জন্মাষ্টমীর লীলা কথা (১০% প্রিয় shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20220819_203146.jpg
images

হ্যালো..!!!!!
আমার বাংলা ব্লগ পরিবারের সকল বন্ধুরা

আমি বাংলাদেশ থেকে @gopiray
আজ বৃহস্পতিবার ,১৯/৮/২০২২ইং



🙏 নমস্কার🙏

প্রথমেই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন ৷আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ ভাই-বোন বন্ধুরা ৷আশা করছি আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন আমিও ঈশ্বরের কৃপায় ভালই আছি৷ বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ইউনিক ব্লগ নিয়ে৷ বন্ধুরা আপনারা সবাই হয়তো অবগত আছেন যে, আজ ১৯শে আগস্ট রোজ শুক্রবার হিন্দু ধর্মীয় একটি উৎসব জন্মাষ্টমী ৷হয়তো বা আপনারা গত হ্যাংআউটে শুনেছেন এবং কি বৌদি এ নিয়ে একটা পোষ্ট ও লিখেছে৷ আসে জন্মাষ্টমী নিয়েই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ৷



কথায় বলে না হিন্দু তথা সমস্ত সনাতন ধর্মীয় দের বারো মাসে তেরো পার্বণ ৷ঠিক তেমনি এই হিন্দু ধর্মীয় বারো মাসে তেরো পার্বন ৷ অর্থাৎ প্রতি মাসেই একটি করে পূজা বা উৎসব আছে ৷ তার মধ্যে অন্যতম এই শ্রীকৃষ্ণের জন্মদিন যাকে আমরা জন্মাষ্টমী বলে থাকি ৷ এ জন্মাষ্টমী প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে পালন করা হয় ৷এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর ভার মোচনের জন্য অবতার রূপ বা জন্মগ্রহণ করে ৷করা তিনি বারবার এ পৃথিবীতে আবিভূত হয়েছেন পৃথিবীর রক্ষার জন্য যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি ও অধর্ম বেড়ে যায় ঠিক তখনই সে পৃথিবীতে আবির্ভাব হোন ৷ তিনি হলেন শ্রীবিষ্ণুর আরেক রূপ তিনি প্রতি যুগে যুগে আবিভূত হয়েছিলেন ৷ ভগবান শ্রীকৃষ্ণ চার যুগের চারটি রূপ নিয়ে আবির্ভূত হয়েছিলেন৷ যেমন সত্য যুগে নারায়ণ ক্রেতা যুগে রাম রূপে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে এবং কি কলিযুগে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে আবিভূত হয়েছেন ৷পৃথিবীকে রক্ষার জন্য ধর্মকে রক্ষা করার জন্য ৷

আর আজকে আমরা চারটি যুগের মধ্যে ক্রেতা যুগের শ্রীকৃষ্ণ অবতারের কথা জানব ৷
মথুরার রাজা উগ্রসেন ও তার পুত্র কংস যুবরাজ৷ কিন্তু এক পর্যায়ে কংস ও তার পিতাকে অপমান করে নিজেই তার পিতার মাথা থেকে মুকুট খুলে নিজের মাথায় পড়ে রাজ্য ভার চালায় ৷এতে সারা মথুরাবাসী তার অত্যাচারে অতিষ্ঠ ও কষ্ট অত্যাচার করে ৷ এর জন্য সারা মথুরাবাসি ঈশ্বরের কাছে প্রার্থনা করে৷কখন তারা এ অত্যাচার থেকে মুক্তি পাবে ৷ আর এর মধ্যেই কংসের মিত্র বসুদেবের সাথে তার ভগ্নি দেবকির বিয়ে দেয়৷ বিয়ে হওয়ার পরেই এক আকাশ বাণী বার্তায় কংসকে বলে যে তার ভগ্নি দেবকির অষ্টম গর্ভের সন্তান তার মৃত্যুর কারণ৷ আর এই কথা শুনে ই কংস রেগে গিয়ে তার ভগ্নি দেবকী ও তার মিত্র বসুদেব কে কারাগারে বন্দি করে ৷ তাদের সন্তানদের মৃত্যু দিবে বলে ৷

krishna-5454655_640.webp
images
আর ঠিক একে একে কংস তার ভগ্নির স্বাদ-সাতটি সন্তানকে মেরে ফেলে এবার অষ্টম গর্ভের পালা ৷ আর তখনই ঠিক শ্রীবিষ্ণু শিশু রূপে দেবকির গর্ভে ধারণ করে ৷ আর সবাই ভগবানের লীলা তখন বিষ্ণু বসুদেবকে স্বপ্নের মধ্যে বলে দেয় যে, তার জন্ম হওয়ার পর তাকে সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে গোকুলে রেখে গোকুল নন্দের ঘরে রেখে তার পত্নীর যশোদার ঘরের কন্যা এনে কারাগারে আসবে ৷ ঠিক সেদিন কি ঝড় বাতাস শ্রী বিষ্ণু কৃষ্ণ রূপে ভূমিষ্ঠ হলো৷আর তারপরেই বসুদেব তাকে মাথায় নিয়ে সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে গোকুলে রেখে তারপর তিনি যশোদার কন্যাকে এনে কারাগারে আসলো ৷ আর এদিকে কংস অষ্টম সন্তান জন্মদানের কথা শুনেই সাথে সাথেই কারাগারে চলে আসলো ৷তারপরেই সেই সন্তানকে নিয়ে উপর থেকে ফেলে দেয় আর তখনই সেই সন্তান দেবিরূপ ধারণ করে কংস কে বলে তোর মৃত্যুর কারণ যে সে গোকুলে রয়েছে৷ আর তারপর কত চক্রান্ত সেই সত্য নবজাতক শ্রীকৃষ্ণকে বধ করার জন্য ৷কিন্তু সবই তো নিয়তির খেলা সে কি আর পারে৷

তারপর এক পর্যায়ে সেই অষ্টম গর্ভে সন্তানকে না পেয়ে কংস তার মিত্র বসুদেব ও তার ভগ্নিকে বোধ করা সিদ্ধান্ত নিল ৷ কিন্তু ঠিক তখনই শ্রীকৃষ্ণ শৈশব জীবনে ফিরে আসে অর্থাৎ বড় হয়ে যায় এবং কি কংসকে বধ করার জন্য মথুরায় চলে আসে৷ আর এরপরেই কংস আর কৃষ্ণে মধ্যে বিশাল যুদ্ধ করে ৷কংস কে বোদ করে ফেলে শ্রীকৃষ্ণ৷ আর সেদিন থেকেই ধর্ম স্থাপনা হয়৷

আর এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ জগতের কল্যাণ ধর্মের গ্লানি রোদ এবং কি ধর্মকে স্থাপনের জন্যই বারবার পৃথিবীতে মানব জনমে আবির্ভূত হয়৷

JDfpXT9XK1PT7D2YsYyokact6YvoaQmmSQ7Qc3q2dY2hgJgJMd4rc4cdK6L6vCjVHoNqHw9Mpk8Rd55fQ8pivGoktshj9ELtSRudNvxK1E...yV3iYfU8K4ipM32VfgMmqgcZxG65D6MTsUrJKQo3x626aQyGJAHNXgPStVqksFuxwUucDq55ghAbg9EWSNCQiDkyGywYxqyDck4iQBjjCdXs47E93amGtCZdgr.png

তো বন্ধুরা আজকে এই ছিল আমার জন্মাষ্টমী নিয়ে কিছু কথা ৷আশা করছি আপনাদের সবাইরে ভালো লাগবে ৷আবার হাজির হবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে ৷ এই প্রত্যাশা রেখে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ৷ আর হ্যাঁ পরিশেষে আবারো বলতেছি সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন৷

ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন

@gopiray

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5joQT3XBn2RMnt5.gif

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39