এলোমেলো ফটোগ্রাফি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago


নমস্কার,

হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

Picsart_22-11-23_19-53-23-463.jpg

সুপ্রিয় আমার বাংলা ব্লগ কমিটির সকল সদস্য ভাই বোন বন্ধুগণ প্রতিনিয়ত এবং কি প্রতিদিনের ন্যায় আজও আপনাদের মাঝে হাজির I একখানা নতুন ইউনিক ব্লগ নিয়ে ৷ প্রতিনিয়ত আমি নতুন নতুন কিছু জানারেল পোস্ট লেখার চেষ্টা করি৷ আর এই জেনারেল পোস্ট লিখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে৷ কারণ যে কোন বিষয়ের উপর উপলব্ধি করি সৃজনশীলতার প্রকাশ ঘটে সেগুলোকে উপস্থাপন করাই আমার একদম নেশা হয়ে দাঁড়িয়েছে৷ তাইতো প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন ধরনের জেনারেল পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি ৷যা হোক কি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি করার করো চেষ্টা করি ৷ আর তাইতো প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহে একটি ফটোগ্রাফি পোস্ট অ্যালবাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি৷ তো চলুন আর কথা না বলে দেখা আজকের কিছু এলোমেলো ফটোগ্রাফি৷ যেগুলো আপনাদের মাধ্যমে বর্ণনা সহ বিস্তারিত করে তুলে ধরার চেষ্টা করবো৷ আশা করি আপনাদের সবার লাগবে ৷

ফটোগ্রাফি:

Picsart_22-11-23_17-20-24-826.jpg

ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


কচুরিপানা ফুলের ফটোগ্রাফি ৷ ফুলটি সত্যি দেখতে অনেক সুন্দর আর বেশ বড় বলা যায় ৷ এই ফুল গুলো বেশিরভাগ ডোবা পুকুর বিল এসবে ফোটে ৷
বর্তমান এই শীতের সময় বিল,ডোবা,খাল জল শুকিয়ে যাওয়াতে সব কচুরিপানা মরে যাচ্ছে ৷ আজ বিলের ধারে দেখতে পেয়ে ফটোগ্রাফি টি করি ৷

ফটোগ্রাফি:

IMG20221123170726_01-01.jpeg

ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


জংলী ফুলের ফটোগ্রাফি ৷ দেখতে বেশ চমৎকার আর শীতের সময় টাতে গ্রামের যেখানে সেখানে নানা ধরনের জংলি ফুল ফোটে ৷ আর এটি তার মধ্যে একটি ৷ যদিও এর কোনো নিদিষ্টি নাম আমার জানা নেই ৷

ফটোগ্রাফি:

IMG20221118171054-01.jpeg

ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


এই ফুলটি তো মনে হয় সবার চেনা কথা ৷ যা হোক তবুও বলছি এই ফুলটির নাম দুলফির ফুল ৷ আর এই ফুলটি আমার অতি প্রিয় একটি ৷ দেখতে সাদা আর ছোট জাতীয় ফুল ৷ আর এই ফুল গুলো যেখানে সেখানে আপনা-আপনি জন্মে ৷ বিগত কয়েক দিন আগে তুলেছিলাম ৷

ফটোগ্রাফি:

IMG20221123170405_01-01.jpeg

ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


এই ফুলটিও ছোট্ট জাতীয় ফুল ৷ আর এই ফুল টির নাম টগর ফুল ৷ বর্তমান সময়ে শীতের কারনে এসব ফুল মরে যাচ্ছে ৷ আর তাই তো ফুল টা খুব একটা প্রানবন্দর ভাবে ফুটে নি ৷ আমার বাড়ির গাছের ফটোগ্রাফি ৷ একটি ফুল ফুটেছে আর আরেকটি টপ হয়ে আছে ৷

ফটোগ্রাফি:

IMG20221123170745_01-01.jpeg

ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


জংলী জাতীয় ফুল ৷ আসলে এগুলো কে ফুল বলা যায় না ৷ তবে দেখতে প্রায় ছোট ফুলের মতো ৷ আর এই গুলো গ্রামের মেঠো পথে রাস্তার ধারে দেখতে পাওয়া যায় ৷ আজকে বিকেল বেলা দেখতে পেয়ে কাছে গিয়ে দেখলাম ৷ অনেক সুন্দর দেখাচ্ছে ৷ তবে ফুল গুলো বাস্তবে যতটা সুন্দর ৷ তা ছবির মধ্যে দেখা যাচ্ছে না ৷

ফটোগ্রাফি:

IMG20221123165017.jpg

ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


কয়েকদিন আগে যেখানে ছিল শস্য শ্যামলা ভরা মাঠ৷ অর্থাৎ সোনালী ধানের চারদিকে ফুটে উঠেছিল এখন চারদিকে শুধু প্রকৃতির সান্নিধ্য৷ এখন জমি গুলো পড়ে আছে ৷ বিকেলের শেষে সন্ধ্যার আগ মুহূর্তে একটু জমির দিকে যাচ্ছিলাম ৷ আর তখন দেখতে পেলাম সূর্যাস্তের সেই সেই সুন্দর মনোমুগ্ধকর দৃশটি ৷ তাই আর দেরি না করে সাথে সাথেই ক্যাপচার করে ফেললাম৷

ফটোগ্রাফি:

IMG20220504150846_01.jpg

ছবিঃ @gopiray
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


বেশ কিছুদিন আগে যখন বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকায় ঘুরতে গিয়েছিলাম ৷ ঠিক তখনই ভারত সীমান্তের বিএসফ থাকা ক্যাম্পগুলোর ফটোগ্রাফি ৷ অর্থাৎ যেখানে ই বসে তারা সীমান্ত পাহারা দেয় ৷ বেশ সুন্দর ছিল ঘর গুলো দেখতে৷




আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

@gopiray

🙏 সবাইকে অসংখ্য ধন্যবাদ🙏

Sort:  
Loading...
 2 years ago 

জেনারেল পোস্ট লিখতে আমারও অনেক ভালো লাগে।আসলে জেনারেল পোস্টের মাধ্যমে নিজের প্রতিভাকে খুব সুন্দর ভাবে মনের মত করে প্রকাশ করা যায়।আপনি খুব সুন্দর অনেকগুলো ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। জংলী ফুল গুলো দেখতে বেশ ভালো দেখাচ্ছে।

 2 years ago 

যথার্থ বলেছেন আপু ৷ জেনারেল পোস্টে নিজের সৃজনশীলতা ও অনুভুতি মত প্রকাশ করা যায় ৷
অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রদানের জন্য ৷ ভালো থাকবেন ৷

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার কররেন। দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে কচুরিপানা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য ৷ এভাবেই পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা ৷

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি দারুণ হয়েছে।সবগুলো ফটোগ্রাফি সুন্দর হয়েছে।তবে কচুরি পানা ফুলটি ছিল অসাধারন।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

কচুরিপানা ফুলটি আসলে অনেক সুন্দর হয়েছে ৷ যেটা আমার কাছেও ভালো লেগেছে ৷
ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

 2 years ago 

এলোমেলো দারুন ফটোগ্রাফি করলেন আপনি। আমার কাছে বিশেষ করে জঙ্গি ফুলের ফটোগ্রাফি অসাধারণ লাগলো। শীতকালের সময় কত নানা ধরনের ফুল না দেখা যায়। আপনার ফটোগ্রাফির মধ্যে অনেক ধরনের ফুল দেখতে পেলাম। আসলেই ফুলের সৌন্দর্য যত দেখি ততই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে আলাদা একটা অনুভূতি আছে। আমি তো ফটোগ্রাফি গুলো থেকে চোখ ফেরাতে পারছি না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আমার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷
ধন্যবাদ আপনিও ভালো থাকবেন

সব সময় এক রকম পোস্ট করতে আসলে ভালোও লাগে না। মাঝে মাঝে এমন ভিন্নতা আনা চাই। ভালো লাগলো ছবি গুলো দেখে। দুলফির ফুল অনেক দিন পর দেখলাম। আমি আসলে নাম টা জানতাম না একদমই। তবে গ্রামে দেখেছি। ইদানিং আর দেখা যায় না খুব একটা। কচুরী পানাও দেখতে বেশ লাগছিল। পরবর্তীতে আরো সুন্দর ফটোগ্রাফি পাব আশা করি।

ফুল টা খুব একটা প্রানবন্দর ভাবে ফুটে নি

শব্দ টা কি প্রাণবন্তো হবে নাকি?

 2 years ago 

জি দাদা একি পোস্ট করতে ভালো লাগে না ৷আর তাই তো মাঝে মধ্যে ফটোগ্রাফি পোষ্ট করার চেষ্টা করি ৷ না ভাই প্রানবন্দর দিছি ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63968.11
ETH 2756.38
USDT 1.00
SBD 2.66