||জীবনটা বড়ই অদ্ভুত|| [@shy-fox 10% beneficiary]

in আমার বাংলা ব্লগ2 years ago

light-1853025_640.jpg
images

নমস্কার।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর এপার ওপার সকল সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি ৷



ছোট্ট এই জীবন চলছে ঘড়ির কাটার মতো৷ এই ছোট্ট জীবনটা কে এখনো কি উপলব্ধি করার চেষ্টা করেছি ৷ছোট্ট এ জীবন অথচ জীবনের মানেটা কতদূর৷ তাইতো জীবনটাকে একটা নদীর মতো বলা যায় ৷ নদী যেমন তার আপন গতিতে চলে ঠিক তেমনি জীবনও চলে তার আপন গতিতে৷ আবার কখনো মনে হয় জীবনটা একটা নদীর মতো যেটাকে বয়ে নিয়ে যেতে হয়৷ ভালো-মন্দ দুঃখ-কষ্ট ঘাত প্রতিঘাত সবকিছু অপেক্ষা করে জীবনকে মানিয়ে নিতে হয় ৷ হয়তো বা এর নামই জীবন ৷আসলেই জীবনটা বড়ই অদ্ভুত কখন কি ঘটে যায় আর কখন কি ঘটবে তা বলে বলা খুব মুশকিল ৷

সত্যি বলতে এই ছোট্ট বিচিত্র জীবনে ঘটে যায় অনেক কিছু সেটা হয়তো ভালো কিংবা মন্দ ৷ জন্ম দেয় কিছু বিচিত্র বিচিত্র রূপ কখনো হাসি কান্না বেদনা সবকিছুকে মেনে নিয়ে একটি খরস্রোতা নদীর মতো বয়ে যেতে হয় ৷ আবার কখনোই দুঃখ কষ্ট কে মানিয়ে নিতে নিতে একটা সময় সুখের সন্ধানে এসে উড়ন্ত পাখির মতো ডানার মতো উড়ে যেতে ইচ্ছে করে ৷ আর আবার যখন কোন দুঃখ কষ্টের ছায়া নেমে আসে তখন চুপসে যাওয়া ফুলের মত নিশ্চই হতে থাকে৷ তখন মনে হয় জীবনটা সত্যি অনেক কষ্টের ৷ আরো কত নানান চিন্তাভাবনা৷ জীবনটা একটা ফুলের মতো ঠিক যেমন একটি ফুল যখন পানির ফুটায় সতেজ হয় আবার কখনো সেই বেশি পানিতে পড়লে নিস্তেজ হয়ে যায় ৷আবার জীবনটাও যখনই খুব বেশি আনন্দের মুহূর্ত অবলম্বন করি৷ ঠিক তার পরক্ষণে ই দুঃখ কষ্টে ছায়া নেমে আসে৷ আচ্ছা তবে কি জীবনটা এমনি৷

sunset-110305_640.webp
images
আবার কখনো কখনো জীবনের ঘটে যাওয়া পুরনো স্মৃতিগুলোকে মনে পড়ে৷ তখন মনে হয় সেই পুরনো দিনগুলোই ভাল ছিল ৷আর তখন মনের পর্দায় সেই পুরনো স্মৃতিগুলোর কথা ভেসে ওঠে ভালো লাগে একা আনমনে এই বিষয়গুলোকে উপলদ্ধি করতে ৷আর উপলদ্ধি করতে একটা ভাবনায় ডুবে যাই৷ কিন্তু ভাবনা তো আর বাস্তব নয় সেই সময়টাকে কখনোই পাওয়া সম্ভব নয়৷ জীবনে একবার যে সময়টাকে ফেলে এসেছি সেটা কি আর কখনোই পাওয়া যাবে না৲ কিন্তু সেই স্মৃতিগুলোকে কখন কখনো মনে পড়ে৷অগোচরে থেকে যায় আর প্রতিচ্ছবি হয়ে চোখে ভাসে ৷ হয়তো জীবনটা এমনই ৷

সত্য বলতে এই মানুষ জীবনটা বড়ই অদ্ভুত ৷ প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো বেশ জটিলতম প্রত্যাশা কোনো শেষ নেই ৷একেক জন একেক রকম প্রত্যাশা নিয়ে বেঁচে থাকে আসলে কি সেই প্রত্যাশার কাঙ্ক্ষিত পথে পৌছে প্রাপ্তি অর্জন করতে পারে৷ ঠি জানি না তবে এটা বলতে পারি৷ এই প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো কার জীবনে কিভাবে ঘটবে তাই একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে না ৷
তবে এ জীবন প্রত্যাশা প্রাপ্তির কাছে পৌঁছতে হলে সবার আগে নিজের জ্ঞান বিবেক যোগ্যতা দক্ষতা এমনকি অভিজ্ঞতা সবকিছুকে একসাথে কাজে লাগাতে হবে৷ তবেই হয়তো বা এই প্রত্যাশা প্রাপ্তির কাছে পৌঁছালো ও পৌছাতে পারবে৷
আর একটা বলে না জীবনে অনেক সময় উল্টো সাতার দিতে হয় ৷


তো প্রিয় বন্ধুরা আজকে জীবনটা কে উপলব্ধি করতে করতে অনেক ভাবলাম ৷পরিশেষে ভাবলাম সত্যিই জীবনটা একটা বিশাল ময়দান আর বড়ই অদ্ভুত ৷জীবনের রং ক্ষনে ক্ষনে বদলে যায় ৷আর এই সবকিছু কে মেনে নিয়েই জীবন কে এভাবেই নদীর মতো বয়ে নিয়ে যেতে হবে ৷

তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ৷আবার নতুন কোন ইউনিট ব্লক নিয়ে হাজির হবো৷ এই প্রত্যাশা আসা ব্যক্ত রেখে এখানে বিদায় নিচ্ছি ৷

ভুল ত্রুটি মার্জনীয়

@gopiray
সবাইকে অসংখ্য ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmR3C8Fg3QT9iRz7mwVsTZZpendjwKtuitxb6QVkhPwUVPETtkbK9A1G2NvA6...9jU8mh7Mgevyq4t5hFmNHNoM2EQoSoKr5GMud2bMqjcwNqPhSPuNcjShfbZpjV4AvwCNhYi8NMN7pYMXATCqV93t5bGwR69NoBAsaaLVm6MySCNDe4Bj8EZPRo.gif

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 2 years ago 

আসলেই জীবনটা বড় অদ্ভুত। জীবনে কতই না সময় চলে যায়। আবার তার সাথে অনেক স্মৃতি থেকে যায়। জীবনের মানেটা বোঝা সত্যিই ভীষণ কঠিন। জীবন নিয়ে আপনার লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো। বাস্তবতাই এরকম। জীবন এই ভাবেই বয়ে চলে।

 2 years ago 

হুম আপু জীবন টা সত্যিই বড় অদ্ভুত ৷খুব সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

সত্যিই জীবনটা অনেক অদ্ভুত ৷ সময়ের সাথে সাথে জীবনের রং বদলায় ৷ কিছুই করার নেই , এভাবেই চলতে হবে জীবনের বাকি সময় ৷

 2 years ago 

ঠিক তাই সময়ের সাথে রং বদলায় ৷ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41