বিরুপ আবহাওয়া || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20221024164640_01.jpg

লোকেশন



হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে

আজ শনিবার ২৪ অক্টোবর ২০২২ ইং
বাংলা ০৬ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ

নমস্কার,

প্রথমমে সবাইকে জানাই শুভ দীপাবলীর শুভেচ্ছা ও অভিনন্দন৷ জীবনের সকল অন্ধকার মুছে যাক৷ জীবন যেন হয় আলোময় এক রঙ্গিন জীবন ৷ এই প্রার্থনাই করি (শুভ দীপাবলি)
সুপ্রিয়, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

আজ সনাতন হিন্দু ধর্মালম্বি বাঙ্গালীদের সবচেয়ে বড় অন্যতম উৎসবের নাম যাকে বলা হয় শুভ দীপাবলি অর্থাৎ কালীপুজো ৷ আর এই দিনে সকল হিন্দুধর্মলম্বীরা তাদের বংশপরম্পরায় প্রদীপ জ্বালিয়ে আলোয় আলোকিত করে এই দিনটিকে ৷ আর মনে মনে প্রার্থনা করে সকল অন্ধকার দূর হোক৷ পৃথিবীতে হোক শান্তির প্রতিষ্ঠাতা সুখের বাস ৷ সবার জীবন রঙ্গিন ময় হয়ে উঠুক৷ কিন্তু এই শুভ দীপাবলীর দিনেই হানা দিলো আবহাওয়া বিরূপ অবস্থা৷ আপনার হয়তো সবাই জানেন যে বেশ কয়েকদিন ধরেই আবহাওয়াবিদ রা জানিয়েছেন যে সামনেই আসতে চলেছে এক ঘূর্ণিঝড় যার নাম দিয়েছে সিত্রাং৷ না জানি আজকের এই শুভ দীপাবলী টা আসলে কিভাবে উদযাপন করবো আসলে যতটা আবহাওয়া বলছে তাতে আসলে খুবই কষ্টকর হয়ে যাবে আজকের এই শুভ দীপাবলীর উদযাপন করা নিয়ে ৷ কারণ সন্ধ্যার পর হয়তো আরো বেশি হানা দিতে পারে৷ যাহোক তবুও দিন শেষে চেষ্টা তো থাকবেই যেন এই শুভ দীপাবলী উদযাপন করতে পারি৷


বলতে গেলে কয়েকদিন ধরে যে গরম তাতে আসলে জনজীবন অতিষ্ঠ ৷ আসলে যদি এখন প্রায় অনেকটাই শীতকাল পড়ে গেছে ৷ তবুও গরম আবার মাঝে মাঝে শীত দুটোই যেন জনজীবন এক মারাত্মক প্রভাব ফেলেছে৷ বিশেষ করে স্বাস্থ্যের দিকে প্রায় কম বেশি সব মানুষেরই কিছু না কিছু অসুস্থতায় ভুগছে এই বৈরী আবহাওয়ার কারণেই৷ যাহোক সকালটা বেশ ভালোই চলছিল৷ বেশ সুন্দর ঝকঝকে ঝলমল একটি সুন্দর আকাশ ৷ কিন্তু দুপুরের পর হতে না হতেই হালকা বাতাস যেন বইতে শুরু করলো ৷ যদিও বাতাসটা মন্দ ছিল না শরীরে বেশ সুন্দর ভাবে লাগছে অনুভব করছি বিশেষ করে আজকের এই শুভ দীপাবলীর দিনে ৷ কিন্তু বিকেল হতে না হতেই সন্ধা নাগাত খুব প্রখরভাবে যেন বাতাস বইতে শুরু করলো৷ এবং কি চারদিকে আকাশের কালো মেঘ ছেয়ে পড়ে গেছে বৃষ্টি হবে এমনই আশঙ্কা ৷

IMG20221024164757_01.jpg

IMG20221024164744_01.jpg
লোকেশন

যদিও আমার কাছে মন্দ লাগছিল না বেশ অনেকদিন পরেই ঝিরিঝিরি বৃষ্টি তার সাথে মৃদু বাতাস সত্যিই অনেকটাই ভালো লাগছিল ৷ কিন্তু তার পরক্ষণেই
ভাবলাম সেই উপকূলীয় মানুষের কথা ভেবে তারা আসলে কিভাবে সেখানে রয়েছে৷ মোবাইল ফোনে খবরে সিত্রাং ভয়াবহ রূপ নিয়ে উপকূলের দিকে আঘাত হানছে৷ ইতিমধ্যেই ৭ নম্বর সংকেত হুঁশিয়ারি দিয়ে দিয়েছে৷
আর ৭ নম্বর সংকেত মানেই তো এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং ৷ দেশের উপকূলীয় মানুষের কথাগুলো ভাবলে সত্যিই অনেক খারাপ লাগে৷ হয়তোবা এই ঘূর্ণিঝড়ে তাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে হবে তাদের সুন্দর সাজানো গোছানো একটি বাড়ি ভেঙ্গেচুরে যাবে ৷ এটা আসলে শুধু একটি বছরের ন্যায় নয় ৷ প্রতিবছরেই এ ধরনের কোনো না কোনো বড় ধরনের দুর্ঘটনার স্বীকার হয় সেই উপকূলীয় মানুষগুলো ৷ তাদের সমস্ত পরিশ্রম যেন একদিনে নিমিষেই সেই ঘূর্ণিঝড়ের আঘাতেই তলিয়ে যায়৷ বিশেষ করে চাষাবাদ জমির কোন ফসলাদি যতটুকু খবরের পাতায় দেখলাম৷ ইতিমধ্যেই অনেক চাষাবাদ জমি পানিতে তলিয়ে গিয়েছে ৷ বড় বড় বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়েছে গ্রামে গ্রামে তো আসলে বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ রূপ নিতে চলেছে এই ঘূর্ণিঝড় সিত্রাং ৷

IMG20221024164757_01.jpg

IMG20221024164744_01.jpg

IMG20221024164645_01.jpg
লোকেশন

তবে এই ঘূর্ণিঝড়টি সন্ধ্যার পর থেকে শুরু করে মধ্যরাত হতে আঘাত আনতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে৷ যাহোক সর্বোপরি সেই উপকূলীয় মানুষগুলো যেন খুব তাড়াতাড়ি নিকটতম কোন নিরাপদ স্থানে আশ্রয় নেয় ৷ এমনকি শুকনো খাবার ও ওষুধপত্র মজুদ রাখে৷

আর এ শুভ সুন্দর দীপাবলীর দিনে আসলে এরকম আবহাওয়া আমরা কখনোই আশা করিনি৷ এখানে আসলে কিছু করার নেই৷ যাহোক সর্ব শেষে এটাই প্রার্থনা যে সবাই যেন সুন্দর সুষ্ঠুভাবে একটি সুন্দর শুভ দীপাবলি উদযাপন করতে পারে ৷ এমনটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ৷ যদিও আসলে সন্ধা থেকে শুরু করি এখন পর্যন্ত অনেক অনেক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি পরতেছে ৷ জানিনা আসলে কিভাবে এই দীপাবলী উৎসব উদযাপন করবে ৷তবুও আমরা ঘরের মধ্যে হলেও এই সুন্দর দীপাবলী কে উদযাপন করবো৷ এবং কি পৃথিবীতে শান্তি আলোময় সমৃদ্ধিতে এক নতুন জীবন শুরু হোক সবার এই প্রার্থনা ৷

সর্বোপরি সেই উপকূলীয় মানুষগুলো যেন সুস্থ এবং কি নিরাপদে থাকতে পারে৷ এমনটাই কাম্য

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!!


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvSr7MKpyvjtSv7FKCGeaKcD79bYTSC4DDxDseh38BvA3nBwMkNuEu4GRXnAQ4AVPF9V4yJcfGu644v3x.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmR3C8Fg3QT9iRz7mwVsTZZpendjwKtuitxb6QVkhPwUVPETtkbK9A1G2NvA6...9jU8mh7Mgevyq4t5hFmNHNoM2EQoSoKr5GMud2bMqjcwNqPhSPuNcjShfbZpjV4AvwCNhYi8NMN7pYMXATCqV93t5bGwR69NoBAsaaLVm6MySCNDe4Bj8EZPRo.gif

🕉 সবাইকে ধন্যবাদ🕉

Sort:  
 2 years ago 

প্রথমে আপনাকে দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আসলে এই আবহাওয়াটা হঠাৎ করেই হয়েছে। এমনকি প্রচুর এলাকায় অনেক বেশি বৃষ্টি, ঝড় তুফান হয়েছে। এমনকি চারদিকে প্রচুর পরিমাণে গাছপালা কিংবা ফসলের ক্ষেতে নষ্ট হয়েছে। যদিও এর আগে থেকেই সতর্ক সংকেত দেওয়া হয়েছিল। সবাই চেষ্টা করেছে নিজের মতো করে আশ্রয় খুজে নেওয়ার। যদিও এখন পুরোপুরি স্থির হয়েছে কিছুটা। এটা দেখেই ভীষণ ভালো লাগতেছে।

 2 years ago 

হটাৎ করে বিরূপ আবওহা বেশ ভয়ানক রূপ ধারণ করেছে।তবে একটাই চাওয়া দীপাবলির এই উৎসবে সব বিপদ কেটে যাক আবার সবকিছু সাভাবিক হোক।🤲

 2 years ago 

ভাইয়া আপনাকে দীপাবলীর শুভেচ্ছা জানাচ্ছি। দীপাবলীর এই আনন্দের দিনেও অনেক জায়গায় বিরূপ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। সেই সাথে উপকূলীয় অঞ্চল গুলোতে বিপদ সংকেত দেওয়া হয়েছে। তবে যাই হোক আমরা সবাই প্রার্থনা করি যে যেখানেই থাকুক না কেন সবাই যেন দুর্যোগ মোকাবেলা করতে পারে এবং ভালো থাকতে পারে।

 2 years ago 

ভাইয়া আপনাকে দীপাবলির শুভেচ্ছা। কাল দিনটা সত্যি ই ভয়ের ছিল।সন্ধ্যা থেকে ঢাকার অবস্থা অনেক বেশি খারাপ ছিল।আজ অবশ্য ভাল।সবাই নিরাপদে থাকুক এমনটাই কামন করি।

 2 years ago 

আবহাওয়াটা যেমন একদিকে আমাদের মনটাকে অনেক সুন্দর করে দিয়েছিল তেমনি ভাবে অন্যদিকে আমাদের অনেক দিকের ঝুঁকি নিয়ে এসেছিল। তবে আবহাওয়াটা দেখতে অনেক সুন্দর ছিল এবং হালকা বাতাস নিজের মনকে ছুয়ে নিয়েছিল। আর এই আবহাওয়ায় আপনার কাটানো সময়টুকু আপনি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65