গ্রামের মানুষের ব্যস্ত সময় || (10% beneficiaries to shy-fox 🦊 or 5% abb-school) ||

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

🙏নমস্কার ও আদাব 🙋🏽‍♂



আমার বাংলা ব্লগ শুধু কমিউনিটি নয় একটা পরিবার ৷ আর এ পরিবারের সকল ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ৷ আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি৷আমি@gopiray বাংলাদেশ থেকে আজ ও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি নতুন ইউনিক ব্লগ নিয়ে ৷ বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো বর্তমান সময়ে গ্রামের মানুষ ব্যস্ততা সময়ের দিনগুলো ৷ আশা করছি আপনাদের ভালোই লাগবে ৷

তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক ৷

Picsart_22-05-26_19-45-10-831.jpg
লোকেশন

বন্ধুরা বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ ৷ বেশির ভাগ কৃষিকাজ করে বিশেষ করে গ্রামের মানুষ কৃষি কাজ করে ৷ এখন গ্রামের মানুষের প্রচুর ব্যস্ত সময় যাচ্ছে ৷কারন এখন গ্রামের কৃষক ধান কাটা -মারা নিয়ে ব্যস্ত ৷ এখন বাংলা বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস আর এ মাসে গ্রামের কৃষকের ফলা ফসল আমন ধান ৷ ঠিক তিন মাস এই আমন ধানের বীজ লাগায় ৷আর এই দীর্ঘ তিন মাস কৃষক কত যত্ন করে চাষ করে ৷ জমিতে সার দেওয়া পানি দেওযার স্প্রেরে করা ৷ রোদে পুরে তিন মাস পর আসে সোনার ফসল ৷ আর এবার সেই সোনার ফসল ঘরে আনার পালা ৷

IMG20220526122934_01.jpg
লোকেশন

Picsart_22-05-26_19-50-11-988.jpg
লোকেশন

উপরের ছবি গুলো দেখুন ধান কেটে কেটে সারি সারি করে রোদে শুকাতে দিয়েছে ৷ আসলে ধান কাটার পর এভাবে শুকাতে এর পর সেই ধান বাড়িতে নিয়ে আসে ৷তারপর ধান মাড়াই করা জন্য বর্তমান মেশিন বা ইঞ্জিন চালিত মাধ্যমে ধান মাড়াই করে ৷ আর এই সময়ে গ্রামের সবাই নারী পুরুষ উভয়ে কাজে ব্যস্ত থাকে ৷ধান মাড়াই করার পর গ্রাম বাংলার রমনী কুলো দিয়ে ধান পরিষ্কার করে পা দিয়ে ধান ঘাটা সত্যি ভালো লাগে ৷এরপর ধান সিদ্ধ করে চাল তারপর ভাত ৷আসলে বাংলার মানুষের প্রধান খাদ্য ভাত ৷এই জন্যই বাংলার মানুষকে বলা হয় মাছে ভাতে বাঙালী ৷ এই জন্যই হয়তো কবি এদেশ কে সোনার বাংলা বলেছেন৷আরো বলেছেন এমন দেশটি কোথাও খুজে পাবে না কো তুমি সত্যি অসাধারণ কিছু লিখেছেন দেশকে নিয়ে ৷

Picsart_22-05-26_19-51-36-820.jpg
লোকেশন

আসলে গ্রামের মানুষ অনেক পরিশ্রমি ৷তারা মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলায় ৷যা দিয়ে দেশের চাহিদা পূরন করে বিদেশেও রপ্তানী করে ৷আর কৃষক আমাদের মূল্যবান ব্যাক্তি ৷ তাই আসুন কৃষককে শ্রদ্ধাও সম্মান করি ভালোবাসি ৷
___ ___

বন্ধুরা আজকের আমার ব্লগ এতো টুকুই৷ আশা করবো আপনাদের সবাইরে ভালো লাগবে৷আসল গ্রামের মানুষের ব্যক্তি নিয়ে একটি ছোট্ট পোষ্ট আপনাদের মাঝে শেয়ার করলাম ৷

  • আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি ৷আবারও হাজির হবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে ৷
  • সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে চলুন ৷
    @gopiray

🌼🌼🌼ধন্যবাদ🌼🌼🌼

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Sort:  
 2 years ago 

গ্রামের মানুষের জীবন এমনই। তারা এর মধ্যেই আনন্দ খুজে বেঁচে থাকে। নিজেদের ব‍্যস্ত রাখে কাজের মধ্যে। দারুণ ছিল আপনার পোস্ট টা। খুব সুন্দর লিখেছেন এবং দারুণ ছিল ছবিগুলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

এখন প্রায় সকল এলাকাতেই গ্রামের মানুষের অনেক ব্যস্ততা কারণ এখন বাংলার কৃষকেরা মাঠ থেকে তাদের সোনালী ফসল ঘরে তুলতে। যার কারণে সকাল থেকে সন্ধ্যা অবধি তাদের অনেক রকম কাজে ব্যস্ত থাকতে হয়। আর কিছুদিন পরেই প্রতিটি ঘরে শুরু হবে নবান্ন উৎসব।

 2 years ago 

হুম ভাই ঠিক বলেছেন প্রতিটি এলাকাতেই মানুষের ব্যস্ত ৷ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 2 years ago 

আমাদের এলাকাতেও এখন কৃষক মাঠ থেকে নতুন ধান সংগ্রহ করছে আর ধান মারাই করা নিয়ে কৃষকের পরিবার অনেক ব্যস্ত সময় পার করছে আর সেই সৌন্দর্য আপনি এই পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 2 years ago 

আসলে এই সময়টা কৃষকেরা খুবই ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করে। তারা শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করে তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে এই কষ্টের মধ্যেও তাদের মনের ভিতর অন্যরকম এর একটি ভালো লাগা কাজ করে কেননা তারা দীর্ঘ সময় পরিশ্রম করে আজকে সোনালী ফসল ঘরে তুলছে।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.033
BTC 64275.02
ETH 3139.81
USDT 1.00
SBD 4.14