এলোমেলো আলোকচিত্র.....!!!

in আমার বাংলা ব্লগlast year

আজ - ২১শে জ্যৈষ্ঠ |১৪৩০ বঙ্গাব্দ, |
গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20230525134034.jpg


সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।


সুপ্রিয়, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন ।

যা হোক সবার অবস্থা কেমন সেটা প্রথমে বলতেই হয় । কারণ বর্তমান পরিস্থিতি যে তাতে আসলে সবাই ভালো থাকাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ বিগত কয়েকদিন ধরেই বিদ্যুৎ হীন জীবনটা যে কতটা কষ্টের তা বেশ ভালোভাবেই উপভোগ করছি। যা হোক সর্বোপরি তবুও ভালো থাকার চেষ্টা করতেই হবে। আর প্রচন্ড গরমে সবাই বেশি পরিমাণে পানি পান করবো। এবং কি নিজেকে সব সময় সচেতন রাখবো । কারণ আবহাওয়া জনিত কারণে শরীরের জ্বর সর্দি ইত্যাদি এসব প্রতিনিয়তই হচ্ছে।

প্রতিদিনের মতো আজও হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে।। আজকে ব্লগে আপনাদের মাঝে কিছু এলোমেলো আলোকচিত্র ফটোগ্রাফি শেয়ার করবো। কয়েকদিন ধরে বেশ ব্যস্ততার সময় পার করছি। তারপরও প্রতিনিয়ত শত ব্যস্ততার মাঝেও নিজের অ্যাক্টিভিটি ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি ।

আর এই ব্যস্ততার সময়ের মাঝেই হঠাৎ করে যেখানে সেখান থেকেই কিছু ফটোগ্রাফি করেছি। যেগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করবো ।প্রতিদিনের মতো আজও হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে।। আজকে ব্লগে আপনাদের মাঝে কিছু এলোমেলো আলোকচিত্র ফটোগ্রাফি শেয়ার করবো। কয়েকদিন ধরে বেশ ব্যস্ততার সময় পার করছি। তারপরও প্রতিনিয়ত শত ব্যস্ততার মাঝেও নিজের অ্যাক্টিভিটি ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি ।

আর এই ব্যস্ততার সময়ের মাঝেই হঠাৎ করে যেখানে সেখান থেকেই কিছু ফটোগ্রাফি করেছি। যেগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করবো ।



IMG20230602185235.jpg

IMG20230602185256_01.jpg

বিকেলের শেষ মুহূর্তে অর্থাৎ সন্ধ্যার সময় ফুলের ফটোগ্রাফিটি করেছি । যদি ও ফুলটি একটি বন্য ফুল। তবে অনেকে এই ফুলকে দুলফির ফুল বলে থাকে ।ফুলটি দেখতে ছোট্ট আর সাদা বর্ণফিল হলেও ফুলটি অনেক সুন্দর।


IMG20230531180954_01.jpg

IMG20230531180939_01.jpg

এ ফুলের ছবিটিও বন্য জাতীয় ফুল বিকেল বেলা বাড়ির পাশের ব্রিজের নিচে কাটানো মুহূর্তে হঠাৎ করেই চোখে পড়ছিল। এই বন্য জাতীয় ফুল আসলে বর্তমান সময়ে গ্রামের যেখানে সেখানে বিভিন্ন ধরনের বর্ণ জাতীয় ফুল দেখা যায়। যেগুলো নাম না থাকলেও দেখতে অনেক সুন্দর ঠিক তেমনি এই ফুল টিও ।


IMG20230531181610_01.jpg

IMG20230531181635_01.jpg

এই ফুলটি ও গতকালকে দেখতে পেয়ে ফটোগ্রাফিটি
করেছিলাম। যদিও এই ফুল একটি জংলী জাতীয় ফুল । তবে এই ফুলটি অনেকে কলমি ফুল নামে বলে থাকে । যদিও কলমি ফুল অনেক রকমের অনেক ধরনের হয়ে থাকে। সে জায়গা থেকে এই হলুদ রঙের ফুলটি আমার চোখে অনেক সুন্দর লেগেছে।


IMG20230525134034.jpg

এই ফুলটিকে নিশ্চয়ই সবাই চেনে সবাই জানে আমার অতি প্রিয় একটি ফুল। নয়ন তারা ফুলটি আমার বাড়ির উঠানের পাশে লাগানো বিগত কিছুদিন আগেই দেখেছিলাম ফুল ফুটে না। তবে হঠাৎ করেই আজকে বিকেলবেলা চোখে পরলো ফুল গাছ টি। দেখামাত্রই চোখে পড়ল একটি মাত্র ফুল ফুটেছে ।তাইতো দেখামাত্রই এত সুন্দর ফুলটিকে ফটোগ্রাফি করেই নিলাম।


IMG20230121165000_01.jpg

সাদা গোলাপ আমার প্রিয় ফুল যদিও গোলাপ ফুলের অনেক রঙের আছে। তবে আমার কাছে সব থেকে সাদা এবং কি হালকা লালচে কালার টাই অনেক অনেক ভালো লাগে । এই ফুলটি কলেজের গেটের সাথেই ফুটেছিল। গতকাল পরীক্ষার শেষ মুহূর্তেই বাড়ি ফেরার পথে ফটোগ্রাফি করি।


IMG20221127071820_01.jpg

ভোর পাঁচটার সূর্যোদয়ের আলোক রশ্নির তেজস্ক্রিয় । বর্তমান সময়ে এত তাপমাত্রার গরম তাতে আসলে অতিষ্ঠ জনজীবন । আজকে সেই ভোরবেলা উঠা মাত্র চোখে পড়লো সূর্য সেই তীর্যক রশ্নি না জানি বেলা বাড়ার পর কতটা তীব্র হতে থাকে।




এলোমেলো আলোকচিত্র
ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered



তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকের বেশ কিছু নিত্য নতুন ইউনিক কিছু এলোমেলো ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি না ।আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ৷
এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

বিষয় :ফটোগ্রাফি
ছবিঃ@gopiray
ক্যামেরাঃrealme C12
লোকেশন:বাংলাদেশ 🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
 last year 

প্রতিটা ফটোগ্রাফি খুবি সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই

 last year 

খুবই সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করেছেন আপনি।। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। নয়নতারা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবচাইতে বেশি ভাল লেগেছে। চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাই চেষ্টা করছি মাত্র ৷ তবে ফটোগ্রাফি করতে ভালোই লাগে ৷ ধন্যবাদ আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ৷

 last year 

সত্যিই ভাই ,প্রচন্ড গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এই কয়দিন ধরে। তার মধ্যে আবার আপনাদের ওইখানে বিদ্যুৎ নেই শুনলাম, এটা তো আরও দুঃখজনক ব্যাপার। যাইহোক প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ভোর পাঁচটার সূর্যোদয়ের ফটোগ্রাফিটি সত্যি খুব সুন্দর লাগছে, আসলে, ঘুম থেকে দেরি করে ওঠার কারণে এমন দৃশ্য দেখার সুযোগ হয় না। এছাড়া বন্য ফুলগুলি, নয়নতারা ,গোলাপ, সব ফুলগুলি অনেক সুন্দর দেখাচ্ছে।

 last year 

হ্যাঁ দিদি কদিন যাবৎ অনেক কষ্ট করে চলতে হচ্ছে ৷ জানি না আরও কতদিন এইভাবে চলবে ৷ দিদি এই গরমে সকাল বেলা ঘুম থেকে উঠলে ভালো লাগে ৷ তাই সেদিন ফটোগ্রাফি করেছি ৷

 last year 

অসাধারণ কিছু চমৎকার আলোকচিত্র শেয়ার করেছেন ভাইয়া। আপনার প্রত্যেকটা আলোকচিত্র দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আর শেষের ছবিটা দেখে তো অবাক হয়ে গেলাম এত চমৎকার লাগছিল ছবিটা যে বলে বোঝাতে পারবো না ভাইয়া। ফটোগ্রাফিগুলো দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ভালো ফটোগ্রাফি করেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

শেষের ছবি টি সত্যি অনেক সুন্দর ছিল ৷

 last year 

বাহ আপনি অসাধারণ ফুলের ফটোগ্রাফী করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ফটোগ্রাফী করতে আমার ও অনেক বেশি ভালো লাগে।

 last year 

আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷ ধন্যবাদ সুন্দর মতামতের জন্য

 last year 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি একেবারে মন ছোঁয়া ছিল তো। আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন, যেগুলো অনেক বেশি মনমুগ্ধকর ছিল। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি চোখ ফেরানো যায় না। আমি ফটোগ্রাফি করতে যেমন পছন্দ করি, তেমনই ফটোগ্রাফি দেখতেও অনেক বেশি ভালো লাগে আমার কাছেই। মনটা ছুয়ে দিয়েছে আপনার তোলা এক একটা ফটোগ্রাফি। শেষের দুটি ফটোগ্রাফি একটু বেশি ভালো লাগলো দেখতে।

 last year 

জি ভাই আমি জানি আপনি একজন ভালো ফটোগ্রাফার ৷ কারন ফটোগ্রাফি পোষ্ট গুলো প্রায় দেখছি ৷ যা হোক আমি চেষ্টা করি ফটোগ্রাফি করার ৷ জানি না কতটা ভালো হয় ৷ তবে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ৷

 last year 

ঠিক বলছেন বর্তমানে গরমে পরিস্থিতি এবং লোডশেডিং সব মিলিয়ে জন জীবন অনেক বেশি অস্থিরতায় ভুগতেছে। তবে বিকেল বেলায় বের হলে খুব সুন্দর সুন্দর ফটোগুলো নেওয়া সম্ভব হয়। আপনি খুব সুন্দর নয়নতারা ফুল এবং গোলাপ ফুলের ফটো নিলেন দেখতে অনেক ভালো লেগেছে। এছাড়া অন্যান্য বন্য ফুলের ফটোগ্রাফি গুলো ও অসাধারণ।

 last year 

হুম আপু গরমে অতিষ্ঠ জনজীবন ৷ যা হোক বিকেল বেলা ফটোগ্রাফি করলে অনেক সুন্দর ক্যাপচার হয় ৷ অসংখ্য ধন্যবাদ আপু এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রতার্শা করি ৷

 last year 

অসাধারণ কিছু আলোকচিত্র আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সমস্ত আলোকচিত্র গুলোর মধ্যে বিশেষভাবে লক্ষণীয় ফুলের ফটোগ্রাফি। অনেক প্রকার ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকের সুন্দর পোস্ট সাজিয়েছেন আপনি। আমার অনেক ভালো লেগেছে আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে।

 last year 

যাক শুনে খুশি হলাম যে আমার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62102.31
ETH 2432.92
USDT 1.00
SBD 2.67