শুভ ষষ্ঠী সাদা নীল আকাশে কাশফুলের মেলা || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

❤ শারদীয় শুভেচ্ছা❤




নমস্কার-আদাব
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি
আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

Picsart_22-10-01_18-24-11-952.jpg

প্রথমত সবাইকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি৷ অনেক জল্পনা কল্পনার পর সেই মধুর খন যেন ঘনিয়ে এলো৷ আজ থেকে শুরু সেই বিগত একটি বছর অপেক্ষার পর মায়ের আগমন৷ আজ পুজোর প্রথম দিন অর্থাৎ ষষ্ঠী৷ যদিও ষষ্ঠী পূজার আজ করা হয়নি ৷মূলত সন্ধ্যা নাগাদ তিথি পড়ে গিয়েছে৷ ও আচ্ছা আপনাদের ভালো হবে বুঝিয়ে বলি আসলে আমাদের হিন্দু ধর্মীয় মতে যে কোন পূজোর আমার তিথি অনুযায়ী ৷ অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পুজো করা বা পুজো সম্পন্ন করতে হয় ৷হতে পারে একদিনই অধিক তিথি হতে পারে এজন্য পূজো সেই তিথি অনুযায়ি পুজো করতে হয় কোন বছর দুদিনের মধ্যেই দশমী হয় ৷ আবার কোন বছর তিন দিন বা চার দিন পর দশমী হয় এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে তিথির উপর৷ তো যাই হোক আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ৷যদিও আজকেও ষষ্ঠী আসলে পুষ্পাঞ্জলি করা হয়নি৷ একদম কাল সকাল থেকে শুরু হবে প্রতিদিন দশমী তিথি পর্যন্ত চলবে পুষ্পাঞ্জলি৷

যা হোক আজকে আমি আপনাদের মাঝে কাশফুলের কিছু আলোকচিত্র তুলে ধরবো৷ যদিও অনেক আগেই করতে চেয়েছিলাম কিন্তু পূজোর ব্যস্ত সময় কাটাতে আর পোস্ট করতে পারিনি ৷আসলে আমার বাড়ির পাশে নদীটির দুই ধারে ধারে বড় বড় কাশ ফুল ফুটেছে যদিও ব্যস্ত সময় থাকার জন্য আমি দেখতেই পাইনি ৷ হঠাৎ একদিন নদীর দিকে গিয়ে চোখে পড়লো নদীর দুই পাশে কি সুন্দর কাশফুল গুলো বাতাসে দোলা খাচ্ছে৷ আর ওই মুহূর্তেই ফোন দিয়ে শুরু করলাম কিছু ছবি তোলার ৷

IMG20220925161501_01.jpg

সত্যি বলতে নদীর বুকে কাশফুলের মেলা দেখতে সুন্দর অপূর্ব রুদ্রউজ্জ্বল মেঘ ৷সাদা আকাশে মেঘের ভেলা তার সাথে কাশফুলের দোলা নীল আকাশে কাশফুল যেন অপরুপা হয় উড়ছে৷ আসলে প্রকৃতি সত্যিই অনেক অপূর্ব সুন্দর একেক সময় একেক রকম রূপে আবির্ভূত হয়ে আমাদের মাঝে হাজির হয়৷ ছয় ঋতুর ছয় রকমের আবির্ভাব আমরা দেখতে পাই সত্যি আমরা মুগ্ধ এ প্রকৃতির মাঝে বেঁচে থাকতে৷ আর এজন্য হয়তো বাংলার কবিগন এ সুন্দর প্রকৃতির মাঝে সুন্দর সুন্দর কবিতা গল্প লিখেছেন ৷ যা হোকা কাশ ফুলগুলো এত বড় ছিল যে আমার মাথার অনেক উপরে৷ আর যখন বাতাসে দোলা খাচ্ছি তখন যেন নিচে পড়ছে এমনটাই মনে হচ্ছে৷ এভাবেই হাত দিয়ে ধরে নিচে নেমে তারপর ছবি তোলার চেষ্টা৷
IMG20220925161721_01.jpg

আর যখন আমি গেছিলাম তখন ছিল প্রচুর রোদ গরম৷ আর এই রোদে যেন কাশ ফুল গুলো নতুন করে রুপ দিচ্ছে ৷ তখন যেই যে পরিমাণ রোদ গরম আমার কোন কিছু মনেই হচ্ছে না তখন যেন আমি নিজেকে হারিয়ে ফেলেছি৷ যদিও কাশফুলে কোন ঘ্রাণ নেই তবে তার তুলোর মতো উড়ে যাওয়ার মুহূর্তটুকু সত্যি অসাধারণ৷ সেই দখিনা বাতাসে শিমুল তুলোর মত যেন আকাশে ভেসে বেড়াচ্ছে ৷
তবে প্রচুর পরিমানে রোদ থাকলেও আকাশটা ছিল সাদা চকচকে নীল রঙের আফা খুব একটা ছিল না৷ যদিও. একটা কথা বলে না নীল আকাশে সাদা মেঘের ভেলা তার সাথে যদি হয় কাশফুলের দোলা কিন্তু আসলেই নীল রঙটা খুবই কম ছিল ৷ তবুও দেখতে ছিল অপূর্ব শরৎকালে কাশফুল যেন তার সৌন্দর্য বিলিয়ে দিতেছি৷

কোথায় যেন পরেছিলাম
ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব তোমার পুষ্প বোনের গাঁথা মনের মতো লিখবো ৷

IMG20220925161246_01.jpg

IMG20220925161530_01.jpg

IMG20220925160810_01.jpg

IMG20220925160502_01.jpg

IMG20220925161604.jpg

IMG20220925161615_01.jpg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ৷ আমার বাড়ির পাশের নদীতে দুই ধারে থাকা কাশফুলের আলোকচিত্র ৷ আশা করছি সবার ভালো লাগবে ৷ কাল থেকে পুজোর প্রতিটি মূহুর্ত কাটানো আপনাদের সাথে শেয়ার করবো ৷ এমনটাই প্রতার্শা রেখে এখানেই শেষ করছি ৷

ফটোগ্রাফার@gopiray
লোকেশনhttps://w3w.co/

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

@gopiray

সবাইকে ধন্যবাদ

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif

Sort:  
 2 years ago 

অনেকদিন থেকেই কাশফুল দেখা হয়নি। তবে কাশফুল বাগানে আপনার কাটানোর সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো। কাশফুল বাগানে আপনি অনেক সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

কাশফুল গিয়ে সত্যি অনেক সুন্দর একটি সময় পার করেছি ৷ ধন্যবাদ এতো সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য ৷ শুভকামনা রইল

 2 years ago 

পূজা সম্পর্কে আমার কোন ধারনাই নেই। তবে আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি। কাশফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। ঠিক বলেছেন ভাইয়া কাশফুলের ঘ্রাণ না থাকলে ও দেখতে অপরূপ লাগে ।

 2 years ago 

ধন্যবাদ আপু গুছিয়ে মন্তব্য করার করার জন্য ৷ কাশফুলের ঘ্রান না থাকলেও দেখতে অসাধারণ ৷

 2 years ago 

জায়গাটি অনেক সুন্দর ভাই।চোখ জুড়িয়ে গেল।পুজো আসার আগে যে আনন্দ টা থাকে শুরু হওয়ার পর থেকে মন খারাপ হওয়া শুরু করে।যে শুরু হলেই শেষ হয়ে যাবে। যাই হোক ভাই শারদীয় শুভেচ্ছা।আমাদের এদিক আসবেন বেড়াতে।

 2 years ago 

জি দাদা আমার নদীর পাড়ে দুই ধারে বেশ সুন্দর করে ফুটে উঠেছে কাশফুল গুলো ৷ না ভাই যেতে পারবো না কারন যে বৃষ্টি ৷ আর এবার পুজোয় খুব ভালো কাটলো না ৷

কাশফুল ফুটতে শুরু করলেই মনে হয় যেন দুর্গাপূজা চলে আসলো। আপনাদের বাড়ির পাশে নদী আছে জন্যই এই সুবিধাটা পেয়েছেন। তবে আমি একবার গিয়েছিলাম পুরুলিয়া। সেখানে গিয়েই কাশফুল দেখতে পাই। তাছাড়া বিগত তিন চার বছর ধরে কাশফুলের মুখ চোখে দেখি না।

 2 years ago 

ভাই এবার নদীর ধারে ছিল ৷ কিন্তু গত বছর ছিল না তখন প্রায় ২০ কিলো রাস্তা গিয়ে কাশফুল পেয়েছিলাম ৷আপনি তো পরুলিয়ায় গেছেন কাশফুল দেখতে ৷
ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59264.94
ETH 2604.33
USDT 1.00
SBD 2.38