে কাটানো মুহূর্তগুলো তে কখনোই ফিরে যেতে পারবো না৷ মাঝে মধ্যে মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে জীবন কি এটাই??

বয়সের আর কত হবে ২০ এতেই যেন জীবনের অর্ধেকটা মুহূর্ত পার করে এসেছি ঠিক এমনটাই মনে হয় বিগত সময়ে কাটানো মুহূর্তগুলো স্মৃতিগুলো শুধু বারংবার মনের মধ্যে উদমাদনা সৃষ্টি করে করে৷ কিন্তু চাইলেও আর সেই স্মৃতিগুলোতে বা সময়গুলোতে ফিরে যেতে পারবো ৷

এখন সময় যত গরাচ্ছে সময়ের সাথে সাথে সবকিছুই যেন পাল্টে যাচ্ছে৷ এখনো সময়টা আসছে বড় কঠিন বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে৷ যে সময়টা তে জীবনটাকে অনেক রঙ্গিন এবং কি নানা রকম স্বপ্নের বিভোর ছিল৷ কিন্তু এখন বাস্তব সময়টাকে উপলব্ধি করতে পেরে জীবনটাকে অনেক কঠিন এবং কি জীবনের পথ টা অনেক দূরের ঠিক এমনটাই মনে হয়৷ এক কথায় বলা যায় আমরা জীবনকে যেভাবে দেখি জীবন আমার দেশে হবে দেখে না কারণ জীবনের সাথে জড়িয়ে আছে আরও জীবন৷

সর্বোপরি শত কষ্ট, বেদনা, দুঃখ , সবকিছুকে বয়ে নিয়েই জীবনকে উপভোগ করতে হবে৷ জানি বুঝি সবই আপেক্ষিক কিন্তু জীবন তো ৷ আর এসব কিছুর মাঝেও বলতে হয় ভালো আছি এইতো বেশ ভালো আছি৷

যা হোক বন্ধুরা আমার মনের কথা আর নাই না বললাম৷ চলুন চলে যাই আজকের ব্লগের মেইন ধারায়৷ আপনাদের সবার অনেক ভালো লাগবে এমনটাই আশা প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ব্লগ ৷

IMG20230119181229_01.jpg

বেশ কিছুদিন আগে বন্ধুর ফোন৷ আমার ছোট্ট বেলার বন্ধু অর্থাৎ যা সাথে আমার কেটেছিল শৈশব, কৈশোর, সেই ক্লাস ওয়ান থেকে হাই স্কুল অব্দি বর্তমান কলেজে থাকা অব্দিও দুজনেই একই সুতোই গাথাঁ৷ বলতে গেলে সুখ্-দুখে একে অপরের পাশে৷ একটা সময় দুজনে মিলে প্রতিদিনের বিকেলটা উপভোগ করতাম ৷বএকটা সাইকেল করে দুজনে এখানে সেখানে মন যেখানে যেতে চাইতো ঠিক সেখানেই যেতাম ৷

কিন্তু এখন আর আগের মতো বিকেল উপভোগ করা হয় না ৷ ওই যে প্রথমেই বললাম যে এখন সময় হয়েছে অনেক কঠিন৷ ইচ্ছে করলেও আর ইচ্ছাটাকে বিকেল অব্দি নিয়ে যেতে পারি ৷ তাইতো আর আগের মত বন্ধুর সাথে তেমন কোনো জায়গায় বেড়াতে যাওয়া হয় না এখন দুজনের পথই অনেক কঠিন হয়ে গেছে ৷ জানি না এ পথের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে৷

যাহোক সেদিন হঠাৎ করেই সন্ধ্যাবেলা ঠিক আগ মুহূর্তে ছোট মোবাইল টা তে রিং ৷ ফোন ধরতেই কি খবর কেমন আছো এসব কিছু৷ ওই যে প্রথমেই বললাম যে সব কিছুর মাঝে ভালো আছি ভালো থাকতে হবে ৷ আমি বললাম যে বেশ দিনকাল ভালই যাচ্ছে৷

তো ফোন করা মাত্রই বললো যে সে না কি কিছু কেনাকাটা করবে৷ তাই সঙ্গে আমাকেও যেতে চায়৷ যদিও অনেক ব্যস্ত ছিলাম তবুও বন্ধুর ফোন বলে কথা যেতেই হবে৷ সন্ধ্যা ছয়টায় আমরা গঞ্জে যাওয়ার জন্য রওনা দেই৷ অর্থাৎ আমাদের এলাকার মধ্যেই বড়সড় একটা বাজার দেবিগঞ্জ বাজার৷ এখানে সমস্ত কিছু যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে প্রায় প্রতিটি জিনিসপত্র পাওয়া যায়৷

তো গিয়েই আমরা হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম৷ এই কেনা কাটা নিয়ে আরেকদিন আপনাদের মাঝে শেয়ার করবো৷ তো কেনাকাটা করার পর এবার হলো খাওয়ার পালা৷ যদি আমরা আগেও বিকেলে যখন ঘোরাঘুরি করতাম বাড়ি ফেরার পথেই হালকা পাতলা কিছু খাবার খেয়েই তারপর বাড়ি আসতাম৷

সেদিন আমরা বড় কোন হোটেল কিংবা দোকানে যাই নি ৷ আসলে ইদানিং এই শীতের দিনের ওয়ান টাইম কিছু দোকান ৷ রাস্তার পাশে অলিতে গলিতে বেশ ভালই বেচা বিক্রি করে থাকে ৷ আশার উপর সেদিন বাজেটটা একটু কম থাকা কারণেই আমরা হোটেলে বা দোকানে যায় নি৷

তবেই শীতের দিনের বর্তমান এই ছোট্ট দোকানগুলোতেই অনেক ভিড় থাকে৷ দোকানে বেশ অনেক কিছুই খাবার ছিল৷ তবে বাইরের দোকান বলে যতটা ভেবেছি তা নয়৷ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ৷

IMG20230119180840_01.jpg

IMG20230119180845_01.jpg

ছবিতে দেখতে পারছেন যে আসলে কতটা ভিড় জমেছে এই দোকান গুলোতে৷ তো আমরা সেখানে খিচুড়ি অর্ডার করলাম৷ যদিও খাবার অনেক ছিল কিন্তু আমার কাছে খিচুড়ি বেশ ভালো লাগে ৷ আর যেহেতু ঠান্ডা আর এই সময়ে গরম গরম খিচুড়ি দারুন লাগে ৷ আমরাও বসে পড়লাম ৷ প্রায় ১০ মিনিট এর মধ্যে খাবার রেডি ৷ সত্যি বলতে খাবার যে টেষ্টি ছিল সেখানে হালকা আচার ও বুট ছোলা আর ডিম দিয়েছিল ৷ সত্যি বলতে খেয়ে অনেক তৃপ্তি পেয়েছিলাম ৷ আসলে ওয়ান টাইম দোকান হলে কি হবে ৷ খাবার ছিল অনেক সুস্বাদু আর টেষ্টি ৷
তো খাওয়া দাওয়া শেষ করে এবার বিল দেওয়ার পালা আমরা ভেবেছিলাম ৩০ টাকা প্লেট নিবে ৷ কিন্তুু না প্রতিটি প্লেট না কি ৫০ টাকা ৷ কি করার কথা না বারিয়ে ১০০ টাকা দিয়ে বেরুলুম বাড়ির উদেশ্যে ৷

আসলে অনেক দিন পর সেদিন দুই বন্ধু মিলে একটা সুন্দর সময় অতিবাহিত করেছিলাম ৷

Picsart_23-01-24_22-00-18-902.jpg

IMG20230119181155_01.jpg

IMG20230119181204_01.jpg

IMG20230119181216_01.jpg

IMG20230119181220_01.jpg

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

এই ঠান্ডার সময় গরম গরম খিচুড়ি খেতে তো অনেক বেশি ভালো লাগে । দেবিগঞ্জ বাজার গিয়ে দুই বন্ধু মিলে বেশ ভালো এনজয় করেছেন খাবার খেয়ে । যদিও খাবারের দাম আপনাদের এক্সপেকটেশনের তুলনা কিছুটা বেশি নিয়ে নিয়েছিল তারপরও খেতে যদি সুস্বাদু হয় দাম কিছুটা বেশি দেওয়াই যায় ।

 2 years ago 

আসলে তুলনামূলক ভাবে আমাদের দেশে সব কিছু জিনিসের দাম ৷ তবে সেদিন খিচুড়ি মনে ভরে খেয়েছি ৷

 2 years ago 

সব জায়গারই এক অবস্থা ভাই। সব জায়গায় সব কিছুর দাম বেশি হয়ে গেছে এখন।

 2 years ago 

সময় যে কিভাবে পেরিয়ে যায় সেটা টেরও পাওয়া যায় না।একটি বছর কিভাবে চলে গেছে আমি বুঝতে পারি নাই।তারপরেও বলতে হয় ভালো-মন্দ মিলিয়ে তো ভাল আছি সেটা হচ্ছে যথেষ্ট।তবে সেই শৈশব কালের বন্ধুকে পেয়ে অনেক কেনাকাটা করলেন এবং সাথে খিচুড়ি খেলেন কিন্তু খিচুড়ি দেখে মনে হচ্ছে খেতে অনকে স্বাদের ছিল।

 2 years ago 

হুম আপু শৈশব বন্ধু মিলে চমৎকার একটি সময় অতিবাহিত করেছিলাম ৷ আর সময়ে যাবে এটাকে কখনো আটকিয়ে রাখা যাবে না ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57307.38
ETH 2434.94
USDT 1.00
SBD 2.32