টার্গেট ডিসেম্বর সিজন -৪|| ৫৫০ স্টিম পাওয়ার আপ।

in আমার বাংলা ব্লগlast year

light-bulbs-1603766_1280.jpg

সোর্স

প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ।আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ।

প্রিয় আমার বাংলা ব্লগবাসি প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে৷ আজ আমি পাওয়ার আপ একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো৷ পাওয়ার আপ হলো নিজের একাউন্ট বা আইডির সক্ষমতা বৃদ্ধি৷ তাই প্রতি ইউজারের বা মেম্বারদের পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ৷ আর পাওয়ার আপের লক্ষ্যমাত্রা নিয়েই আমি সিজন ফোরে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি৷

যদিও আমার লক্ষ্যমাত্রা এবার এই পাওয়ার আপ সিজন ফোরে ডলভিনে পা -রাখা ৷আর এই লক্ষ্যমাত্রা নিয়ে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করছি৷ তবে আপাতত আমার ক্ষুদ্র লক্ষ্যমাত্রা যেটা হলো ২০০০ এসপিতে পৌঁছানো ৷ ৷ আর এই লক্ষ্যমাত্রায় এই সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতায় ৫৫০ স্টিম লিকুইড পাওয়ার আপ করবো ৷ আর সেটার ধাপ গুলো আপনাদের মাঝে শেয়ার করছি ৷



পাওয়ার আপ এর আগের ওয়ালেট ৷ আমার বর্তমান এসপি ৷

IMG_20240413_152556.jpg

IMG_20240413_152629.jpg

IMG_20240413_152643.jpg

IMG_20240413_152701.jpg

IMG_20240413_152957.jpg




পাওয়ার আপ করার পূর্বে এবং বর্তমান এসপি



পূর্বের এসপি৪৬১.৫৫০
পাওয়ার আপ৫৫০.০০স্টিম
মোট এসপি১০১১.৫৫৮

যাহোক এভাবেই প্রতিনিয়তই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং কি নিজের সর্বোচ্চ একটি অ্যামাউন্ট এসপিতে পরিণত করতে চাই ৷ তো বন্ধুরা এই ছিল ৫৫০স্টিম পাওয়ার আপ নিয়ে পোষ্ট ৷ আবারও হাজির হবো নতুন বড় পাওয়ার আপ এর ব্লগ নিয়ে ৷ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন ৷



♥সবাইকে ধন্যবাদ ♥

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আপনার পাওয়ার আপ দেখে ভীষণ ভালো লাগলো। আমার বাংলা ব্লগ পরিবারের সবাই আমরা পাওয়ার আপ করতে ভালোবাসি। পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা। অনেক বড় একটা এমাউন্ট পাওয়ার আপ করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 last year 

জি পাওয়ার আপ আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ ৷

 last year 

এই প্লাটফর্মে টিকে থেকে দীর্ঘমেয়াদী কাজ করতে হলে অবশ্যই প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধির মাধ্যমেই এগোতে হবে।
আপনি আজকে অনেক বড় একটি এমাউন্ট পাওয়ার বৃদ্ধি করে আপনার একাউন্টের সক্ষমতা বাড়িয়ে নিলেন। । আশা করছি আপনি খুব শীঘ্রই আপনার টার্গেটে পৌঁছে যাবেন

 last year 

জি ভাই ভালো বলেছেন. এই প্লাটফর্মে টিকে থাকার জন্য পাওয়ার আপ ভীষন প্রয়োজন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে ৷

 last year 

ভাইয়া আপনি একদিন বলেছিলেন স্টিমের দাম কমলে পাওয়ার আপ করবেন। আজকে আপনি ৫৫০ স্টিম পাওয়ার আপ করেছেন। ৫৫০ স্টিম পাওয়ার আপ করে আপনার মোট এসপি হল ১০১১.৫৫৮ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 last year 

আপু আগে স্টিম করার পর দাম কমছে ৷ হয়তো ১ দিন অপেক্ষা করতে পারলে অনেক স্টিম হতো ৷ যা হোক আশা করি দাম বৃদ্ধি পাবে ৷

 last year 

আজকে আপনি আমাদের মাঝে অনেক বেশি পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার এই বড় এমাউন্টের পাওয়ার বৃদ্ধি দেখে খুবই ভালো লাগলো। আশা করব এভাবে আপনি পাওয়ার বৃদ্ধি করার মধ্য দিয়ে আপনার ক্ষমতা আরো উন্নতির পর্যায়ে নিয়ে যাবেন।

 last year 

২০০০ এসপি পূরণ করার টার্গেট নিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। এই টার্গেট পূরণ করার লক্ষ্যে আপনি আজকে ৫৫০ স্টিম পাওয়ার আপ করেছেন। বেশ বড় একটি অ্যামাউন্টের পাওয়ার আপ করেছেন আজকে। এভাবে ধারাবাহিকতা বজায় রাখলে খুব শীঘ্রই লক্ষ্যে পৌঁছাবেন। শুভকামনা রইল।

 last year 

জি আপু আশা করা যায় এ ভাবে ধারাবাহিক বজায় রাখলে খুব তারাতারি দুই হাজার এসপি করতে পারবো ৷

 last year 

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি এই প্লাটফর্মে স্থায়ীভাবে টিকে থাকতে হয় তাহলে পাওয়ার আপ করতে হবে। আপনি বেশ সুন্দর গতিতে এগিয়ে যাচ্ছেন। আজকে ভালো পরিমাণের একটা পাওয়ার আপ করেছেন। প্রতিনিয়ত আমাদের ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করা উচিত। যত পাওয়ার আপ করবো তত অবস্থান শক্ত হবে। ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন যে এই প্লাটফর্মে টিকে থাকার জন্য পাওয়ার আপ ভীষন প্রয়োজন ৷

 last year 

বাহ এক সাথে ৫৫০ স্টিম পাওয়ার আপ পরলেন। আপনার এত সুন্দর একটি পাওয়ার আপ দেখে অনেক ভালো লাগছে ভাইয়া। যেহেতু আপনি নতুন একটি টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছেন ডিসেম্বর সিজন-৪। আশা করি এত সুন্দর পাওয়ার আপ করতে থাকলে খুব দ্রুত আপনার সফলতা অর্জন হবে।

 last year 

টার্গেট রেখেই তো সামনে এগিয়ে চলছি ৷অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন আপু ৷

 last year 

টার্গেট ডিসেম্বরকে সামনে রেখে আপনি অনেক বড় এমন পাওয়ার আপ করলেন ৫৫০ স্টিম পাওয়ার আপ দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এভাবেই আপনার শক্তি বৃদ্ধি পাবে, শুভকামনা রইল।

 last year 

জি ভাই দোয়া করবেন যেনো এভাবেই এগিয়ে যেতে পারি ৷

 last year 

পাওয়ার আপ পোস্ট দেখে খুব ভালো লাগলো ভাই। এই প্লাটফর্মে দীর্ঘ সময় টিকে থাকার জন্য পাওয়ার আপ করা প্রয়োজন। বেশ ভালো একটা অ্যামাউন্ট টার্গেট করেছেন। বেশ ভালো একটি অ্যামাউন্ট৫৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন অনেক ভালো লাগলো ৷ এভাবে আপনি নিজের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন। আসলেই পাওয়ার আপ করা মানেই নিজের অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা ৷ পাওয়ার আপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে ভাই ৷

 last year 

জি ভাই এভাবেই অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছি ৷

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 115772.79
ETH 4477.59
SBD 0.86