অমর হোক একুশে ফেব্রুয়ারি!!! 🇧🇩🇧🇩steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year (edited)

আজ - ০৮ই, ফাল্গুন ১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

Picsart_23-02-21_18-26-40-667.jpg
লোকেশন



আজ বাঙালি জাতির এক গৌরবের দিন অহংকারের দিন৷ বাঙালি জাতির কি মনে পড়ে সেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা ৷ যে দিন রফিক, যব্বার বরকত ,,আরো নাম না জানা কতশত মায়ের ছেলের রক্তের বিনিময়ে পাওয়া ৷ যাদের রক্তের রাজপথে হাজারো মিছিলের গুলিতে সহস্র রক্তের বিনিময়ে সে রাজপদ রঞ্জিত হয়েছিল ৷ মনে কি পড়ে বাঙালি সেই পুরনো ইতিহাসের কথা ৷

কিন্তু দুঃখের বিষয় যে আমরা বাঙালি অনেক ভুলে গেছি ৷ কেন বলছি জানেন কারণ আমরা নাম মাত্র বাঙালি৷ বাঙালির যে পুরনো ঐতিহ্য পুরনো গৌরব পুরনো ইতিহাস সবকিছুকে আমরা আজ উপেক্ষা করে ৷ নিজের স্বাধীনভাবে চলার চেষ্টা করছি যার প্রতিচ্ছবি আমরা প্রতিনিয়তই দেখছি৷

মূলত আজকে একুশে ফেব্রুয়ারি দিনটি ছিল ভাষা শহীদদের স্মরণে যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই মায়ের ভাষা বাংলাকে৷ আজ প্রতি স্কুল প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সব জায়গায় শহীদ মিনারের ফুল অর্পণ এর মাধ্যমেই তাদের আত্মার শান্তি কামনা করি ৷

বলতে গেলে আজ আমরা সবাই অনেক শ্রদ্ধা ভরে করি ফুল অর্পণ করি৷ বেশ সকালবেলায় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজনও হয়ে থাকে ৷ শুধু স্মরণ করি আর বাকি দিনগুলো৷

যদি এই কথায় আসতেই হয় তাহলে বলতে হয় আমাদের বর্তমান সময়ে যে একটি ডিজিটাল বাংলাদেশ এবং কি সবকিছুই ডিজিটাল যুগ তা প্রতিনিয়ত দেখছি সবই ভালো৷ দিনশেষে আজকে আমরা আমাদের মায়ের ভাষা বাংলাকে হারিয়ে ফেলছি৷ বলা যায় যে আমরা বর্তমান বাংলা ভাষা থেকে উপেক্ষা করে নিত্য নতুন ভাষার সঙ্গে জড়িয়ে পড়ছি৷

একবার সবাই মনোযোগ দিয়ে ভাবুন তো আমরা কোথায় এই ভাষাটাকে উপেক্ষা করছি ৷ যদি বলতেই হয় তাহলে এখন আমরা এই বাংলা ভাষাটাকে অপব্যবহার করছি৷ আমরা এখন ইংরেজি উর্দু আরো অন্যান্য ভাষার সাথে জড়িয়ে পড়ছি ৷ বিশেষ করে বর্তমান সময়ে যাদের পরিবারের অর্থ সম্পদ তাদের পরিবারের ছেলেদের কে কোথায় পাঠানো হয় জানেন৷ বিদেশে উন্নত ডিগ্রি পাওয়ার জন্য তাদের মধ্যে প্রায় বেশি সংখ্যক মানুষই মনে করে বাংলা নিয়ে পড়ে কি হবে ৷

যদি আরেকটুব ভালো ভাবে বলতে হয় ৷ তাহলে আজকের সকালবেলার চিত্রটাই তুলে ধরতে যাক৷ বেশ সকাল থেকেই চারদিকেই জাঁকজমকপূর্ণ দেশের গান ফেব্রুয়ারির গান বেশ ভালোই চলছিল ৷ যেহেতু আজকে একুশে ফেব্রুয়ারি দিন ৷ কিন্তু সময় আর বেলা বাড়ার সাথে সাথে সবকিছু যেন পাল্টে গেল ৷ অর্থাৎ চিত্র ভিন্ন ইংরেজি গান কিংবা অন্য কোন আরো নতুন ডিজে পার্টির গান দিয়ে আয়োজন চলছিল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৷ এটাই কি ভাষার শিক্ষা আর এটাই কি আজকের একুশে ফেব্রুয়ারীর দিন৷

দিনশেষে ওই যে বলতে হয় যে আমরা নামে মাত্রই বাঙালি৷ আমরা বাঙালিরা এখনো আমাদের মায়ের ভাষা কে বুকে ধারণ করতেই পারি নি ৷ আজকে আমরা আনুষ্ঠানিক বিষাক্ত ভালোবাসা দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকার ফুল কিনবো ৷
একবার ভাবুন তো বাংলা ভাষার সমৃদ্ধির জন্য আপনি বা আমি কত টাকা খরচ করেছি৷

একবার ভাবুন তো৷ বাংলা ভাষার চর্চার জন্য আপনি কতটা সচেষ্ট ছিলেন ৷ আপনার বন্ধু, সন্তান ,পরিবার কিংবা কোন কাছের ব্যক্তিবর্গ মানুষকে বাংলা ভাষা চর্চার উৎসাহ দিয়েছেন কখনো৷

Picsart_23-02-21_18-27-58-313.jpg
লোকেশন

তাই সর্বোপরি শুধু একটি দিনের জন্যই নয়৷ বাংলা আমার গর্ব বাংলা আমার ভালোবাসা এসব না বলে৷ বুকের ভেতর সর্বদা বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখুন তাহলেই আপনি একজন প্রকৃত বাঙালি৷

আজ থেকে প্রতিটি বাঙালি এই প্রতিজ্ঞার শপথ নিন ৷ আমার বা আপনার দ্বারা বাংলা ভাষার অমর্যাদা কখনো না হয়৷ বাংলা ভাষার প্রতি যাদের এত সম্মান বোধ ছিল বলেই তাদের রক্তের বিনিময়ে আমরা পেলাম এই সুন্দর মায়ের ভাষা। এই ভাষা কে আমরা যেন প্রতিনিয়তই সম্মানের সাথে স্মরণ করতে পারি ৷ এবং কি শ্রদ্ধা করি সেই সেই হাজার শহীদদের প্রতি যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই মাতৃভাষা বাংলা৷

এই কামনায় সবাইকে একুশের গৌরবময় শুভেচ্ছা জানাই ৷ ভাষা শহীদদের অমর হোক মাতৃভাষা অমর হোক৷

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdf1DqCg1JFmEM5rEUGj71XE1G1s2zdaLrPmqMiGfAQnnyJs6RnCcTBgQMtvnid...ovWJA2RaZzHbUvrsuxmGSdrjdfxt74fLn1nkMkrGvdsv7HhFDCi84xyaMEVkx1xvvbPk115Qy1avxzjvVAGkkRzt9irwyD3ECqQCyZWawgUyXDQc3KDmKTt8er.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

সত্যি ভাইয়া আমরা নামে মাত্র বাঙালি। বাংলা ভাষাকে আমরা এখনো হৃদয়ে স্থান দিতে পারিনি। আসলে নামে মাত্র লক্ষ লক্ষ টাকা দিয়ে ফুল কিনে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত শ্রদ্ধার এখনো অভাব আছে। যাই হোক যারা আমাদেরকে বাংলা ভাষা দান করেছেন এবং ভাষার জন্য শহীদ হয়েছেন তাদেরকে আমি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি।

 last year 

হুম আপু তাই আমাদের সবার উচিত নিজের মায়ের ভাষা কে শ্রদ্ধা করা ৷ সেই সাথে অনেক শ্রদ্ধা সেইসব শহীদের প্রতি যাদের রক্তের বিনিময়ে পাওয়া এই মাতৃভাষা বাংলা৷

 last year 

দিনশেষে ওই যে বলতে হয় যে আমরা নামি মাত্রই বাঙালি৷


আপনার এই কথা সাথে আমিও অনেকটা একমত ভাই। কারন যাদের রক্তের বিনিময়ে এই ভাষা।সেই ভাষার আমরা কতটা মূল্যায়ন করতে পেরেছি।তবে এটা নয় যে আমি অন্য ভাষা পছন্দ করি না।আমাদের খুবই দরকারী প্রয়োজনে অন্য ভাষা ব্যবহার করা যেতে পারে। তবে নিজের ভাষাকে,মায়ের ভাষাকে উপেক্ষা করে নয়।কিন্তু বর্তমানে হরহামেশাই দেখা যাচ্ছে,বিদেশি ভাষার সাথে আমাদের মায়ের ভাষা অনেকটা হারিয়ে যাচ্ছে।যেখানে বাংলা নিয়ে চর্চা করার কথা সেখানেও বিদেশি ভাষা।এমনকি একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানেও অনেক জায়গায় বিদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যায়।যা দেখলে অনেকটা কষ্ট লাগে। অসংখ্য ধন্যবাদ।
 last year 

জি যথার্থ বলেছেন এখন আমাগের চারপাশে ঠিক এমনি হচ্ছে ৷ সর্বোপরি আমাদের সবার ভাষার প্রতি শ্রদ্ধা থাকা উচিত ৷ ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ৷

 last year 

একুশ মানে গর্ভে ২১ মানে অহংকার। এই দিনটাকে আমরা সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই দিনে যে যার মত চেষ্টা করি দিনটাকে যথাযথ মর্যাদার সাথে পালন করার। আপনি খুব সুন্দর ভাবে এই দিনের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

 last year 

হুম একুশ মানেই বাঙালির গর্ব বাঙালির অহংকার ৷ অনেক সুন্দর করে মন্তব্য করেছেন ৷ ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70559.45
ETH 3816.07
USDT 1.00
SBD 3.45