বিদ্যুৎ এখন সোনার হরিণ..... [ আমার বাংলা ব্লগ]

in আমার বাংলা ব্লগlast year

আজ - ২০ই জ্যৈষ্ঠ |১৪৩০ বঙ্গাব্দ, |
গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

light-bulb-3104355_1280.jpg

Pixabay


ঠিক জানি না আসলে কি চলছে আর সামনে কি হবে । এ কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে বর্তমান দৃশ্যপট দেখে যা অনুভব করছি। আজকে ব্লগে নিশ্চয়ই হয়তো আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন । আসলে সেই টাইটেলটা শুধু লিখা মাত্র নয় সেটা বাস্তবিক অর্থে সত্য।

একটা সময় ছিল গোটা বাংলাদেশ বিদ্যুৎ বিহীন যেখানে মাত্র গুটি কয়েক কিছু ভালো পরিবার কিংবা ভালো অর্থ সামাজিক মানুষ ব্যক্তিগন বিদ্যুৎ চালাতে সক্ষম ছিল। কিন্তু একটা পর্যায়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখেই এই ডিজিটাল যুগে এই ডিজিটাল আধিপত্য বিচার করে সম্পূর্ণ বাংলাদেশ এখন বিদ্যুৎ ।

কিন্তু বর্তমান প্রেক্ষাপট দাঁড়িয়েছে অনেকটাই ভয়াবহ। এমনিতেই আবহাওয়াজনিত তাপমাত্রার প্রচুর যেখানে গত কয়েক বছরও এমন তাপমাত্রা তাপদাহ দেখেনি সাধারণ মানুষজন ।সেখানে এ বছর এই জুন মাসে তাপমাত্রা গরমে অতিষ্ঠ জনজীবন ।আর তার উপর বিদ্যুৎবিহীন থাকা কতটা কষ্টকর এটা আমরা প্রতিনিয়তই অনুভব করছি। বলা যায় সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে ।

ইতিমধ্যেই হয়তোবা অনেকেই খবরের প্রধান শিরোনামে শুনেছেন যে বাংলাদেশের সর্ববৃহৎ চীন ও বাংলাদেশের সমন্বয়ে পায়রা বন্দর কয়লা দিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র। যেখানে সমস্ত বাংলাদেশের মধ্যে বৃহৎ একটি বিদ্যুৎ কেন্দ্র অথচ সেটা আজ থেকেই বন্ধ হওয়ার পথে । না জানি সামনে আরো কতটা ভয়াবহ রূপ দেখতে হবে গোটা দেশ।

এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি রিজার্ভ সংকট সব মিলিয়ে গোটা দেশ যেন ধমধমে বিরাজ । যদিও আমাদের এখানে কারো কোন হাত নেই । কারণ গোটা বিশ্বই মূল্য স্থিত সেই সাথে চীন ও ইউক্রেন যুদ্ধ যেন গোটা বিশ্বকে গ্রাস করে নিয়েছে।

আসলে আজকে অনেক কথাই দেখতে ইচ্ছে করছে ।বর্তমানে সময়ে তথ্যপ্রযুক্তির ডিজিটাল যুগে এমন পরিস্থিতি সত্যিই হতাশাজনক ।

তাইতো বলতে ইচ্ছে করছে বিদ্যুৎ এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। মূলত ২৪ ঘন্টার মধ্যে সাত থেকে আট ঘণ্টায় বিদ্যুৎ বিহীন থাকতে হচ্ছে ।আর যার কারণে নেটওয়ার্ক প্রবলেম সবকিছুতেই যেন বাধা বিপত্তি ।

সর্বশেষে না জানি কি হতে চলেছে। তবে সর্বোপরি এমনটাই আসা প্রত্যাশা যে সবকিছু যেন ধীর স্থির রেখে আবার তার গতিশীল কে সচল আসতে তে পারে এমনটাই প্রত্যাশা।


শুভেচ্ছান্তে @gopiray



অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 last year 

ভাইজান গতকাল আমাদের এদিকে মোট 6 ঘন্টা কারেন্ট ছিল। বর্তমানে কারেন্ট এখন সোনার হরিণের চেয়েও বেশি কিছু হয়ে গেছে। আসলে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের বিষয়টা নামমাত্র ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে অতিরিক্ত দুর্নীতির কারণেই আমাদের দেশে এরকম পরিস্থিতি হয়েছে বলে আমি মনে করি।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বিদ্যুৎ এখন সোনার হরিণ এই বিষয়ে একটি পোস্ট। আপনার কথার সাথে আমি একমত। আসলে আমাদের এলাকাতে ২৪ ঘন্টায় হয়তো 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ থাকে। সময় উপযোগী এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে বর্তমান প্রেক্ষাপট দেখে এই বিষয়ে গুলো তুলে ধরি ৷ আর বর্তমান বিদুৎ সত্যি সোনার হরিন ৷

 last year 

আসলে পোস্টটি পড়ে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। কি যে একটা ভয়াবহ অবস্থা এটা বুঝিয়ে বলা সম্ভব নয়, শুধুমাত্র সহ্য করতে হচ্ছে দাঁতে দাঁত চেপে। যে অমানুষের দল আরাম আয়েশে থেকে পুরো দেশের মানুষকে কষ্টে রাখে তাদের বিচার একদিন হবে।

 last year 

বর্তমানে যে বিদ্যুতের যে অবস্থা তাতে করে জনজীবনে অনেক দুর্ভোগ নেমে আসছে। বর্তমান যুগে বিদ্যুৎ ছাড়া জীবন কল্পনা করা অসম্ভব। ২৪ ঘন্টার ভেতর ৭ থেকে ৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন কাটানোর তো অনেক কষ্টের ভাই। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ঠিকই বলেছেন ভাইয়া বিদ্যুৎ এখন সোনার হরিণ। চলে যাচ্ছে আসবে কখন বলা মুশকিল। যেমন বিদ্যুৎ বিভ্রান্তি তেমন গরমের প্রভাব সবাই মিলে মনে হচ্ছে মরুভূমিতে বসবাস করছি।।
একদম সময় উপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো পড়ে।।

 last year 

প্রচন্ড গরমে জীবনযাত্রায় এখন খুবই অতিষ্ঠ। প্রচন্ড গরমে এখন দিশেহারা মানুষ। বিশেষ করে রাতের বেলায় শিশু এবং বৃদ্ধদের খুবই কষ্ট হয় ‌। এই গরমের ভিতর বিদ্যুৎ নেই বললেই চলে। মাঝে মাঝে উঁকি দিয়ে আবার চলে যায় না ফেরার দেশে। এত চমৎকার ভাবে বাস্তব বিষয়ে আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

জি ভাই রাতে যে অবস্থা তাতে জনজীবন অতিষ্ঠ ৷ যে পরিমান গরম ৷ যা হোক আপনি বেশ সুন্দর করে মন্তব্য করছেন ৷

 last year 

এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন, বিদ্যুৎ এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। আপনার এই কথাটার সাথে আমি একেবারেই একমত। আপনি তো বলেছেন, ২৪ ঘন্টার মধ্যে ৭-৮ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকতে হয়, কিন্তু আমি মনে করি আমাদের এদিকে 24 ঘন্টার মধ্যে ৪-৫ ঘন্টা বিদ্যুৎ থাকে অন্য সময় থাকে না। যাইহোক সম্পূর্ণটা খুব সুন্দর ভাবে পড়লাম। আপনি সম্পূর্ণটা খুবই সুন্দর ভাবে লিখেছেন।

 last year 

এখন শুধু বিদ্যুৎ সোনার হরিণ না দেখবেন প্রতিটি জিনিস সোনার হরিণের মত হয়ে যাবে আমাদের দেশে। বিদ্যুৎ সংকট নিয়ে সুন্দর লিখলেন তবে বেশ একটা চিন্তায় আছি কারণ এভাবে চলতে থাকলে কি জানি হয় সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। কারণ আগে মানুষ বিদ্যুৎ ছাড়া জীবণ যাপন করেছেন কিন্তু তখন এত তাপমাত্রা বেশি ছিল না। কিন্তু বর্তমান সময়ে ঘন বসতির কারণে সবকিছু কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ ছাড়া এখন আর চলাফেরা করে বেশ মুশকিল।

 last year 

এই কথাটা একেবারেই সঠিক, বিদ্যুৎ এখন সোনার হরিণ। ঠিকই বলেছেন, বর্তমান প্রেক্ষাপট দাঁড়িয়েছে অনেকটাই ভয়াবহ। বিদ্যুৎ ছাড়া এখন কোন কিছুই করা যাচ্ছে না। সারাদিন লোডশেডিং এর উপরে থাকে। বিদ্যুৎ নিয়ে খুবই সুন্দর একটা পোস্ট লিখেছেন ‌। আপনাদেরকে সাত থেকে আট ঘন্টা বিদ্যুৎ বিহীন থাকতে হয়। আর আমাদের এদিকে তো ৪-৫ ঘন্টা বিদ্যুৎ থাকে। যাইহোক খুবই সুন্দরভাবে উপভোগ করলাম আপনার সম্পূর্ণ পোস্ট।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61739.92
ETH 2432.22
USDT 1.00
SBD 2.65