মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে!!

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ১৬ই, কার্তিক |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল ||


নমস্কার - আদাব । মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

istockphoto-1132312676-170667a.jpg



নমস্কার,🙏

হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন ব্লগ নিয়ে৷ প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করেই থাকি কিন্তু আজকে কেন জানি একটি গান পরিবেশন করার খুব ইচ্ছে জাগলো৷ যদিও এই গানটি পরিবেশন করার পিছনে একটি মূল কারণ রয়েছে ৷ সে বিষয়ে আমি আরেকদিন আপনাদের কাছে একটি পোস্ট লিখব ৷ তখন হয়তোবা ভালোভাবে জানতে পারবেন৷ তবে আপাতত যতটুকু ধারণা এই জীবনের প্রতিটি ক্ষণ যেন নতুন নতুন রূপে আবির্ভূত হচ্ছে ৷ সময় যে কখনো এখন কাকে বদলে দিবে ৷ সত্যি এটাই হয়তো বাস্তবতা৷ আর হয়তো এটাই জীবনের সত্যতা তবে যাই হোক না কেন জীবনকে ভালবাসতে হবে ৷ জীবনকে ভালোবেসেই শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে হবে তবে৷ মাঝে মাঝে মনে পড়ে সেই পুরনো দিনের কথাগুলো সে পুরনো সময় স্মৃতিগুলো যে সময়টাতে একসময় কোন একজনকে নিয়ে নতুন কোন স্বপ্ন দেখেছিলাম৷ কিন্তু সেই স্বপ্ন আর স্বপ্নই থেকে গেল বাস্তবতায় রূপ নিল না৷ সে দিক থেকে আজকে একটি গান আপনাদের মাঝে উপস্থাপন করব ৷

তবে মাঝে মাঝে একটা বিষয় নিয়ে ভাবি আসলে জীবনে সবকিছুরই দরকার আছে৷ না হলে হয়তোবা এই সুখের দুখের কষ্টের প্রতিটি নিজের অনুভূতি স্পন্দনগুলো হয়তো পেতাম না ৷ আর এজন্যই জীবনে সবকিছুই দরকার আছে ৷ শুধু সুখ যে জীবনের মূল কারণ তা নয় মাঝে মাঝে কিছু কষ্টের ও দরকার রয়েছে৷ তাহলে হয়তোবা জীবনের মর্মতা জীবনের উদ্দেশ্য এসব কিছু জানতে কিংবা অনুভব করতে পারবো ৷

আজকে সে এক পুরনো মানুষের সাথে দেখা কিন্তু সত্যি কথা দেখা হলো সেটা শুধু দূর থেকেই দুচোখ দিয়ে দেখা৷ এর চেয়ে বেশি নয় তাকিয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না ৷ আজ অনেকদিন পর দেখলাম আর দেখে সেই পুরনো স্মৃতিগুলো যেন মনের অগোচরে নাড়া দিচ্ছে৷ জানিনা তার মনে হয়তো ঠিক একই রকম ভাবে অনুভূতি করছে ৷ যাহোক দিনশেষে আজ যে তার দেখা হবে এটা সত্যি আমার ভাবনার মধ্যে ছিল না ৷ তবে আজকে অনেক পর দেখলাম সে আজ অনেক পরিবর্তন ৷ সর্বপরি সে ভালো থাকুক সুস্থ থাকুক এমনটাই প্রত্যাশা ৷

তো যা হোক চলুন শুনে আসা যাক ৷ আমার খালি গলায় একটি পুরনো দিনের গান ৷ যদিও গান করতে পারি না ৷ তবুও চেষ্টা ৷


গানের লিংক

গান:

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙে রঙে ছবি আঁকে ।।

মনে পড়ে যায় মনে পড়ে যায়
মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তীথি ।
দু’জনার দুটি পথ মিশে গেল এক হয়ে
নুতন পথের বাঁকে
মুছে যাওয়া দিন গুলি…।।

সে এক নতুন দেশে
দিন গুলি ছিল যে মুখর কত গানে
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে ।

ভেঙে গেছে হায় ভেঙে গেছে হায়
ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা
ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা ।

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙে রঙে ছবি আঁকে ।।



জানি না আপনাদের কতটা ভালো লাগবে ৷ তবে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ৷ আর অবশ্যই মন্তব্য করে জানাবেন ৷ তাহলে হয়তো আমি আবারও আপনাদের মাঝে নতুন কোনো গান পরিবেশনা করবো ৷ সর্বোপরি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমনটাই প্রত্যাশা ৷

ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন!!!

অভিবাদন্তে:

@gopiray

🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

Sort:  
 2 years ago 

তার কষ্টের স্মৃতি গুলোর জন্যই আপনার কন্ঠ থেকে এমন সুন্দর গান বের করতে সাহায্য করেছে।গানটি বেশ ভাল ছিল দাদা।অতীত কে ভোলার চেষ্টা করুন।তাইলেই আর এত কষ্ট হবে না। ধন্যবাদ সুন্দর গানটির জন্য।

 2 years ago 

আসলে দাদা অনেক দিন পর যে দেখা হবে ভাবি নি ৷ অবশ্যই চেষ্টা তো করতে হবেই ৷ আসলে দেখা পেয়ে যেন আগের সব কিছু মনে পরে গেলো ৷

 2 years ago 

সেই অনেক আগের প্রসেনজিতের স্বপ্ন মুভির গান , সে এক অসাধারন অনুভুতি চমৎকার গেয়েছেন এবং গানটাও ছিল চমৎকার গানের কথা গুলো আমার কাছে খুব ভালো লাগে। খুবই ভালো লাগলো আপনার কন্ঠে রকম চমৎকার গান শুনতে পেরে।

 2 years ago 

জি ভাই আগের প্রসেনজিৎ স্বপ্ন মুভির গান ৷ গানটি ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম ৷
ধন্যবাদ ভাই

 2 years ago 

আসলে ভাই আপনার টাইটেল পড়ে খুবই আবেগী হয়ে গেলাম। আপনার কন্ঠে এমন গান শুনে সত্যি খুবই ভালো লাগলো। আসলে ভাই এমন গানগুলো হৃদয়কে নাড়া দেয়। আপনার মিষ্টি কন্ঠে এত দুর্দান্ত গান পরিবেশন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাই।

 2 years ago 

সত্যিই বলতে ভাই মনটা খারাপ ছিল বলেও এই গানটি গেয়েছিলাম৷

 2 years ago 

ভাইয়া,পুরনো দিনে আপনার কেউ ছিল তাহল?
যাই হোক ভাইয়া,আপনার গাওয়া গানটি সত্যিই অসাধারণ অসাধারণ হয়েছে। এই গানটা আমার শোনা হয়নি। এই গানটি খুবই সুন্দর লাগছে আপনার কন্ঠে। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 2 years ago 

ছিল একজন তবে সে আজ অন্যের ঘরের একজন ৷ গানটি ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম ৷

 2 years ago 
আপনার গাওয়া গানটি অনেক অসাধারণ ছিল। আপনি অনেক সুন্দর ভাবে গানটি উপস্থাপন করেছেন। আসলে ভাই এই ধরনের গানগুলো হৃদয়কে অনেকটা নাড়া দেয়।এর আগে এই গানটি আমার শোনা হয়নি। কিন্তু আজকে আপনার গলায় গানটি শুনে নিলাম আপনাকে অনেক ধন্যবাদ।
 2 years ago 

আসলেই ভাই পুরনো গান আজও জনপ্রিয় ৷ মাঝে মাঝে শুনতে বেশ ভালো লাগে ৷

 2 years ago 

অনেক সুন্দর গাইলেন ত ভাইয়া। কাল হাং আউটে গাইবেন, ঠিক আছে?? অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জি আপু চেষ্টা করবো ৷ ধন্যবাদ!!

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65