জয় জগন্নাথ দেবের রথযাত্রা পর্ব-০১

in আমার বাংলা ব্লগlast year (edited)

আজ ০৭-ই আষাঢ় |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

1687310041459.jpg

সবাইকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

হ্যালো আমার বাংলা ব্লগবাসি আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং কি প্রতিনিয়তই আমার বাংলা ব্লগ পরিবারের সাথেই আছেন। যা হোক কদিন যাবৎ বৃষ্টির মুহূর্ত গুলো বেশ ভালোই কাটছে সবার। আমি নিজেও বেশ ভালোভাবে উপভোগ করছি। মূলত বিশেষ করে গত দুইদিন ধরে অনেক বৃষ্টি ।

যাহোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে। তবে আজকে ব্লগে থাকছে ভিন্ন কিছু আয়োজন ইতিমধ্যে হয়তো পোস্টের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন । গতকাল হয়ে গেল হিন্দু সনাতন ধর্মালম্বীর এক অন্যতম উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা । যেটা মূলত আয়োজন হয়ে থাকে আন্তর্জাতিক ইসকন সংগঠনের মাধ্যমে বলতে গেলে সারাবিশ্বেই এই উৎসব পালিত হয়ে থাকে।

প্রতি বছরেই আনন্দের সহিত এই রথযাত্রা উদযাপন করি । আর এই বছরেও তা উদযাপন করেছি। আর তা আপনাদের মাঝে উপস্থাপন করছি তবে এবার রথযাত্রা উদযাপন করার মুহূর্ত গুলো বেশ কয়েকটি পর্ব আকারে উপস্থাপন করবো । তাহলে হয়তোবা এ রথযাত্রা উৎসবের সম্পর্কে আপনারা সবাই অবগত থাকবেন সেই সাথে পুজোর মুহূর্ত কাটানো সেই সাথে কেন এই উৎসব উদযাপিত হয়। অনেক কিছুই উপস্থাপন করবো আর সেই ধারায় আজকের এ রথযাত্রা উৎসবের প্রথম পর্বের আয়োজন শুরু করছি।

IMG20230620123104_01.jpg

IMG20230620120759.jpg

মূলত এই জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব অনেক কিছু বিবরণ আছে তবে সেগুলো সমস্ত গুলো শেষ করার মত নয়। তবে সংক্ষিপ্ত আকারে এতটুকুই বলতে পারি যে শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে রথ যাত্রার উৎসবে স্বয়ং শ্রীকৃষ্ণ রাজপথে আনন্দ উল্লাসে মেতে ওঠে আর এই দিনের রথের দড়ি স্পর্শ করতে পারলেই পূর্ণ জনম করে পৃথিবীতে আর আসতে হবে না ।মূলত আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তার ভক্তদের সানিধ্য পাওয়ার জন্য রাজপথে বের হয়।

এই রথ যাত্রার মূলত পুরীর থেকে সৃষ্টি মূলত রাজা ইন্দ্রজিৎ যিনি ভগবান শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত ছিলেন। আর তিনি ঈশ্বরকে স্বয়ং স্বরূপে দেখার জন্য প্রতিনিয়তই ভগবানের নিকট প্রার্থনা করতেন ।আর তাইতো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই স্বপ্নে রাজা ইন্দ্রজিৎ কে তার মূর্তি বানানোর নির্দেশ দিয়ে থাকে। ঠিক তখন রাজা ইন্দ্রজিৎ সমুদ্র থেকে এক কাঠ এনেছিল কাঠে ভগবানের রূপ বানানোর জন্য অনেক মূর্তি শিল্পীকে আগমন করেন। কিন্তু কেউ তার রূপ প করতে পারেনি কারণ কাঠের মধ্যে কুড়াল বসা মাত্রই সে কোরাল ভস্ম হয়ে যায়। আর তখনই দেব বিশ্বকর্মা তার রূপ বদলে রাজার নিকট হাজির হয় এবং সেয়21 দিনের একটি সময় নির্ধারণ নিয়ে সেই রূপ মূর্তি বানানোর সিদ্ধান্ত নেয়। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে তাকে যেন একটি বদ্ধ ঘরে আবদ্ধ করে রাখা হয় কোন মুহূর্তেই যাতে তাকে মূর্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেই বদ্ধ করে দরজা না খোলা।

কিন্তু প্রায় দুই সপ্তাহ যাওয়ার পরেই রাজার স্ত্রী অর্থাৎ রানী আর সহ্য করতে না পেরে বদ্ধ ঘরের দরজা খুলে ফেলে। আর তখন বিশ্বকর্মা সেখান থেকে চলে যায় এমনকি অসমাকৃত বহমান শ্রীকৃষ্ণের এই অবতার রূপকে এভাবেই রেখে চলে যায়। এতে রাজা অনেক ক্ষুব্ধ হোন। ভগবান শ্রীকৃষ্ণ আবার তাকে স্বপ্নে জাগ্রত করে বলেন যতটুক মূর্তি ধারণকৃত হয়েছে ঠিক যতটুকু ই মাধ্যমেই তিনি রাজপথে তার ভক্তদের মাঝে বিরাজ হতে চান।

আর ঠিক তখন থেকেই উদযাপিত হয়ে থাকে এই রথযাত্রা উদযাপন। যেখানে শ্রীকৃষ্ণ তার ভাই বলরাম ও তার বোন সুভদ্রা এই তিন মূর্তির সমন্বয়ে এ উদযাপন হয়ে থাকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

IMG20230620115205.jpg

যা হোক প্রিয় বন্ধুগণ জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে আজকের প্রথম পর্ব এতোটুকুই। এর পরের পর্বগুলোতে থাকবে পূজার উদযাপন সেই সাথে গতকালকের রথযাত্রা কাটানো মুহূর্তগুলো প্রতিটি আপনাদের মাঝে শেয়ার করবো । আশা করি আপনারা সাথেই থাকবেন এবং কি রথযাত্রা ইতিহাস কাহিনী ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন । যদিও সব জানি না তবে চেষ্টা করবো আমার ভেতর যতটুকু জ্ঞান বা জানা সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করবো৷

প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 last year 

শুভ রথযাত্রার শুভেচ্ছা রইল দাদা। ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের মাধ্যমে রথযাত্রা উৎসবটি শুরু হয়। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

জি ভাই চেষ্টা করছি মাত্র এই রথযাত্রা উদযাপন নিয়ে দুটো কথা শেয়ার করার ৷

 last year 

দাদা আপনার এই উপস্থাপন বেশ ভালো লেগেছে আমার কাছে।

এই ঘটনাটা আসলে আমি নিজেও জানতাম, তবে অনেকদিন পর আবার নতুন করে ঝালাই করে নিলাম। গতকাল সন্ধ্যার দিকে রথের মেলায় ঘুরতে গেছিলাম তবে এত ভিড় যে সেখানে আর থাকতে পারিনি, এজন্য অতিষ্ঠ হয়ে বাড়ি ফিরে এসেছি।

 last year 

জি দাদা ভাই আমিও তো গিয়েছিলাম রথের দড়ি ধরার জন্য৷ কিন্তু কি যে ভিড় যা হোক তবুও শেষমেশ পেরেছি ৷ জয় জগন্নাথ দেবের জয় ৷ তারই কৃপা

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56111.00
ETH 2371.27
USDT 1.00
SBD 2.31